নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
গতকাল রাত্রি দ্বিপ্রহরে শুইতে গিয়াছিলাম।
স্ত্রী পাশে নাই। অথচ শীতের রাত্রি। স্ত্রীর সন্তান হইবে। প্রথম সন্তান নহে। আরো তিনখানা রহিয়াছে। আমি আর সন্তানাদি চাহিনি। কিন্তু স্ত্রীর পীড়াপীড়িতে লইতে হইয়াছে। স্ত্রীলোক শুধু চায় আর চায়। গহনা চায়, শাড়ি চায়, সন্তান চায়। আদর ভালোবাসা চায়। আজিব মাইয়ালোক। এখন আমি এই শীতের রাত্রিতে এপাশ ওপাশ করিতে চলিতেছে। অসম্ভব রাগ হইতেছে। কার উপর রাগ হইতেছে জানি না। লাথথি দিয়া কোলবালিশখানা মেঝেতে ফালাইয়া দিলাম। তাতে রাগ কিছুটা প্রশমিত হইলো। আমার জমিদারি নাই। জমিদারি থাকিলে নর্তকী অবধারিতভাবেই থাকিত। থাকিলে তাহার সহিত গান বাজনা করিয়ে রাত্রিযাপন করিয়া দিতাম। মদ্যপানের অভ্যাস থাকিলেও ভালো হইতো। কিশোর বয়সে দেবদাসের শেষ পরিনতি দেখিয়া মদ্যপান করিতে রুচি হয় নাই।
মোরগের ডাকে ঘুম ভাঙ্গিলো।
বিছানা থেকে নামিয়া মনে হইলো আমি ভুল করিতেছি। মোরগ ভুল ডাকিয়াছে। মাথা নষ্ট মোরগ। রাত বিরাতে হঠাৎ ডাকিয়া ওঠে। মোরগের উপর বিশ্বাস নাই। হাত ঘড়িতে চাহিয়া দেখি ভোর হইতে ম্যালা দেরী। মনে মনে একটা কুৎসিত গালি দিলাম মোরগটারে। সভ্য সমাজে এই গালি দেওয়া যায় না। বয়স হইলে অনেক কিছুর লাগাম থাকে না। মুখের ভাষা, ক্ষুধা এবং জিদ। আরেকটা জিনিসেরও লাগাম নেই। তাহা হইলো পিসাব। চাপ আসার আগেই হইয়া যায়। নিজের কন্টোলে থাকে না। বুড়া বয়সে শুধুই জ্বালা। স্ত্রী কাছে থাকিলে একটা বল ভরসা পাওয়া যায়। ঠিকাদার জলিল সরদার ঠিকই বলেছে, পুরুষের নারী ছাড়া গতি নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জলিল সরদার আমার বাল্য বন্ধু। তিনখানা বিবাহ করিছে।
বেলা দ্বিপ্রহর বোধকরি।
কোমরের বেথা বেদনার কারনে নামাজ বাদ দিয়েছি। মসজিদের ইমাম বলিয়াছেন, নামাজ কিছুতেই বাদ দেওয়া চলিবে না। পুর শরীর অবশ হুইয়া গেলেও। বদমাইশ ইমাম। চ্যাংড়া ইমাম গুলো ফাজিল হয়। বলে কিনা ইশারায় হইলেও নামাজ পড়িতে হইবে। ইশারা কোনো ভালো জিনিস নহে। কিশোর বয়সে ললিতা'রে একবার ইশারা দিতে গিয়ে মহা বেঝালে পড়িয়াছিলাম। চ্যাংড়া ইমামের কপাল ভালো আমার জমিদারি নাই। জমিদারি থাকিলে ব্যাটারে মজিবরের পুশকনিতে চুবাইতাম। শেফালির মা খাবার দিয়া গেছে। শেফালির মা চেহারা সুন্দর না। প্যাচামুখী। তয় শেফালি চেহারা অতি মনোরম। একদম বেদানার মতো। টকটকে। শেফালির মা মরিয়া গেলেই আমার পথ উন্মুক্ত হইবে। তখন বউ সারা বছর নায়র গেলেও সমস্যা কিছু নাহি। শেফালির মার রান্না ভালো। কাইকা মাছটা বেগুন দিয়ে রাধে ভালো। কৈ মাছও মটরশুটি আর টমেটো দিয়ে দারুন রাধে।
