নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ১৩১

০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৭

ছবিঃ আমার তোলা।

নির্বাচন উপলক্ষ্যে জাতি দু'দিনের অলিখিত ছুটি পেয়েছে।
আমিও পেয়েছি। সারাদিন শুয়ে বসে ছিলাম। মুভি দেখেছি। খেয়েছি। মেয়ের সাথে গল্প করেছি। দেখা মুভি গুলোই আবার দেখেছি। আমার প্রিয় কিছু মুভি আছে সেগুলোই ঘুরে ফিরে বারবার দেখি। দেখা মুভি পুনরায় দেখতে আমার বিরক্ত লাগে না। 'শশাঙ্ক রিডেম্পশন', 'লাইফ ইজ বিউটিফুল' এবং 'ফরেস্ট গাম্প'। এই তিনটা মুভি দেখলাম। দারুন মুভি। বারবার দেখার মতোই মুভি। দুপুরে ছোট ভাইয়ের বউ খিচুরী আর গরুর মাংস রান্না করে ছিলো। খেতে ভালো হয়েছিলো। ইচ্ছে মতো খেলাম। তারপর বিছানায় গেলাম। হাতে বই। বইয়ের নাম- 'গর্ভধারিনী'। লেখক সমরেশ মজুমদার। বইটা পনের বছর আগে একবার পড়েছিলাম। আবার নতুন করে পড়তে ইচ্ছা করলো। দুই পাতা পড়তেই, গভীর ঘুমে তলিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম ভাঙ্গালো। দারুন এক স্বপ্ন দেখলাম।

ঢাকায় ভোরের দিকে বেশ শীত পড়ে।
সেদিন ভোরবেলা বাসা থেকে বের হলাম। তখন সকাল ৭টা। স্ত্রী কন্যা গভীর ঘুমে। তাদের আর ডাকি নাই। আমার ছোট কন্যা ফারাজা যেন নবাবজাদী। সে ঘুম থেকে উঠে ১১ টার পর। অবশ্য ফারাজা অনেক রাতে ঘুমায়। তাছাড়া তার স্কুল কলেজ নেই। কাজেই সে দেরীতে উঠলেও কোনো সমস্যা নেই। যাইহোক, সকালে বাসা থেকে বের হলাম। প্রচন্ড শীত। চারিদিকে কুয়াশা। আমি একটা রিকশায় উঠে বসলাম। ধানমন্ডি ঝিগাতলা আমার কাজ আছে। কুয়াশা ভেদ করে রিকশা এগিয়ে যাচ্ছে। বেশ লাগলো। একদা এমনই এক কুয়াশার ভেতর দিয়ে আমি আর নীলা হারিয়ে গিয়েছিলাম। রাতে আমরা আরামবাগ থেকে একটা বাসে উঠে পড়ি। সেই বাস রাজশাহী যায়। ভোরবেলা বাস থেকে নেমে আমি আর নীলা একটা দোকান থেকে চা খেলাম। তারপর রিকশায় উঠে বসি। সেদিন প্রচন্ড কুয়াশা ছিলো। কুয়াশা ভেদ করে রিকশা এগিয়ে যাচ্ছিলো!

ইদানিং ব্লগে আসলে আমার মন খারাপ হয়।
ব্লগের প্রান চাদ্গাজী/সোনাগাজীকে দীর্ঘদিন ধরে কমেন্ট ব্যানে রাখা হয়েছে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আশাকরি সামু টিম বা মডারেটর সাহেবের শুভ বুদ্ধির উদয় হবে। মাঝে মাঝে মন চায় সোনাগাজী ব্যান মুক্তি না হলে আমি সামুতে এক লাইনও লিখব না, একটা মন্তব্যও করবো না। কিন্তু এটা সোনাগাজীর ভালো লাগবে না। তাই লিখছি, মন্তব্য করছি। এদিকে একটা নিক 'চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন।' কি করে এই কুৎসিত নিকটা সামুতে একসেস পেলো। এই নিক থেকেই বুঝা যায় ক্যাচাল করতেই সে সামুতে নিক খুলেছে। এডমিন সাহেব কেন তাকে মন্তব্য করার ক্ষমতা দিলো? তাহলে কি ধরে নিবো- এডমিন চায় কেউ কেউ সামুতে ক্যাচাল করুক? কোথাও শান্তি নাই। ট্রেনে শান্তি নাই, নির্বাচনের মাঠে শান্তি নাই। ব্লগেও শান্তি নাই। আমরা যাবো কোথায়?

