নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ১৩৪

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

ছবিঃ আমার তোলা।

আমি যে এলাকায় বাজার করি-
সেই বাজার ভেঙ্গে দিয়েছে সিটি করপোরেশন। ছোটবেলা থেকেই আমি এই বাজারে নিয়মিত বাজার করি। কমপক্ষে এই বাজারের বয়স ৫০ বছর। বাজারের সমস্ত বিক্রেতারা আমাকে চিনে, আমিও তাদের চিনি। দীর্ঘদিন ধরে আমি এই বাজারেই বাজার করি। বিশাল বাজার। এক বাজারেই সব পাওয়া যায়। মাছের বাজার আছে, মূরগীর বাজার আছে, কামার, কুমার, তাতী। এক বাজারেই সব পাওয়া যেতো। অসংখ্য দোকান। অন্যান্য বাজার থেকেই এই বাজারে জিনিসপত্রের দাম কিছুটা কম। আমি ছোটবেলা থেকেই এই বাজারে বাজার করি। বাজার করতে আমার ভালো লাগে। বহু পুরাতন বাজারটা ভেঙ্গে দিয়েছে। অসংখ্য ব্যবসায়ী একদিনের মধ্যে বেকার হয়ে গেলো। এত এত দোকানদার এখন কোথায় যাবে?

বাজার ভাঙ্গার কাহিনী হচ্ছে-
সিটি করপোরেশন বলছে বাজারের জায়গাটা তাদের, এদিকে রেলওয়ে বলছে জায়গাটা তাদের। দুইপক্ষ কোর্টে গেলো। মামলা চললো দীর্ঘদিন। গত তিন মাস ধরেই শুনছি বাজার ভেঙ্গে দিবে। ভেঙ্গে দিবে। সেদিন বাজারে গিয়ে দেখি বাজার ভেঙ্গে দিয়েছে। ব্যবসায়ীরা তাদের মালসামান সরাতে সময় পর্যন্ত পায়নি। সিটি কর্পোরেশন পুরো বাজার ভেঙ্গে ফেলল। এখন এখানে বিশাল এক বিল্ডিং হবে। বিল্ডিং এ বাজারের পুরাতন দোকানদারদের কিছু দোকান দেওয়া হবে। আর বিল্ডিং এর কাজ শেষ হতে ২/৩ বছর লাগবে। ব্যবসায়ীদের মন খারাপ। কেউ কেউ রেলওয়ের কলোনীর চিপায় চাপায় অস্থায়ী হবে দোকান খুলেছে। আমাকে দেখেই তারা ডাকলো। তাদের মন ভীষন খারাপ। এখন বাজার করতে আমাকে দূরে যেতে হবে।

আমার পায়ে ব্যথা। টানা তিন দিন ধরে ব্যথা।
হাটলেই ব্যথা করে। শুয়ে বা বসে থাকলে ব্যাথা করে না। কেন ব্যথা করছে সেই কারনটা খুজে পাচ্ছি না। যদি সিড়ি থেকে পা পিছলে পড়ে যেতাম, তাহলে একটা কথা ছিলো। তিন দিন ধরে খুড়িয়ে খুড়িয়ে হাঁটছি। এখনও ডাক্তারের কাছে যাইনি। একটু সমস্যা হলেই ডাক্তারের কাছে দৌড়ে যাবো আমি এমন মানুষ না। গত দশ বছর ডাক্তারের কাছে যাইনি। যাইহোক, সেদিন ইনকাম টেক্স অফিসে গিয়েছি। ৩১ তারিখ কাগজ জমা দেওয়ার শেষ তারিখ ছিলো। সেদিন আমার হাটাহাটিটা অনেক বেশি হয়ে গিয়েছিলো। রাস্তায় জ্যাম থাকার কারনে গন্তব্যে হেঁটে হেঁটে গিয়েছি। আর জুতটা টাইট ছিলো। এরপর থেকেই পায়ের গোড়ালিতে ব্যথা। ছোট ভাইয়ের বন্ধু আছে, ডাক্তার। সে আবার আমার মহা ভক্ত। আগামীকাল তার চেম্বারে যাবো।