নিখিল মাস্টার আসিলো বৈকালে।
মাথায় টাক। টাক মাথায় দুষ্ট বুদ্ধি দিয়া ভরা। জর্দা ছাড়া কাচা সুপারি দিয়া একখানা পান মুখে দিয়া বলিল, একটা সরস নারীর সন্ধান পাইয়াছি। শহর বন্দরে এই নারীর চাহিদা অনেক। অনেক বুঝাইয়া সুঝাইয়া তাহাকে রাজী করিয়াছি আপনার জন্য। নামটি তাহার কমলা রানী। নিখিল মাস্টারের কথা শুনিয়া আমি মনে মনে শয্যা সাজাইতে শুরু করিয়াছি। যেন আজ আমার প্রথম বাসর। ফুল দিয়া বাসর আমাকেই সাজাতে হইবে। এই বাসর সাজাইতে আমার কষ্ট নাই। নিখিল চলিয়া গেলো। তাহাকে অর্থ দিলাম। সে দুই হাত কচলিয়ে চলিয়া গেলো। নগদ কিছু অর্থ পাইয়া সে মহাখুশি। এরকম খুশি তাহাকে প্রায়ই আমি করিয়া থাকি। এই নিখিল মাস্টার ছাত্রছাত্রীদিগকে কি শিক্ষা দেয় তা মস্ত বড় বিস্ময়। দিন শেষে মন্দ লোকেরাই ভালো থাকে।
আমার বিশ্বাস হইতেছে না। মোটেই বিশ্বাস হইতেছে না।
কমলা সুন্দরী আমার ঘরে। আহা কি রুপ তাহার! কি গায়ের রঙ! কি মায়া ভরা চোখ! চিবুকের কাছে তিলটা তো আমার মন কেড়ে নিয়াছে। যৌবনে ইহাকে কেন পাইলাম না! বিবাহের পর যাহাকে দেখি তাহাকেই মনে ধরে। এ আমার কেমন অসুখ হইলো চন্দ্র? পরনারীকে শুধু ভালো লাগে। বয়স বাড়িতেছে, ভালো লাগার পরিমানও পাল্লা দিয়া বাড়িতেছে। আজিব! বড়ই জ্বালা হইলো। ইচ্ছা তো হয় কিন্তু পারি না। থামিয়া যাই মাঝপথে। অপরপক্ষ তখন বিরক্ত হইয়া যায়। বিরক্ত হইয়া যাওয়াই স্বাভাবিক। বিজ্ঞানের আবিস্কার ব্যবহার করিয়াও ফয়দা পাই না। জ্বালা জ্বালা জ্বালা। বড় জ্বালা।
২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।
২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
অনেক দিন পর একটি ভালো লিখা লিখেছেন। সবুজ বাংলার সমাজের চিত্র। +++
পত্রিকা ম্যাগাজিন অথবা ছাপাখানার ব্যবসা থাকলে আপনার এই লেখা অবশ্যই ছাপানোর ব্যবস্থা করে দিতাম। সমস্যা হচ্ছে, এই লেখা ফুলকপি / পাতাকপি নাতো?
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: জিলাপির প্যাচ থেকে বাহির হয়ে আসুন।
৩| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৬
আঁধারের যুবরাজ বলেছেন: এক সময় পুরানো ঢাকাতে " কমলা " নামের বিখ্যাত একজন নর্তকী ছিলেন। লোকজন উনাকে কমলা সুন্দরী বলে ডাকতো। একটি জনপ্রিয় লোকসংগীত রয়েছে কমলা কে নিয়ে।
গল্প ভালো হয়েছে। " মোরগের মাথা নষ্ট হয়নি ", মেজাজ খারাপ হয়েছে গল্পের প্রধান চরিত্রের মতো। তার মুরগি ডিমে তা দিতে বসেছে অসময়ে।
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৫
বিজন রয় বলেছেন: রাই সুন্দরী নিয়ে আপনার ধারনা কি?
