নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দাদাজান

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১০



মন আজ ভালো নেই।
ভোররাতে দাদাকে স্বপ্ন দেখেছি,
মরা মানুষকে স্বপ্নে দেখা কি ভালো? বার বার?
গত সাতদিনে তিনবার দাদাকে স্বপ্নে দেখলাম।

ভোর রাতে আজ দেখলাম, বিরাট বড় একটা বাড়ির-
বিশাল বারান্দা কাচের মতো স্বচ্ছ রোদে ভেসে যাচ্ছে।
এত বড় বারান্দায় আর কেউ নেই,
চারিদিক কেমন ভয়করা নির্জন।
সবচেয়ে বড় আশ্চর্য, বারান্দার শেষ নেই;
আমি হাঁটছি, তো হাঁটছিই। বারান্দা আর শেষ হয় না।
ভীষন করছিল আমার।
মনে মনে ভাবছি- এত বড় বারান্দা কে বানালো!

হঠাৎ পেছন থেকে কে যেন বলল, যা না, আরও যা, একসময় শেষ হবে ঠিকই।
কে বলল কথাটা? মুখ ঘুরিয়ে দেখি, আমার দাদাজা!
তেমনই ফরসা টকটকে রঙ, তেমনি মোস্ত গোঁফ, তেমনি সুন্দর।
আমি বললাম, লোকে যে বলে তুমি মরে গেছ?
দাদা বললেন, দূর বোকা! মরবো কেন? এই একটু বেড়াতে বের হয়েছি।
আমি বললাম, এই বাড়িটা কে বানিয়েছে? এত বিশাল বারান্দা কেন?
দাদা বললেন- তা ঠিক, বারান্দাটা একটু বড়। চল তোকে কিছুটা এগিয়ে দেই।

স্বপ্ন নিয়ে আমার তেমন কুসংস্কার নেই।
আবার এও মনে হয়-
কী জানি, স্বপ্নের মধ্যে কোনও ইশারা ইঙ্গিত থাকতে পারে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আফসোস!

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: বড় ভাই আফসোস থেকে বেড়িয়ে আসতে হবে।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৯

বাকপ্রবাস বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আফসোস!

কিন্তু কেন?

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: এটা এক ধরনের আফসোশ।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২

প্রামানিক বলেছেন: বাবাকে স্বপ্নে দেখার কয়দিন পরেই অসুস্থ্য হয়েছিলাম।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: তারপর চিকিতসা করাতে চেন্নাই যেতে হয়েছিলো।/ সেটা আমি জানি।

৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি আমার দাদাজানকে দেখিনি।
নানাজানকেও নয়।
দাদীকে দেখেছি।
নানীকে দেখিনি।
আফসোস!

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সোনাগাজী ভাই হইলো সূর্য আপনি তার ছায়া
নিজেরে আগে আলো দেয়ার চেষ্টা করেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.