নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কীভাবে একজন ভালো মুসলিম হয়ে উঠবো ?

১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২৬



আগে আপনাকে ঠিক করতে হবে-
আপনি কি ভালো মুসলিম হবেন না ভালো মানুষ হবেন? মুসলিম হওয়া সহজ কিন্তু ভালো মানুষ হওয়া অনেক কঠিন। একজন বিজ্ঞানী হওয়া কঠিন কিন্তু কোরানে হাফেজ হওয়া সহজ। অল্প বয়সী বাচ্চা ছেলেরা কোরানে হাফেজ হয়ে যায়। ধার্মিক বা মুসলমানদের একটা মাত্র গ্রন্থ আল কোরান। কিন্তু জ্ঞানী হতে হলে অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্য আপনাকে অসংখ্য বই পড়তে হবে। সহজ সরল থাকুন। বিপদে আপদে মানুষের পাশে থাকুন। ভালো কর্ম করুন। সত্য কথা বলুন। নিজের পরিবারের প্রতি যা দায়িত্ব সেটা পালন করুন। এরপর দেশ বা সমাজের জন্য ভালো কিছু করুন। আপনি মুসলমান না হিন্দু সেটা বড় কথা নয়। আপনি কি কর্ম করছেন সেটাই আসল। আপনি মানুষ হয়ে জন্মেছেন। তাই আপনার কিছু দায়দায়িত্ব আছে।

ভালো মুসলিম হয়ে কি করবেন?
শুক্রবার জুম্মার নামাজ পড়বেন রাস্তা আটকে?
বেসিনের উপর পা তুলে ওজু করবেন? মসজিদে প্রস্বাব করে সকলের সামনে কুলুপ করবেন অর্থাৎ সকলের সামনে পায়জামার ভিতরে হাত ঢুকিয়ে নুনু ঘষবেন? মুখ ভরতি দাড়ি রাখবেন? নামাজ পড়তে পড়তে কপালে স্থায়ী কালো দাগ বসিয়ে ফেলিবেন? শিবির হয়ে মানুষ রগ কাটবেন? দিনেদুপুরে মানুষ কুপিয়ে মারবেন? মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিবেন? আপনার মা বোন, স্ত্রী এবং কন্যাকে ইচ্ছার বিরুদ্ধে বোরকা পড়াবেন? জংগী হবেন? জিহাদ করবেন? দেশকে আফগানিস্তান বানাবেন? তালেবানদের মতো চিন্তা ভাবনা করবেন? কথায় কথায় আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলবেন? দূর্নীতির টাকায় হজ্ব করবেন। ন্যায় নীতির কথা বলবেন? ধার্মিকেরা ভয়ংকর হয়। হিংস্র হয়। সেই সাথে তারা প্রচন্ড নির্বোধ হয়। খেয়াল করে দেখবেন ওয়াজ মাহফিলে কি সব ফালতু কথা বলা হয়, অযোক্তিক। হুজুরদের কথা ও চিন্তা ভাবনায় কোনো লজিক নেই।

কি করবেন ভালো মুসলিম হয়ে?
বছরে একবার জাকাত দিবেন? অনেক গুলো বিয়ে করবেন? স্কুল বন্ধ করে দিয়ে মাদ্রাসা করবেন? ওষুধ বাদ দিয়ে পানিপড়া খাবেন? দুনিয়াতে থেকে বেহেশতী হুরের কথা ভাববেন? হজ্ব করে নামের শুরুতে হাজী লাগাবেন? নাকি অনেকবার হজ্ব করে নামের শুরুতে আলহাজ্ব লাগাবেন? মুসলিম হয়ে পাকিস্তান আর আফগানিস্তানকে সাপোর্ট করবেন? মুসলিম হয়ে মাদ্রাসায় বাচ্চা ছেলেদের বলাৎকার করবেন? ধর্ম মূলত ব্যবসা। মূর্খদের দেশে ধর্ম হচ্ছে আফিম। আফিমে বুধ হয়ে আছে মূর্খ জনগোষ্ঠী। আজকের আধুনিক বিশ্ব কোনো নবী রাসূল এসে করে দিয়ে যায়নি। আকাশ থেকে ফেরেশতা নেমে কিছু করে দিয়ে যায়নি। সব করেছে মান্য। মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল। ইন্টারনেট, মোবাইল ফোন, রকেট ইত্যাদি আবিস্কারে মুসলমানদের কোনো ভূমিকা নেই। মুসলিমরা কোরআন পড়াকেই অনেক কিছু মনে করে। ইহকালে কোরআন পড়ে কি উপকার হয় মানুষের? ভালো করে কোরআনের বাংলা অনুবাদ পড়ে দেখুন। সেখানে কি লেখা আছে। আর সেইসব লেখা দিয়ে দেশ বা সমাজের কি উপকার হয়।

