নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
চাঁদগাজী একজন গ্রেট ব্লগার। তার তুলনা হয় না।
সামু তার সাথে বারবার অন্যায় করেছে। একটা দিন তাকে শান্তিতে ব্লগিং করতে দেওয়া হয়নি। সামুর ইতিহাসে তাকে সবচেয়ে বেশি বার ব্যান করা হয়েছে। হয় কমেন্ট ব্যান, নয়তো পোস্ট দেওয়া ব্যান। সামুতে ব্যানে ব্যানেই কেটে গেলো দীর্ঘ বছর। দেশের সমস্যা ও সমাধান নিয়ে লেখার জন্য তিনি ব্যকুল। অথচ তিনি লিখতে পারেননি, তাকে লিখতে দেওয়া হয়নি। একজন ভুল তথ্য দিয়ে পোস্ট লিখেছেন, সেই ভুল সংশোধনের জন্য তিনি মন্তব্য করতে পারেননি। লিখতে না পারার কষ্ট ভয়াবহ কষ্ট। কাকে খুশি করার জন্য তাকে বারবার ব্যান করা হয়েছে? চাঁদগাজীর এক আকাশ ধৈর্য্য। উনি পরিশ্রমী মানুষ। উনি যে কাজেই হাত দিয়েছেন সফলতা পেয়েছেন। উনি একজন ভালো কৃষক। উনি দেশের কথা ভাবেন। দেশের মানুষের কথা ভাবেন। সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকেছেন।
তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি একজন শিক্ষক।
তিনি একজন মানবিক এবং হৃদয়বান মানুষ। কর্মে চিন্তা ও চেতনায় তিনি সৎ। সেই ছাত্র থাকা অবস্থা থেকে তিনি আজও মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। অসহায় মানুষকে চিকিৎসার খরচ দিয়েছেন। অসংখ্য ছেলেমেয়েকে সুপরামর্শ দিয়ে তাদের জীবন গড়ে দিয়েছেন। যারাই তার সান্নিধ্যে এসেছে উপকার পেয়েছে। মূলত তিনি একজন মসীহ। মানুষকে পথ দেখান। অথচ এই সামু তাকে বারবার অপমান করেছে। এমনকি কতিপয় ব্লগার তাকে অপমানের চূড়ান্ত করেছে। সামু তার কোনো ব্যবস্থা নেয়নি। বরং উৎসাহ দিয়ে গেছে। চাঁদগাজী একজন খাটি মানুষ। ভালো মানুষ। তার মতো মানুষ এই সমাজে খুব কমই আছে। এই সামুতে আমি আসি শুধু মাত্র তার জন্য। সামুতে টিকে আছি শুধু মাত্র তার জন্য। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। সব সময় আমার এবং আমার কন্যার খোজ খবর নেন। আমাকে সঠিক পথ দেখান। মানুষটার কাছে আমি কৃতজ্ঞ। সামুতে তিনি লিখেন, এটা সামুর ভাগ্য। অথচ এই সামু তাকে বারবার তুচ্ছতাচ্ছিল্য করেছে।
যারা রাজাকার ছিলো, যারা শেখ মুজিবকে হত্যা করেছে তাদের বিচার হয়েছে।
যারা চাঁদগাজীর সাথে অন্যায় করেছে, অপমান করেছে, তাদেরও শাস্তি পেতে হবে। অবশ্যই হবে। কিছু অপরাধের ক্ষমা নেই। শাস্তি পেতেই হয়। প্রকৃতি যথাসময়ে আপনাদের শাস্তির ব্যবস্থা করে দিবে। দেরী হোক, যায়নি। চাঁদগাজী বড় মনের মানুষ। তিনি হয়তো আপনাদের ক্ষমা করে দিবেন। কিন্তু আমি ক্ষমা করবো না। বহু পুরাতন ব্লগার যারা আজ সামুতে নেই, তাদের সাথে দেখা হলেই তারা সবার আগে জানতে চায় চাঁদগাজী কেমন আছেন? তারা চাঁদগাজীকে সালাম দেয়। শ্রদ্ধা জানায়। কিন্তু তারা ভালোবেসে ব্লগটিম বা মডারেটরের খোজ খবর নেয় না।
