নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমরা যখন আমাদের দায়িত্ব গুলো সঠিক ভাবে পালন করবো,
তখনই দেশে শান্তি ফিরে আসবে। দেশের উন্নতি হবে। ধরুন, একটা কোম্পানীতে ১০০ শ' জন লোক কাজ করে। সেই কোম্পানির উন্নতির জন্য এই ১০০ শ জন লোককেই তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। যখন কোনো প্রতিষ্ঠানের আয় উন্নতি হয় না, তখন বুঝে নিতে হবে উক্ত প্রতিষ্ঠানের কর্মীরা তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করছে না। আমরা দেশের জনগণ আমাদের দায়িত্ব ভাবে পালন করছি না। আমরা রাস্তায় নিয়ম মেনে গাড়ি চালাই না, আমরা ঘুষ দেই, আমরা রাস্তায় ময়লা ফেলি, আমরা গীবত করি, আমরা মানুষের দোষ খুজে বেড়াই, আমরা স্কুল বাদ দিয়ে মাদ্রাসার গুনগান গাই, আমরা অযোগ্য অদক্ষদের ক্ষমতায় বসাই, আমরা অন্যায়ের প্রতিবাদ করি না। আসলে আমাদের দেশের ক্ষতি আমরা নিজেরাই করেছি। আমরা বেঈমান জাতি।
আমাদের দেশে শান্তি ফিরে আসা প্রায় অসম্ভব।
কারণ আমাদের দেশের মানুষ গুলো সৎ না। দেশের কোনো মানুষের মধ্যে সততা নেই। মানবতা নেই। সবাই সবাইকে ঠকাচ্ছে। কেউ কাউকে ঠকাতে পারলেই ভাবে জিতে গেলাম। ফল কিনতে যাবেন ফল বিক্রেতা আপনাকে ঠকাবে। মাছ কিনতে যাবেন, ওজনে কম দিবে। ওষুধ কিনতে যাবেন, দাম বেশি রাখবে। দেশে সুশাসনের বড় অভাব। বিষয়টা এই রকম, আমি আপনাকে ঠকাচ্ছি, আপনি আরেকজনকে ঠকাচ্ছেন। আমরা ভালো নই, বলেই আমাদের মন্ত্রী এমপিরা ভালো না। শেখ মুজিবের মতো মানুষকে আমরা হত্যা করেছি। আর রাজাকারদের লাল গালিচা সংবর্ধনা দিয়েছি। খুনি সন্ত্রাসীদের দেশে রেখে দেই, একজন লেখিকাকে দেশ থেকে বের করে দেই। দিনেদুপুরে ছাত্রলীগ মানুষ কুপিয়ে মারে, আমরা দূর থেকে তাকিয়ে দেখি, ভিডিও করি। আর চিৎকার করে বলি, দেশে রুচির দুর্ভিক্ষ। জামাত শিবির ৩২ নম্বরে আগুন লাগালো, শেখ মুজিবের ভাস্কর্যে মুতে দিলো, থানাতে আগুন দিলো, আসামীদের চলে যেতে দিলো। আমরা জামাত শিবিরকে থামালাম না।
আমাদের দেশে গোড়ায় গন্ডগোল।
যারা দেশ পরিচালনা করেন তারা অযোগ্য অদক্ষ। সীমাহীন টাকা তারা দূর্নীতি করেন। যে লোকটা সীমাহীন টাকা দূর্নীতি করেছেন, সেই টাকা শেষ করে মরতে পারবেন না। বিএনপির আমলের এক দূর্নীতিবাজ এখন বিশাল ব্যবসায়ী হয়েছেন। এখন সে দুবাইতে অফিস করেন। ঢাকায় তার বাড়িতে ৯ টা দাড়োয়ান। তার ড্রাইভার ১৩ টা। সেই লোক সীমাহীন টাকা দূর্নীতি করে তার ভাই বোন সকলকে উন্নত জীবন দিয়েছেন। আসলে দেশের সম্পদ অল্প কি মানুষ দখল করে নিয়েছে। আমরা গাধা জনগণ শুধু পারি ফেসবুক আর ব্লগে চ্যাটাং চ্যাটাং কথা বলতে। আমরা দরকারি কাজ বাদ দিয়ে অদরকারী কাজ করি। আমরা ময়লার ডাস্টবিনে শেখ হাসিনার ছবি দিয়ে বর্হিবিশ্বে নিজেদের বদনাম কুড়াই। দেশে প্রায় এক কোটি বেকার আমরা তাদের কথা ভাবি না। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করি না। ভবিষ্যৎ প্রজন্ম টিকটক করে সময় অপচয় করছে। মেয়ে ভাড়া করে নৌকায় ফুর্তি করছে। সেদিকে আমাদের নজর নেই। কিশোর গ্যাং লেখাপড়া বাদ দিয়ে সন্ত্রাসী করে বেড়াচ্ছে সেদিকে আমাদের নজর নেই।
বর্তমানে যেসব উপদেষ্টারা দেশ পরিচালনা করছেন তারা কি সৎ?
