নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমরা কোরআন থেকে জানতে পারি নূহ একজন নবী ছিলেন।
অবশ্য নূহ নবীর কোনো অলৌকিক ক্ষমতা ছিলো না। কুরআনে ৪৩ বার নূহ নবীর কথা এসেছে। বাইবেলেও নূহ সম্পর্কে অনেক কিছু লেখা আছে। আরবের লোকেরা মূর্তি পূজা করে। নাচ গান করে। তাদের লাইনে আনার জন্য আল্লাহপাক নূহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিন্তু নূহ নবী তাদের মুর্তিপূজা থেকে বিরত করতে পারেন নি। তবু তিনি বারবার তাদের মন্দ কাজ থেকে বিরত থাকতে বলেছেন। লোকজন তার কথা আমলে নেয় নাই। বরং হাসাহাসি করেছে।
নূহ (আঃ) ৯শ' বছরের বেশী সময় বেঁচে ছিলেন।
একজন মানুষ কিভাবে নয় শ' বছর বেচে থাকতে পারে? বাস্তব জীবনে ইহা সম্ভব নয়। অবশ্যই এটা বানোয়াট। বলা হয় আদম (আঃ) ৯৬০ বছর বেচে ছিলেন। এটা বাস্তব সম্মত কথা নয়। তারা ৮/৯শ' বছর বেচে ছিলেন- এর কোনো প্রমান পাওয়া যায়নি। আমাদের নবীজি এত লম্বা হায়াত পাননি। তিনি অনেক রোগে ভূগে মারা গেছেন। যাইহোক, আমৃত্যু নূহ নবী মানুষকে সঠিক পথে আনতে চেষ্টা করেছেন। এবং বারবার ব্যর্থ হয়েছেন। তবু নূহ নবী হাল ছাড়েননি। কোরআনে নূহ নবীর কথা না থাকলে বিশ্ববাসী এই রাসূলকে চিনতে পারতো না।
নূহ নবীর কথা না মানায় আল্লাহ তার ক্ষমতা দেখাতে বাধ্য হোন।
ফলাফল সমস্ত লোকজন বন্যায় ভেসে যায়। মরে যায়। কিন্তু নূহ এবং তার কাছের অল্প কিছু লোকজন নৌকায় থাকায় প্রানে বেঁচে যায়। মহা প্লাবনের কারনে পুরো পৃথিবী লন্ডভন্ড হয়ে যায়। মুলত আল্লাহর ইচ্ছাতে এমনটা ঘটেছে। এর আগে আল্লাহপাক ছয়টি জাতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। তবু মানুষজন লাইনে আসে না। ইবাদর করে না। মূর্তি বানায়, মূর্তি পূজা করে। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নূহ নবীকে পাঠিয়েছেন। কিন্তু লোকজন নূহ নবীর কথা শোনে নাই।
নূহ নবীর মায়ের কোনো ইতিহাস জানা যায়নি।
এর কারন কোরআনে তার মা সম্পর্কে কিছুই লেখা নেই। নূহ নবীর স্ত্রীদের সম্পর্কেও কিছু জানা যায়নি। নূহ (আঃ) অনেক গুলো বিয়ে করেছেন। আচ্ছা, সে সময় কি বিয়ে হতো? কিভাবে হতো? তখন তো কলেমা আবিষ্কার হয় নাই। তখন কি মুসলমান বা হিন্দু বলে কিছু ছিলো? যাইহোক, নূহ নবীর সন্তান ছিলো মাত্র চারটি। নূহ'র এক ছেলে মূর্তি পূজা করতো। এজন্য সে বন্যায় মারা যায়। নূহ নবী নিজের সন্তানকেও লাইনে আনতে পারেন নাই। আমাদের নবীজি অনেক বিধর্মীকে লাইনে আনতে পেরেছিলেন।
আমাদের নূহ নবী বাস করতেন ইরাকের মূছেল নগরীতে।
আল্লাহর হুকুমে নূহ একটি নৌকা তৈরি করেন। দুই বছর সময় লেগেছে এই নৌকা তৈরি করতে। নৌকা বানানো দেখে বহু লোক হেসেছে। তখন নূহ বলেছেন, আল্লাহর তরফ থেকে কঠিন আযাব আসবে। বাচতে চাইলে আমার নৌকায় উঠো। নইলে তোমরা ভেসে যাবে বন্যায়। নূহের নৌকার কোনো বৈজ্ঞানিক প্রমান বিজ্ঞানীরা খুঁজে পায়নি। নূহ শব্দের অর্থ হলো- কান্না। কারণ নূহ নবী মানুষকে সঠিক পথে আনার জন্য শুধু কান্না করতেন। নূহ (আঃ) ছিলেন মানব জাতির জন্য প্রথম রাসূল। নুহ (আ.)-এর জাতির নাম ছিল রাসিব।
৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৭