আজ আমি বাজারে যাবো সন্ধ্যায়।
ফ্রিজ পুরো খালি। আজ আমি ইচ্ছা মতো বাজার করবো। মন ভরে বাজার করবো। মাছ মাংস সবজি এবং কাচা বাজার সবই কিনতে হবে। কন্যার জন্য ফল কিনতে হবে। সুরভিকে বলে দিয়েছি বাজারের লিস্ট তৈরি করো। যেন আগামী একমাস আর বাজারে যেতে না হয়। বাজার করতে আমার ভালো লাগে। বড় দেখে একটা রুই মাছ কিনবো। বাজার থেকেই কাটিয়ে আনবো। চায়নিজ কাট। ইলিশ মাছ কেনার ইচ্ছা আছে। ফারাজা ইলিশ মাছের ডিম খেতে চেয়েছে। আমার নিজেরও ইলিশ মাছের ডিম খুব পছন্দ। তবে আমি ইলিশ মাছের ডিম আমি খাবো না। মেয়ে খাক। তাহলেই আমি খুশি। গরুর মাংস তো কিনতে হবেই। ঘর ভরতি নানান রকম খাবার না থাকলে আমার ভালো লাগে না। কন্যার জন্য একটা টিভি কিনতে হবে। টিভি কিনবো আগামী মাসে।

ব্যারিস্টার সুমন নির্বাচনে জয়ী হয়েছেন।
তাকে নিয়ে দেশের মানুষ আশাবাদী। শাকিব, ফেরদৌস এদের নিয়ে দেশের মানুষ আশাবাদী হতে পারছে না। এদিকে আশা করা যায় আগামী পাচ বছরে বিএনপি বিলীন হয়ে যাবে। হাসিনা যতদিন বেচে আছে ততদিন জামাত শিবির মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। এখন দেশের মানুষ আওয়ামীলীগের কাছে চায়- জিনিসপত্রের দাম কমুক। লেখাপড়ার মান উন্নত হোক। বেকারত্ব কমুক। কিছু দূর্নীতিবাজ ধরা পড়ুক। শুদ্ধি অভিযান পুনরায় চালু হোক। যাদের সম্পদের পরিমান কয়েক গুন বেড়েছে তাদের জবাবদিহিতার আওয়াত আনা হোক। সরকারী হাসপাতাল থেকে দালাল দূর হোক। ফুটপাত দখলমুক্ত হোক। ছাত্রলীগ রাজনীতি বাদ দিয়ে পড়াশোনায় মন দিক। নব্যধনীদের লাগাম টেনে ধরা হোক। তাহলেই দেশের মানুষ খুশি। দেরী হোক যায়নি সময়।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩২

বিজন রয় বলেছেন: আজকের ডায়রী এখনই লিখে ফেললেন?
দিন শেষ হতে তো এখনো অনেক বাকী।

০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: বাকি দিনের ঘটনা অন্য কোনো পোষ্টে লিখে দিবো।

২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪২

প্রামানিক বলেছেন: গতকাল বাজার করতে গিয়ে ফিরে এসেছি বাজার ফাঁকা

০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: এজন্য আমি গতকাল বাজারে যাইনি। আজ যাবো।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৬

বিজন রয় বলেছেন: তাহলে দিনে সাথে মিলল না।

পরীবাগের ওভার ব্রীজ?

০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: এখন আমি গাবতলী আছি।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৩

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: শুভ সকাল। (আমার এখানে এখন ০৬:৪২) সূর্যোদয় হবে ০৮:০৩ টায়।
দিনটা আপনার সুন্দর লেখা পড়ে শুরু হল। অসংখ্য ধন্যবাদ।

সোনাগাজীর কমেন্ট ব্যান, 1st page access ইত্যাদি খুলে দেওয়া হয়েছিলো। আবার কবে ব্যান খেলেন জানিনা। উনার পোষ্ট পড়লে সিএনএন/ফক্স নিউজ ইত্যাদি দেখে সময় নষ্ট করতে হয় না। অন্যান্য ব্লগারদের সাথে খোঁচাখুঁচি করে থাকেন। উনি এমনই। এই বয়সে এলে আমার মনে হয় আমরাও এরকম হয়ে যাবে। উনার এসব উদ্ভট কর্মকান্ড যদি আমরা হজম না করি তাহলে কেমনে হবে? আমরা আমরাইতো! :|

হাই স্কুলে থাকতে একবার হোটেলের এক ছোকরাকে নির্দয়ভাবে পিটিয়েছিলাম। (আমি মারামারি করে বেড়াইনা, ওটা আমার স্বভাব না।) ওই ছোকরা রাস্তার একটি কুকুরের গায়ে গরম ভাতের মাড় ঢেলে দিয়েছিলো। কুকুরের ব্যথাতুর আর্তনাদ সব মানুষের চোখে পানি এনে দিয়েছিলো। সেই সাথে আমারও।

মানলাম রাস্তার কুকুর নুইসেন্স। তাই বলেন এমন করতে হবে? লাথি দেওয়া, গায়ে গরম মাড় ঢেলে দেওয়া এসব কি? কুত্তা কি মানুষ না? ভালো না লাগলে এড়িয়ে চলুন!

