নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে হয়-
যদি সকালটাকে দেখতে না পাই। কেউ যদি জিজ্ঞেস করেন, পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জিনিস কি? তাহলে বলব মানুষের বেচে থাকা। মরে গেলেই তো সব শেষ। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। অথচ মৃত্যু নিয়ে আমরা ভাবি না। যাইহোক, আমার ইচ্ছার শেষ নেই। বলতে শুরু করলে আর শেষ হবে না। তবু আমার ১০টি ইচ্ছার কথা বলি-
১। আমি চাই পুরো বাংলাদেশ জুড়ে অসংখ্য লাইব্রেরী হোক। যেমন পুরো বাংলাদেশ জুড়ে মসজিদের শেষ নেই। একটা মহল্লায় ৫/৬ টা করে মসজিদ। দশটা মহল্লা ঘুরলে একটা লাইব্রেরী পাওয়া যাবে না। আমার ইচ্ছে আমি দুটা বিশাল লাইব্রেরী করবো। একটা ঢাকায়, একটা আমার গ্রামের বাড়িতে। অসংখ্য মানুষ লাইব্রেরীতে পড়তে আসবে।
২। আমাদের দেশে বেকার অনেক। আমি নিজেও বেকার। আমি চাই বেকারদের জন্য কিছু করতে। অন্তত একশ বেকারের কর্মসংস্থান করতে। বেকার থাকা অনেক কষ্টের। অনেক অপমানের। কষ্ট ও অপমানের হাত থেকে বেকারদের বাচানোর জন্য আমি তাদের চাকরি দিব যার যার যোগ্যতা অনুযায়ী।
৩। আমার ইচ্ছা আমি একটা দৈনিক পত্রিকা প্রকাশ করবো। দৈনিক পত্রিকা যদি না পারি তাহলে অন্ততপক্ষে একটা সাপ্তাহিক ম্যাগাজিন প্রকাশ করবো। অথবা অনলাইন নিউজ পোর্টাল। কয়েক বছর আগে পত্রিকা অফিসে চাকরি করেছি। এবিষয়ে আমার অভিজ্ঞতা আছে।
৪। আমার ইচ্ছে আমি একটা ফার্মেসী দিবো। মডেল ফার্মেসী। অনেক বড় করে একটা ফার্মেসী দিবো। ব্যবসা মানে তো শুধু ব্যবসা না। মানুষের সেবা করা। মাদার তেরেসা কুষ্ঠ রোগীদের সেবা করেছেন। আমি দরিদ্র মানুষদের চিকিৎসা করাবো। ফ্রি ওষুধ দিবো।
৫। আমি ক্ষুধার্ত মানুষকে পেট ভরে খাওয়াতে চাই। প্রায়ই রাস্তাঘাটে দেখি, অসহায় ও দরিদ্র মানুষরা বলে, একটা রুটি কিনে দেন, ক্ষুধা লাগছে ভাত খাবো। বেশির ভাগ সময়ই আমি এদের খাওয়াতে পারি না। আমার ইচ্ছে আমি এধরণের মানুষদের খাওয়াবো। অন্ততপক্ষে সপ্তাহে একদিন।
৬। আমাদের দেশে কুকুরের অভাব নেই। কুকুর গুলোর খুবই করুন অবস্থা। ঠিকভাবে খেতে পায় না। তাছাড়া মানুষ কুকুর গুলোকে খুব মারে, কেউ কেউ গরম পানি ঢেলে দেয়। আমি রাস্তার এইসব কুকুর গুলোকে চিকিৎসা করাবো। তাদের নিয়মিত খাবার দিবো।
৭। অসংখ্য পিতামাতা টাকার অভাবে তাদের ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারে না। স্কুলে ভরতি করাতে পারে না। আমি দরিদ্র পিতামাতার সন্তানদের স্কুলে ভরতি করিয়ে দিবো। তাদের লেখাপড়ার খরচ চালাবো। শিক্ষা ছাড়া জাতি সামনে এগোতে পারবে না। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো শিক্ষা।
৮। মাদ্রাসার শিক্ষা দিয়ে উন্নত জীবন যাপন করা সম্ভব নয়। আমি মাদ্রাসার শিক্ষার পাশাপাশি কোরানে হাফেজদের আধুনিক শিক্ষার ব্যবস্থা করতে চাই। সেই সাথে ছাত্রছাত্রীদের যার যার যোগ্যতা অনুযায়ী তাদের হাতের কাজ শেখাতে চাই।
