নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বন্যা আমাদের দেশে নতুন কিছু নয়। প্রতিবছর আমাদের দেশে বন্যা হয়।

২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১০



আমাদের দেশে প্রতি বছর বন্যা হয়। প্রতি বছর।
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাড়িঘর ভেঙে পড়ে, মসজিদ ভেঙে যায়। ফসলের মাঠ পানিতে তলিয়ে যায়। গবাদিপশু পানিতে ডুবে মরে। হাস মূরগীর সাথে মানুষ মরে। বন্যার কারণে অনেক মানুষ পথের ফকির হয়। দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর। কোনো সরকার বন্যা সমস্যার স্থায়ী সমাধান করেনি। বিগত সরকার গুলো শুধু লুটপাট করেছে। লুটপাটের দিক থেকে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি কেউ কারো চেয়ে কম নয়। শালারা আসে শুধু লুটপাট করতে। দেশটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আমাদের একজন মসীয় দরকার। যে আমার সঠিক পথ দেখাবেন। দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

কেন আমাদের দেশে প্রতি বছর খরা বা বন্যা হয়?
আর এই বন্যায় মানুষের সীমাহীন কষ্ট। নদী ভাঙনে ঘর বাড়ি পানিতে ঢুবে যায়। প্রতি বছর একই ঘটনা। এর কি কোনো স্থায়ী সমাধান নেই? নদী কি শুধু আমাদের দেশেই আছে? কোথায় যেন পড়েছিলাম, বাংলাদেশের মানুষ জানেই না কিভাবে নদীকে ব্যবহার করতে হয়। নদী তো আমাদের সম্পদ। কিন্তু আমরা এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে পারি নাই। বিজ্ঞানীদের ধারনা, আগামী শতাব্দীর মাঝামাঝি মানুষের অস্তিত্বে বড় ধরনের ধাক্কা লাগবে। মানুষের হাতে খুব বেশি সময় নেই। তবু মানুষ গাছ লাগাচ্ছে না। বরং বন জঙ্গল উজার করছে।

পৃথিবীর সঙ্গে মানুষের এক নিবিড় সম্পর্ক।
কিন্তু লোভী মানুষ পৃথিবীর কাছ থেকে শুধু লুটপাট আর তছনছ করেছে। তৈরি করেছে শুধু জটিলতা। পৃথিবীর সব দেশের মানুষ সবাই এক হয়ে যদি পৃথিবীর কথা ভাবতো- পৃথিবী ছোট্র একটা গ্রহ, তার অফুরন্ত সম্পদ নেই। যা আছে, যতটুকু আছে তার যত্ন নেওয়া দরকার। যদি মানুষ সাবধান না হয় তাহলে প্রকৃতি নিজেই তার ব্যবস্থা গ্রহন করবে। তখন লক্ষ কোটি মানুষ মারা পড়বে। প্রকৃতি তার ভারসাম্য কিছুতেই নষ্ট হতে দিবে না। কাজেই তার আগেই আমাদের সর্তক হওয়া উচিত।

মানুষ সৃষ্টির সেরা জীব।
তাই এক দেশের প্রতি আরেক দেশের যেন উদাসীনতা না থাকে। আমেরিকায় ভূমিকম্প হলে চীন যেন চুপ করে না থাকে। ইথিওপিয়ায় দুর্ভিক্ষ হলে তার ক্ষুধা যেন স্পর্শ করে অস্টেলিয়াকে। মধ্যপ্রাচ্যে মহামারী হলে তা যেন উদ্বিগ্ন করে সুইজারল্যান্ডকে। পৃথিবীর ক্ষমতায় থাকা মানুষ গুলো যদি এক টেবিলে বসে সিদ্বান্ত নিতো আমরা আর যুদ্ধ করব না। পারমানবিক বোমা বানাবো না। নতুন নতুন অস্ত্র বানাবো না। যেসব অস্ত্র আছে, সেগুলো আটলান্টিক মহাসাগরে ফেলে দিব। একদেশ না খেয়ে থাকবে, আরেক দেশে জাহাজে করে গম নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিবে? এটা কেমন কথা!

