নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বহু লোক আছে বিয়ে না করে জীবন পার করে দিচ্ছে।
আপনি কেন বিয়ে করতে চাচ্ছেন না? আর্থিক সমস্যা? নাকি প্রেম ভালোবাসা করে ধোকা খেয়েছেন? নারী জাতি কি আপনার পছন্দ নয়? আপনি কি চান না আপনার ছেলেমেয়ে হোক? স্ত্রী পুত্র কন্যা নিয়ে আনন্দময় জীবন যাপন করতে ইচ্ছে করে না? একটা বয়সে এসে মানুষ একা হয়ে যায়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের ডাকলেই কাছে পাওয়া যায় না। এমন সময়ও আসে কথা বলার জন্য একটা মানুষ খুজে পাওয়া যায় না। জ্বর এলে যে কপালে হাত রাখিবে এরকম মানুষ থাকে না। তাই বিয়ে করলে অন্তত স্ত্রী সুখে দুখে কাছে থাকে। ছেলেমেয়ে না থাকলেও স্ত্রী থাকে, থেকে যায়। কত সাধু সন্নাসী বিয়ে না করে জীবন কাটিয়ে দেয়। শেষ বয়সে তারা একা হয়ে যায়। তখন একজন বিশেষ মানুষের অভাব বোধ হয়।
একটা বয়সে ছেলেদের এরকম ইচ্ছে হয়, বিয়ে করবো না।
নো নেভার। তবে এই ইচ্ছে দীর্ঘস্থায়ী হয় না। আমার নিজের কথা বলি, চারপাশ দেখে শুনে সিদ্ধান্ত নিলাম বিয়ে করবো না। জামাই বউ ঝগড়া করে। স্ত্রী শাড়ি গয়না চাবে। ছেলেমেয়ে বড় হয়ে বাবা মায়ের কথা শুনবে না। নানান অশান্তি। কি দরকার সেধে সেধে অশান্তি ডেকে আনার! এই সিদ্ধান্তটা আমার ভুল ছিলো। অনেক কথা আছে, বাবা মা, ভাই বোন, বন্ধু কাউকে বলা যায় না। কিন্তু স্ত্রীকে অনায়াসে বলা যায়। স্ত্রী আপন মানুষ, সবচেয়ে কাছের মানুষ। ছোটবেলায় দেখেছি, আমার বাবা মা খুব ঝগড়া করতো। আব্বা তো রাগ করে ঘরের সমস্ত কিছু ভেঙে ফেলতো। আবার রাগ কমলে নিজেই নতুন জিনিস পত্র কিনতো। বাবা মা ঝগড়া করতো অথচ তাদের মধ্যে ভালোবাসার অভাব ছিলো না। ঝগড়া আমার পছন্দ না। স্ত্রীর সাথে যদি ঝগড়া হয়, তাই বিয়ে করতে চাইতাম না।
বিয়ে করার দরকার আছে। হোক সংসারে ঝগড়া।
হোক ছেলেমেয়ে অবাধ্য। থাকুক সংসারে অভাব। হোক স্ত্রী নির্বোধ, তবু বিয়ে করার দরকার আছে। যদি বিয়ে না করেন তাহলে জীবনে অনেক আনন্দ থেকে বঞ্চিত হতে হবে। অনেক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবেন। নিজের সন্তান কি জিনিস, সেটা অনুভব করতে পারবেন না। আমার একটা কন্যা আছে। রাতে ঘুমুতে যাবার আগে আমি আমার কন্যার কপালে একটা চুমু খাই। তখন মনে হয় লাইফ ইজ বিউটিফুল। কন্যার জন্য দীর্ঘদিন বেচে থাকতে ইচ্ছে করে। মেয়ে আপেল পছন্দ করে, আমি নিজ হাতে বেছে বেছে কন্যার জন্য আপেল কিনি। বড় ভালো লাগে। বিয়ের পর জীবন অনেকখানি বদলে যায়। আর সংসারে নতুন শিশু এলে জীবন আর একটু বদলে যায়। স্ত্রী পুত্র কন্যার দিকে তাকিয়ে অনেক মন্দ মানুষ ভালো হয়ে যায়।
সুরভি নামে এক মেয়ের সাথে আমার প্রেম হয়ে গেলো।