আজ শুক্রবার। দুপুরে তেহারি খেলাম।
এই তেহারি আমাদের বাসায় রান্না হয় নাই। ঘটনা হলো- আমাদের এলাকায় একলোক বাড়ি করছে। সাত তলা বাড়ি হবে। বাড়িতে লিফট থাকবে। সেই লোক তার বাড়ির ছাদ ঢালাই দিয়েছে। এই উপলক্ষ্যে তেহারী রান্না করেছে তিন ডেগ। আমাদের বাসায় বড় দুই বোল পাঠিয়েছে। রান্না ভালো হয়েছে। একদম আসল স্বাদ। মাংসের পরিমান ভালো ছিলো। দুপুরে প্রচুর তেহারি খেলাম। এই লোকের ঢাকায় আরো তিনটা সাত তলা বাড়ি আছে। একসময় এই লোক সৌদিতে আতর, তজবি আর জায়নামাজ বিক্রি করতো হাজীদের কাছে। সুরভি বাসায় নেই। সে তার বাবার বাড়ি গেছে। এক সপ্তাহ সেখানে থাকবে। ফারাজা ফোন দিয়ে বলছে, বাবা আসো। আমরা রিকশায় করে ঘুরবো। কন্যা গাড়ির চেয়ে রিকশা বেশি পছন্দ করে।

এবছর আমি বইমেলাতে যাবো না।
বানিজ্য মেলাতেও আমি যাই নাই। লোকজন পাগলের মতো তিন শ' ফিট যাচ্ছে। ছবি তুলছে, টিকটক করছে। বিকেলের দিক থেকেই ভিড় হতে শুরু করে। আমি বুঝি না সরকার নতুন রাস্তা করেছে, সেখানে গিয়ে কেন ছবি তুলতে হবে, টিকটক ভিডিও করতে হবে? টিকটক মানুষকে কুলাঙ্গার বানিয়ে দিচ্ছে। কতিপয় টিকটকারদের আমার জুতা দিয়ে মারতে ইচ্ছা করে। মানুষ সৃষ্টির সেরা জীব, সেই মানুষ কেন এতটা নিলর্জ হবে। বর্তমান প্রজন্ম নিয়ে আমি হতাশ। এরা জাতিকে কিছু দিতে পারবে না। মেট্রোরেল, টার্নেল, সেতু, রাস্তাঘাট সব বিদেশীরা এসে করে দিয়ে যাচ্ছে। দেশের লোকজন কোরআন হাদীস নিয়ে ব্যস্ত। কোরআন হাদীস দিয়ে তারা দেশ ও দশের উপকার করতে পারছে না।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

নয়ন বড়ুয়া বলেছেন: পায়ের গোড়ালিতে ব্যথা নাকি পেশীতে? সাবধানে হাঁটবেন দাদা...

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: পায়ের গড়ালির উপরে।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

সোনাগাজী বলেছেন:



পা গরম পানিতে ডুবিয়ে রাখেন ২০ মিনিটের মতো ;ব্যথা বেড়ে গেলে আর করবেন না, যদি কমে, দিনে ২ বার গরম পানিতে ডুবিয়ে রাখেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। গরম পানি পদ্ধতিতেই ব্যথা কমেছে।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


উচিত শিক্ষা হয়েছে!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: হে হে হে---

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: আপনার সু স্বাস্থ্য কামনা করছি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


১৫ বছর পর এবার আমি বই মেলায় যাব।
জসিম ভাই এর কথা প্রকাশ প্যাভিলিয়ন

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: হ্যা যাওয়াই উচিৎ।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৯