৯। আমি দরিদ্র ও অসহায় নারীদের জন্য কিছু করতে চাই। নারীরা যেন নিজের পায়ে দাড়াতে পারে। তারা যেন স্বাবলম্বী হতে পারে। মেয়েরা আর কত বিয়ের আগে বাবা আর বিয়ের পর স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকবে? আমি চাই মেয়েদের পায়ের নিচের মাটি শক্ত হোক। তারা আয় করতে শিখুক।
১০। আমার ইচ্ছে আমি প্রতিবছর দশজনকে হজ্ব করাবো। আমার ইচ্ছে আমি প্রতিদিন কমপক্ষে ৩ টা করে ভালো কাজ করবো। আমার ইচ্ছে আমি মানুষকে আধুনিক বানাবো, তাদের মধ্যে থাকা কুসংস্কার গুলো দূর করবো।
০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ০৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৪
সাইফুলসাইফসাই বলেছেন: ইচ্ছেগুলো পূর্ণ হোক
০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: যদি হুট করে মরে না যাই, তাহলে ইচ্ছে গুলো পূরণ হবে।
৩| ০৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
বয়স বেড়ে যাচ্ছে,ইচ্ছায় হাত দিন।
০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: আসল কথা বলেছেন।
৪| ০৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭
কামাল১৮ বলেছেন: যে লাইব্রেরী আছে সেখানেই পড়ার লোক নাই।আমাদের এক সময়ের ব্লগার মজিব রহমান নিজ উদ্যোগে ছেলে মেয়েদের পড়ায় আগ্রহী করে তোলছে।বিক্রমপুরের ছেলে।ফেসবুকে সক্রিয়।হারারির সর্বশেষ প্রকাশিত বইটি বাংলায় সম্পাদনা করেছেন।
০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৬
রাজীব নুর বলেছেন: এই ইচ্ছে গুলো পূরন করতে আপনাকে সাথে রাখতে চাই।
৫| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৮
শায়মা বলেছেন: বাহ! খুবই ভালো ভালো ইচ্ছে ভাইয়ু!!
কিন্তু মানুষ কি আজকাল লাইব্রেরীতে যায়!!!
০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: প্রচলিত মানুষ লাইব্রেরি তে যায়। পড়ে। পড়ার বিকল্প তো কিছু নেই।
৬| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১৯
কামাল১৮ বলেছেন: এ সব কাজ ব্যক্তি উদ্দ্যোগে সম্ভব না।এই জন্য চাই সরকারী উদ্যোগ।আর এই জন্য চাই ভালো দলের ক্ষমতা গ্রহন।যেটা বর্তমানে বাংলাদেশে নাই।ভালো দল গঠন করতে হবে সবার আগে।আর সেই জন্য চাই ভালো লোক।মানবতাবাদী লোক।যাঁদের ধর্ম হলো মানব সেবা।
০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:০৪
রাজীব নুর বলেছেন: না না। এরকম বললে হবে না।
চেস্টা তো করতে হবে।
৭| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৪
তাবরিযি বলেছেন: লাইব্রেরী একটি পুরনো ও ব্যায়বহুল প্রযুক্তি। পৃথিবীতে প্রয়জনের চেয়ে বেশি লাইব্রেরী হয়ে গেছে। এ.আই. এর আগমনে তথ্য যুগ শেষ হয়ে গেছে। এখন পাবলিক লাইব্রেরীর উত্তরসূরি হয়েছে পাবলিক এ.আই.।
৮| ০৯ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি একজন সাচ্চা মমিন মোসলমান।
৯| ০৯ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কি র হজ করেছেন??
যদি না করে থাকেন তাহলে অন্য মানুষকে হজ করানোর জন্য আপনার এত উৎসাহের কারণ কী ?