সবচেয়ে ভালো হয় যারা চাঁদগাজীর সাথে অন্যায় করেছে তারা ক্ষমা চাইবে।
হ্যা ক্ষমা চাইবে। চাঁদগাজী সৎ মানুষ। এজন্য সে মিথ্যা সহ্য করতে পারে না। চাটুকারিতা দালালি পছন্দ করেন না। তার জীবন সহজ সরল সুন্দর। উনি জটিলতা কুটিলতা মুক্ত মানুষ। উনার চিন্তা ভাবনা আধুনিক। কোনো কুসংস্কার উনার মধ্যে নেই। তবু বারবার তাকে আঘাত করা হয়েছে, অপমান করা হয়েছে, তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। ইহা অন্যায়। তিনি ব্লগিং ভালোবাসেন। তিনি বুদ্ধিমান মানুষ। সামু ব্লগে তার সমতুল্য কেউ নেই। তার মতো জ্ঞানী ব্লগার সামুতে আর একজনও নেই। তিনি অন্যদের মতো ভাইয়ু, আপুনি, এই টাইপ সস্তা কথা বলার মানুষ না। তিনি মন্দকে মন্দ বলেন, ভালোকে ভালো বলেন। সামুতে তিনি যে পরিমাণ সময় দিয়েছেন, জ্ঞান বিতরণ করেছেন, ইতর ব্লগারদের যুক্তি দিয়ে কোনঠাসা করে রাখতেন। বহু বদ ব্লগার তার কারনে সামুতে লাফালাফি করতে পারে নাই। বেঠিক বেলাইনে থাকা বহু ব্লগারকে তিনি লাইনে নিয়ে আসছেন। সামুর তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিৎ।
সোনাগাজী নিক ব্যান করা হলো।
এর আগে চাঁদগাজী নিক ব্যান করা হলো। ইহা অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ করা প্রতিটা মানবিক ব্লগারের দায়িত্ব। ব্যাপারটা এমন হয়ে দাড়িয়েছে যে, একটা গল্প বলি, আমাদের এলাকার ঘটনা। এক বাড়িওলা তার ভাড়াটিয়াদের নানান রকম কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। যেমন পানি বন্ধ করে দেয়। গ্যাস লাইন বন্ধ করে দিবে। রাত ন'টার আগে নিচের কেচিগেট বন্ধ করে দিবে। ভদ্র বিনয়ী ভাড়াটিয়ারা নিরবে সব সহ্য করে। আর ভাড়িওলা ভাড়াটিয়াদের কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে কুৎসিত এক আনন্দপায়। একজন ভালো বাড়িওয়ালা ভাড়াটিয়াদের কষ্ট দিবে না, যন্ত্রণা দেয় না। বরং সব রকম সুবিধা অসুবিধা দেখেন, খোজ খবর রাখেন। ঠিক এভাবে সামুতে ব্লগিং করতে এসে চাঁদগাজী শান্তি পাননি। আমি নিজেও শান্তি পাইনি। আমাদের মডারেটর দুষ্ট বাড়িওলার মতো। ব্লগের মডারেটর পর্যন্ত আমাকে বলেছেন, ব্লগ ছেড়ে চলে যেতে। এছাড়া করেছেন নানান রকম তুচ্ছতাচ্ছিল্য।
ব্লগটিম এবং মডারেটর আপনারা আমাকে চিরতরে ব্যান করে দেন।
আসবো না আর আপনাদের ব্লগে। লিখব না। কিন্তু আপনারা স্বসম্মানে আমার ওস্তাদ চাঁদগাজীকে ফিরিয়ে আনুন। তার কাছে দু:খপ্রকাশ করুন। ভুলে গেলে চলবে না উনি একজন মুক্তিযোদ্ধা। উনি একজন শিক্ষক। উনি সামুর সেরা এবং শ্রেষ্ঠ ব্লগার। উনি শারিরীক ভাবে এখন অসুস্থ। চোখেও বেশ সমস্যা দেখা দিয়েছে। একসময় তিনি 'আমার ব্লগ' নামে একটা ব্লগে লিখতেন। সেই ব্লগের ব্লগাররা আজও তাকে শ্রদ্ধা ভরে স্মরন করে। এমনকি যারা তার বিরুদ্ধে বলতো-লিখতো তারাও তাকে ওস্তাদ মানে। অমি রহমান পিয়াল আর আরিফ জেবতিক পর্যন্ত ভালো করে জানেন চাঁদগাজী ওস্তাদ লোক। তাকে ভুল যুক্তি দিয়ে পার পাওয়া যাবে না।
