নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
শেখ হাসিনার অপরাধ কেন সে পদ্মাসেতু করলো।
শেখ হাসিনার অপরাধ কেন সে মেট্রোরেল করলো। শেখ হাসিনার অপরাধ কেন সে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করলো। শেখ হাসিনার অপরাধ কেন সে দেশকে ডিজিটাল করলো। বিদ্যুতের জন্য কম কষ্ট করি নাই আমরা। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ইফতার করার সময় বিদ্যুৎ চলে যেত। শেখ হাসিনার আমলে বিদ্যুৎ নিয়ে কোনো অশান্তি হয়নি। আসলে শেখ হাসিনার অপরাধের শেষ নেই। এই দেশের জন্য যারা ভালো কাজ করবে, তাদের করুন পরিনতি হবে। শেখ মুজিবের কথা ভেবে দেখুন, কি করুন মৃত্যু হলো। পাকিপ্রেমীরা চালাকি করে শেখ হাসিনাকে সরিয়েছে।
শেখ হাসিনা দেশে নেই বলেই, আজ ভারতের সাথে আমাদের খারাপ সম্পর্ক হয়েছে।
শেখ হাসিনা আজ দেশে নেই বলেই, জামাত শিবির এত উজাইছে। শেখ হাসিনা আজ দেশে নেই বলেই, বিএনপি তাদের অতীত ভুলে গেছে। শেখ হাসিনা আজ দেশে নেই বলে, ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে নেতাগিরি করছে। নিজেদের নাম দিয়েছে বৈষম্যবিরোধী। শেখ হাসিনা নেই বলে আজ দেশে চুরী, ডাকাতি বেড়ে গেছে। শেখের বেটি শক্ত হাতে দেশ পরিচালনা করেছেন। জামাত শিবির উচ্চবাচ্য করতে পারেনি। দাগী আসামীরা কারাগার থেকে বের হতে পারেনি। সমস্ত দুষ্ট ইদুরেরা লুকিয়ে ছিলো গর্তে। সেই সব ইদুর আজ বিষাক্ত সাপ হয়ে বের হয়েছে। তারা জাতিকে শেষ করে দিবে।
হ্যা আওয়ামীলীগের অনেক দোষ আছে।
তাদের দলের নেতারা দূর্নীতি করেছে। তিনি তাদের থামান নাই। ছাত্রলীগ অতি মাত্রায় করেছে, তিনি তাদের থামান নাই। তার দলের কিছু লোকের জন্য তার আজ এই অবস্থা। তিনি দলের প্রধান, দেশের প্রধান। তার উচিৎ ছিলো সব দিকে লক্ষ্য রাখা। তার সময়ে দেশে লেখাপড়ার মান অনেক নীচে নেমে গেছে। ব্যাঙের ছাতার মতো মানহীন প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে। অযোগ্য অদক্ষ লোকেরা কোটিপতি হয়েছে। তিনি সেদিকে নজর দেন নাই। তার সময়ে দেশে মন্দ যা ঘটেছে তার দায়ভার তো তাকেই নিতে হবে। সমাজের জন্য সবচেয়ে খারাপ হচ্ছে চাটুকারেরা। তাকে সব সময় ঘিরে থাকতো চাটুকারেরা। এই সমস্ত চাটুকারীরাই তার সর্বনাশ করেছে।
শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন।
তার অসমাপ্ত কাজ গুলো শেষ করবেন। জামাত শিবির আর বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো। আওয়ামী লীগের আমলে অনন্ত দেশের উন্নয়ন হয়। বারবার দূর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয় না। বর্হিবিশ্বের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে। শেখ হাসিনা দয়ার সাগর। লাখ লাখ রোহিংগাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। রাজাকারদের বিচার করেছেন। দেশকে কলংক মুক্ত করেছেন। শেখ মুজিবের খুনীদের বিচার করেছেন। জংগীদের শক্ত হাতে দমন করেছেন। কিনা করেছেন তিনি দেশের জন্য। তার অবদান অস্বীকার করলে আমরা জাতি হিসেবে ছোট হয়ে যাবো। বৈষম্যবিরোধীরা মূলত শিবির। ওদের পরিচালনা করছে জামাত।