মুসলিম হওয়ার দরকার নাই।
আপনি তো জন্ম সুত্রেই মুসলমান। মানুষের আসল পরিচয় সে মানুষ। পারলে একজন ভালো মানুষ হোন। সহজ সরল স্বচ্ছ পবিত্র ভালো মানুষ। অহংকার থাকবে না, লোভ থাকবে না। সবাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, বিজ্ঞানী হবে। কিন্তু কেউ বলে না, আমি মানবিক এবং হৃদয়বান মানুষ হবো। চারিদিকে মসজিদ আর মসজিদ। মুসলমানরা নামাজ পড়ে। তারপর দূর্নীতি করে। নামাজিরা অর্থাৎ মুসলিমরা বেশি অসৎ। মুসলিরা সব কিছুতেই পিছিয়ে আছে। কারণ তাদের ধর্ম গ্রন্থ অনেক পুরোনো। এদিকে বিশ্ব এগিয়ে গেছে। বিজ্ঞান তো ধর্মকে কোনঠসা করে দিয়েছে। মানুষকে হতে হবে আধুনিক। চিন্তা ভাবনা হবে আধুনিক। ধর্ম না জানলে কোনো ক্ষতি নাই। সামন্ত যুগে আবিষ্কার এই ধর্ম। যা সম্পূর্ণ রুপকথা। পুরো কোরআন মুখস্ত করে ফেকলেও আপনি একটা ভালো চাকরি পাবেন না। আপনাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। মাদ্রাসার শত শত ছেলে গুলো সারা জীবন মানবেতর জীবনযাপন করে।

সমস্যা হলো মুসলিমরা শুধু মুসলিম। আজও মানুষ হতে পারেনি। মুসলিম হওয়ার আগে ভালো 'মানুষ' হতে হবে। একজন ভালো মানুষ ধার্মিকের চেয়ে অনেক উন্নত। তাই আগে ধার্মিক বা ভালো মুসলিম হওয়ার আগে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। মুসলিম দেশ গুলোতে অন্যায় অবিচার বেশি হয়। ওয়াজকারীরা তো মুসলিম। ওয়াজকারীরা ভন্ড। ওরা জাস্ট ধর্ম ব্যবসায়ী। মূলত মুসলিমরা ঠক প্রতারক। মুসলিমদের জ্ঞান অতি সস্তা। তাদের জ্ঞান দিয়ে দেশ বা সমাজের উপকার সম্ভব নয়। কিন্তু একজন ভালো মানুষ দেশের সম্পদ। মুসলিমরা দেশের বোঝা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চিরতরে বন্ধ করে দেওয়া উচিৎ। উন্নত দেশ গুলোতে ধর্মের কোনো দাম নেই। তারা বোকা মানুষের মতো ধর্ম আকড়ে ধরে নেই। বাংলাদেশে ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না। দেশ চলে সংবিধান অনুযায়ী। রুপকথার দিন শেষ। মাছের পেটে চলে যাওয়া, বোরাকে করে আসমান ভ্রমণ, লাঠি সাপ হয়ে যাওয়া।

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫৮

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: ধর্মের মূল লক্ষ্য মানব জাতির কল্যাণ। কিন্তু, একজন ব্যক্তির অপরাধের জন্য কোনো ধর্মকে দোষ দেওয়া যুক্তিযুক্ত নয়। এটা ঠিক যেমন, একজন অভিজ্ঞ চালক না হয়েও একটি বিলাসবহুল গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা ঘটলে আমরা গাড়িকে দোষ দিই না, বরং চালকের দক্ষতার অভাবকে দায়ী করি। ধর্ম একটি আদর্শ, আর মানুষ তার অনুসারী। অর্থাৎ, ধর্ম নিজে কোনো কাজ করতে পারে না, মানুষই তার শিক্ষা অনুযায়ী কাজ করে।

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩১

সৈয়দ কুতুব বলেছেন: ভালো হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ কিভাবে হওয়া যায় সেটা নিয়ে লিখেন!

