![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আওয়ামী লীগ ছাড়া এই জাতির আর কেউ নেই।
মন্দের ভালো হলেও আওয়ামী লীগ ভালো। একদিন শেখ হাসিনা বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ কিছু পায়, দেশের উন্নয়ন হয়। কথাটা শেখ হাসিনা সত্য বলেছেন। আওয়ামিলীগ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের দল। বাকি সব দল পাকিপ্রেমী। তারা পারলে দেশেকে পাকিস্তানের হাতে তুলে দিবে। শেখ হাসিনা চলে যাওয়া পরে, ইউনুস গংদের কর্মকাণ্ড দেখে দেশের মানুষ বুঝতে পেরেছে আওয়ামী লীগ বেস্ট। এই জাতির জন্য দরকার আওয়ামী লীগ। সেদিন বিজয় সরনি মোড়ে দেখলাম, এক বুড়ি ভিক্ষুক কান্না করছে, শেখ হাসিনার জন্য। নিজের চোখে দেখলাম ৩২ নম্বর বাড়ির সামনে দাড়িয়ে এক শিক্ষক কান্না করছেন। জিজ্ঞেস করলাম স্যার কান্না করছেন কেন? স্যার কাদতে কাদতে বললেন, ৩২ নম্বর তারা কেন পুড়বে? জামাত শিবির জানে এই দেশটা আমরা শেখ মুজিবের জন্য পেয়েছি। শেখ হাসিনা নেই বলে, আজ দেশের মানুষ ভালো নেই। কতটা পশু হলে শেখ মুজিবের ভাস্কর্যে মুতে দেয়। এই হারামি গুলার বিচার অবশ্যই হবে। দেরী হোক, যায়নি সময়।
একবার আপনারা ভাবুন কেমন বাংলাদেশ রেখে যাচ্ছেন ভবিষৎ প্রজন্মর জন্য!
গ্রামে শান্তি নাই, শহরে শান্তি নাই। বাসায় শান্তি নাই, এমন কি ব্লগে- ফেসবুকেও শান্তি নাই। কেন আমরা আমাদের নিজেদের শান্তি নষ্ট করছি? আসুন আমরা সবাই চেষ্টা করে দেখি- সুখে শান্তিতে বাস করতে পারি কিনা। কি লাভ দেশটার বারোটা বাজিয়ে? দেশের বর্তমান অবস্থা দেখে আমার দম বন্ধ লাগছে। কীভাবে প্রতিবাদ করব তাও বুঝতে পারছি না। গত ছয় মাসে জানেন কত গুলো খুন হয়েছে? চিকিৎসা না পেয়ে মানুষ মরছে, গরীবেরা না খেয়ে আছে, চুরী ছিনতাই ডাকাতি বেড়ে গেছে, আজ শেখ হাসিনা নেই বলে এমন অরাজকতা চলছে। হায় কপাল। হ্যা জানি, আওয়ামী লীগের অনেক দোষ আছে। শেখ হাসিনাও কিছু ভুল করেছেন। তার দলের লোকেরা দূর্নীতি করেছে, ছাত্রলীগ ইচ্ছে মতো অন্যায় করেছে। তবু বলব, বিএনপি আর জামাত শিবিরের চেয়ে আওয়ামী লীগ ভালো। আওয়ামী লীগ রাজাকারদের বিচার করেছে, শেখ মুজিবের হত্যাকারীদের বিচার করেছে, বিএনপি জামায়াত শিবিরকে দৌড়ের উপর রেখেছে। জংগীদের দমন করেছে। অনেক অপরাধীদের শাস্তি দিয়েছে। অন্যদিকে দেশের উন্নয়ন হয়েছে দারুন। মেট্রোরেল থেকে শুরু করে পদ্মাসেতু। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে রাস্তাঘাট। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। এগুলো অস্বীকার করার সুযোগ নাই।
১৯৭১ সালে জামাত যেমন খারাপ ছিলো, আজও তারা সেরকম খারাপ।
তাদের কোনো উন্নতি হয়নি। প্রতারণা করে শেখ হাসিনার পতন ঘটালো জামাত শিবির। সেই সময় মানুষ বুঝতে পারেনি। সাধারণ মানুষকে ব্যবহার করা হয়েছে, স্কুলের ছেলেদের ব্যবহার করা হয়েছে। বিএনপি এসে তাল দিয়েছে। দু:খজনক ব্যাপার হচ্ছে, আমাদের সেনাবাহিনী পর্যন্ত ওদের সাপোর্ট দিয়েছে। আওয়ামীলীগের এত বড় পতন কি করে ঘটলো? যা বিএনপি গত পনের বছরে পারেনি। জামাত শিবির কঠিন এক চাল দিয়েছে। আসলে তারা দীর্ঘদিন ধরে গোপনে সরকার পতনের কাজ করে যাচ্ছিলো। তলে তলে তারা জাল বিছিয়েছে। এদিকে শেখ হাসিনা দেশের কাজ নিয়ে ব্যস্ত। জামাত শিবিরের দিকে মনোযোগ দিতে পারেনি। সেই সময় জামাত ছোবল দিয়ে দিয়েছে। জাস্ট প্রতারণা। দেশের সাধারণ জনগণ জামাত শিবিরের বিচার করবে। লাখ লাখ মা বোনের অভিশাপ আছে জামাতের উপর।