মূলত শেখ হাসিনাকে পরিকল্পিত ভাবে দেশ থেকে সরানো হয়েছে।
এখানে সবচেয়ে বড় হাত আমেরিকার। তারপর জামাত শিবির। আর জামাত শিবিরকে সাপোর্ট করেছে বিএনপি এবং আর্মিরা পর্যন্ত ওদের সাপোর্ট করেছে। সেদিন যদি শেখ হাসিনা ভারত না যেতো তাহলে তাকে নির্মম ভাবে হত্যা করা হতো। পুরো ঘটনায় ছাত্রদের ব্যবহার করা হয়েছে। কঠিন এক ঘুটি খেলতে সক্ষম হয়েছে জামাত শিবির। জামাত ক্ষমতায় এলে দেশ হয়ে যাবে আফগান। নারীদের করুন পরিনতি হবে। আর বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। নতুন নতুন কালু মালু ফালুর জন্ম হবে। তারা দেশকে লুটেপুটে শেষ করে দিবে। এখন যারা উপদেষ্টা আছেন, তাদের চার মাস হয়ে গেছে। একটা ভালো কাজ এখন পর্যন্ত তারা করে দেখাতে পারেন নাই। প্রধান উপদেষ্টার উচিৎ ছিলো, যে বা যারা শেখ মুজিবের ভাস্কর্য ভেঙেছে, ভাস্কর্যের গায়ে মুতে দিয়েছে এবং ৩২ নম্বরের বাড়িতে আগুন দিয়েছে তাদের বিচারের মুখোমুখি করা। তিনি এই কাজটি করেন নাই। কোনো একদিন এজন্য তার বিচারের মুখোমুখি হতে হইবে।
শেখ হাসিনা অপরাধটা কি করেছেন?
উনাকে ফাসানো হয়েছে। উনার দলেই কিছু মীর জাফর ছিলো। তাদের অতি লোভের কারণে আজ আওয়ামী লীগের এই অবস্থা হয়েছে। শেখ হাসিনা আর দশটা বছর ক্ষমতায় থাকলে আমাদের দেশটা বদলে যেতো। কিন্তু পাকিপ্রেমী শকুনেরা তাকে থাকতে দিলো না। এক সময় এই জাতি শেখ হাসিনার জন্য কপাল চাপড়াবে। হায় হায় করবে। আমাদের দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর হয়ে গেছে। কোনো সরকার দেশের জন্য কাজ করে নাই। একমাত্র দেশের উন্নতি করেছেন শেখ হাসিনা। ভারত আমাদের বন্ধু। পাকিস্তান আমাদের বন্ধু নয়। পাকিস্তান কোনোদিন আমাদের ভালো চায়নি। সুযোগ পেলেই পাকিস্তান আমাদের ক্ষতি করবে। এই দেশকে কিছু মানুষ সত্যিই ভালোবাসে। তারা এই দেশকে জাহান্নাম বানাতে দিবে না। বাংলা মায়ের কিছু সাহসী দামাল ছেলে জামাত শিবিরকে অবশ্যই রুখে দিবে। জয় বাংলা।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: অবশ্যই ফিরবেন।
দেশের প্রতি তার তীব্র ভালোবাসা রয়েছে।
২| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৮
বাকপ্রবাস বলেছেন: আপনারা আছেন বলেই শেখ হাসিনা বেচে আছে, না হলে অনেক আগেই পাগল হয়ে যেত
৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০০
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৪
নতুন বলেছেন: আপনিও হাসিনা বন্দনা করছেন?
ভালো কাজ করলে কেউ কখনোই খারাপ বলতে পারেনা। ক্ষমতায় থাকার জন্য জুলাইতে যে হত্যা গুলি হলো সেটা সম্পর্কে আপনার মতামত কি?