এই পৃথিবীর প্রতি প্রতিটা মানুষের দায়িত্ব আছে।
প্রতিটা মানূষের উচিত তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করা। তাহলেই পৃথিবী আনন্দময় হয়ে উঠবে। শুধু নিজের ঘর সংসারের দায়িত্ব পালন করলে হবে না। সমাজের প্রতিও আপনার দায়িত্ব আছে। সেদিকেও নজর দেওয়া উচিত। গ্রামে গেলে গাছপালা গুলোকে আমার বন্ধু বলে মনে হয়। আমি পৃথিবীর প্রতিটা গাছপালার বন্ধু হতে চাই। নদী, কীটপতঙ্গ আর পশু পাখির বন্ধু হতে চাই। শহরের পাট চুকিয়ে খুব শ্রীঘ'ই গ্রামে চলে যাব। প্রকৃতির সাথে তখন আমার খুব ভাব হবে।

এই বছর বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য অসংখ্য মানুষ উঠ পড়ে লেগেছে।
আমার মনে হয় ক্ষতিগ্রস্ত লোকের চেয়ে সাহায্য সংগ্রহের লোকের সংখ্যা বেশি। অনেক বেশি। বিভিন্ন গ্রপে গ্রুপে লোকজন সাহায্য সংগ্রহ করছে। বাসে, মার্কেটে এবং বাড়ি বাড়ি যেয়ে, যে পরিমাণ সাহায্য সংগ্রহ হয়েছে তাতে বানভাসি মানুষের চাহিদা পূরন হয়ে আরো বেচে যাবে। জামা কাপড় খাবার, ওষুধ, বিশুদ্ধ পানি। সব কিছু নিয়ে মানুষ ছুটছে পানিবন্দী মানুষের কাছে। ছাত্ররা টাকা তুলছে। বিভিন্ন সংগঠন ত্রান নিয়ে ছুটে চলেছে বানভাসি মানুষের কাছে। আমার স্ত্রী সুরভি পাচ হাজার টাকা দিয়েছে। আমাদের সামু ব্লগের জাদিদ ভাই বন্যা কবলিত মানুষের জন্য ত্রান নিয়ে ছুটে গেলেন। এই মানুষটা মানুষের বিপদে আপদে ছুটে যান।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের প্রতিটি বাঁধের সামনে আমাদেরও বাঁধ তৈরী করা দরকার।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: বাঁধ দিলেই বন্যা সমস্যার সমাধান হয়ে যাবে না।।

২| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
এই বছর বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য অসংখ্য মানুষ উঠ পড়ে লেগেছে।
মানুষ মানুষের পাশে দাঁড়ানোর সাহস ফিরে পেয়েছে।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: রাইট।

৩| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৭

গোবিন্দলগোবেচারা বলেছেন: ৫ই আগস্ট আপনি কি গণভবনে ছিলেন? কি কি চুরি করলেন? চুরির অভ্যাস তো আপনার পুরাতন

৪| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৬

বাকপ্রবাস বলেছেন: পানিটা বলে কয়ে আস্তে আস্তে ছাড়লে অন্তত প্রাণহানি রক্ষা পেত এবং মানুষ সময় পেতো আশ্রয়স্থতে যাবার

৫| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৬

বাকপ্রবাস বলেছেন: পানিটা বলে কয়ে আস্তে আস্তে ছাড়লে অন্তত প্রাণহানি রক্ষা পেত এবং মানুষ সময় পেতো আশ্রয়স্থতে যাবার

৬| ২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

কামাল১৮ বলেছেন: ছোট বেলায় যখন মুন্সিগঞ্জে ছিলাম তখন প্রতি বছর বন্যা দেখেছি।যশোর যাবার পর অনেক বছর বন্যা দেখি নাই।আবার যখন ফিরে আসলাম তখন আবার বন্যা দেখেছি।
তবে এবারের বন্যায় মানুষের মাঝে একটা ঐক দেখা যাচ্ছে।মানুষের প্রতি মানুষের সহমর্মিতার।এটা ভালো লক্ষন।আগেও ছিলো তবে এতো প্রবল না।সবথেকে বড় ঐক্য ছিলো একাত্তুরে।

৭| ২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক দিন পরে পেলাম।

৮| ২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




সুন্দর ভাবনা।

৯| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৬

শায়মা বলেছেন: কেমন আছো ভাইয়ু?? :)

১০| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৯

নূর আলম হিরণ বলেছেন: মানুষ জেনেটিক্যালী আধিপত্য বিস্কতার করতে পছন্দ করে। ক্ষমতা ও অর্থ পেলে মানুষ সেটাকে প্রদর্শন করার জন্য এবং তার ব্যাপ্তি বাড়াতে অন্য মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.