চাঁদগাজীর জন্য শ্রদ্ধা ও ভালোবাসা সব সময় থাকবে।
ব্লগ টিম এবং মডারেটর তাকে ব্যান করার জন্য তীব্রভাবে নিন্দা জানাই। ছোট একটা ঘটনা বলে, আমার লেখা শেষ করবো। তখন চারিদিকে করোনা। লকডাউন। ঘর থেকে বের হওয়া যায় না। এরকম পরিস্থিতিতে আমার বাবার করোনা হলো। আব্বাকে হাসপাতালে ভরতি করা হলো। আব্বার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। টানা ২০ দিন পর ডাক্তার বললেন, আমার বাবার অবস্থা ভালো। দুই তিন পর আব্বাকে বাসায় নিয়ে যেতে পারবো। আমি বেশ খুশি। ঠিক করে রাখলাম আব্বা বাসায় ফিরলে গ্রামের বাড়ি যাবো। আব্বার হাত ধরে ছোটবেলার মতো পদ্মানদীর পাড় দিয়ে হাটবো। ভাগ্য মন্দ। পরের দিন ভোরবেলা আমার মোবাইলে ফোন এলো। আব্বা মারা গেছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। যাইহোক আব্বাকে নিয়ে গ্রামে গেলাম। দাদা দাদীর পাশে আব্বাকে কবর দিলাম। আমার বিধ্বস্ত অবস্থা, প্রচন্ড মন খারাপ। আব্বাকে কবর দিয়ে বিক্রমপুর থেকে ঢাকা ফিরছি। তখন আমার মোবাইলে একটা ফোন এলো আমেরিকা থাকে। চাঁদগাজী! উনি আমার নম্বর কোথায় পেয়েছেন কে জানে! আমাকে কয়েকটা কথা বললেন, আমার মন খারাপ ভাব কমে গেলো। আত্মবিশ্বাস ফিরে এলাম। আমি অনুভব করলাম, চাঁদগাজী একজন ম্যাজিশিয়ান।
২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: আমার বিশ্বাস ব্লগটিম এবং মডারেটর সাহেবের টনক নড়বে।
তারা ব্লগারদের দাবী মেনে নিবেন।
২| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৯
কামাল১৮ বলেছেন: চাঁদগীজী,সোনাগাজী এখন ইতিহাস।নতুন নিকে আসবে হয়তো।সেই পথ খোলা আছে।
২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: এটা কোনো কথা? কেন তার সাথে অন্যায় করা হবে? চাঁদগাজীর নিক ফিরিয়ে দিতে হবে।
৩| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৯
বাকপ্রবাস বলেছেন: খুবই নিম্নমানের মন্তব্য করেন মাঝেমাঝে যেগুলো ব্যাক্তিত্বের সাথে যায়না
২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: আমার এই 'ভব-ঘুরে' জীবনের অপরাহ্ণ-বেলায় দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে! ছেলে-বেলা হইতে এম্নি করিয়াই ত বুড়া হইলাম।
৪| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার সোনাগাজী আমাদের উপর গোস্বা করে আছেন। আমরা ঠিকঠাক ভাবে লিখতে পারি না বলে উনার মনে কষ্ট!
