নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রিয় কন্যা আমার-
আজ ৭ ডিসেম্বর। বুধবার। এই ডিসেম্বরের শেষ দিনটি অর্থ্যাত ৩১ ডিসেম্বর তোমার জন্মদিন। তুমি তিন বছর শেষ করে চারে পা দিবে। দেখো সময় কত দ্রুত সময় চলে যায়। ফারাজা তুমি শুনলে অবাক হবে, ৭ তারিখে তোমাকে নিয়ে লিখতে বসেছিলাম। দুই লাইন লিখে আর লিখি নাই। আজ আবার লিখতে বসেছি। আজ ২৯ তারিখ। অথচ তোমাকে নিয়ে লেখার অনেক কথা জমা হয়ে আছে। এখন তুমি সারাদিন প্রচুর কথা বলো। মোবাইলে ইউটিউব ছেড়ে 'ডায়না এন্ড রোমা' দেখো। রাতে আমি বাসায় ফিরলে ছুটে আমার কাছে আসো। আনন্দে নাচো। আর বলো- বাবা এসেছে, বাবা এসেছে। ইদানিং তুমি রাত দুটার আগে ঘুমাও না। অথচ আমি আর তোমার মা ঘুমিয়ে পড়ি। অবশ্য তুমি বিকেলে অনেকক্ষন ঘুমাও। এর জন্য হয়তো রাত জাগো।
৩১ ডিসেম্বর তোমার জন্ম হলো।
সেদিনকার কথা আমার সব স্পষ্ট মনে আছে। সকালবেলা তোমার জন্ম হলো। তখন চারিদিকে করোনা। তোমার জন্ম উপলক্ষ্যে আমাকে আর আলাদা করে আতশবাজি ফুটাতে হয়নি। বছর শেষ উপলক্ষ্যে পুরো এলাকার মানুষ আতশবাজি ফুটিয়েছে। যাইহোক, এবার তোমার জন্মদিন ঘটা করে করা হবে না। তবে সারাদিন আমি আর তোমার মা, আমরা তিনজন একসাথে থাকবো। আমরা সারাদিন ঢাকা শহর ঘুরে বেড়াবো। রেস্টুরেন্টে খাবো। তোমার বড় বোন পরী (রোজা) হয়তো আমাদের সাথে যাবে না। তার পরীক্ষা। তোমার জন্য অনলাইন থেকে একটা জামা অর্ডার করা হয়েছে। ইদানিং তোমার পছন্দ পার্পেল কালার। সব কিছুই তুমি পার্পেল কালার চাও। এজন্য তোমার বড় চাচা অস্টেলিয়া থেকে আসার সময় তোমার জন্য পার্পেল কালারের কেডস নিয়ে এসেছে।
আমার বাবা মারা যাবার পর আমি অনেক কষ্ট পেয়েছিলাম।
কিন্তু তার কয়েকদিন পর তোমার জন্ম হলো। তুমি আমাকে বাবা হারানোর কষ্ট ভুলিয়ে দিলে। তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তুমি শুনলে অবাক হবে, এখন দুনিয়াতে তুমিই আমার সবচেয়ে আপন। সারাদিন আমি বাইরে থাকলে তোমার মায়ের একটা খোজ নিই না। কিন্তু আমি তোমার খোজ খবর নিই। তুমি খেলে কিনা, ঘুমালে কিনা, গোছল করলে কিনা? ভিডিও কলে বেশ কয়েকবার কথা বলি তোমার সঙ্গে। তোমার মা প্রায়ই বলে, সারাদিন মেয়ে মেয়ে করো, আমার তো কোনো খোজ খবর নেও না! তখন আমি বলি, আমি আমার মেয়ের খোজ নিবো, তোমার বাবা তোমার খোজ খবর নেবে। ব্যস শেষ। বোধহয় নিজ সন্তানের চেয়ে দুনিয়াতে আর কিছু প্রিয় হয় না। এখন শীত কাল চলছে। অথচ রাতে তুমি কম্বল গায়ে দাও না। ঘুমের মধ্যেও কম্বল গা থেকে শরীর দাও।
ফারাজা তাবাসসুম খান-
আজ ৬ জানুয়ারি। তোমাকে নিয়ে লিখতে বসেছি। আজ হরতাল। আগামীকালও হরতাল। বিএনপি দুই দিন হরতাল দিয়েছে। গতকাল রাতে কে বা কারা একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয়। চারজন আগুনে পুড়ে মারা যায়। খুবই দুঃখজনক ঘটনা। আমাদের দেশে এরকম ঘটনা অনেক ঘটে। বাসে আগুন দিয়েও মানুষ পুড়িয়ে মারা হয়। রাজনীতি এবং ধর্ম এই দুই কারনে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এটা যুগ যুগ ধরেই হয়ে আসছে। বিশেষ করে নির্বাচনের আগে এরকম ঘটনা অনেক ঘটে। আগামীকাল ভোট। আমি ভোট দিতে যাবো না। অনেকেই যাবে না। একদিন তুমি বড় হবে। তখন তুমিও ভোটার হবে। আমি ভোট দিতে যাবো না কারণ আমাদের আসনে যিনি দাঁড়িয়েছেন। তাকে আমার যোগ্য ও দক্ষ লোক বলে মনে হয় না। আমার ধারনা এবার ৬৫% লোক ভোট দিতে যাবে না।
প্রিয় কন্যা আমার-
তোমার তৃতীয় জন্মদিন শেষ। এখন তুমি বড় হয়ে গেছো। সব কথা বলতে পারো। এখন তোমাকে ডায়পার পরাতে হয় না। আজ এবং আগামীকাল আমি সারাদিন তোমার সাথে আছি। আমার ছুটি। নির্বাচন এবং হরতালের কারণে বাস, গাড়ি, সিএনজি সব বন্ধ। তাই বাইরে যেতে পারবো না। ফারাজা আমাদের বাসায় একজন নতুন সদস্যের আগমন হয়েছে। তোমার ছোট চাচার ছেলে কিয়ান। চলতি মাসে আমাদের পরিবারে আরেকজন নতুন সদস্য আসবে। আফসোস আমার বাবা ওদের দেখে যেতে পারলো না। তোমাকেও দেখে যেতে পারেনি। দেখলে অনেক খুশি হতো। আমার বাবার কমপক্ষে আরো দশ বছর বেঁচে থাকা দরকার ছিলো। করোনায় বাবার মৃত্যু হলো। বাবা স্বাস্থ্যবান এবং স্মার্ট মানুষ ছিলো।
০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৫
মোহাম্মদ গোফরান বলেছেন: ওর নাম কি? কি মিষ্টি মা শা আল্লাহ। দোয়া করি মানুষের মতো মানুষ হোক।
০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১২
রাজীব নুর বলেছেন: ফারাজা তাবাসসুম খান।
৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০
ইসিয়াক বলেছেন: দুই কন্যার জন্য শুভকামনা।
ওরা বেড়ে উঠুক মনের আনন্দে।