রাজীব নুর বলেছেন: আমি মানি না। বোগাস।
২| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৩
নতুন বলেছেন: নূহ (আঃ) ৯শ' বছরের বেশী সময় বেঁচে ছিলেন।
একজন মানুষ কিভাবে নয় শ' বছর বেচে থাকতে পারে? বাস্তব জীবনে ইহা সম্ভব নয়। অবশ্যই এটা বানোয়াট। বলা হয় আদম (আঃ) ৯৬০ বছর বেচে ছিলেন। এটা বাস্তব সম্মত কথা নয়। তারা ৮/৯শ' বছর বেচে ছিলেন- এর কোনো প্রমান পাওয়া যায়নি।
এই তথ্য কি আপনি কোরানে পেয়েছেন?
৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
রাজীব নুর বলেছেন: না এই তথ্য কোরানে পাইনি।
৩| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৬
এম ডি মুসা বলেছেন: সবচেয়ে বড় দুঃখের নবী ছিলেন, তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে! নবী বলতে কম বেশি ক্ষমতা ছিল
৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
রাজীব নুর বলেছেন: যারাই ধর্মের বানী প্রচার করতে এসেছিলেন, তাদের অনেক দূর্ভোগ পোহাতে হয়েছে।
৪| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭
এম ডি মুসা বলেছেন: এতকিছু খুঁজে পাইছে বিজ্ঞানি নুহু নবীর নৌকার খোঁজ পাইলো না না
৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: যে জিনিস নাই সেটা কিভাবে খুজে পাবে?
৫| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৮
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর বলেছেন রাজীব দা
ভাল থাকবেন----------
৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: হুম।
৬| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৯
শূন্য সারমর্ম বলেছেন:
নুহ নিয়ে বের হওয়া মুভিটা দেখেছেন?
৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: না দেখি নি।
৭| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১
আলামিন১০৪ বলেছেন: নাস্তিক কয়েক প্রকার।
১। গুগুল নাস্তিক,
২। পেইড প্রফেশনাল নাস্তিক
৩। প্রচার পাবার জন্য, পশ্চিমা attention seeker নাস্তিক
৪। বলদ নাস্তিক
আপনি মনে হয় ৪ নং
৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: আপনি আপনার জ্ঞানের বাইরে যেতে পারেন না। আপনার মন্তব্য সেটাই প্রমান করছে।
৮| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৮
নয়ন বড়ুয়া বলেছেন: পড়লাম পুরোটা।
৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৯| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
প্রামানিক বলেছেন: হযরত মোহাম্মদ (সঃ) এর পূর্বের নবীদের ঘটনা বিজ্ঞান দ্বারা প্রমাণ করা কঠিন। হিন্দু ধর্মেরও একই অবস্থা। যেমন রামায়ণের হনুমান হিমালয়ের দ্রোন গিরি পর্বতের একাংশ কাঁধে করে নিয়ে উড়ে যাওয়ার বিষয়টি চিন্তা করলে দেখা যায় বর্তমান হনুমানদের যে চেহারা তাতে সারা বিশ্বের সকল হনুমানদের একত্রিত করলেও ঐ পাহাড়ের একটি কোনাও কাঁধে নিয়ে যাওয়া সম্ভব নয়।
৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: সঠিক কথা বলেছেন।
১০| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
নজসু বলেছেন:
প্রিয় ভাই, আপনি কি কুরআন পাঠ করেন?