২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: উনার থাকা উচিৎ, তাহলে আপনাদের শিক্ষা সম্পূর্ন হবে।
৫| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:০৩
শাহ আজিজ বলেছেন: আমি দেখি ব্লগে খরার দিনে ব্লগাররা কিভাবে সোনাগাজির ব্লগে ঝাপিয়ে পড়ে । তবে উনি অযাচিত অনেক বাক্য ব্যয় করেন যা অশোভন । কিছু রিপেয়ার করে গাজি ফিরে আসুন ।
২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: উনি যেভাবে আছেন। ঠিক আছেন।
৬| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২৮
আহরণ বলেছেন: একজন চঁদগাজী : ৭১ রনাঙ্গের বীর মুক্তিযোদ্ধা, সেল্যুট। ব্যান তুলে নেয়া হোক। ........... @ মডু ভাইয়া।
৭| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৩১
আহরণ বলেছেন: একজন চঁদগাজী : ৭১ রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেল্যুট। ব্যান তুলে নেয়া হোক। ........... @ মডু ভাইয়া।
৮| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:২৪
আঁধারের যুবরাজ বলেছেন: আশা করছি গাজী ভাই ফিরে আসবেন, যে নামেই আসুন।
৯| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫২
রাকু হাসান বলেছেন:
রাজিব ভাই,আপনার লেখায় আপনার নরম, কোমল শিশু মনের প্রতি শ্রদ্ধা জানাই।চাঁদগাজী বা সোনাগাজীর নিবেদন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।
যাই বলুন প্রকৃতি শূন্যস্থান পূরণ করবেই,নিজের মত করে।সামু উনার মাধ্যমে টিকে আছে,না থাকলে শেষ,এসব কথায় দ্বিমত থাকলো।
ব্যক্তিগতভাবে চাই না কোন ব্লগার ব্যান থাকুক।নিশ্চয় একটা মেয়াদ আছে,সেটা শেষ হলে ফিরবেন।ফিরে আসুক,সেটা চাই।সিনিয়র হিসাবে অন্য ব্লগার আরও কিছু প্রত্যাশা করে।
১০| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৩৮
নান্দাইলের ইউনুছ বলেছেন:
নির্বাচনের
বিকল্প
নেই।
১১| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে কোন ব্লগারকে আইন করে তার লেখাকে থামায়ে দেয়া যায় না,
ব্লগে যথেষ্ট আইন আছে যা দিয়ে নিয়ন্ত্রন করা যায়।
ব্লগে মুক্তচিন্তা মুক্ত আকাশে বিচরন করার অবকাশ না থাকে,
তাহলে এই ব্লগও একদিন মুসলিম লীগের মতো
হারায়ে যাবে ।
১২| ২৪ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:২৬
নান্দাইলের ইউনুছ বলেছেন:
অনেক বছর আগে মোহাম্মদ লোমান নিকে এক জন ছিলেন। তিনি দুবাই থেকে লিখতেন।
শুনেছি- সা কা চৌ কে সমর্থন করে পোস্ট দেয়াতে তাকে আজীবন ব্যান করা হয়্।
সময়টা ছিল আলীগের আমল।
এখন হলে মোহাম্মদ লোমান নিষিদ্ধ হতেন না এটা আমি নিশ্চিত।
সময়ের বাতাসের তালে তালে চলে সবাই। এখন বাংলাদেশের পত্রিকা পড়লেই এটা বুঝা যায়।
এমনকি ব্লগও এর বাইরে নয়।।
১৩| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
যোগাযোগ করে দেখেন তো উনার সাথে।
১৪| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৪
ক্লোন রাফা বলেছেন: মুক্ত চিন্তা মুক্তি পাক। নিশ্চই চাঁদ গাজী ফিরে পাবেন তার ব্লগ।
১৫| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২০
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চাঁদগাজী একজন গর্বিত মুক্তিযোদ্ধা ও অত্যন্ত জ্ঞানী মানুষ। তার মত একজন ব্লগার সামুতে আছে এটা সামুর সৌভাগ্য। তাকে নিয়ে গর্ব করা উচিৎ। লেখালেখি করার মত সময় পাই না, তবে মাঝেমধ্যে ব্লগে উঁকি দেই চাঁদগাজীর লেখা পড়ার জন্য।
অথচ বারবার তার প্রতি অন্যায় ও অবিচার করা হয়েছে, তাকে অপদস্থ করা হচ্ছে। এর তীব্র নিন্দা জানাই।
তার সকল ব্যান তুলে নিয়ে চাঁদগাজীকে চাঁদগাজীর মত করেই লেখালেখি করার সুযোগ দেয়া হোক।
১৬| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২০
নতুন বলেছেন: ব্লগের নিয়ম ভাঙ্গলে তাকে ব্যান হতে হয়। এটা তিনি জানেন।
তিনি জানান কি কি লিখলে উনাকে ব্যান করা হতে পারে!
