নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ১৩২

১৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০

ছবিঃ আমার তোলা।

গতকাল রাতে ঠিক দুটায় বিছানায় গিয়েছি।
শীতের রাত। ঘরে আরামদায়ক উষ্ণতা। নরম কম্বলের নিচে ঢুকে গেলাম। স্ত্রী, কন্যা ঘুম সেই বারোটা থেকে। আমিও মুহুর্তের মধ্যে ঘুমিয়ে গেলাম। খাপছাড়া কিছু স্বপ্ন দেখলাম। রক্ত, ছুরি, মরুভূমি, চায়নিজ কুড়াল হাতে একলোক আমাকে তাড়া করেছে। তার মুখ কালো কাপড়ে ঢাকা। আমি সমানে দৌড়াচ্ছি। দৌড়ে আমি ছোটবেলা থেকেই ভালো। দৌড় প্রতিযোগিতায় স্কুলে অনেক প্রাইজ জিতেছি। অবশ্য ছোটবেলায় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জয়ী হলে চায়ের কাপ, পিরিচ অথবা ভাতের প্লেট দিতো। যাইহোক, খতরনাক স্বপ্ন দেখে আমি বিক্ষিপ্ত। ঘুম স্বপ্ন এবং জাগরনের মধ্যে কেটে গেলো রাত। ফযরের আযানের আগে একটা স্বপ্ন দেখলাম। ভীষন ভয় পেলাম। ঘুম পুরোপুরি ভেঙ্গে গেলো।

এক গ্লাস পানি খেলাম। পানি অনেক ঠান্ডা।
তখন মসজিদে আযান হচ্ছে। ফযজরের আযানটাই সবচেয়ে সুন্দর। আযান শেষ। কি করবো বুঝতে পারছি না। আবার ঘুমাবো, না জেগে থাকবো। আবার বিছানায় গেলাম। সূরা ইউনূস পড়লাম। এবং ঘুমিয়ে গেলাম। বেশ শান্তির ঘুম। বহুদিন পর সুন্দর একটা স্বপ্ন দেখলাম। বহুদিন পর আব্বাকে স্বপ্নে দেখলাম। স্বপ্নটা এই রকমঃ আমি বিছানায় শুয়ে ভাত খাচ্ছি আর টিভিতে ফুটবল খেলা দেখছি। এমন সময় আব্বা বাইরে থেকে ঘরে আসলো। আব্বা একটা লাল গেঞ্জি পড়েছে। নতুন গেঞ্জি। আমাকে বলল, তুমি শুয়ে শুয়ে ভাত খাচ্ছো কেন? আমি বললাম, সবাই বসে বসে খায়। তাই আমি শুয়ে শুয়ে খাছি। এমন সময় মা এসে হাজির। মা আব্বাকে দেখেই রেগে গেলো। বলল, তোমার বয়সী কেউ লাল গেঞ্জি পরে?

আব্বারর লাল গেঞ্জি মা কিছুতেই মেনে নিতে পারছে না।
মা যত চিল্লাচিল্লি করে আব্বা তত রাগ করে। এদিকে আমি তাদের চিল্লাচিল্লিতে ফুটবল খেলা দেখতে পারছি না আরাম করে। তাদের চিল্লাচিল্লি কিছুতেই থামছে না। অবশ্য তাদের চিল্লাচিল্লিতে আমি অভ্যস্ত ছোটবেলা থেকেই। ঝগড়া না করলে তাদের পেটের ভাত হজম হয় না। স্বপ্নের এই পর্যায়ে আমার ঘুম ভেঙ্গে গেলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল সাতটা। তারপর মনটা খুশি খুশি লাগছে। অনেকদিন পর আব্বাকে স্বপ্নে দেখলাম। স্বপ্ন যা দেখলাম, ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিলো। সেই ঘটনাটাই স্বপ্ন আকারে কি করে ঘটলো কে জানে! সুরভি, ফারাজা গভীর ঘুমে। সুরভি উঠবে নয় টায়। ফারাজা উঠবে ১১ টায়।

আট টায় বাসা থেকে বের হলাম।
সুন্দর সকাল। শীতের সকাল। বাংলা মাঘ মাসের কত তারিখ আজ? মনে হয় ৩ বা ৪ তারিখ হবে। বড় রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। বাসের জন্য অপেক্ষা করছি। তখন মনে পড়লো আজ শুক্রবার। আজ ছুটির দিন। এখন কি করবো? বাসায় ফিরে যাবো? না, বাসা থেকে বের যখন হয়েছি, অন্তত এক কাপ চা খেয়ে যাই। ধানমণ্ডি চলে গেলাম। সকালবেলা ধানমণ্ডি বেশ জমজমাট এলাকা হয়ে যায়। আমি অবস্থান করছি- কলা বাগান মাঠের পেছনে। এখানে আমার একটা প্রিয় চায়ের দোকান আছে। প্রচুর লোকজন সকালবেলা হাঁটতে বের হয়েছে। ভ্যান গাড়িতে করে টাটকা সবজি বিক্রি হচ্ছে। মাঠা বিক্রি হচ্ছে। প্রেসার মাপা হচ্ছে। ডায়বেটিকস টেস্ট। এক মহিলা গরম গরম ভাপা পিঠা বানাচ্ছেন। রাস্তার ধারেই সব রকম ব্যবস্থা আছে।

