নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

স্মার্ট বাংলাদেশ

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৪

ছবিঃ আমার তোলা।

বাংলাদেশের মানুষ গুলো মূলত ইতর শ্রেনীর।
কিন্তু একসময় এই দেশের মানুষ গুলো ইতর ছিলো না। সত্য কথা বলতে ২০০০ সালের পর থেকেই মানুষ ইতর হতে শুরু করে। এখন মানুষ ইতরের শেষ সীমানায় পৌছে গেছে। এজন্য দায়ী আমাদের দেশের রাজনীতি। বটগাছের নিচে দাড়ালে যেমন আপনার গায়ে বটগাছের ছায়া পড়বে। ঠিক তেমনি রাজনীতির কালো ছায়া দেশের সব মানুষের উপর পড়ে। দেশের মানুষ তিনবেলা খেয়েপড়ে সুন্দর ভাবে বেচে থাকতে চায়। চাকরি চায়। চায় জিনিসপত্রের দাম সহনীয় থাকুক। চায় রাস্তায় জ্যাম না থাকুক। চায় আনন্দময় একটা দেশ হোক। চায় মানবিক একটা দেশ হোক। চায় লেখাপড়ার মান বাড়ুক। চায় দেশের টাকা যেন বিদেশে পাচার না হোক।

সরকার বলছে দেশ উন্নয়নের মহাসড়কে।
আসলেই কি দেশ উন্নয়নের মহাসড়কে? উন্নয়নের মহাসড়কে কত পরিবার রাস্তায় ঘুমায়? উন্নয়ন মূলত হয়েছে আওয়ামীলীগের লোকজনদের। ছাত্রলীগের। রাজনীতিবিদদের ছত্রছায়ায় থাকা লোকজনদের। উন্নতি হয়েছে সরকারি আমলাদের। কারো কারো সম্পদ বেড়েছে ত্রিশ গুন। শেখ হাসিনার শুদ্ধি অভিযান বন্ধ হয়ে গেলো! এদিকে দেশে বেকারের অভাব নেই। রাস্তায় বের হলেই ভিক্ষুক। সরকারি হাসপাতালে দালাল। বাসে উঠে ভিক্ষুক ভিক্ষা চায়। ফুটপাত দিয়ে হাটা যায় না। দুই মেয়র আজ পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে পারেননি। সকাল সন্ধ্যা রাস্তায় জ্যাম। চোর ছিনতাইকারীর সংখ্যা বহু গুন বেড়েছে। ঘুষ ও দূর্নীতি তো রক্তের সাথে মিশে গেছে এই জাতির। নব্য ধনীদের সংখ্যা হুহু করে বাড়ছে। জিনিসপত্রের দাম ধৈর্য্যের বাইরে চলে গেছে। লেখাপড়ার মান তলানিতে এসে ঠেকেছে। সব মিলিয়ে দেশের গজব অবস্থা। কি হবে মেট্রোরেল আর পদ্মাসেতু দিয়ে? যদি দেশের মানুষ রাস্তায় বের হলেই হাত পাতে।

আমাদের দেশ একটা নিকৃষ্ট দেশে পরিনত হয়েছে।
সুযোগ থাকলে এই পোড়া দেশে কেউ থাকতো না। সবাই ইউরোপ আমেরিকা চলে যেতো। এইবার আওয়ামিলীগ আর বিএনপি আকচা আকচি করুক। সেই সাথে যোগ দিক জামাত আর জাতীয় পার্টি। হরতাল দিক, অবরোধ দিক, দিক গাড়ি বাসে আর ট্রেনে আগুন। দেশটা শেখ হাসিনার বাপের আর খালেদা জিয়ার স্বামীর। আমরা জনগণ ধইঞ্চা। সহজ সরল সত্য কথা হলো- এই দেশে জন্ম নেওয়াটাই পাপ। দরিদ্র দেশ পৃথিবীতে অনেক আছে। কিন্তু তারাও আমাদের চেয়ে ভালো আছে। আমাদের দেশে সৎ মানুষ নেই। অথচ চারপাশে মসজিদ আর মসজিদ। সব গুলো মসজিদ থেকে একসাথে আযান দেওয়া হয়। অর্থাৎ শব্দ দুষন হয়। আমাদের দেশে খাটি মানুষ নেই। আমাদের দরকার মাওলানা ভাসানী আর তাজ উদ্দীনের মতো লোক।