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৬
রাজীব নুর বলেছেন: হ্যা করি।
১১| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
সোনাগাজী বলেছেন:
লোকমুখে উনার গল্প প্রাচীন ইরাক, তুরস্ক এলাকায় চালু ছিলো; মনে হয়, ধনী ব্যবসায়ী ছিলেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫২
রাজীব নুর বলেছেন: আগে বলুন একটা মানুষ কিভাবে ৯ শ' বছর বাচে?
১২| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৫
নাহল তরকারি বলেছেন: সমাজে যখন বিশৃঙ্গলা সৃষ্টি হয়েছিলো তখনই কিছু সমাজ সংস্কারক পৃথিবীতে এসছেন। তারা এই বিশৃঙ্খলার বিরুদ্ধে কথা বলেছেন। যারা তাদের কথায় ইমান এনেছিলো তারা বিশৃঙ্খলার পরিনাম থেকে মুক্ত থেকেছেন। তারা কিভাবে বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকবেন সেই জন্য কিছু নিয়ম লিখে গেছেন। এই নিয়মগুলো পরে ধর্মগ্রন্থ হিসেবে রুপ নেয়।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: ভালো এবং সঠিক কথা বলেছেন। আমি একমত। কিন্তু সমস্যা হলো ধার্মিকেরা সহজ বিষয় গুলোকে রুপকথা বানিয়ে ফেলে। যেমন ধরুন ৯শ' বছর বেচে থাকা।
১৩| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০২
নতুন বলেছেন: লেখক বলেছেন: না এই তথ্য কোরানে পাইনি।
তাহলে এই তথ্য কোথায় পাইলেন?
বাজারে প্রচলিত কতই তো কাহিনি আছে। সেই কাহিনি কি সবাই বিশ্বাস করে?
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৭
রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলেছেন। ৯শ' বছর বেচে থাকা, অলৌকিক নৌকা এসবও জ্ঞানী মানশূহেরা বিশ্বাস করে না।
১৪| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৫
বাউন্ডেলে বলেছেন: প্রাচিন পুথি রচয়িতারা চাঁদের প্রতিটি পক্ষকে ১ বছর ধরে হিসাব করতো। গাছের পাতা, জীব-জন্তুর ছাল-চামড়ায় নুনু ঢেকে এর বেশী কিভাবে সম্ভব- আপনারােই বলেন ? সেই হিসেবে নোহা বেঁঁচেছিলো ৬৪ বছর।
মধ্যবর্তী যুগে (নুহ-মোহাম্মদ এর) চাঁদের দু-পক্ষকে এক বছর গননা করা হতো।
ঘটনা বেশ মজার।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: অর্থ্যাত আদিম যুগের মানুষের চিন্তা ভাবনা দুর্বল ছিলো। সেগুলো গুরুত্ব দেওয়া সঠিক হইবে না।
১৫| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১০
বাউন্ডেলে বলেছেন: বাউন্ডেলে বলেছেন: প্রাচিন পুথি রচয়িতারা চাঁদের প্রতিটি পক্ষকে ১ বছর ধরে হিসাব করতো। গাছের পাতা, জীব-জন্তুর ছাল-চামড়ায় নুনু ঢেকে এর বেশী কিভাবে সম্ভব- আপনারােই বলেন ? সেই হিসেবে আদম-নুহ বেঁঁচেছিলো যথাক্রমে ৬৪,৬০ বছর।
মধ্যবর্তী যুগে (আদম-মোহাম্মদ এর) চাঁদের দু-পক্ষকে এক বছর গননা করা হতো।
ঘটনা বেশ মজার।
১৬| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৫
এম ডি মুসা বলেছেন: নৌকার কাহিনী কি সঠিক ছিলনা তাহলে?
