নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার কাছে বৌদ্ধ ধর্মটা ভালো লাগে।
বৌদ্ধ ধর্মটা আমার কাছে খুব ভালো লাগে। খুব সুন্দর একটা ধর্ম। ইসলাম ধর্মে, হিন্দু ধর্মে নানান রকম রুপকথা আছে। বৌদ্ধ ধর্মে কোনো রুপকথা নেই। মারামারি কাটাকাটি নেই। বৌদ্ধ ধর্মে বলা হয়, জীবন সুন্দর। মানুষকে ভালোবাসো। হিংসা করো না। সহজ সরল সত্য কথা হলো, আপনি আমি বা অন্য যে কেউ কোন ধর্মের অনুসারী সেটা কোনো বড় ইস্যু নয়। আপনি আমি আমরা সবাই 'মানুষ'। এটাই আমাদের বড় পরিচয়। ধর্ম দিয়ে মানুষকে ভাগ করে দিবেন না।
ধর্ম থেকে আমরা নানান রুপ কথা পাই-
লাঠি সাপ হয়ে যায়, মাছের পেটে মানুষ ডুকে যাওয়া, বোরাকে করে মহাকাশ ভ্রমণ করা। গলা কেটে হাতির গলা লাগিয়ে দেওয়া, দশটা হাত, হনুমান হয়ে যাওয়া ইত্যাদি। ধর্ম মানেই রুপকথা। ঠাকুর মার ঝুলিকেও ধর্ম হার মানায়। আসলে মানুষের কোনো ধর্মের অনুসারী হওয়া ঠিক না। মানুষের সুন্দর ভাবে জীবনযাপন করার জন্য ধর্মের কোনো প্রয়োজন নেই। বিশ্বের সমস্ত ধর্মহীন মানুষেরা সবচেয়ে ভালো আছে। ধর্ম মূলত আফিম। আফিমে বুধ হয়ে আছে মূর্খ মানুষেরা। এজন্য প্রচুর পড়াশোনা করা দরকার।
যেদিন থেকে পৃথিবীতে ধর্ম সৃষ্টি হয়েছে-
সেদিন থেকেই দাংগা শুরু হয়েছে। ধর্মের কারণে কোটি কোটি মানুষ মারা গেছে। ধর্ম কখনোই কল্যাণ বয়ে আনে না। মূলত সামন্ত যুগে ধর্মের সৃষ্টি হয়। সেই যুগে মানুষেরা জ্ঞান বিজ্ঞানে উন্নত ছিলো না। এক শ্রেণীর চতুর লোক শুরু করে দিলো ধর্ম নিয়ে ব্যবসা। বড়ই মজার ব্যবসা। যা আজও অব্যাহত আছে। মূর্খ মানুষ ধর্মকে আকড়ে ধরে। অথচ ধর্ম তাকে জীবনে কিছুই দেয় না। সুন্দর ভাবে জীবন যাপন করার জন্য ধর্ম থেকে দূরে থাকতে হবে। ধর্ম মানুষকে টেনে পেছনে নিয়ে যায়।
মানুষের মৃত্যুর পর আর কিছু অবশিষ্ট থাকে না।
মৃত্যু মানে সব শেষ। অথচ ধর্ম গুলো মানুষকে ভয় দেখায়। হাশর, পাপ পূর্ন, বিচার, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। সূর্য থাকবে মাথার এক হাত উপরে, মগজ গলে গলে পড়বে। আসলে ধর্মগুরুরা মানুষকে বোকা বানিয়েছে। ধর্মগুরুরা শুধু মজা লুটেছে। ধর্ম গ্রন্থ গুলো মন দিয়ে পড়লেই বুঝা যায় কত ফালতু কথা বার্তা লেখা। আজকের বিশ্ব ধর্মের নিয়মে চলে না। এমনকি আমাদের দেশ পর্যন্ত ধর্মের নিয়মে চলে না। আমাদের দেশ চলে সংবিধান অনুযায়ী। ১৪শ বছরের আগের নিয়ম কানুন এ-যুগে অচল। বিশ্ব কোথায় এগিয়ে গেছে তা ধর্ম ও ধার্মিকগণ বুঝতে পারছে না।
জীবনে সৎ পথে চললে, মানবিক এবং হৃদয়বান মানুষ হলে-
ধর্মের কোনো প্রয়োজন নেই। ধর্ম আপনার কোনো উপকার করতে পারবে না। সমাজের কোনো উপকার কররে পারবে না। এমনকি ধর্ম দেশ বা বিশ্বের কোনো উপকার করতে পারবে না। আজকের আধুনিক বিশ্বে ধর্মের কোনো প্রয়োজন নেই। তাই ধর্মের অনুসারী হওয়ারও প্রয়োজন নেই। সত্য কথা বলো, সৎ জীবন যাপন করো। যেহেতু তুমি মানুষ বিপদে পড়া মানুষদের পাশে গিয়ে দাঁড়াও। হোক সে হিন্দু বা বৌদ্ধ বা খিস্টান। আমাদের পরিচয় ধর্ম দিয়ে নয়। কর্ম দিয়ে। আমাদের পরিচয় আমরা মানুষ।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: তাই যেন হয়।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪৫
জি এইস মেহেদী বলেছেন: ধর্মীয় উপাসনালয়ে যারা যায় তারা তোমার থেকে ভালো মানুষ, সুতরাং ধর্ম ছাড়া এ পৃথিবী এক সেকেন্ড চলতে পারে না - ইসলাম ধর্ম শ্রেষ্ঠ এবং সত্য ধর্ম । কি বালের পড়াশোনা করছো বেটা ধর্ম নিয়ে রিসার্চ করো হুদাই লাফাইয়ো না, নাস্তিক এর বীজ বপন এই বাংলাদেশে করতে দেওয়া হবে না . বাড়িত জানে তুমি পাগল?
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: মানুষ হও। ধার্মিক হবার দরকার নেই।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪৫
জি এইস মেহেদী বলেছেন: ধর্মীয় উপাসনালয়ে যারা যায় তারা তোমার থেকে ভালো মানুষ, সুতরাং ধর্ম ছাড়া এ পৃথিবী এক সেকেন্ড চলতে পারে না - ইসলাম ধর্ম শ্রেষ্ঠ এবং সত্য ধর্ম । কি বালের পড়াশোনা করছো বেটা ধর্ম নিয়ে রিসার্চ করো হুদাই লাফাইয়ো না, নাস্তিক এর বীজ বপন এই বাংলাদেশে করতে দেওয়া হবে না . বাড়িত জানে তুমি পাগল?
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫২
আহরণ বলেছেন: ধর্ম সেকেলে, অপ্রয়োজনীয়, রুপকথার কল্প কাহিনী। কোন ধর্মে আমার আস্থা নেই।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: গ্রেট।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:০২
আজব লিংকন বলেছেন: বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী।
মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী।।
বিষয় ছাড়িয়ে কবে
আমার মন শান্ত হবে।
আমি কবে সে চরণ করিব স্মরণ
যাতে শীতল হবে তাপিত পরানি।।
কোনদিন শ্মশানবাসী হব
কি ধন সঙ্গে লয়ে যাব।
কি করি কি কই ভূতের বোঝা বই
একদিন ভাবলাম না গুরুর বানী।।
অনিত্য দেহেতে বাসা
তাইতে এত আশার আশা।
লালন ফকির বলে দেহ নিত্য হলে
আর কতো কি করতাম না জানি।।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: লালন গ্রেট।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্ম হচ্ছে বাল ছাল রূপকথা।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: রাইট।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৪৭
সোনাগাজী বলেছেন:
আজকের থেকে ৩০০০ বছর আগের মানুষ অনেক কমজ্ঞানী ছিলেন; তাঁরা এই বিশ্বকে ও ইহার বিকের ষৃষ্টিকে কিভাবে ব্যাখা করেছেন? তাঁদের ব্যাখ্যা কতটুকু সঠিক ছিলো?
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: ওস্তাদ জামাত তো তলে তলে অনেক কিছু করে ফেলছে।
ওরা দেশ পরিচালনা করতে চায়। শেখ হাসিনা চলে যাবার পর ওরা ওদের কার্যক্রম ব্যপক ভাবে শুরু করেছে।
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:০৮
নজসু বলেছেন:
ধন্যবাদ প্রিয় ভাই। জানতে পারলাম তবুও আপনার একটা পছন্দের ধর্ম আছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: আরেহ ভাই আমিও মানুষ।
আমারও পছন্দ অপছন্দ আছে।
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২০
সোনাগাজী বলেছেন:
টাইপো:
আজকের থেকে ৩০০০ বছর আগের মানুষ অনেক কমজ্ঞানী ছিলেন; তাঁরা এই বিশ্বকে ও সৃষ্টিকে কিভাবে ব্যাখা করেছেন? তাঁদের ব্যাখ্যা কতটুকু সঠিক ছিলো?
