নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার দশটা ইচ্ছে

০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩১



প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে হয়-
যদি সকালটাকে দেখতে না পাই। কেউ যদি জিজ্ঞেস করেন, পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জিনিস কি? তাহলে বলব মানুষের বেচে থাকা। মরে গেলেই তো সব শেষ। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। অথচ মৃত্যু নিয়ে আমরা ভাবি না। যাইহোক, আমার ইচ্ছার শেষ নেই। বলতে শুরু করলে আর শেষ হবে না। তবু আমার ১০টি ইচ্ছার কথা বলি-

১। আমি চাই পুরো বাংলাদেশ জুড়ে অসংখ্য লাইব্রেরী হোক। যেমন পুরো বাংলাদেশ জুড়ে মসজিদের শেষ নেই। একটা মহল্লায় ৫/৬ টা করে মসজিদ। দশটা মহল্লা ঘুরলে একটা লাইব্রেরী পাওয়া যাবে না। আমার ইচ্ছে আমি দুটা বিশাল লাইব্রেরী করবো। একটা ঢাকায়, একটা আমার গ্রামের বাড়িতে। অসংখ্য মানুষ লাইব্রেরীতে পড়তে আসবে।

২। আমাদের দেশে বেকার অনেক। আমি নিজেও বেকার। আমি চাই বেকারদের জন্য কিছু করতে। অন্তত একশ বেকারের কর্মসংস্থান করতে। বেকার থাকা অনেক কষ্টের। অনেক অপমানের। কষ্ট ও অপমানের হাত থেকে বেকারদের বাচানোর জন্য আমি তাদের চাকরি দিব যার যার যোগ্যতা অনুযায়ী।

৩। আমার ইচ্ছা আমি একটা দৈনিক পত্রিকা প্রকাশ করবো। দৈনিক পত্রিকা যদি না পারি তাহলে অন্ততপক্ষে একটা সাপ্তাহিক ম্যাগাজিন প্রকাশ করবো। অথবা অনলাইন নিউজ পোর্টাল। কয়েক বছর আগে পত্রিকা অফিসে চাকরি করেছি। এবিষয়ে আমার অভিজ্ঞতা আছে।

৪। আমার ইচ্ছে আমি একটা ফার্মেসী দিবো। মডেল ফার্মেসী। অনেক বড় করে একটা ফার্মেসী দিবো। ব্যবসা মানে তো শুধু ব্যবসা না। মানুষের সেবা করা। মাদার তেরেসা কুষ্ঠ রোগীদের সেবা করেছেন। আমি দরিদ্র মানুষদের চিকিৎসা করাবো। ফ্রি ওষুধ দিবো।

৫। আমি ক্ষুধার্ত মানুষকে পেট ভরে খাওয়াতে চাই। প্রায়ই রাস্তাঘাটে দেখি, অসহায় ও দরিদ্র মানুষরা বলে, একটা রুটি কিনে দেন, ক্ষুধা লাগছে ভাত খাবো। বেশির ভাগ সময়ই আমি এদের খাওয়াতে পারি না। আমার ইচ্ছে আমি এধরণের মানুষদের খাওয়াবো। অন্ততপক্ষে সপ্তাহে একদিন।

৬। আমাদের দেশে কুকুরের অভাব নেই। কুকুর গুলোর খুবই করুন অবস্থা। ঠিকভাবে খেতে পায় না। তাছাড়া মানুষ কুকুর গুলোকে খুব মারে, কেউ কেউ গরম পানি ঢেলে দেয়। আমি রাস্তার এইসব কুকুর গুলোকে চিকিৎসা করাবো। তাদের নিয়মিত খাবার দিবো।

৭। অসংখ্য পিতামাতা টাকার অভাবে তাদের ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারে না। স্কুলে ভরতি করাতে পারে না। আমি দরিদ্র পিতামাতার সন্তানদের স্কুলে ভরতি করিয়ে দিবো। তাদের লেখাপড়ার খরচ চালাবো। শিক্ষা ছাড়া জাতি সামনে এগোতে পারবে না। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো শিক্ষা।

৮। মাদ্রাসার শিক্ষা দিয়ে উন্নত জীবন যাপন করা সম্ভব নয়। আমি মাদ্রাসার শিক্ষার পাশাপাশি কোরানে হাফেজদের আধুনিক শিক্ষার ব্যবস্থা করতে চাই। সেই সাথে ছাত্রছাত্রীদের যার যার যোগ্যতা অনুযায়ী তাদের হাতের কাজ শেখাতে চাই।

৯। আমি দরিদ্র ও অসহায় নারীদের জন্য কিছু করতে চাই। নারীরা যেন নিজের পায়ে দাড়াতে পারে। তারা যেন স্বাবলম্বী হতে পারে। মেয়েরা আর কত বিয়ের আগে বাবা আর বিয়ের পর স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকবে? আমি চাই মেয়েদের পায়ের নিচের মাটি শক্ত হোক। তারা আয় করতে শিখুক।

১০। আমার ইচ্ছে আমি প্রতিবছর দশজনকে হজ্ব করাবো। আমার ইচ্ছে আমি প্রতিদিন কমপক্ষে ৩ টা করে ভালো কাজ করবো। আমার ইচ্ছে আমি মানুষকে আধুনিক বানাবো, তাদের মধ্যে থাকা কুসংস্কার গুলো দূর করবো।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৮

আজব লিংকন বলেছেন: ওয়াও

০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

সাইফুলসাইফসাই বলেছেন: ইচ্ছেগুলো পূর্ণ হোক

০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: যদি হুট করে মরে না যাই, তাহলে ইচ্ছে গুলো পূরণ হবে।

৩| ০৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


বয়স বেড়ে যাচ্ছে,ইচ্ছায় হাত দিন।

০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: আসল কথা বলেছেন।

৪| ০৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

কামাল১৮ বলেছেন: যে লাইব্রেরী আছে সেখানেই পড়ার লোক নাই।আমাদের এক সময়ের ব্লগার মজিব রহমান নিজ উদ্যোগে ছেলে মেয়েদের পড়ায় আগ্রহী করে তোলছে।বিক্রমপুরের ছেলে।ফেসবুকে সক্রিয়।হারারির সর্বশেষ প্রকাশিত বইটি বাংলায় সম্পাদনা করেছেন।

০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: এই ইচ্ছে গুলো পূরন করতে আপনাকে সাথে রাখতে চাই।

৫| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৮

শায়মা বলেছেন: বাহ! খুবই ভালো ভালো ইচ্ছে ভাইয়ু!! :)

কিন্তু মানুষ কি আজকাল লাইব্রেরীতে যায়!!! :(

০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: প্রচলিত মানুষ লাইব্রেরি তে যায়। পড়ে। পড়ার বিকল্প তো কিছু নেই।

৬| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১৯

কামাল১৮ বলেছেন: এ সব কাজ ব্যক্তি উদ্দ্যোগে সম্ভব না।এই জন্য চাই সরকারী উদ্যোগ।আর এই জন্য চাই ভালো দলের ক্ষমতা গ্রহন।যেটা বর্তমানে বাংলাদেশে নাই।ভালো দল গঠন করতে হবে সবার আগে।আর সেই জন্য চাই ভালো লোক।মানবতাবাদী লোক।যাঁদের ধর্ম হলো মানব সেবা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.