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: মোটেও না। গালগপ্পো বলা যেতে পারে। অথবা তিল কে তাল বানানো হয়েছে বলা যেতে পারে।
১৭| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৯
কামাল১৮ বলেছেন: নূহ নবীর নাম ছোট বেলায় কি ছিলো।ছোট বেলায় তিনি নিশ্চয় ধর্ম প্রচার করতেন না যে কান্না করতো।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৪
রাজীব নুর বলেছেন: আপনি বুঝতে পারেননি বিষয়টা।
নূহ নবী কান্না করতেন, কারন তিনি মানুষকে সঠিক পথে আনতে পারতেন না বলে। অথচ আল্লাহপাক তাকে দায়িত্ব দিয়েছেন মানুষকে সঠিক পথে আনার।
১৮| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৯
নূর আলম হিরণ বলেছেন: নূহ নবী ও নৌকার গল্প বাইবেলসহ আরো অনেকগুলি ধর্মীয় গ্রন্থে বর্ণিত হয়েছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: একই ঘটনা- সবাই নিজের মনের মতো করে তৈরি করে নিয়েছে। তিলকে তাল করা হয়েছে।
১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভাইরে, ধর্ম আর বিজ্ঞান দুটো আলাদা জিনিস ।
দুটোকে দুটোর মত চলতে দিন।
বিজ্ঞান আর ধর্ম সব সময় সমান্তরালে চলবে ।
এক পথে চলতে পারবে না।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: এজন্যই আমি বিজ্ঞানের সাথে আছি।
২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪২
আরইউ বলেছেন:
... ... কিন্তু আমাদের রাজীবের আশ্চর্য অলৌকিক ক্ষমতা আছে। দুনিয়ার লোকজন রাজীবের এখনকার লেখা অতীতে নিজেদের নামে লিখে গেছেন। আমি দাবী করছিনা রাজীব অন্যদের লেখা মেরে কেটে চোরাই কারবারী করে ব্লগে প্রকাশ করে, আমি বলছি অন্যরাই রাজীব যা ভবিষ্যতে লিখবে তা লিখে রেখে যায়!
খুবই দুঃখজনক!
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: নির্বোধ কোথাকার।
২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সব চেয়ে ভালো বিষয় এই যে, নুহের কিস্তিতে ১৮ হাজার মাখলুকাত ছিল জোড়ায় জোড়ায়।
তার মানে কমপক্ষে ৩৬ হাজার প্রাণী ছিল সেই নৌকাতে।
মানুষরা ছিল একটু বেশী। সাপ ব্যাংক ইত্যকার প্রাণীরা ছিল মিনিমাম হিসাবে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: এগুল আসলে বানোয়াট গল্প।
২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৫
আরইউ বলেছেন:
লেখক বলেছেন: নির্বোধ কোথাকার।
এজন্যই কবি বলেছেন নির্বোধ থাকো, সরল থাকো... কুম্ভলিক হয়োনা, রাজীবের মত অন্যের লেখা চুরি কোরোনা!
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: পাচ হাজারের বেশি পোষ্ট দিয়েছি। তবু কেন মডারেটর সাহেব আমাকে ব্যান করে দিচ্ছেন না?