তবে উনি যদি সেই সবই কমেন্ট করেন তবে মডারেটরের কি দোষ বলুন? উনিই তো চাইছেন তাকে ব্যান করুক।
আশা করি উনি এটা থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে ফিরে আসবেন।
১৭| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: চাঁদগাজী এবং সোনাগাজী কি একই ব্যাক্তির দুই নিক?
১৮| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সোনা সাহেব কি নতুন নিকে আবার আসতে পারবে সামুতে? নাকি সেই পথও বন্ধ করেছে!!
১৯| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হ হ, আমিও তীব্র নিন্দা জানাই
২০| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫০
সাহাদাত উদরাজী বলেছেন: আপনার এই পেয়ারে গরু একজন ভুয়া মুক্তিযোদ্ধা, ্তা না হলে নাম প্রকাশ করেন না কেন, কোথায় কাদের নিয়ে যুদ্ধ করলেন, সেই সব স্মৃতি কখনো তার লেখায় আসে না কেন? এত দিন কোথায়ও উনাকে এমন লিখতে পেলাম না কেন? খালি খোঁচাতে পারলেই সব হয় না!
কয়েক বছর আগে পুরানো আইডি ব্যান হবার পরে আমিও উনার মুক্তি চেয়ে লিখেছিলাম, কিন্তু পরে দেখি তিনি আসলে কুৎসিত মানুষ!
২১| ২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব ভাই, পরাজয়ে ডরেনা বীর ।
আপনি দেখবেন কিছুদিনের মাঝেই সামুতে আবার গাজী সাহেবের পুনর্জন্ম , এ নিয়ে মন খারাপের কোন কারন নেই।
"চাঁদগাজী গিয়েছে যে পথে,
সোনাগাজী গাজী ও গিয়েছে সেই পথে।
এ নিয়ে মনখারাপের কি দরকার?
এবার হয়ত চাঁদ-সোনা উভয় গাজী ফিরে আসবে রুপাই গাজী হিসাবে"।
ততদিন অপেক্ষা ------------------
২২| ২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
আলামিন১০৪ বলেছেন: আপনারও বিচার হবে, তবে সেটা মানুষের আদালতে না....
২৩| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০০
ইএম সেলিম আহমেদ বলেছেন:
সত্যি বলতে মাঝে মাঝে সামুতে উকি দেই উনার গবেষণা মূলক সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে লেখা গুলো পড়ার জন্য। উনার একটা দিক খুব ভাল লাগে উনি চাটুকারিতা একদমই পছন্দ করেন না। আর মুখের উপর সত্যি বলে দেন। যার জন্য উনার নিন্দা করার লোকের অভাব নেই। আমার সাথেও কয়েকবার লেগেছে। কিন্তু পরে ঠান্ডা মাথায় চিন্তা করে বুঝলাম উনিই ঠিক ছিলেন। তারপর থেকে উনাকে ভাল লাগে।
চাঁদগাজী নিক ফিরিয়ে দেওয়া হোক।
২৪| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:০২
নান্দাইলের ইউনুছ বলেছেন:
আমি মনে প্রানে চাই জনাব চাঁদ গাজী এই ব্লগে যেন আর ফিরে না আসেন ।
উনার উচিত ফেসবুকে গিয়ে ব্লগিং করা।
তাতে উনি লাখ লাখ পাঠক পাবেন।
উনার লেখার মান অত্যন্ত ভালো।
২৫| ৩০ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:০৮
নান্দাইলের ইউনুছ বলেছেন:
আমার মনে হলো তাঁকে তার নিক ফেরত দেয়া হয়েছে।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১২
নান্দাইলের ইউনুছ বলেছেন:
উনাকে ছাড়া এই ব্লগ জমে না।
দেশে যে বাক স্বাধীনতা নেই উনাকে ব্যান করার মাধ্যমে সেটা আবারও প্রমাণিত হলো।
এই অপকর্মের নিন্দা জানাই।