যেই সরকারের বাহিনি এমন হত্যাকান্ড করলো সেই সরকার প্রধানের পক্ষে এতো ভালোবাসা?
৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: হত্যা গুলো শেখ হাসিনা করেন নাই। এগুলো জামাত শিবির করেছে। দোষ চাপিয়েছে শেখ হাসিনার গাড়ে।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪২
মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব ভাই,
কারো প্রশংসা করা ভাল কিন্তু চাটুকারিতা ভালো নয়।
যোগ্য কাউকে ভক্তি করা ভালো তবে ভক্তির নামে অতি ভক্তি খুবই দৃষ্টিকটু।
যাহার জন্য আপনার এত ভালবাসা লেখায় প্রকাশ করেছেন, তাহা কি আপনি মন থেকে বিশ্বাস করেন? যদি মন থেকে বিশ্বাস করেন তাহলে আপনাকে কিছু বলার নেই
আর যদি মন থেকে বিশ্বাস না করে শুধু লেখার জন্য লিখে থাকেন তাহলে বলব, সত্যটা লিখেন।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: সত্যটা আপনি লিখুন।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: নমস্কার দাদা,
আপনার শেখ সহসাই ফিরতে পারবেন না। ফিরলেও জেলে অথবা শূলে।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: এরকমটা আপনার ভুল ভাবনা।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যত সব অপপ্রচার।
২৮ হাজার লাখ কোটি টাকা কল্পনা কিংবা স্বপ্নে দেখতে পারেন?
এই পরিমাণ টাকা কোন উপায়ে পাচার করতে পারবেন?
এই খানে আমার একটা ব্যাংক একাউন্ট খুলতে জান রেরিয়ে গেছে।
টাকা পাচার করা আপনি যত সহজ মনে করেন ততটা সহজ না।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: রাইট।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এর জন্য দায়ী লোভী দালালরা ।
যারা সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারকে বাদ দেয়ার ষড়যন্ত্রমূলক আন্দোলনের নামে দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে।
ভয়ানক মিথ্যাবাদীও জানে শেখ হাসিনার সময়ে দেশেরা উন্নতি হয়েছে। আজ যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেন এটা তারই অবদান।
মেট্ররেল, পদ্মা সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেস ওয়ে এমন হাজারো উন্নয়নমূলক কাজের সাথে তিনি মিশে আছেন।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট বড় ভাই।
৮| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫
কলাবাগান১ বলেছেন: রূপপুরে ৭ বিলিয়ন থেকে নাকি ৫ বিলিয়নই হাসিনার পরিবার নিয়ে গেছে.....ঝামাত-শিবির ঠিক মত অংকই মিলাতে পারে না আর এরা এখন দেশ চালাচ্ছে। আরেক পোস্ট থেকে এটা কপি করেছি
"কলাবাগান১ বলেছেন: মোটা দাগে শেখ হাসিনার অপরাধ সমূহ (উনি রাজাকারদের বিচার করেছিলেন আজ উনি রাজাকারদের কূটকৌশলের কাছে পরিজিত শক্তি)
শেখ হাসিনার অপরাধ নমুনা:
1. আমেরিকার আজ্ঞাবহ না হওয়ার জন্য।
2. আমেরিকার সাথে বিরোধ করার।
3. চীনের সাথে বন্ধুত্ব করার।
4. ইউনুস সাহেবের দুর্নীতির মামলার তদন্ত।
5. পদ্মা সেতুর তৈরীর জন্যই।
6. মেট্রোর রেল সার্ভিস চালু করার জন্য
7. পারমাণবিক বিদুৎ কেন্দ্র স্থাপন করেন
8. পাতাল ট্রেন সার্ভিস
9. হাইওয়ে, রেল সার্ভিস সম্প্রসারণ
10. বিমান বন্দর সম্প্রসারণ করা
11. দেশকে উন্নয়ন শীল দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য।
12. বাংলাদেশকে বিদেশের কাছে সম্মানের আসনে অধিষ্ঠিত করার।
13. ২০ লাখ গরীব পরিবারকে বিনামূল্য জমিসহ ঘর দেওয়া হয় ।
14. স্যাটেলাইট উদক্ষেপণ করা
15. বিমান বন্দর সুন্দর সিঙ্গাপুর সাদৃশ্য টার্মিনাল করা
16. রেললাইন কে বাংলাদেশের সব জেলায় সম্প্রসারণ করা
17. চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন সম্প্রসারণ করা
18. কক্সবাজার সৌন্দর্য বর্ধন
19. ডিপ সী তেল টার্মিনাল করা
20. চট্টগ্রাম এল পি জি টার্মিনাল স্হাপন করা
21. ঢাকা-খুলনা..... রেললাইন স্থাপন করা
22. ১৫ লক্ষ রোহিঙ্গাদের জন্য বাসস্থান
23. সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করা
24. চট্টগ্রাম-ঢাকা রোড, সারাদেশের সম্প্রসারণ করা .......