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: জ্বী আচ্ছা লিখব।

৩| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬

অরণি বলেছেন: আপনার বিরুদ্ধে রিপোর্ট করতে হবে। আপনি ইসলাম ধর্মনিয়ে অপতথ্য ছড়াচ্ছেন। X(

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: আমি ছোট আমাকে মারবেন না।

৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৩১

মায়াস্পর্শ বলেছেন: এক পাক্ষিকভাবে মুসলিমদের এভাবে মিথ্যা দোষারুপ করে আপনি আপনার ব্যক্তিগত এবং সামাজিক জীবনের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম। এখন এই সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সবাই যে ১০০% কুরআন মেনে জীবনযাপন করবে সেটা ভাবা ভুল। কুরআন আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে পরকালের বিশ্বাস অপরিহার্য। আপনার মধ্যে সেটা নেই তাই এসব ভিত্তিহীন আবোল তাবোল লিখেছেন।
আপনার এই বিদ্বেষমূলক এবং উগ্রবাদী লেখার নিন্দা জানিয়ে গেলাম। আশা করছি নিজেকে শুধরে নিবেন।

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: আল্লাহ চাইলে আমি শুধরে নিবো।

৫| ১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৬

মায়াস্পর্শ বলেছেন: ইসলাম ধর্মের মূল বিষয়গুলো নিয়ে এভাবে মিথ্যা,বানোয়াট উগ্রবাদী এবং বিদ্বেষমূলক লেখা সাধারণ পাঠকদের মনে ক্ষোভের জন্ম দিবে যা থেকে প্রতিঘাত হওয়ার সম্ভাবনা থাকে। দয়া করে এমন উগ্রবাদী ভিত্তিহীন লেখা ব্লগ থেকে সরিয়ে ব্লগের পরিবেশ সুন্দর রাখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: মত প্রকাশের স্বাধীনতা আমার আছে।

৬| ১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনি পবিত্র কোরআন খুবই মনোযোগ দিয়ে অর্থসহ পড়বেন এবং ব্যাখ্যাটাও পড়বেন। একজন ভালো মুসলিম হওয়া অনেক কঠিন কাজ-এত সহজ নয়।
আপনার ইসলাম ধর্ম ভালো নাই লাগতে পারে, কিন্তু তাই বলে এমন করে মিথ্যা বলবেন-এটা তো হতে পারে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন-কিন্তু ছেড়ে দেন না। আর সময়ের ফেরে পড়েই বুঝবেন যে কত ধানে কত চাল।


১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য।
ভালো থাকুন

৭| ১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৩

লুধুয়া বলেছেন: রাজু@ আপনার কী মনে হয় , সারা বিশ্বে মুসলিমদের এত খারাপ রেপুটেশন এর জন্য ব্যক্তি বিশেষ দায়ী . আজকের মুসলমানদের এই পজিশনে আসার জন্য সমগ্র মুসলিমসমাজের backdated thought এবং উগ্র মানসিকতা, ঠিকভাবে ভাবনা চিন্তার অবাভ দায়ী. আধুনিক জ্ঞান দারনা ,জীবননীতি না মেনে ১৪০০ বছর আগের বেদুইন জীবন নিয়ে থাকলে হবেনা.

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০২

জেনারেশন৭১ বলেছেন:



সকল ধর্মই আজকের বিশ্বের জন্য অপ্রয়োজনীয় সমস্যা।

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: একদম সঠিক।

৯| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৫

আজব লিংকন বলেছেন: কন্ট্রোভারসিইইইইইইইইইই
এইমাত্র বাঘের দুধের চা খেয়ে লেখাটা পড়তে বসলাম।।

লিখেছেন ভালো কিন্তু কিছু ভন্ড ধর্ম ব্যবসায়ীদের জন্যে তো আর পুরো ধর্মকেই হেও করা যায় না।।
অসংখ্য ধার্মিক বিজ্ঞানী রয়েছে। যারা ঈশ্বরের প্রতি পূর্ণ ঈমান রাখে।।

আর কে বোরাকে কই গেল! কে মাছের পেটে কই গেল! কার লাঠি সাপ হইলো তা দিয়া আপনারা কামডা কি?