কামাল১৮ বলেছেন: টাকায় রেলের জায়গায় বহু অবৈধ বাজার আছে।খিলগা রেল ক্রসিং বা মালিবাগ রেল ক্রসিং বাজারে অনেক বার বাজার করেছি।এখন আধুনিক সব বাজার হয়েছে সেখানে বাজার করাই ভালো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: আধুনিক বাজারে টাকা অনেক বেশি রাখে। শুধু মাত্র যাদের অনেক টাকা তারা সুপার শপ থেকে কেনে। আমি দরিদ্র মানুষ। সৎ পথের টাকা আমার।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৫

রানার ব্লগ বলেছেন: আপনার বই খানার এক কপি চাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: আমার দুইটা বই প্রকাশ হয়েছে। আমার কাছে এক কপিও নাই।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


আজ এক এমপির সংর্বধনার অনুষ্টানে গিয়েছি, নামাযের সময় এমপি সাহেব নামায পড়বে কিনা জানতে চাওয়াতে আশেপাশের লোক জন বলে, ওরা কি নামায পড়ে! রাজনীতিই সব।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: নামাজ অল্প কিছু মানুষ পড়ে। বাকিরা দুনিয়ায় প্রেমে পড়ে নামাজ বাদ দিয়েছে।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১৯

আরইউ বলেছেন:




আপনি লিখেছেনঃ টিকটক মানুষকে কুলাঙ্গার বানিয়ে দিচ্ছে। কতিপয় টিকটকারদের আমার জুতা দিয়ে মারতে ইচ্ছা করে। মানুষ সৃষ্টির সেরা জীব, সেই মানুষ কেন এতটা নিলর্জ হবে। বর্তমান প্রজন্ম নিয়ে আমি হতাশ। এরা জাতিকে কিছু দিতে পারবে না।

আহ! চমৎকার লিখেছেন। ব্লগে বেশি বেশি লেখার মোহ অনেককে চোর-ছ্যাচ্চোর বানিয়েছে। আপনার যেমন কতিপয় টিকটকারদের জুতাপেটা করতে ইচ্ছে হয়, আমারও তেমনি... ... ব্লগে বড় বড় নীতিকথা কপচানো লোক নিজেই লেখাচোর হবে কেন, আমিও ভাবি আপনার মত। এই লেখাচোরদের নিয়ে আমিও হতাশ, আপনার মত। এরা জাতিতো দূরে থাক, ব্লগকে কিছু দিতে পারেনি।

যাহোক, পোস্টে আবার এসে দেখে যাবো কে কী মন্তব্য করলো। মন্তব্যেও তা বলে যাবো। ফলে একটা মন্তব্য করা হবে; আমার করা মন্তব্যের সংখ্যা বাড়বে একটা। পরে দাবী করবো আমি এত... এত... মন্তব্য করি!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: চুলকানি আপনার খুব বেড়েছে।
দীর্ঘদিন ধরে একই মন্তব্য করে যাচ্ছেন। কিন্তু প্রমান দিচ্ছেন না। অন্তত ২/১ টা প্রমান দিন। প্রমান দিন নইলে আপনাকে কুৎসিত গালি দিবো। এমন গালি দিবো যে নাক আর কান দিয়ে রক্ত পড়বে।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৯

জ্যাক স্মিথ বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি, সবকিছু ঠিক হয়ে যাবে।
বাইমেলায় যাবেন না কেন? আপনার বাসার কাছেই তো বই মেলা।
আমি এখন পর্যন্ত যত বই কিনছি তার একটা বই'ও আমার কাছে নেই সব মানুষ নিয়ে যায় আর ফেরৎ দেয় না।
বিছানায় শুয়ে শুয়ে কাগজের বই পড়ার চাইতে মজাদার আর কিছু হতেই পারে না।
তিনশ ফিট ধরে নিলা মার্কেট, পুর্বাচল পর্যন্ত অনেক ঘুরাঘুরি করছি একসময়। লাস্ট গিয়েছিলাম গত ১৬ই ডিসেম্বর।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: আমি সুস্থ আছি। পায়ের ব্যথা কমেছে।
বইমেলায় কতিপয় লেখক ও পাঠকের ছেচরামি দেখলে বিরক্ত লাগে।