25. সিট মহল সমস্যা সমাধান করা
26. সাগরের অধিকার ভারত থেকে কেড়ে নেওয়া
27. পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাসী কার্যক্রম সমাধান করা
28. সারাদেশে অবিশ্বাস্য বিদুৎ সার্ভিস
29. বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা...চালু করা
30. বিনামূল্য ছাত্র-ছাত্রীদের পুস্তক বিতরণ করা
31. অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু করা
32. মাদ্রাসার শিক্ষার সরকারী করন
33. ডিজিটাল শিক্ষার সম্প্রসারণ করা
34. মেডিকেল শিক্ষার সম্প্রসারণ করা
35. ছাত্রীদের শিক্ষার বৃত্তি চালু
36. প্রাথমিক বিদ্যালয়ের দুপুরের খাবার ব্যবস্থা চালু
37. দুঃস্থ ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান
38. মেরিন শিক্ষার সম্প্রসারণ করা
39. গার্মেন্টস শিল্পের সম্প্রসারণ করা
40. মিরসরাই কয়েক শত একর জমির উপর শিল্প জোন প্রতিষ্ঠা করা
41. শিপ ব্রেকিং শিল্প সম্প্রসারণ করা
42. কর্নফুলী টানেল নির্মাণ করা
43. যমুনা সেতুর নির্মাণ করা
44. যমুনা রেল সেতুর নির্মাণ করা
45. আখাউডা ট্রেন লাইন সম্প্রসারণ করা
46. পায়রা সমুদ্র বন্দর স্থাপন করা
48. তাপ বিদুৎ কেন্দ্র সম্প্রসারণ করা
49. ইলেকট্রনিক চিপ তৈরির শিল্প স্থাপন করা
50. কম্পিউটার বিজ্ঞান সিটি সেন্টার স্থাপন করা
51. প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করা
52. করোনার সময় টিকাদান সহ প্রত্যেক মসজিদের ইমাম মোয়াজ্জেমদের ভাতা দেওয়া।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২০
বাকপ্রবাস বলেছেন: শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
মানবজমিন ডিজিটাল
(২ দিন আগে) ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ৫:০৩ অপরাহ্ন
৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: এরকম অনেক পত্রিকাই ভুলভাল কথা বলছে।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩০
মায়াস্পর্শ বলেছেন: হাসলাম ভাই ।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: হ্যা এখন হেসে নিন। আর কিছু দিন পর কাদতে হবে।
১১| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩০
কলাবাগান১ বলেছেন: @বাকপ্রবাস, ৬৫০০০ হাজার লাখ কোটি থেকে এখন মাত্র ৩০০ মিলিয়ন তাও মানবজমিন বলেছে। তাহলে এভিডেন্স টা দেখাক না..। এফবিআই এর ওয়েব সাইটে তো থাকা দরকার
ঝামাত চায় ১৭ বছরে ভোট দেওয়ার বয়স...শিবির এর স্কুল পড়ুয়া সাথীদের ভোটের জন্য.....। সাথে সাথে হুক্কাহুয়া বলে নির্বাচন কমিশন , ইউনুস সবাই এক বাক্যে জামাত এর কথার সুরেই কথা বলছে....
৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: গ্রেট।
১২| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: যারা শেখ বন্ধনা করেন তারাও কম না। খবর নিয়ে দেখলে মিলবে আসল রহস্য কেনো এতো শেখ বন্ধনা।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১২
রাজীব নুর বলেছেন: রসিকে সাপ ভাবার অভ্যাস আপনাদের গেলো না।
১৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৩
তানবির আহমেদ বলেছেন: এফবিআই এর রিপোর্ট এর ব্যাপারে কি শুনেছেন? মা-বেটার বিরুদ্ধে মাত্র ৩৫০০ কোটি টাকা মানিলন্ডারিং এর প্রমান পেয়েছে। বাংলাদেশি জনগন সবাই জানে টাকার এই পরিমাণ আইসবার্গ এর উপরের অংশের মতো। নিচের অংশের খোঁজ চলছে। আপনার একটি কথা সত্য,"আর দশটা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশটা বদলে যেত"। দেশটা আর দেশ থাকতো না, পুরোপুরি ভাবে ইন্ডিয়ার কলোনিতে পরিনত হতো। আদানির চুক্তি, চট্টগ্রাম বন্দর নিয়ে NDTV র রিপোর্ট এসব পরে দেখেন। এর পরেও যদি আপনার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের জন্য ভালো কাজ করেছে আর ইন্ডিয়া আমাদের বন্ধু, তাহলে মানতেই হবে বাংলাদেশে সাচ্চা আওয়ামী প্রেমী লিস্টে টপ ৫ এ আপনার নাম জ্বলজ্বল করবে
১৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৯
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: আপনি যার বন্দনা করছেন, আপনি কি জানেন, তার প্রত্যক্ষ পরামর্শ এবং মদদেই বিভিন্ন প্রজেক্টে দুর্নীতি, লুটপাট এবং জুলাইয়ে হত্যা সংঘটিত হয়েছে? না জানলে, Click This Link
https://www.dailyjanakantha.com/politics/news/756058
১৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৭
নতুন বলেছেন: লেখক বলেছেন: হত্যা গুলো শেখ হাসিনা করেন নাই। এগুলো জামাত শিবির করেছে। দোষ চাপিয়েছে শেখ হাসিনার গাড়ে।
ওকে
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৮
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: নতুন বলেছেন: লেখক বলেছেন: হত্যা গুলো শেখ হাসিনা করেন নাই। এগুলো জামাত শিবির করেছে। দোষ চাপিয়েছে শেখ হাসিনার গাড়ে।
গুমন্ত রাজীব নুর এর জাগ্রত কথা!
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১০
বাকপ্রবাস বলেছেন: কলাবাগান১ বলেছেন: @বাকপ্রবাস, ৬৫০০০ হাজার লাখ কোটি থেকে এখন মাত্র ৩০০ মিলিয়ন তাও মানবজমিন বলেছে। তাহলে এভিডেন্স টা দেখাক না..। এফবিআই এর ওয়েব সাইটে তো থাকা দরকার
আর্থিক দূর্নীতির পরিমাণ যাচাই এর দরকার নাই, বিডিআর মেসাকার এর বিচার করতে পারলে এনাফ, ফাঁসি ওটা দিয়েই দেয়া যাবে, এসব আর্থিক কেলেংকারী বের করতে হবেনা
১৮| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৫
আমি নই বলেছেন: অন্ধভক্তের গোবরভক্ত পোষ্ট।
লেখক নিজেই গত নির্বাচনের আগে তার পোষ্টের কমেন্টে বলতেন দুর্নিতী হয়েছে। আর এখন এমন ভাব নিচ্ছেন যেন কিছুই হয় নাই।
আদানির সাথে যখন চুক্তি হয় তখন দেশে বিদ্যুৎ বিক্রি হত ৭ টাকা ইউনিট, আর আদানির সাথে ক্রয় চুক্তি হয় ১৪ টাকা ইউনিট, কেন আদানিকে ১৪ টাকা দিতে হবে বলতে পারবেন? এমনকি বাংলাদেশ পক্ষ বিদ্যুৎ দাম নিয়ে কথা বলা, আদানি চুক্তি ভংগ করলে জরিমানা করা বা কিছুই করতে পারবেনা, উল্টো আদানিকে যে কোনো সময় দাম বাড়ানোর এবং বাংলাদেশকে জরিমানা করার ক্ষমতাও দেওয়া আছে চুক্তিকে। কেন ভাই?