সোনাগাজীর বয়স, অভিজ্ঞতা, শিক্ষা সব মিলিয়ে উনি সম্মানীয় ব্যক্তিত্ব। উনার বিহেভিয়র চাইল্ডিশ, ইরিটেবল, মাঝে মধ্যে এগ্রেসিভ। অন্যর লেখাকে গার্বেজ বলে নিজেকে গর্ধভ হিসেবে প্রমান করেন বার বার, Repetitively. তাই বলে এমন করতে হবে? কিছুদিন পর পর প্রথম পাতায় ব্যান, আবার কিছুদিন পর পর কমেন্ট ব্যান! কেন রে ভাই? ব্লগে লেখেই বা ক'জনে?

সোনাগাজী কি মানুষ না?

ভোট, রাজনীতি ইত্যাদি প্রসঙ্গেঃ- No Comment =p~ =p~ =p~

৫| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনি ভোট না দিয়ে সঠিক কাজ করেননি।
আপনার মত শিক্ষিত লোকের কাছ থেকে জাতি এটা প্রত্যাশা করেনি।
আফসোস।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১২

জ্যাক স্মিথ বলেছেন: পড়লাম, ভালো লাগলো।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৬

বিজন রয় বলেছেন: @আফলাতুন হায়দার চৌধুরী .......... দারুন বলেছেন!!

আর ককুরের জন্য যা করেছিলেন তার জন্য আপনাকে ধন্যবাদ।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩২

গোবিন্দলগোবেচারা বলেছেন: খুব সুন্দর বলেছেন ভালো বলেছেন।

৯| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩২

গোবিন্দলগোবেচারা বলেছেন: আমার খুব ভালো লেগেছে।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩২

গোবিন্দলগোবেচারা বলেছেন: আপনি একজন ভালো ব্লগার।

১১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৩

নয়ন বড়ুয়া বলেছেন: দেরী হোক যায়নি সময়...
দেশ শান্তিতে থাকুক...
চমৎকার দাদা। ধন্যবাদ

১২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৩

গোবিন্দলগোবেচারা বলেছেন: শুধু তাই না মানব দরদীও।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৩

গোবিন্দলগোবেচারা বলেছেন: আপনার ব্লগিং পরিসংখ্যান ঈর্ষণীয়।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৩

গোবিন্দলগোবেচারা বলেছেন: শীতে গরিবের কষ্ট হয় আপনার এই পোস্টটা প্রথম পাতায় দেখছি না
https://www.somewhereinblog.net/blog/rajib128/30357223

ওইটা কি আপনি সরায় দিলেন নাকি মডারেটর সরাই দিয়েছে?

১৫| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৪

গোবিন্দলগোবেচারা বলেছেন: https://www.somewhereinblog.net/blog/rajib128/30357223

১৬| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৫

গোবিন্দলগোবেচারা বলেছেন: আপনার এই পোস্টটা ঠিক ১০ বছর আগে ৮ই জানুয়ারি ২০১৪ তেও ব্লগে দিয়েছিলেন।

দুই ক্ষেত্রেই পোস্টটা কিন্তু চুরি করা।

আপনি চুরি করেছেন তানভীর এর পোস্ট থেকে , তানভীর চুরি করেছে প্রথম আলো থেকে।

০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: ছাগল কোথাকার।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৫

গোবিন্দলগোবেচারা বলেছেন: https://www.somewhereinblog.net/blog/beparitanbir/29747528

১৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৬

গোবিন্দলগোবেচারা বলেছেন: আপনার চুরির বিষয়টি ধরিয়ে দিয়ে আর ইউ একটা কমেন্ট করেছিল আপনি কমেন্টটাও মুছে দিয়েছেন।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৭

গোবিন্দলগোবেচারা বলেছেন: আপনি তো মশাই নমস্য লোক

২০| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৯

গোবিন্দলগোবেচারা বলেছেন: https://www.somewhereinblog.net/blog/mozaddid/30356405#c13396428

তবে ব্লগার আর ইউ আরো এক জায়গায় চুরির বিষয়টা রিপোর্ট করেছেন ; পারলে ওই কমেন্টটা মুছে দেন।

২১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৯

নাহল তরকারি বলেছেন: সুন্দর

২২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৪

চাটুকারিতা করুন। মেরুদণ্ডহীনতায় থাকুন। বলেছেন: ঁঁ আমি চুরি সংক্রান্ত আরইউর কমেন্টখানি উদ্ধৃত করিয়া সাজ্জাদ সাহেবের স্টাইলে বলিয়াছিলাম " বড়ই আচানক ঘটনা"। এখন দেখিতেছি উহা মহাকালের গর্ভে হারাইয়া গিয়াছে।

ঁঁ আমার আইডিখানি রানুর কাছে আয়নাসদ্দৃশ। যতবার এই নিকখানি সে দেখিয়া থাকে, ব্লগে তাহার বেশ কিছু আচরণ উক্ত নিকের সাথে মিলিয়া যাওয়ায় সে ক্ষুদ্ধ হয়।

২৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আফসোস!
বড়ই আফসোস!

২৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

বাকপ্রবাস বলেছেন: দুধে যেমন এক ফোটা মুত, তেমনি পুরো লেখা শেষে এক ফোটা সুমন ঢেলে দিয়ে বাকশাল কায়েমের পোষ্ট হয়ে গেল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.