সুরভি ভালো মেয়ে। সহজ সরল। দেখতে মায়াবতী। মাস্টার্স পাশ করেছে। দারুণ রান্না জানে। ঠিক করলাম সুরভিকে বিয়ে করবো। আমি বাবা মাকে বললাম। বাবা মা রাজী হলো। কিন্তু সুরভির বাসায় কেউ রাজী হলো না। সুরভির মন খারাপ। ফোন করে আমাকে বলল, ভুলে যাও আমাকে। বাসার কেউ রাজী না। আমি আমার বাবাকে বললাম, সুরভির বাবা রাজী না। আব্বা বলল, তুমি চিন্তা করো না। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আব্বা সুরভির বাবার সাথে দেখা করলো। এবং সুরভির বাবা বলল, অবশ্যই আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবো। আব্বা ম্যাজিক জানতো। অনেক কঠিন বিষয়কে সহজ করে দিতো। আব্বা এখন বেচে নেই। হুট করে মারা গেলো। করোনা হলো। হাসপাতালে ভরতি হলো। সুস্থ হলো। ডাক্তার বললেন, আগামীকাল বাসায় চলে যেতে। যেদিন আব্বার হাসপাতাল থেকে বাসায় আসার কথা সেদিন ভোরে আব্বা হুট করে মারা গেলো!
বিয়ে করেছি প্রায় দশ বছর হয়ে গেলো।
ভালোই তো আছি। স্ত্রী ফোন করে খোজ খবর নেয় দুপুরে খেয়েছি কিনা? অথবা ফোন করে বলে, বাসায় ফেরার পথে আটা আর ডিম নিয়ে এসো। কখনও ফোন করে বলে, মেয়ের ফল শেষ। আপেল আর কমলা নিয়ে এসো। আমার এক কন্যা। আর কিছু দিন পর তার চার বছর হবে। আমি সকালে বাইরে বের হওয়ার সময় কন্যা বলে, বাবা সাবধানে যেও। দুপুরে সময় মতো খেয়ে নিও। আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে এসো। কন্যা জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ বাবা। বিয়ে না করলে কোথায় পেতাম ফুলের মতো একটা কন্যা। মায়াবতী স্ত্রী। যে স্ত্রীকে রাত দুটায় চা বানিয়ে দিতে বললে, হাসিমুখে চা বানিয়ে দেয়। একটুও বিরক্ত হয় না। কয়েক বছর আগে বিরাট বিপদে পড়লাম। আব্বা মারা গেলো। আমার চাকরি চলে গেলো। চারিদিকে করোনা। হাতে টাকা নেই। সংসারে অভাব। তবু আমার স্ত্রী আমাকে ভালোবেসেছে। ভরসা দিয়েছে। সাহস দিয়েছে।
সমাজে কিছু খারাপ স্ত্রী আছে। এরা সন্দেহ গ্রস্ত হয়।
অযথাই সংসারে অশান্তি করে। কেউ কেউ পরপুরুষে আসক্ত হয়। স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে সেক্স করে। স্বামীর ঘরে ফেরা মাত্র ঘ্যান ঘ্যান করতে থাকে। স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। কথায় কথায় রাগ করে বাপের বাড়ি চলে যায়। কারো সাথে মিলেমিশে থাকতে পারে না। রান্না জানে না। শুধু পারে শপিং করতে। স্বামীর টাকা খরচ করতে। সংসারটারকে আনন্দময় করার জন্য স্বামী স্ত্রী দুজনের সমান ভূমিকা থাকতে হয়। কিসি মহান আদমিনে কাহা, সংসার জীবন ছাড় দিতে হয়। স্বামী স্ত্রী দুজনেই ছাড় দিবে। তাহলে সংসারে ঝগড়া, অশান্তি কিছুই হবে না। সংসারে যত ছাড় তত সুন্দর হবে সংসার। রবীন্দ্রনাথ বিয়ে করেছেন, আমাদের নবীজ বিয়ে করেছেন। আইনস্টাইন বিয়ে করেছেন। এরিস্টটল বিয়ে করেছেন। হ্যা সারা জীবন একা একা না থেকে বিয়ে করা উচিৎ।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
শায়মা বলেছেন: হা হা ভাইয়া তোমার এই পোস্ট পড়ার পর আর কারো বিয়ে ভীতি থাকবেই না।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৩
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে যাদের যৌন সমস্যা আছে, তারা বিবাহ করিতে ভয় পায়।
৩| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭
জেনারেশন৭১ বলেছেন:
শায়মা নতুন পোষ্ট দিবেন আজকে?