১৯| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২০
আঁধারের যুবরাজ বলেছেন: অন্যায় যে করে আর অন্যায় যে সহে ( + যে সমর্থন করে ), তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে।
২০| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫২
কলমনাই বলেছেন: জামাত যদি প্রেগনেন হৈ
তাইলে কি মনে করমু কমাডা আম্লিগ কর্ছে
জামাত যদি প্রেগনেন হৈ
তাইলে কি মনে করমু কমাডা আম্লিগ কর্ছে
২১| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৫
আদিত্য ০১ বলেছেন: আওয়ামীলীগে কিছু দুষ্টো লোকের কারনে শেখ হাসিনা বাধ্য হইয়েছেন ভারতে যেতে। ২০০১-২০০৬ জামাত বিএনপি চার দলীয় ঐক্যজোটের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পীয়ন ৫ বার। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এই রেকর্ড একটুও ছিলো না। হ্যা দুর্নীতি হইয়েছে, শেখ হাসিনা থামান নি, একা আর কত দিকে দেখবেন বা নিয়ন্ত্রন করবেন, একটা বড় দল চালাতে গেলে সবাইকে কন্ট্রোল করতে গেলে দলের মধ্যে রোষানলেও পড়তে পারতেন, আর সে সাথে যোগ হইতো জামাত বিএনপি ও হিজু।
গত ২০২৩ অক্টোবরের বিএনপি সমাবেশের মাধ্যমে আমেরিকার প্ল্যান ছিলো, শেখ হাসিনাকে সরানো, পিটার হাসের ইঙ্গিত সেটাই বলে, কিন্তু বিএনপি সেই শক্তি ছিলো না। আমেরিকা উপায় খোজছিলো।
অবকাঠামোগত উন্নয়নের সাথে মানব শক্তি উন্নয়ন করতে দেরি হয়ে গেছে, তবে শেখ হাসিনা আর ১০ বছর থাকলে সেইটা হত। বাংলাদেশের সাথে পররাষ্ট্র সম্পর্কগুলো কত দৃঢ় ছিলো।
বর্তমান অছাত্র নেতা যারা আন্দোলনে করেছে, তারা জামাতের বি টিম। আর আন্দোলনে ৭.৬২ মিলিমিটারের গুলি স্নাইপিং করেছে পাকি কমান্ডোদের ট্রেনিং পাওয়া শিবির ও জামাতের কর্মীরা। এই আন্দোলনটা ছিলো তাদের জন্য সূবর্ণ সুযোগ। আর এটা কাজে লাগিয়েছে। ২০১৩ তে জামাতের সেই কুখ্যাত রাজাকার গুলিকে ফাসি ও জামাত শিবিরের রগকাটা মাথা থেতলানোর মত নারকিয় কান্ড দমন করার জন্য আওয়ামীলীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে এই দীর্ঘ ষড়যন্ত্র ও মেটিকুলাস প্ল্যানের সফল করা।
৭১ এর ত্রিশ লাখ মানুস মেরেছিলো পাকি দোসর ও জামাত মিলে। সেই শহীদের রক্ত লাগিয়ে জামাত নিজেরা ২৪ এর অগাস্টে স্নাইপিং করে মেরে পাকিদের প্রতিশোধে সফলতা এনেছে ও ক্ষমতা যাওয়ার পথ খুলেছে। কিন্তু এগুলারও বিচার হবে।
শেখ হাসিনা আসবেন সেটা হয়ত ১/২ বছর পর। ভারত আমেরিকার গ্রীন সিগনালের পর
২২| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৫
কলমনাই বলেছেন: @বাকপ্রবাস বাকপ্রবাস
কাগু মিডলিষ্টে হেন্ডল কি দিয়া চলে
২৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সচিবালয়ে আগুন লাগার ঘটনায় আমলা (Bureaucrat), বিশেষ করে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে প্রশাসন ক্যাডারের উপর দোষ চাপিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে যাচ্ছে। কারণ আমলাদের উপর দোষ দিয়ে সব কিছুতেই পার পাওয়া যায়!