দেশের বর্তমান প্রজন্ম হলো প্রতিবন্ধী প্রজন্ম।
এরা অতি নিম্মমানের ছাগল। এই ছাগল গুলোর যেন জন্মই হয়েছে প্রেম ভালোবাসা, টিকটক, ফেসবুক আর ইউটিউব এর মধ্যে জীবন যাপন করার জন্য। এদের বাপ মাও কিছু বলে না। এরা জন্ম দিয়েই খালাস। সাউথ ইন্ডিয়ান মুভি দেখে দেখে এরা নিজেরাই তৈরি করেছে কিশোর গ্যাং। বাচ্চা বাচ্চা পোলাপান চাইনিজ কুড়াল নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। নৌকা ভাড়া করে, একটা বেশ্যা ভাড়া করে নৌকার মধ্যে অশ্লীল নাচ গান করে। নিজেরাই ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেয়। লাখ লাখ ভিউ হয়। বাড়ির ছাদে বসে খায় গাজা। বারে বসে মদ খায়। মেয়ে নিয়ে রিসোর্টে ফুর্তি করে। বিয়ের আগেই মেয়েরা প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে। উন্নয়নের মহাসড়কে পতিতারা লাইন ধরে দাড়িয়ে থাকে সারারাত। শেখ হাসিনা কি জানেন?

এখন বাসে বয়স্ক মা খালারা দাড়িয়ে থাকলে তাদের বসার জন্য সিট কেউ ছেড়ে দেয় না।
সিটের উপর পা তুলে মোবাইল চালায়। এখন দেশের মানুষের মধ্যে দয়া মায়া মমতা কিচ্ছু নেই। নিজ পরিবার ছাড়া কেউ অন্যকে নিয়ে ভাবতে চায় না। দেশে ভালো আছে সরকারি আমলা, রাজনীতিবিদ এবং রাজনীতিবিদদের ছাত্রছায়ায় থাকা মানুষপজন। সাধারন মানুষেরা ভয়াবহ কষ্টে দিন যাপন করছে। দেশে সাধারণ মানুষের সংখ্যাই বেশি। এক শ্রেনী মদ খেয়ে টাকা উড়াচ্ছে, আরেক শ্রেনী বাচ্চার জ্বর দুধ কিনতে পারছে না। ভিক্ষুকেরা মানুষের কাছে হাত পাতে কিন্তু দরিদ্র ও অসহায় মানুষেরা কারো কাছে হাত পাততে পারে না। দেশের মানুষ ভালো নেই। আল্লাহর কসম দেশের মানুষ ভালো নেই।

বর্তামানে দেশের মানুষের জন্য প্রয়োজন শিক্ষা। সঠিক শিক্ষা।
শেখ মুজিব যে কেন ১৯৭২ সালে দেশে সবার জন্য শিক্ষা ফ্রি করলেন না, সেটা আমার বুঝে আসে না। তার কন্যাও শিক্ষা সম্পূর্ণ ফ্রি করলেন না। শিক্ষা ছাড়া জাতি উন্নতি করবে কি করে? অনার্স পাশ করা ছেলেমেয়ে গুলো এক লাইন সঠিক করে লিখতে পারে না। শিক্ষার আগে দরকার সঠিক পারিবারিক শিক্ষা। এই প্রজন্ম পরিবার থেকে যথাযথ পারিবারিক শিক্ষা পায় না। রাস্তায় কিশোর কিশোরীরা দিনে দুপুরে সকলের সামনে জুতোর আঠা দিয়ে নেশা করছে। দেখার কেউ নেই। প্রাইভেট ইউনিভার্সিটি গুলো দেশের লেখাপড়ার বারোটা বাজিয়ে দিয়েছে। সেমিস্টার ফি দিলেই পাশ। দেশে বিজ্ঞানী নেই, জ্ঞানী লোক নেই। ভালো লোক নেই। সৎ মানুষ নেই। আছে শুধু কোরআনে হাফেজ। এত হাফেজ দিয়া আমরা কি করিব? পদ্মাসেতু, টার্মিনাল, টার্নেল ইত্যাদি তৈরির জন্য আমাদের বিদেশ থেকে লোক আনাতে হয়।

মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:০৭

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




পুরো দেশের পাবলিকই স্মার্টলি প্রতিবন্ধী হয়ে গেছে..............

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৭

রাজীব নুর বলেছেন: কথা সত্য।

২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:০৯

নয়ন বড়ুয়া বলেছেন: সঠিক জায়গায় বেঠিক মানুষ যতদিন থাকবে, ততদিন সাধারণ জনগণ শান্তি পাবে না। সবজায়গায় সেম অবস্থা। রিলিফের পণ্য থেকে শুরু করে সব বড় বড় জায়গায় বেঠিক মানুষে ভরা...
সরকার যতদিন এগুলো ঠিক করবে না, ততদিন জনগণও কোনকিছুতে পূর্ণভাবে শান্তি পাবে না...
সুন্দর লিখেছেন রাজীব দা...