১৩ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: শুক্রবার শনিবার উনার স্কুল বন্ধ থাকে। তাই নতুন পোষ্ট হয়তো দেবেন।
৪| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৩
কামাল১৮ বলেছেন: ছেলে মেয়ে কি পৃথিবীতে অভাব পড়ে গেছে।আগে ছেলে মেয়ে হোক তার পর সিধান্ত বিয়ে করবে কি করবেনা।ইসলামে বিচ্ছেদ খুব সহজ।উন্নত বিশ্বে বিবাহ করে বিচ্ছেদ হলে সমস্ত সম্পদের অর্ধেক দিতে হ্য়।তাই সহজে কেউ বিয়ে করে না।প্রয়োজন এক সাথে বাস করে।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৬
রাজীব নুর বলেছেন: উন্নত বিশ্বের নিয়ম কানুন উন্নত।
৫| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৬
কামাল১৮ বলেছেন: আমাদেরতো ৫০ বছর হয়ে গেলো।বিপরিত মেরুর দুই জন ।আমি ধরকর্ম করি না আমার স্ত্রী প্রচন্ড ধার্মিক।কুস্ংস্কারের ডিব্বা।তার পরও শুখে দুঃখে পার করে দিলাম প্রায় ৫০ টি বছর।মেয়েরা যার যার বাড়িতে থাকে আমরা আলাদা থাকি দুই জন।এক মেয়ে কাছে খাকে ঘন ঘন আসে।আরেক মেয়ে সপ্তায় একদিন আসে।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৭
রাজীব নুর বলেছেন: ৫০ বছর দীর্ঘ সময়!!!
গ্রেট।
৬| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫১
রবিন_২০২০ বলেছেন: আপনি লিখেছেন বিয়ে করেছেন ১০ বৎসর এবং আপনার এক কন্যা।
ব্লগের সবাই বড়ো মেয়ে পরীর কথা জানি, এটাও জানি তার বয়স ১০+
কেমনে কি ?
১৩ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: লেখা এবং বাস্তব জীবন হুবহু এক হতে পারে না।
৭| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৯
শূন্য সারমর্ম বলেছেন:
বাঙালী বিয়ে করতে ভয় পায় না, ভয় পায় কোরিয়ান,জাপানীরা।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: কতিপয় ভদ্র ছেলে ভয় পাইয়া থাকে।
৮| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধোনে জোর থাকলে ভয় কেরে?
৯| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৪
আজব লিংকন বলেছেন: হুমায়ূন আহমেদ স্যারের হাবলঙ্গের বাজারে নাটকের কথা মনে পইড়া গেল।
বিয়া করবো না আমার লইজ্জা লাগে।।
১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
রাজীব নুর বলেছেন: হ্যা সেই নাটক আমি অসংখ্যবার দেখেছি।
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
সাহাদাত উদরাজী বলেছেন: এই ভিডিও দেখুন, ভুল বিবাহ করে আত্মহত্যা করে গেল এক ইন্ডিয়ান যুবক ইঞ্জিনিয়ার! বিয়ের কথা বলিয়েন না!
https://www.youtube.com/watch?v=hpSIl41KwOo view this link