ক'দিন ধরে আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে।
খিচুড়িতে ডালের পরিমান বেশী থাকবে। দুই রকমের ডাল দিয়ে খিচুড়ি। মুশরি ও খেসারির ডাল। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ী। শীতকালে ঠান্ডা খাবার ভালো লাগে না। খিচুড়ির সাথে গরুর মাংস ভূনা। গরুর মাংসের দাম কমে যাওয়ায় ছয় কেজি গরুর মাংস কিনে রেখেছিলাম। ধানমণ্ডি থেকে বাসায় গেলাম। সুরভি উঠেছে কিন্তু ছোট কন্যা উঠে নাই। সে জমিদারের কন্যা। ১১টায় আগে উঠবে না। একসময় আমি ১১ টায় ঘুম থেকে উঠতাম। তখন আমার আব্বা বেচে ছিলো। আমাদের পরিবারে একজন নতুন সদস্যের আগমন হয়েছে। তার নাম রাখা হবে সম্ভবত- মোহাম্মদ। ২/১ দিনের মধ্যেই মোহাম্মদ বাসায় আসবে।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

নয়ন বড়ুয়া বলেছেন: কয়েকদিন ধরে আমারও খিচুড়ি খাইতে ইচ্ছে হচ্ছে...
সুন্দর সাবলীল লেখা। শুভ সন্ধ্যা রাজীব দা...

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

সোনাগাজী বলেছেন:


ফারাজাকে ১০ টার আগে ঘুমাতে দিবেন; সকাল ৮টার দিকে তুলে দিবেন।

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: মেয়ে দশটায় ঘুমায় না। অনেক চেষ্টা করা হয়েছে।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪২

কামাল১৮ বলেছেন: আযান সুন্দর হয় যখন দুরের মসজিদ থেকে আযানের সুর ভেসে আসে।কানের কাছে দশটা মসজিদ থেকে দশ রকমের সুর ভেসে আসলে কথন কি সেটা সুন্দর শুনায় ।

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: রাইট।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনাদের পরিবারের সকলেই দেখি আরবি শব্দের প্রতি দারুণ দুর্বল ।
বাংলা শব্দের অনেক সুন্দর সুন্দর নাম রাখা সম্ভব ।
কিন্তু আপনারা সেটা রাখছেন না ।
আপনারা দেখি প্রাচীন যুগে ফিরে যেতে চাচ্ছেন।
ঘটনাটা কি!

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: বড় ভাই নামাজ পড়ে, রোজা রাখে। কিছুদিন আগে ওমরা করে এলেন। তিনি আরবী নাম পছন্দ করেন। ধর্মে বলা হয়েছে আরবী নাম রাখতে।

৫| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: ঘুমের মধ্যে দৌড় দিলে এগোনো যায় না। মনে হয় কেউ টেনে ধরেছে।

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: আপনারও এরকম হয় নাকি?

৬| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৮

জ্যাক স্মিথ বলেছেন: আমি মাঝে মাঝেই অদ্ভুত কিছু স্বপ্ন দেখি আর মনে মনে ভাবি এইসব ভাবনা আমার মাথায় কিভাবে এলো?

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৭| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ঢাকার মানুষদের অন্যতম একটি বাজে অভ্যাস হচ্ছে রাতের খাবারের সময়টা।
বেশিরভাগ মানুষই দেখি রাতের খাবার খায় রাত 11 টার দিকে অথবা সাড়ে এগারোটার পরে।
কিন্তু আমার নিজের কাছে মনে হয় রাতের খাবার খেতে হবে ম্যাক্সিমাম সাড়ে আটটার আগেই।
যেটা দুই একজন হয়তো করে ।
বেশিরভাগ লোকজনই খাবারটা লেট করে খায়।
আফসোস।

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: ঢাকার মানুষের স্টাইল এইরকম।

৮| ২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


পড়লাম।

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৯| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১২

বিজন রয় বলেছেন: এতো রাতে ঘুমান কেন?
১১ টার আগে ঘুমিয়ে পড়বেন।

২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: না রে ভাই। হয় না।

১০| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৭

তাহেরা সেহেলী বলেছেন: ফযরের আযান সবচেয়ে সুন্দর কোন সন্দেহ নাই।
নামায টা পড়লে আরও ভালো লাগে, আলহামদুলিল্লাহ!

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: আলসেমির কারনে নামাজ পড়া হয় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.