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: সরকারে যারা আছে তারাই তো বড় চোর।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সম্প্রতি আমাদের গ্রামের ভাড়া বাড়িতে চুরি হয়েছে। তাও আবার দিনে দুপুরে। :(

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২

রাজীব নুর বলেছেন: চুরী ছিনতাই প্রতিদিন হচ্ছে কোথাও না কোথাও।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:২১

সোনাগাজী বলেছেন:



শিক্ষামন্ত্রী নওফেল যেই বাড়ীতে বাস করে ( চশমা হিল ) সেটা ওর ভাবা মহিউদ্দিন চৌধুরী দখল করেছিলো।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: ফরিদপুরের সাবেক মন্ত্রীর নামেও এরকম ঘটনা আছে।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:২২

কামাল১৮ বলেছেন: সাধারন মানুষ অত খারাপ না যত খারাপ আপনি বলছেন।এক শ্রেনীর মানুষ খারাপ।সবার খারাপ হওয়া সম্ভব না।অংশকে সমগ্র ভাবছেন।এটা সঠিক চিন্তা করার সমস্যা।
বাংলা দেশে কয় শ্রেনীর মানুষ আছে।তাদের শ্রেনী চরিত্র কি,এটা বিশ্লেষণ করতে পারলে অনেক কিছু বুঝতে পারতেন।এই জন্য নিবিড় পর্যবেক্ষণ লাগবে।তখন আপনি বুঝতে পারবেন কি পরিমান লোক ভালো কি পরিমান লোক খারাপ।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৭

রাজীব নুর বলেছেন: দেশে আসুন। তাহলে নিজেই টের পাবেন।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১০

বিষন্ন পথিক বলেছেন: জেনারেশন এর কথা ঠিক বলেছেন, একটা ফাঁপা জেনারেশন তৈরী হচ্ছে

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: এদের সকাল বিকাল থাপরানো দরকার। নইলে এরা লাইনে আসবে না।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৬:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আফসোস!

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: আমি কি মিথ্যা কিছু লিখেছি?

৮| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৯

জনারণ্যে একজন বলেছেন: আসলেই, একদম ঠিক কথা বলেছেন। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ দুর্নীতি ঢুকে গেছে।

চৌর্যবৃত্তি আজ কোথায় চলে গেছে, একটা উদাহরণ দেই।

আগে শুনতাম বদনা, ঘটি-বাটি, গামছা ইত্যাদি চুরি করে কিছু ছিঁচকে চোর। কিন্তু এখন দেখি কিছু মানুষ ঐগুলি বাদ দিয়ে আজকাল অন্যের লেখা এমনকি মন্তব্য চুরি করে নিজের নামে চালিয়ে দেয়।

একজন বিবেকবান, আপাদমস্তক সৎ মানুষ হিসেবে এটা ভাবতে পারেন আপনি?!!

আমরা সবাই জানি, আপনি একজন সমাজসচেতন মানুষ। দেশ ও জাতি নিয়ে চিন্তায় চিন্তায় আপনার নোয়াপাতি ভুঁড়ি আজ শুকিয়ে কাঠ-সদৃশ হয়ে গেছে।

সুতরাং লেখা চুরি বিষয়ক একটা জ্ঞানগর্ভ পোস্ট আপনার কাছ থেকে আশা করতেই পারি আমরা।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৭

রাজীব নুর বলেছেন: ছাগল কোথাকার।
মানুষ হও।

৯| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৮

আলমগীর সরকার লিটন বলেছেন: মানুষ বাস্তবতা বুঝে না যতদিন পর্যন্ত না বুঝবে
তত দিন এরকমী থাকবে-----------------

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: আচ্ছা, ঠিক আছে।

১০| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৫

বাউন্ডেলে বলেছেন: পাগলের প্রলাপ। অতিরিক্ত উচ্চাকাংখার ব্যর্থতা থেকে হতাশার সৃষ্টি- আর হতাশা থেকে প্রলাপের জন্ম। এ ধরনের হাতাশা থেকেই বড় উপন্যাসিকের জন্ম হয়েছে। বাংলাদেশের পাবলিক পার্শ্ববর্তী যে কোন দেশের নাগরিকের তুলনায় ভালো আছে।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: ওকে।

১১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০২

নতুন বলেছেন: দেশের মানুষ যথেস্ট পরিমান ভালো আছে।

খারাপ মানুষ সব খানেই আছে, থাকবে। আর বড় শহরে বাটপারেরা বেশি থাকে কারন নতুনদের সাথে ধান্দাবাজী করতে সহজ।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪২

এম ডি মুসা বলেছেন: কি বলবো ! বাঙালি জাতি সংকর জাতের তাই এই অবস্থা

১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: একদিন সব বদলে যাবে।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমার নিজের উপলিব্ধি হচ্ছেঃ



দেশটা খারাপ না। খারাপ দেশের বেশীর ভাগ মানুষ।
আমি প্রতি দিন একা একা পথে পথে হাঁটি। দেশের মাটিকে বুঝার চেষ্টা করি। মানুষকে বুঝার চেষ্টা করি।
এই দেশের পবিত্র মাটিকে দূষিত করে ফেলছে কিছু নষ্ট মানুষেরা ।

আমার ( আমাদের) দেশ আমার গর্ব।
আমার দেশ আমার অহংকার।

১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: সুন্দর উপলব্ধি।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৮

জ্যাক স্মিথ বলেছেন: পোস্টের প্রথমাংশের সাথে পুরোপুরি একমত।

পুরো দেশের পাবলিকই স্মার্টলি প্রতিবন্ধী হয়ে গেছে.

