নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমাদের শাহেদ জামাল- ৭১

০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ২:০১



নীলা ভূত বিশ্বাস করে না।
কিন্তু ভূতের কথা কেউ বললে হি হি করে হেসে ওঠে। নীলা মনে করে ভূত মানেই ইলিউশন- চোখের ভুল। গভীর রাতে খুট খুট করে শব্দ হয়, চাঁদের আলোয় কারো ছায়া দেখা যায়, অস্পষ্ট ভাবে কাকে যেন দেখা যায়, কে যেন পেছন থেকে ডাক দিলো- এইসব ব্যাপার গুলো নাকি মানুষের চোখে এক ধরনের বিভ্রম সৃষ্টি করে। তখন মানুষ ভূত দেখে। কিন্তু গত বছর নাইক্ষংছড়িতে যে ব্যাপারটা ঘটেছিল, তারপর থেকে নীলার ভূতকে অবিশ্বাস করার আগে একটু ভাবতে হয়।

নাইক্ষংছড়িতে একটা ছোট পাহাড়ের পেছনে ভাঙ্গা মন্দির আছে।
মন্দিরটা বহু পুরোনো। এখন আর এই মন্দিরে পূজা হয় না। মন্দিরের চারপাশে ঘন জঙ্গল। এই মন্দিরের আশেপাশে কেউ কখন যায় না। কেন যায় না, তাও কেউ সঠিক করে জানে না। গত বছর আমি শাহেদ আর নীলা আমরা সবাই নাইক্ষংছড়ি বেড়াতে গিয়েছিলাম। নীলা আর শাহেদ দুজনেই ঘুরে বেড়াতে পছন্দ করে। কিন্তু যার তার সাথে না, শুধু আমার সাথে। আমি পাশে থাকলে নাকি শাহেদ নীলা এক আকাশ ভরসা পায়, সাহস পায়। সারাদিন আমরা নানান জায়াগায় ঘুরে বেড়ালাম। দুপুরে এক উপজাতি পরিবারের সাথে খেলাম। ভূতের গল্পটা আজ থাকুক। অন্য একদিন বলা যাবে।

একদিন বিকেলে গুলশান গ্লোরিয়া জিন'স এ বসে আছি।
আমরা তিনজন। নীলা, শাহেদ আর আমি। শাহেদ জামালকে নিয়ে আর পারা গেল না। এমন সব অদ্ভুত কথা বলে! এইসব অদ্ভুর কথার উত্তর আমার জানা নেই। চিন্তা-ভাবনা-বুদ্ধি, সব ব্যাপারেই শাহেদ আমাদের থেকে বড্ড আলাদা। চায়ের আড্ডায় শাহেদ হঠাৎ প্রশ্ন করলো- তোমরা কি জানো, চাঁদের বুকে মাঝে মাঝে কিসের কালো দাগ? আমরা জানি এটাই ওর মুল প্রশ্ন না, আসল প্রশ্নটা ঠিক এর পরেই আসবে। শাহেদ বলল- ক্রিকেটের বল আর ভূ-পৃষ্ঠ, কোনটা বেশী মসৃণ? এটা আবার কোনো প্রশ্ন নাকি? চকচকে ক্রিকেট বলটাই ভূ-পৃষ্ঠের চেয়ে বেশি মসৃণ। শাহেদ বলল- তোমরা যা ভাবছো তা নয়। শাহেদ এমন জোর গলায় কথা বলে যে, বিশ্বাস না করে আর উপায় থাকে না। শাহেদের চিন্তা ভাবনাই একেবারেই আলাদা। শুধুমাত্র শাহেদের পক্ষেই ক্রিকেট বলের মধ্যে পৃথিবীর মতো বিশাল আকার চিন্তা করা সম্ভব।

আমি একটা সিগারেট ধরিয়ে ধোয়া ছাড়তেই শাহেদ অব্যর্থ একটা প্রশ্ন করল।
এই যে ধোয়া ছাড়লে, এর ওজন কত জানো? দাড়িপাল্লা দিয়ে মাপলে তোমার সিগারেটের ধোয়ার ওজন কত হতো? উত্তর তো দূরের কথা, এ রকম প্রশ্ন যে হতে পারে, তা আমার মাথায় আসেনি। শাহেদ বলল- একটা সিগারেটের ধোয়ার ওজন এক আউন্সের .০০১২৭ ভাগ। অবাক না হয়ে উপায় আছে!
শাহেদ হাসতে হাসতে বলল- ভাবো, আলাদা ভাবে নতুন করে ভাবতে শিখো। ওর বুদ্ধির তারিফ করে বললাম- তুমি কত অদ্ভুত কথা বলো, অদ্ভুত উত্তর দাও, সেগুলো খাতায় লিখে রাখো না কেন? এই লেখাগুলো জমতে জমতে নতুন ধরনের একটা বই বের হতো! শাহেদ আমাকে অবাক করে দিয়ে বলল- এ পৃথিবীর সর্বকালের দু'জন সেরা লেখক কিন্তু জীবনে একটা লাইনও লেখেননি। তাদের নাম কি? আমি অবাক হয়ে বললাম কারা তারা? শাহেদ বলল- হোমার ও সক্রেটিস।
সত্য-মিথ্যা কিছুই বুঝতে পারি না। শাহেদ এমনভাবে কথা বলে ওর কথা বিশ্বাস না করে পারা যায় না। আসলে ওর প্রতিটা কথার মধ্যেই একটা বিশ্বাসযোগ্যতা ছাড়া, ওর আচার-আচরণ এমনি যে, এক মুহূর্তের জন্যও অবিশ্বাস করা যায় না।