২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৯
মেঘনা বলেছেন: বাউন্ডেলে বলেছেন: প্রাচিন পুথি রচয়িতারা চাঁদের প্রতিটি পক্ষকে ১ বছর ধরে হিসাব করতো। গাছের পাতা, জীব-জন্তুর ছাল-চামড়ায় নুনু ঢেকে এর বেশী কিভাবে সম্ভব- আপনারােই বলেন ? সেই হিসেবে নোহা বেঁঁচেছিলো ৬৪ বছর।
----- আপনার হিসাবটা বাস্তভিত্তিক।
নাহল তরকারি বলেছেন: সমাজে যখন বিশৃঙ্গলা সৃষ্টি হয়েছিলো তখনই কিছু সমাজ সংস্কারক পৃথিবীতে এসছেন। তারা এই বিশৃঙ্খলার বিরুদ্ধে কথা বলেছেন। যারা তাদের কথায় ইমান এনেছিলো তারা বিশৃঙ্খলার পরিনাম থেকে মুক্ত থেকেছেন। তারা কিভাবে বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকবেন সেই জন্য কিছু নিয়ম লিখে গেছেন। এই নিয়মগুলো পরে ধর্মগ্রন্থ হিসেবে রুপ নেয়।
- সঠিক। এভাবেই যুগে যুগে বিভিন্ন সমাজে নবীদের সৃষ্টি হয়ছে। সব ধর্মই এটা মনে। ইসলাম ধর্মও এটা মানে। কিন্তু ইসলামি আবার বলে যে হজরত মুহাম্মদ এর পর আর কোনো নবীর জন্ম হবে না। এখানেই সমস্যা।।
২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অবশ্যই ভাবনার বিষয়। নির্বাচন বর্জন করা সঠিক কাজ ছিল না।
সময় গেলে সাধন হবে না।
২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৩
কামাল১৮ বলেছেন: আমি ভালই বুঝতে পেরেছি,আপনিই আমার মন্তব্য বুঝতে পারেন নাই।আমি খুব সংক্ষেপে লিখি তাই অনেকেই আমার মন্তব্য বুঝতে পারে না।
সে কি জন্মেই নবী ছিলো যে, মানুষকে সঠিক পথে আনতে চেয়ে ছিলো।তার নাম রাখা হয় ছোট বেলায়।নিশ্চয় মোহাম্মদের মতো তারো ছোট বেলায় অন্য কোন নাম ছিলো।মোহাম্মদ নাম রাখা হয় তার মৃত্যুর এক দেড়শ বছর পর।যেটা পাই আমরা সিরাত ও হাদিস থেকে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: স্যরি।
এবার পরিস্কার হয়েছে বিষয়টা।
ধন্যবাদ আপনাকে।
২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৩
আরইউ বলেছেন:
লেখক বলেছেন: পাচ হাজারের বেশি পোষ্ট দিয়েছি। তবু কেন মডারেটর সাহেব আমাকে ব্যান করে দিচ্ছেন না?
এইতো, একদম আমার মনের কথা বলেছেন, রাজীব! ঠিক এই প্রশ্নটাই আমার এবং আপনার মত অনেক ব্লগারের মনেওঃ রাজীব নুর ৫ হাজারের বেশি পোস্ট দিয়েছেন যার প্রায় ৪০%, ধরুন কম করে হলেও ২ হাজার (আপনি হয়ত দাবী করবেন ২ হাজার না, মাত্র ১ হাজার), অন্য কারো লেখা থেকে সূত্র ছাড়া কাট-কপি-পেস্ট। তো এত এত চোরাই লেখা ব্লগে প্রকাশ করেও রাজীব নুর ব্লগে টিকে আছেন কী করে!
এক কাজ করুন জাদিদকে প্রশ্ন করে দেখুন কেন একটা কুম্ভলিককে উনি এতদিন লালন-পালন করছেন!!
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: আপনি জানা আপার কাছে কমপ্লিন করুন। কাজ হলে হতেও পারে।
জাদিদ ভাই আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। উনি আমাকে ব্যান করবেন না।
২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: দুনিয়ার প্রত্যেক মাখলুকাতের এক জোড়া করে নৌকায় ঠাই দেয়া এবং তাদের খাবারের ব্যবস্থা করাটাই তো একটা বিস্ময়কর ব্যাপার। আল্লাহর ইচ্ছায় সেটাও সম্ভব হয়েছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: হে হে--পায় যে হাসি।
২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৪
যাযাবর১১১ বলেছেন: এক স্বনামধন্য লেখাচোর আজ লেখা চুরি ছেড়ে চুল্কানির মলমের ক্যানভাসার হয়েছে।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি দুনিয়ার সব প্রাণীকে জোড়ায় জোড়ায় তার নৌকায় তুলেছিলেন।
আজকের সব প্রাণী ও জীবানুর পূর্ব পুরুষ তার নৌকার যাত্রী ছিল।
আপনার আমার সবার পূর্ব পুরুষ।