১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১২

ধুলো মেঘ বলেছেন: আমি এই দেশটাকে ভালো বলতাম যদি কেবল বেকারত্বের হার ৫% এর নিচে নামিয়ে আনা যেত। যাবে কিভাবে? ব্যবসার ক্ষেত্র দিনকে দিন সংকুচিত হয়ে পড়ছে। চাকরি কাকে দেবে?

১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: চীনে লোক সংখ্যা অনেক। কিন্তু ওদের দেশে বেকার নেই।

১৬| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৯

বিজন রয় বলেছেন: বাংলাদেশের মানুষ মূলত ইতর শ্রেণির।........... আপনি এভাবে ঢালাও করে বলতে পারেন না।

১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: পারি। বলতে পারি। ঢালাও করে বলতে পারি। কারন কথা সত্য।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২১

বিজন রয় বলেছেন: অমন কথা আমি বললে খুব দোষ হয়।
ব্লগে কেউ কেউ আমাকে শক্ত কথা শোনায়?

অবশ্য আমি ওসব কোনো পাত্তাই দিই না।

১৮| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৫

রিদওয়ান খান বলেছেন: লেখক রাজীব নুর যখন নূর ছড়ায়,
(শাহেদ জামাল যদি একটা প্রেম করে, করুক না। সমস্যা কি!
বরং তার প্রেম করাটা জায়েজ। নাকি সে বেকার বলে প্রেম ভালোবাসা কর‍তে পারবে না? বাংলাদেশের সংবিধানে কোথাও লেখা আছে, বেকার থাকলে প্রেম করা যাবে না। আমাদের নবীজি বলেছেন, বিয়ের বয়স হইলে বিয়ে করে ফেলো। টাকা পয়সা থাক বা না থাক। বিয়ের পর হয়তো আল্লাহ তোমার দিকে তাকাবে। তখন তোমার ভাগ্য ফিরে যাবে। সুবাহানাল্লাহ বললেন না? চিলাইয়া বলেন সুবাহানাল্লাহ। যাইহোক, আমিও মনে প্রানে চাই শাহেদ জামালের একটা প্রেম হোক। অবিবাহিত ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা না করলে কেমন শুকিয়ে যায়। তাদের চেহারা কেমন মলিন হয়ে যায়। প্রেম ভালোবাসা সুন্দর। প্রেম ভালোবাসা মানুষকে মহৎ করে। মানবিক করে। করে হৃদয়বান। সব মানুষের প্রেম ভালোবাসার মধ্যে থাকা উচিত।)

লেখক রাজীব নুর যখন নূর ছড়িয়ে জান্নাতের আশা করে
(দেশের বর্তমান প্রজন্ম হলো প্রতিবন্ধী প্রজন্ম। এরা অতি নিম্মমানের ছাগল। এই ছাগল গুলোর যেন জন্মই হয়েছে প্রেম ভালোবাসা, টিকটক, ফেসবুক আর ইউটিউব এর মধ্যে জীবন যাপন করার জন্য। নৌকা ভাড়া করে, একটা বেশ্যা ভাড়া করে নৌকার মধ্যে অশ্লীল নাচ গান করে। নিজেরাই ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেয়। লাখ লাখ ভিউ হয়। বাড়ির ছাদে বসে খায় গাজা। বারে বসে মদ খায়। মেয়ে নিয়ে রিসোর্টে ফুর্তি করে। বিয়ের আগেই মেয়েরা প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে।)



১৯| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০২

কামাল১৮ বলেছেন: দেশে ৭০ বছর ছিলাম।আপনি আছেন কয় বছর?

১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: গত দশ বছরে দেশ আমূল পরিবর্তন হয়েছে।

২০| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৮

এস.এম.সাগর বলেছেন: শতভাগ সত্য কথা , দ্বীমত করার কোন কারন নেই।

২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অবশ্যই ভাবনার বিষয়। নির্বাচন বর্জন করা সঠিক কাজ ছিল না।
সময় গেলে সাধন হবে না।

২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: পারি। বলতে পারি। ঢালাও করে বলতে পারি। কারন কথা সত্য।


দেশের ৮৫% মানুষই নষ্ট হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.