শাহেদ একবার প্রশ্ন করেছিল- এক মুহূর্ত মানে ঠিক কতটা সময় জানো?
না, আমরা কেউই বলতে পারিনি। শাহেদ বলল- এক মুহূর্ত মানে দেড় মিনিট। ইংল্যান্ডে পুরনো আমলে মোমেন্ট বলতে দেড় মিনিট সময় বোঝাত। আমরা আড়ালে বলাবলি করি, শাহেদ যদি একটু চেষ্টা করত- তাহলে জীবনে অনেক কিছু করতে পারত। শাহেদের কানেও কথাটা কয়েকবার পৌছেছে। কিন্তু সে গুরুত্ব দেয়নি। আমি একদিন আড্ডায় খুব বকবক করছিলাম। তখন শাহেদ আমার দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলো। বলো, কোন দুধের রঙ গোলাপী? আমি উত্তরটা দিতে পারিনি। শাহেদকে আমি প্রশ্ন করতে চেয়েছিলাম- আচ্ছা, সাগর-রুমিকে কারা হত্যা করেছে? ছাত্রলীগের আস্ফালন কবে বন্ধ হবে? রাষ্ট্রপতির জন্য বছরে কত টাকা খরচ হয়? দূর্নীতিতে কোন মন্ত্রী, এমপি এগিয়ে?

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ২:৩৩

নতুন বলেছেন: এক মুহূর্ত মানে ৪৮ মিনিট।

- উইকি

০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: এটা তো আধুনিক যুগের হিসাব।
আমি লেখায় বলেছি অনেক যুগ আগের কথা।

২| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ২:৪৮

নতুন বলেছেন: আমি আগের হিসাবের কথাই বলেছি। এখন মূর্হতকে মোমেন্টের সাথে গুলিয়ে ফেলেছে। মোমেন্ট ৯০ সেকেন্ট ঠিক আছে...

Vedic astrology মূহুর্ত অর্থ ৪৮ মিনিট হিসাব করতো।

Now, 15 nimesha = one kashta
15 kashta = one laghu
15 laghu = one ghatika
2 ghatika (30 Laghu) = one muhurta
30 muhurta = one day (of 24 hours)

People used to measure time in muhurta, just as we do in hours. Muhurta is still used in Vedic astrology to determine the auspicious time for starting an event. When we do the math, one muhurta equals 48 minutes.

- Click This Link

০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: ওকে। অকে।
ধন্যবাদ। বুঝতে পেরেছি।

৩| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ২:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন রাজীব দা

০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৪:৪২

জ্যাক স্মিথ বলেছেন: নীলার মত এমন হাজারো গপ্পো সারা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু তাই বলে কি আমাদের ভূত বিশ্বাস করতে হবে?

এক মুহুর্ত মানে আপনার চোখের পাতা ফেলতে যতটুকু সময় লাগে ওটাই হচ্ছে এক মুহুর্ত।

০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: এক মুহুর্ত!
এক মুহুর্তের হিসাব আলাদা আলাদা।
বিজ্ঞান বলে এক রকম, ধর্ম বলে আরেক রকম।

৫| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৪

Snowflake বলেছেন: পৃথিবীতে ব্যাখ্যাতিত অনেক কিছু ঘটে যার কোন সমাধান আপনি দিতে পারবেন না। আমার নিজের দেখা এবং কাছের অনেক মানুষের কাছ থেকে শোনা কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী থেকে বলতে পারি অতিপ্রাকৃত বলে কিছু অবশ্যই আছে।

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: সেই ঘটনা গুলো লিখে ফেলুন। আমরা পড়ি। সমাধান খুজে বের করি।

৬| ০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

সোনাগাজী বলেছেন:



ঢাকার বয়স্ক সাধারণ মানুষ বিকেলে কি করে?

০৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: কিছু আছে চায়ের দোকানে আড্ডা দেন।
কিছু পার্কে হাটেন।
কিছু কোরআন, হাদীস পড়েন।
কিছু মসজিদে জিকির করেন।
কিছু নাতীপুতি নিয়ে খেলা করেন।

৭| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:২৭

রানার ব্লগ বলেছেন: ভুতের গপ্প বলেন । অনেকদিন ভুতের গপ্প শুনি নাই ।

০৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: ওকে।
২/১ দিনের মধ্যেই লিখব।

৮| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১০:৩৩

কামাল১৮ বলেছেন: গাজী সাহেব, তবু একটা প্রশ্ন করেছে।আমিতো তাও খুঁজে পাচ্ছি না।

০৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: তার মানে গাজী সাহেব আপনার চেয়ে বেশি বুদ্ধিমান। হে হে--

৯| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১০:৩৯

কামাল১৮ বলেছেন: এখন ছেলে মেয়েরা ভূতের গল্প শুনতে চায় না ভয়ও পায়না।উল্টো প্রশ্ন করে, ভূত বলে কিছু নাই।বিজলিবাতি সব ভূত তাড়িয়ে দিয়েছে।

০৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: এযুগের বাচ্চারা অনেক স্মাট।

১০| ০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৩

নতুন বলেছেন: ডানা এখন বোঝে ভুত is not real.

০৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: হে হে হে--

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.