আওয়ামী লীগ না থাকাতে জামাত শিবির উজাইছে।
হাসনাত, সারজিস কঠিন শিবির। সারজিস তো সুই হয়ে ঢুকেছে। উদ্দেশ্য হাসিলের জন্য আওয়ামী লীগে জয়েন করেছিল। ছাত্রলীগ তাকে সরল মনে গ্রহণ করেছে। আসলে যে সারজিস জামাতের এজেন্ট সেটা ছাত্রলীগ বুঝতে পারেনি। আওয়ামী লীগ ছাড়া এখন কি দেশ ভালো আছে? না দেশ ভালো নাই। দেশের আজ করুন অবস্থা। জামাত একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও করতে দিচ্ছে না। এমনকি স্কুলের মেয়েদের ফুটবল ম্যাচ খেলতে দিচ্ছে না। রেস্টুরেন্টে গিয়ে অযথাই ঝগড়া করছে, গরুর মাংস নেই কেন? বিভিন্ন এলাকায় গিয়ে মাইকে ঘোষণা করছে, মেয়েরা যেন বোরকা ছাড়া ঘর থেকে না বের হয়। পাকিস্তান থেকে বেশি দাম দিয়ে চাল কিনছে। শেখ হাসিনা আজ দেশে নেই বলে জামাত নাগিন ড্যান্স শুরু করেছে। এইসব অসভ্যদের এতদিন শেখ হাসিনা কঠিন হাতে দমন করে রেখেছিলেন। ব্যাক্তিগত ভাবে আমি একজন দূর্নীতিবাজকে ক্ষমা করে দিবো কিন্তু দেশের সাথে যারা বেঈমানী করেছে তাদের জন্য কোনো ক্ষমা নেই।
সাধারণ মানুষ এখন গভীর ভাবে অনুভব করছে, আওয়ামী লীগকে, শেখ হাসিনা কে।
সবাই আক্ষেপ করে বলছে, আওয়ামী লীগই ভালো ছিলো। সেদিন এক বাসের হেলপার আক্ষেপ করে বলল, চাঁদাবাজি তো বন্ধ হয়নি। বরং আরো বেড়েছে। ফুটপাতের চাঁদাবাজি ডবল হয়েছে। শেখ হাসিনা নেই, এই সুযোগে প্রতিটা কোম্পানি তাদের পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। মানবিক দেশ ভারতের সাথে আজ আমাদের খারাপ অবস্থা। কারণ শেখ হাসিনা আজ দেশে নেই বলে। ইউনুস গং গত ৫/৬ মাসে একটা ভালো কাজ করে দেখাতে পারেনি। তাদের কাজ শুধু আওয়ামী লীগকে গালমন্দ করা। আর দেশ থেকে শেখ মুজিব, শেখ হাসিনার নাম চিরতরে মুছে দেওয়া। নাবালকের কাজকারবার। মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা মাঠে নামলে জামাত শিবির পালানো পথ পাবে না। বড় কষ্টে পাওয়া এই দেশ। শকুনের হাতে তুলে দিবো না। নো নেভার।
এই অন্তবর্তী সরকার কর্মসংস্থান বাড়াতে পারেনি।
একের পর এক খারাপ কাজ করে যাচ্ছে! কারাগার থেকে সমস্ত আসামীদের ছেড়ে দেওয়া হচ্ছে। বিএনপির সাবেক মন্ত্রী, এমপি'র ভাই এবং আত্মীয়রা খুন ধর্ষণের মামলা থেকে একের পর এক খালাস পাচ্ছে। যারা খুনের মামলা আসামী, পালিয়ে গিয়েছিল বিদেশে তারাও বীরদর্পে ফিরে এসেছে। কেন ফিরে এসেছে? শেখ হাসিনা আজ দেশে নেই বলে। দেশটা এখন হয়ে গেছে অপরাধের স্বর্গরাজ্য। সব অপরাধীরা দাত কেলিয়ে হাসছে। জামাত শিবিরের তো ইদের খুশি। এদিকে মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা হতাশ। পাকিস্তান ঘুটি চালছে। তারা ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া। পাকিস্তানের খায়েশ মেটাতে সাহায্য করছে জামাত। আমেরিকান দূতাবাস আমাদের সেনাবাহিনী আর জামাতের সাথে দাবা খেলছে। শেখ হাসিনা যাওয়ার পরে দেশে কেউ ভালো নেই। ব্যবসায়ীরা ভালো নেই, রিকশা চালকরা ভালো নেই, চাকরিজীবীরা ভালো নেই, গরীবেরা ভালো নেই, ভালো মানুষেরা ভালো নেই। মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা ভালো নেই।
৩০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: আমি রাজনীতি করি না।
আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি যা দেখি, যা অনুভব করেছি- তাই লিখেছি।