আমিও তিন শ' ফিট যাই। পূবাইলের কাছে ক্যাডেট কলেজ ক্লাব আছে। মেয়েকে নিয়ে সেখানে যাই। কন্যা মন ভরে খেলাধূলা করে।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৩

আরইউ বলেছেন:




আপনার বুকের পাটা আছে বলতে হবে, কুম্ভলিক সাহেব। আপনার চোরাই লেখা নিয়ে কত শত প্রমান ব্লগে আমি সহ কতজন দিলেন। তা নিয়ে ব্লগ উত্তাল হলো, আপনাকে শাস্তি দেয়া হলো। আপনি আর লেখা চুরি করে ব্লগে প্রকাশ করবেন না বলে নাকে খত দিলে। ব্যান থেকে মুক্তি পেলেন। তারপর কিছুদিন ভালো ছিলেন। সব ভুলে গেলেন, রাজীব!!

কিন্তু আবার আপনি শুরু করেছেন চোরাই লেখার কারবার। কান্টকে নিয়ে লেখায় আপনি একটা মন্তব্য করেছেন আরেকজনের লেখা থেকে চুরি (সেটার স্ক্রিনশট এখানে Click This Link)। সেদিন একটা পোস্টের লাস্ট প্যারাটা (আপনার পোস্ট এখানে Click This Link) চুরি করেছেন জনৈক ব্লগার জনৈক ব্লগার tanbir এর “মৃত্যু হয় কেন?” (পোস্ট এখানে m.somewhereinblog.net/mobile/blog/beparitanbir/29747528) লেখা থেকে যা সম্ভবত প্রথম আলোর ছুটির দিনে থেকে কাট-কপি-পেস্ট ছিল।

প্রমান দিলাম। এবার আমার জন্য তুলে রাখা কুৎসিত গালিগুলোর কী হবে, মহাশয়?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: ভুল প্রমান দিলেন। লেখাটা আবার ভালো করে পড়ুন। পোষ্ট টি আমার লেখা। আমার।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৫

আরইউ বলেছেন:



ও আপনিই তা আপনিই জনৈক ব্লগার tanbir? আপনিই “সামিয়া ইসলাম“? দুঃখিত আপনি যে LGBTQ (গে-লেসবিয়ান) কমিউনিটির তা জানা ছিলনা। সামিয়া ইসলাম ওরফে রাজীব নুর, মেয়ে হয়েও ছেলের পরিচয়ে আপনাকে ব্লগিং করতে হচ্ছে বিষয়টা দুখঃজনক। আমি ভাষা হারিয়ে ফেলেছি।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

বাউন্ডেলে বলেছেন: সবার মন্তব্য দেখে, পড়ে, বুঝে সিদ্ধান্ত নিলাম। আমার আরো পড়া উচিত , মন্তব্য করার জন্য।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


নিজেকে কদম আলী ডাক্তার মনে করে গুগুলে সার্চ দিয়ে অষুধ খাওয়া বিরাট অন্যায় এটা আপনাকে বুঝাতে পারলাম না।
আফসোস!

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৭

যাযাবর১১১ বলেছেন: এক স্বনামধন্য লেখাচোর আজ লেখা চুরি ছেড়ে চুল্কানির মলমের ক্যানভাসার হয়েছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২১

রাজীব নুর বলেছেন: বদমাইশ।
তোমার বাবা মা তোমাকে সঠিক পারিবারিক শিক্ষা দেয়নি।

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২২

যাযাবর১১১ বলেছেন: আর তোর বাপ মা তো রাস্তার সারমেয় বানিয়েছে। ভাদাইম্যা আকাইম্যা

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৪

রাজীব নুর বলেছেন: বস্তির ছেলে।

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৬

যাযাবর১১১ বলেছেন: তুই বস্তির ছেলে। ব্লগে ধর্মের বিপক্ষে লিখিস আবার মেয়ের নাম রাখিস ধর্মঘষা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.