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: তাকে নিয়ে লিখেছি। পড়ে দেখুন। প্লীজ।
৫| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: সুন্দর, প্রাণবন্ত, অসামান্য।
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া। শুকরিয়া।
ভালো থাকুন।
৬| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৮
মোগল সম্রাট বলেছেন:
গল্পের কাহিনি আতীব মনোরম হইয়াছে। পুলকিত অনুভব করিতেছি। তবে সম্পুর্ন লেখায় গুরুচন্ডালী ভাব প্রবল ভাবে প্রকাশিত হইয়াছে। ইহা পরিহার করিয়া পরিপূর্ণ সাধু ভাষায় প্রকাশ করিলে পড়িতে আরো সুখানুভব হইবে।
পরিশেষে আবারো ভালোলাগা জানাইয়া শেষ করিলাম।
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: সাধু চলতি ভাষা গুলিয়ে ফেলি। এজন্য ক্ষমাপ্রার্থী।
৭| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৪
কামাল১৮ বলেছেন: হুমায়ূন আহমদের মতো রোগ।লেখার ধরন অনেকটা তারমতো।
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: আমি সজ্ঞানে ইচ্ছা করেই হুমায়ূন আহমেদের মতো করে লিখতে চেষ্টা করি।
৮| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: ঢাকার রাস্তায় পড়ে থাকা কোন একটা বাচ্চাকে পেট ভরে খাইয়ে ভালো কিছু জামা-কাপড় কিনে দিতে ইচ্ছে করছে রাজীব ভাই। আপনার সাথে যোগাযোগ করবো শীঘ্রই।
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
ভালো কাজ করলে আত্মা শান্তি পায়।
৯| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:২৬
ইল্লু বলেছেন: সুন্দর-আপনার এক্সপেরিমেন্টটা বেশ মজার,মাঝে মাজে দু একটা ধাক্কা আছে ।
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: এরকম লেখা আরেকটা লিখে রেখেছি।
আগামীকাল পোষ্ট করবো।
১০| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩৭
রিদওয়ান খান বলেছেন: শেয়াল যেমন মুরগীর স্বাধীনতা খুজে, আমাদের সমাজের লোভী সুশীলরাও নারীদের স্বাধীনতা তেমন খুজে যাতে সহজে ভোগ্যপণ্য বানানো যায়।
উপরোল্লিখিত লেখায় নারীকে সন্মান দেওয়া হইয়াছে নাকি অন্যকিছু বানানো হইয়াছে প্রশ্ন রাখিয়ে গেলুম।
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: ব্যাক্তিগতভাবে আমি নারীদের সম্মান করি। শ্রদ্ধা করি। হোক সে কাজের বুয়া, গার্মেন্সের মেয়ে।
১১| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩২
শ্রাবণধারা বলেছেন: আপনার লেখার স্টাইলটি হুমায়ূন আহমেদের নকল।
সত্যজিত রায় গডারের (Jean-Luc Godard) সিনেমা সম্পর্কে বলেছিলেন যে গডারের সিনেমা শিল্পগুনে উতরে গেলেও, তাকে নকল করে যে সিনেমাগুলো বানানো হয় সেগুলো খুবই নিম্নমানের। আপনার এই গল্পটি পড়ে মনে হলো হুমায়ূন আহমেদের ক্ষেত্রেও এটি সত্য। হুমায়ূন আহমেদের লেখা ভাল হলেও তাকে নকল করে যেগুলো লেখা হয় সেগুলো উন্নত মানের নয়।
হুমায়ূন আহমেদের প্রভাব ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত থাকলে ঠিক ছিলো। আপনার বয়স কোন কারনে সেখানেই আটকে আছে। এই প্রভাব কাটিয়ে ওঠার জন্য কি করতে হবে, আমার বিশ্বাস সেটা আপনি জানেন!!!
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: আমি ইচ্ছা করেই হুমায়ূন আহমেদের নকল করি। ভালো লাগে।
আমি আজীবন হুমায়ূন আহমেদেই নকল করে লিখতে চাই। দোয়া করবেন।
১২| ২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭
কাছের-মানুষ বলেছেন: আমার মনে হয় হুমায়ূন আহমেদ আপনার প্রিয় লেখক!
বিজন রয় সাহেব বলেছেন রাই সুন্দরী নিয়ে লেখতে! আমার ধারনা নেই কে সেই মহীয়সী নারী, আপনি লেখলে হয়ত ধারনা পাব!
সুন্দর গল্প।
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: জ্বী হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখক।
রাই সুন্দরী নিয়ে লিখেছি।
১৩| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩১
প্রামানিক বলেছেন: রাই নামের অর্থ সাহসী মহিমাময়। রাই নামের মেয়েরা নম্র ভদ্র হয়ে থাকে এবং তারা কখনই বিশ্বস ভঙ্গ করে না। রাই নামের মেয়েরা অনেক ভাগ্যবতী হয় এবং জীবনে অনেক কষ্টও করে তবে কষ্টের সফলতাও পায়।
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধ্যেয়।
১৪| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আফসোস!
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: বড়ই আচানক ঘটনা।
১৫| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৯
বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: তাকে নিয়ে লিখেছি। পড়ে দেখুন। প্লীজ।.............. লিংক দেন।
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: আরে সামুতেই আছে।
প্রথম পাতায় চোখ বুলান।
১৬| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪১
বিজন রয় বলেছেন: পেয়েছি তো!! সেখানে মন্তব্যও করেছি।
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১
বিজন রয় বলেছেন: রাই সুন্দরীরে নিয়েও লিখবেন।