তাহলে কেন আমার লেখা প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হবে। এটা তো কোনো ধর্ম নিয়ে লেখা না।
২| ৩০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার মাধ্যমে বেজিবাদের দোসরদের ইজ্জত রক্ষা হইলো।
বর্তমান সময়ে বাংলাদেশের তুমুল জনপ্রিয় দুইটি দল(অনলাইনে) হলো : ১- আল-পলাতক লীগ, ২- আল-বটর বাহিনী।
আল-পলাতক লীগ দাবী করে তাদের ভোটার সংখ্যা ৬ কোটি অন্যদিকে আল-বটর বাহিনী দাবী করে তাদের ভোটার সংখ্যা ৭ কোটি। বাংলাদেশে বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি
৩০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: আপনি বিচক্ষন মানুষ।
আমার থেকেও সব কিছু ভালো বুঝেন। ভালো জানেন।
৩| ৩০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: মোট*
৩০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: বুঝতে পেরেছি।
৪| ৩০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪১
আব্দুল মতিন মুনি্স বলেছেন: যতবার হাসিনার বাবার দল ক্ষমতায় এসেছে ততবার তারা অপমান না নিয়ে ক্ষমতা ছাড়তে পারেনি
ধিক্কার জানাই
৩০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: আমিও ধিক্কার জানাই-
কেন হাসিনা পদ্মাসেতু করলো।
কেন হাসিনা মেট্রোরেক করলো।
কেন হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করলো।
কেন হাতির ঝিল করলো।
আমি ধিক্কার জানাই। কেন রাজাকারদের বিচার করলো, কেন বঙ্গবন্ধুর খুনীদের বিচার করলো। আমি ধিক্কার জানাই।
৫| ৩১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:০৩
বাকপ্রবাস বলেছেন: বিডিআর মেসাকার এর দায় কার? কে করেছে এটা? এই সত্য মানলে সুস্থ্য লোক লীগ করতে পারে বলে মনে হয়না। অন্ধরাজনীতি সাপোর্ট যারা করে সবাইকে অসুস্থ্য মনে হয়, অন্ধ লীগ মানে আরো বেশী কিছু
৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা যদি মন্দ কিছু করে থাকেন সেটাও ধরে নিবেন দেশ ও দেশের মানুষের ভালোর জন্য করেছেন।
৬| ৩১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জয়বাংলা।
৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: জয় বাংলা।
৭| ৩১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শেখ হাসিনা মানেই উন্নয়ন।
একটা কথা বলি।
আপনার যে কোন সনদে এখন মায়ের নাম লেখা থাকে।
এটা শেখ হাসিনা করেছেন।
ভুলে যাবেন না।
৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে কেউ রাজনীতি করতে এলে বদনাম হবেই।
৮| ৩১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩০
আদিত্য ০১ বলেছেন: ভাই আপনাকে ব্যান করবে, আপনাকে প্যাচিবাদের দোসর বানাবে ব্লগের একটা এলায়েন্স আছে। আপনি শেখ হাসিনার দুর্নাম করে যদি জামাত বা শিবির বা ছাত্রদের দোষ নিয়ে লেখেন তাও আপনি প্যাচিবাদের দোসর হবেন
৯| ৩১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৭
আদিত্য ০১ বলেছেন:
বেশি দেরী নাই, পাকি দোসরদের তাড়িয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনবে এই দেশের জনগন ইনশাআল্লাহ। এই পাকি দোসরদের এত ভয় যে আওয়ামীলীগকে নির্বাচন আসতে দিলে আওয়ামীলীগ জয়ী হব, ইনশাআল্লাহ আওয়ামীলীগ জয়ী হবে
শেখ হাসিনাতেই আস্থা
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: প্রথম পাতা থেকে সরিয়ে দিতে হবে, এটা এরকম কোনো পোষ্ট নয়।
অত্যন্ত দুঃখজনক আচরন।