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: সেই সময় বিশ্বে আরবদের জ্ঞান বুদ্ধি সবচেয়ে কম ছিলো। এরা এতটাই কম জ্ঞানী ছিলো যে এরিস্টটলের নাম পর্যন্ত শুনেনি।
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪১
ধুলো মেঘ বলেছেন: আমার কাছে ইসলাম ধর্ম ভালো লাগে। এই ধর্মে যুদ্ধ আছে, শান্তি আছে, অন্যায় আছে, প্রতিবাদ আছে, শান্তির নামে অশান্তি আছে, সেই অন্যায়েরও পরিণতি আছে। বিচার দিবস আছে, পরকালের ভয় আছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৫
রাজীব নুর বলেছেন: হ্যা, যা বললেন। এগুলো বিনোদন হিসেবে নিলে ঠিক আছে।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১১
রাসেল ০০৭ বলেছেন: বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে যান দ্রুত।
পাহাড়ে দৈনিক সকাল বিকাল নিয়ম করে নিন্মাঙ্গে পাথর মারুন ।
রোহিঙ্গাদের দিকে তাকান বৌদ্ধদের মধ্যে কোন হিংসা নেই , মারামারি-কাটাকাটি নেই ।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: রোহিংগারা কি বৌদ্ধ না মুসলিম?
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৭
ঊণকৌটী বলেছেন: মানুষের কাছে সবচেয়ে উত্কৃষ্ঠ ধর্ম হল সত্য, সত্য উপর কোন ধর্ম হয় না। স্বামী বিবেকানন্দ
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: সঠিক।
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি মনে হয় 'আর্ট অব ওয়ার' পড়েন নাই।
সেই কাল থেকে শুরু করে এখন পর্যন্ত, বুদ্ধ ধর্মের অনুসারীরা তেমন একটা শান্ত থাকেন নাই।
আজও তাঁরা অশান্ত। মায়ানমারের উনারাও বৌদ্ধ, জিনজিয়াং-এর যুদ্ধবাজরাও বৌদ্ধ।
আসলে, সব ধর্মেই শান্ত/অশান্ত, ভালো/খারাপ মানুষ আছেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: আর্ট অব ওয়ার পড়া হয় নাই।
আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৫
নদীকান্ত বলেছেন: জন্মসূত্রে যে ধর্ম পেয়েছি সেটা কিছুটা মেনে চলার চেষ্টা করি।
আমার কাছে জীবন হল, পারতপক্ষে কারো কোন ক্ষতি না করে আমৃত্যু কাজ করা।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৭২ টা হুর আমার বড়ই প্রয়োজন।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: ৭২ জন সামলাতে পারবেন?
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কি মরুভূমির জলদস্যু বা
মরুভূমির ডাকাত বৈ টি পড়েছেন?
১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১৯
রাসেল ০০৭ বলেছেন: লেখক বলেছেন: রোহিংগারা কি বৌদ্ধ না মুসলিম?
ওহে মাথামোটা বাউন্ডুলে ! রোহিঙ্গারা মুসলিম কিন্তু তাদেরকে যারা মারেকাটে তারা তোমার পিয় অহিংসার ধ্বজাধারী বৌদ্ধ
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৯
রাজীব নুর বলেছেন: মুসলিমরা তো কুপিয়ে মারে। বৌদ্ধদের চেয়ে মুসলমানরা বেশি ডেঞ্জারাস।
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৯
রাসেল ০০৭ বলেছেন: লেখক বলেছেন: মুসলিমরা তো কুপিয়ে মারে। বৌদ্ধদের চেয়ে মুসলমানরা বেশি ডেঞ্জারাস।
আহারে ভেড়া অবশেষে স্বীকার করলো বৌদ্ধরাও কোপায় ।। তাইলে তাদের অহিংসা পরম ধর্ম এই বানী মিথ্যা !
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩৬
কামাল১৮ বলেছেন: বিশ্বে ধর্ম বিলপ্তির পথে।সেটা যে দর্মই হোক।