আর হ্যাঁ বাচ্চাদের ডিভাইস থেকে দুরে রাখবেন প্লিজ। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, গল্পের বই পড়া।কবিতা আবৃত্তি ইত্যাদি সহ নানা ধরনের খেলাধূলা ব্যস্ত রাখবেন।
০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন। ধন্যবাদ।
৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০
বিজন রয় বলেছেন: শুভকামনা রইল।
আপনিসহ আপনার পরিবারের সকলের প্রতি।
০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭
মিরোরডডল বলেছেন:
বাবুটার মুখের এই হাসি যেন সবসময় এমনই থাকে, কি নির্মল আনন্দের হাসি!
০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: আমি যতদিন বেঁচে আছি। মেয়ের মুখে হাসি থাকবেই।
আমি মরে গেলে কি হবে জানি না।
৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২০
নয়ন বড়ুয়া বলেছেন: আপনার পরিবারের সবাই, আপনার মেয়ের মত হাসি খুশি, নির্ভেজাল মুক্ত পরিবেশে ভালো থাকুক। শুভ কামনা সবসময় দাদা...
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৭| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭
রোকসানা লেইস বলেছেন: মেয়ে বড় হয়ে গেলো স্কুল যাবে বাচ্চার কত দায়িত্ব শুরু হবে।
শুভজন্ম দিন
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: সুরভি বলেছে, স্কুল ও লেখাপড়া নিয়ে সে যা করার করবে। আমাকে চিন্তা করতে মানা করেছে।
৮| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৬
এক চালা টিনের ঘর বলেছেন: The combination between the cake & the baby's dress made the picture excellent.
Many many happy returns of the day.
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৯| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
লেখাগুলো রেখে দিয়েন কন্যা বড় হয়ে পড়বে।
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: সামু টিকে থাকলে লেখা গুলো টিকে থাকবে।
১০| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: আম্মুর জন্য দোয়া ও শুভকামনা রইলো
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বাবু।
১১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৭
নতুন বলেছেন: রাজকন্যার জন্য শুভকামনা।
আপনার কন্যাদ্বয় যেন থাকে দুধে ভাতে....
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- জন্মদিনের শুভেচ্ছা রইলো।
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ জন্মদিন।
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সন্তানের নামকরণের ক্ষেত্রে আরবি শব্দের প্রতি আপনার সীমাহীন দুর্বলতা দেখে বড়ই চমৎকার হইলাম।
আফসোস!
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৭
রাজীব নুর বলেছেন: মেয়ের নাম আমি রাখি নাই। কন্যার বড় চাচা রেখেছেন।
১৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩২
কামাল১৮ বলেছেন: শুভ কামনা।শরীর এতোটাই খারাপ যে,কোন কিছু লিখতেই ভালো লাগছে না।নতুন ভাইরাসে আক্রান্ত হয়েছি।
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৮
রাজীব নুর বলেছেন: আমার দাদী সব সময় বলতেন- বান্দার শরীর গান্ধা। অর্থ্যাত একজন মানুষ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে।
১৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৫
আরোগ্য বলেছেন: মাশা-আল্লাহ! ফারাজার মিষ্টিমুখটা দেখে মন্তব্য করতে বাধ্য হলাম। এমনই যেন সবসময় প্রফুল্লচিত্তে থাকে।
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৫
রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৭| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:২৩
সোহানী বলেছেন: শুভ জন্মদিন ফারাজা।
০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৮| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সন্তানের নামকরণের দায়িত্ব মা-বাবারই ।
অন্য কারো নয়।
আফসোস।
০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: আমাদের একান্নবর্তী পরিবারে পরিবারের সবচেয়ে যে বড় সে-ই নাম রাখেন।
১৯| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৭
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভালোবাসা রইলো আপনার সন্তানদের জন্য। দোয়া করি যেন মানসিকতার দিক থেকে আপনার মতন হয়। ভালো মন্দের পার্থক্য যেন দিন শেষে করতে পারে।
০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।
২০| ১৩ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৫৭
মাস্টারদা বলেছেন: এ হাসি অমলিন অমল। প্রাণ জুড়িয়ে গেল।
জন্মদিনের শুভেচ্ছা।
১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫
প্রামানিক বলেছেন: মেয়ের ভবিষ্যত মঙ্গল কামনা করি