সচিবালয়ে যারা প্রবেশ করেছেন তারা জানেন লুকিয়ে রাতের বেলাতো দূরে থাক দিনের বেলাতেও ঢুকতে চেষ্টা করলে নির্ঘাত মারা পড়বেন।
একজন উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে পুলিশ, আনসার আর বর্তমান পরিস্থিতিতে, আর্মি-বিজিবি ঘিরে রাখে চারপাশ। চারদিকে তো বটেই ভেতরেও বিভিন্ন পয়েন্টে আছে হাই-রেজুলেশনের নাইট ভিশন ক্যামেরা। একটু পরপর দেখা যাবে ছোট ছোট উঁচু নিরাপত্তা চৌকি। কোনভাবেই এসব এড়িয়ে ভেতরে প্রবেশের সুযোগ নাই।
সচিবালয় দেশের প্রশাসন যন্ত্রের হৃদপিণ্ড। এখানে আগুন দেয়া সহজ কোন বিষয় নয়। অফিস শেষে সকল বিল্ডিংয়ের রুমে এবং মূল প্রবেশদ্বারের কলাপসিবল গেটের তালা দিয়ে থাকেন গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মচারীরা।
প্রশাসন ক্যাডারের উপর দায় চাপানোর আগে এই ঘটনার সিসিটিভি ফুটেজসহ প্রমাণ দিতে হবে। আর না দিতে পারলে বুঝতে হবে ‘ডাল মে বহুত কুচ কালা হ্যায়!’
যড়যন্ত্র তত্ত্ব দিয়ে সব জায়েজ করতে চাইলে কবি ইমতিয়াজ মাহমুদ-এর সুরেই বলতে হবে
“এদেশ মানুষ হবে না, আজ বা কাল,
মাকড়শা বুনে যাবে চক্রান্তের জাল।”
২৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাকপ্রবাস বলেছেন: শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
মানবজমিন ডিজিটাল
(২ দিন আগে) ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ৫:০৩ অপরাহ্ন
টয়লেট পেপারের খবর এগুলো।
২৫| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আজ শুয়ে শুয়ে একটি বিষয় চিন্তা করে দেখলাম- ইমরান খান এবং শেখ হাসিনার মধ্যে একটি মিল আছে!
উভয়েই প্রকাশ্যে আমেরিকার বিরোধিতা করে তীব্র বাক্য বান ছুড়েছিলেন।
সেটার ফলাফল দু'জনেই পাচ্ছেন ।
সত্যিকার অর্থে আমেরিকার বিরোধিতা করে তৃতীয় বিশ্বের কেউই ক্ষমতায় টিকে থাকতে পারেন বলে মনে হয় না।
২৬| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৮
শিশির খান ১৪ বলেছেন:
আপা পালাইছে আর আসবে না । দিবা স্বপ্ন দেখে লাভ নাই সত্যতা কষ্ট হলেও মেনে নেওয়াই ভালো।
২৭| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লুজ কানেশন থেকে আগুন লেগেছে। আর সারা দেশের সব্ কানেশন টাইট।
৩২ নম্বরের কানেকশও খুব বেশী লুজ ছিল। টিভি ভবন, সড়ক ভবন, অসংখ্য থানা সর্বত্রই ছিল লুজ কানেশন।
বেছে বেছে এই সব জায়গার কানেকশনই কেন লুজ থাকে বলুন তো?
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা ফিরবে না।