যখন আপনি আমি একা কথা বলবো, কোন জনসম্মুখে নয়, তখন যা খুশি বলতে পারি। কিন্তু পাবলিক কোন সাইটে অন্যের ধর্মীয় বিশ্বাস এবং অনুভূতিতে আঘাত দেয়া— একটা ক্রাইম।।

যা আপনি প্রায় ধুমধাম করে ফেলেন।।

আপনাকে নিয়ে আমার টেনশন হয় রাজিব ভাই।।
আপনি বিশ্বাস করেন না that's fine আপনাকে কেউ জোরজবস্তি করে বিশ্বাস করতে বলতেছে না।

হুদাই অন্যের বিশ্বাস ও সেনসেটিভ বিষয়ে নাকগলান কেন?

এভাবে আপনাকে বলা আমার ঠিক হচ্ছে না জানি, বাট ইউ হ্যাভ এ ফ্যামিলি ম্যান। সো বি কেয়ারফুল এবাউট দেম। বাংলাদেশ ইজ নট এ সেইফ প্লেস টু টক এবাউট অল দোছ টপিক্স।।

মে গড ব্লেস ইউ।।

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনাকে ধন্যবাদ।

১০| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৬

দর্পণের প্রতিবিম্ব বলেছেন: মূলত মুসলিমরা ঠক প্রতারক। মুসলিমদের জ্ঞান অতি সস্তা। তাদের জ্ঞান দিয়ে দেশ বা সমাজের উপকার সম্ভব নয়।

শুনছি শত্রুদের নিকট ধর্ম তখনই সমস্যা যখন তার করা নিয়মনীতিতে ধর্ম বাঁধা সৃষ্টি করে। আরে ভাই আপনি আগে ভাল মানুষ হোন, কারণ ভাল মানুষরাই ধর্মের নিয়মনীতি ফলো করে। তাদের চলাফেরায় ধর্মীয় নীতি, কথা বার্তায় ধর্মীয় নীতি, কাজে কর্মে ধর্মীয় নীতি আর আপনি বা আপনার সমতুল্য যারা আছেন তারা হলেন ডারউইনের মানবজাতির ইতিহাস।

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: আজ ফযরের নামাজ পড়েছিলেন?

১১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৫

কামাল১৮ বলেছেন: ধর্মের খোলসে ইসলাম একটা রাজনৈতিক মতাদর্শ।

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: হ্যা ঠিক তাই।

১২| ১২ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ভালো এক জন মানুষ হোন।


সেটাই য়থেষ্ট।

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: রাইট।

১৩| ১২ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:১১

রানার ব্লগ বলেছেন: যতোদিনে ঠিকঠাক মানুষ না হবেন ততদিনে আপনি কোন ধর্মেই শান্তি পাবেন না।

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: ধর্মে শান্তি নেই।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ভালো মুসলিম কখনোই ভালো মানুষ হবে না।

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ইসলাম ধর্মের মূল কথা হচ্ছে জেহাদ করা।
এবং জেহাদ মানেই সন্ত্রাসী কর্মকান্ড।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনি পবিত্র কোরআন খুবই মনোযোগ দিয়ে অর্থসহ পড়বেন এবং ব্যাখ্যাটাও পড়বেন। একজন ভালো মুসলিম হওয়া অনেক কঠিন কাজ-এত সহজ নয়।
আপনার ইসলাম ধর্ম ভালো নাই লাগতে পারে, কিন্তু তাই বলে এমন করে মিথ্যা বলবেন-এটা তো হতে পারে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন-কিন্তু ছেড়ে দেন না। আর সময়ের ফেরে পড়েই বুঝবেন যে কত ধানে কত চাল।


সবাই যদি মনোযোগ দিয়ে কোরআন পড়তো তাহলে অনেক আগেই ধর্ম বিলীন হয়ে যেত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.