আপনি কি জানেন না সবচেয়ে অপচয় মূলক ভ্রমণ হচ্ছে হজ।
১০| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত তিন মাসে মানুষ যেটি প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশা অনুযায়ী সবকিছু হয়েছে, এমন নয়। স্বপ্ন স্বপ্নের জায়গায়, সরকার সরকারের জায়গায় আর জনগণ জনগণের জায়গায় আছে।
আজ শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাসের কার্যক্রম প্রসঙ্গে শামসুজ্জামান দুদু এমন মন্তব্য করেন। তিনি আজ দুপুরে চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে এসে নেতা–কর্মী ও অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বাড়িসংলগ্ন রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
১১| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৬
ইফতেখার ভূইয়া বলেছেন: ১। আপনার ইচ্ছেটা ভালো, সাধুবাদ জানাই। মসজিদ থাকা সমস্যা মনে হয় না, তবে মাইকে আজান দেয়া নিয়ে আমার অভিমত হলো স্পিকার ব্যবহার করা হোক। মাইক বন্ধ হোক। নবী করিম (সাঃ) এর সময় কোন মাইক ছিলো না, তখনও আজান হয়েছে, মানুষ নামাজ পড়েছে।
২। বেকার থাকা অন্যায় নয়। তবে বর্তমান যুগে সবারই কম-বেশী কাজ জানা উচিত, না জানলে পছন্দমতো কাজ শেখা উচিত। সময় পাল্টেছে, ঘরে বসেও অনেক কাজ করা সম্ভব। ভালো দিক-নির্দেশনারও প্রয়োজন রয়েছে।
৩। আর্ন্তজালে ব্লগ বা পত্রিকা চালু করা খুবই সহজ। তবে প্রয়োজনীয় সরকারি কাগজ-পত্রাদি সংগ্রহ করতে পারলে আমি আপনাকে এ ব্যাপারে সহযোগীতা করতে পারবো। উদ্যোগটা ভালো।
৪। ফার্মেসীর ব্যবসা কেমন ধারনা নেই। চেষ্টা করে দেখতে পারেন তবে গরীবদের সেবা করার ইচ্ছেটাকে সাধুবাদ জানাই। আপনার ইচ্ছে বাস্তবতায় ধরা দিক এটাই প্রত্যাশা করছি।
৫। ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো অনেক ভালো কাজ। আগামী বছর দেশে আসলে আপনার সাথে দেখা করে একসাথে রাস্তায় হাটতে বের হওয়ার ইচ্ছে আছে। ক্ষুধার্ত মানুষ খোঁজার জন্য হাটবো। কাউকে পেলে পেট ভরে খাইয়ে দিব। এ বছর দেশে ছিলাম বেশ ক'মাস নানা ব্যস্ততায় আপনাকে কল দেয়া হয় নি। ব্যাপারটা বোকার মতো হয়ে গেছে আসলে।
৬। কুকুরের ব্যাপারে আমার এ্যালার্জি আছে। বসুন্ধরা এলাকায় বেশ কুকুর আছে, এগুলো বেশ স্বাস্থ্যবান। দেখলে মনে হবে না ওরা না খেয়ে আছে। আমি কুকুর খাওয়াতে পছন্দ করি না। মানুষকে খাওয়ানোতে শান্তি পাওয়া যায়। তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন।
৭। শিক্ষা গুরুত্বপূর্ণ আর এটাও ভালো উদ্যোগ। পড়াশোনার সব খরচ দিতে পারবো বলে মনে হয় না। তবে মাঝে মধ্যে কারো স্কুলে ভর্তি বা কলেজে ভর্তির জন্য সহযোগীতা অবশ্যই করতে পারবো ইনশাল্লাহ।
৮। যারা কোরআনে হাফেজ হয়েছেন, তাদের আমি ভীষণ সম্মান করি। তবে আপনার সাথেও সহমত।
৯। সবার কথা জানি না তবে বাংলাদেশের মেয়েদের অনেকেই কাজ করতে পছন্দ করেন বলে আমার মনে হয় নি। অনেকেই বিয়ের দিকে তাকিয়ে থাকে। এগুলোর পরিবর্তন প্রয়োজন অবশ্যই।
১০। খুবই ভালো ইচ্ছে তবে দশজনকে হ্বজ করানো বেশ ব্যয় বহুল ব্যাপার মনে হয়। রাব্বুল আলামিন আপনাকে সেই সামর্থ্য দিন এটাই অবশ্যই চাই। আধুনিকতা ভালো তবে তার সাথে কিছু বিষয়ও খেয়াল রাখতে হবে। ভালো-মন্দ দুটো বিষয়ই মাথায় রাখা জরুরী।
ধন্যবাদ।
১৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। দোয়া করবেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৮
আজব লিংকন বলেছেন: ওয়াও