সত্য কথা হলো- তারা আরো দেশের বারোটা বাজাচ্ছেন। কারাগার থেকে সমস্ত আসামীদের ছেড়ে দিচ্ছেন। বিদেশে পালিয়ে থাকা আসামীরা বুক ফুলিয়ে দেশে এসেছে। মেনে নিলাম আওয়ামী লীগ খারাপ। তাই বলে শেখ মুজিবের ভাস্কর্যে ভেঙে দিতে হবে? মুতে দিতে হবে? ৩২ নম্বরে আগুন দিতে হবে? বইমেলার মতো একটা জায়গায় ডাস্টবিনে শেখ হাসিনার ছবি দিতে হবে? এ কেমন মানসিকতা? গত ছয় মাসে উপদেষ্টারা একটা ভালো কাজ করে দেখাতে পারে নাই। শান্তি এক জিনিস যা আমাদের দেশে নেই। যাদের আর্থিক অবস্থা ভালো তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। দেশ পরিচালনা করার জন্য দরকার শেখ মুজিব, ভাসানী আর শেরে বাংলার মতো মানুষ। একজন মাহাথির পুরো মালোশিয়া বদলে দিয়েছেন। ভারত বাংলাদেশ আর পাকিস্তানের কোনো পরিইনেই। এই দেশ গুলো দিন দিন অধপতনে যাচ্ছে। সত্যিকার অর্থে আমাদের দেশে প্রতিটা সেক্টরে গজব অবস্থা।
যদি আল্লাহ উপর থেকে একজন মসীহ পাঠান আমাদের দেশে তাহলেই আমাদের দেশ ঠিক হয়ে যাবে।
নইলে কোনো দিন সম্ভব না। আল্লাহ ছাড়া এই দেশে কেউ শান্তি ফিরিয়ে আনতে পারবে না। নো নেভার। হাসিনা পারবে না, খালেদা পারবে, জামাত পারবে না, ইউনূস পারবে না। একমাত্র আল্লাহ যদি অলৌকিক ভাবে কিছু করেন তাহলে দেশে শান্তি ফিরে আসবে। সহজ সরল সত্য কথা হলো এই দেশের মানুষ গুলো ইতর। জাস্ট ইতর। কোথাও একটা ভালো মানুষ নেই। ভিয়েতনাম অল্প সময়ের মধ্যে বদলে গেলো। গত ৫৪ বছরে আমাদের ভাগ্য পরিবর্তন হলো না। সরকার লুটেপুটে আমাদের দেশটাকে শেষ করে দিয়েছে। শিক্ষ প্রতিষ্ঠান হয়ে গেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। টাকা থাকলে শিক্ষা পাবে, না থাকলে শিক্ষা পাবে না। ১৯৭২ শেখ মুজিব শিক্ষাকে সম্পূর্ণ ফ্রি করে দিলে আজ দেশের এই অবস্থা হতো না। আমাদের দেশ স্বাধীন। অথচ আজও মানুষ রাস্তায় ঘুমায়। আজও মানুষ না খেয়ে থাকে। আজও মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, লেখাপড়া শিখে ছেলেমেয়েরা বেকার। মার্বেলে টাইলস করা মসজিদ, এসিও আছে অথচ সেই মসজিদ তালা বন্ধ। মসজিদের সামনে ফুটপাতে মানুষ আর কুকুর শুয়ে আছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৯
রাজীব নুর বলেছেন: উন্নত একটা দেশে বসবাস করে, নিজের দরিদ্র দেশ নিয়ে রসিকতা করতে কেমন লাগে?
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: আপনি কি ''আব্দুল্লাহ'' উপন্যাসটি পড়েছিলেন?
স্কুলে আপনাদের পাঠ্য ছিলো?
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আল্লায়ও পারবো না ।
তেনায় তো বুইড়্যা হৈয়া গেছে গা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: না না আল্লাহ বুড়ো হননি।
আল্লাহর কোনো বয়স নাই। নিরাকার বস্তুর বয়স বলে কিছু থাকে না।
যুগে যুগে আল্লাহপাক দুনিয়াতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। মানুষের কল্যাণে। এখন দেশের গজব অবস্থা। আল্লাহ নিশ্চয়ই কোনো মসীহ পাঠাবেন।
বড় ভাই আমাদের আশাবাদী মানুষ হতে হবে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০২
রাজীব নুর বলেছেন: বড় ভাই আলাহ অনেক দয়ালু, অনেক মহান।
একবার চিন্তা করে দেখুন, করোনাতে বিশ্বে লাখ লাখ লোক মারা গেলো। কিন্তু আল্লাহপাক আপনাকে বাচিয়ে রেখেছেন। এখনই দুই রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করুন।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৭
সৈয়দ কুতুব বলেছেন: ইন্টেরিম সরকারের তেমন দোষ দেখি না। ৬ মাসে কি হাতি ঘোড়া করে ফেলবে? প্রশাসনের সব খানে বিগত সরকারের লোক। উপদেষ্টারা কেউ রাজনীতি করেন নাই পূর্বে। ভালো মানুষ!
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: উপদেষ্টারা অনেক কাজ করেছেন।
পলিথিন নিষিদ্ধ করেছেন। শেখ মুজিবের ভাস্কর্য ভেঙ্গে দিয়েছেন, মুতে দিয়েছেন, সমস্ত আসামীদের ছেড়ে দিচ্ছেন, বিদেশে থাকা আসামীরা দেশে ফিরে এসেছে, জামাতকে সব কিছুতে অগ্রধিকার দিয়েছে। আরো কত কি। এছাড়া সর্বক্ষন শেখ হাসিনাকে প্রতিনিয়ত গালমন্দ করছেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৪
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা ১৫ পনের বছরে যতটুকু ক্ষতি করেছেন, উপদেষ্টারা এই ছয় মাসে তার দ্বিগুন ক্ষতি করেছে দেশের। উপদেষ্টারা চাচ্ছেন দেশটা পাকিস্তানের হাতে তুলে দিতে। অথচ পাকিস্তান আমাদের বন্ধু নয়।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৯
রাজীব নুর বলেছেন: কালাম বা সালাম এগুলো অতি তুচ্ছ বিষয়।
মানুষের আসল পরিচয় তার কর্মে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৬
রাজীব নুর বলেছেন: নাম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।
আপনার নাম যদি শামসু আর আমার নাম যদি কলিমউদ্দিন হতো তাতেও দেশ বা সমাজের কিছু এসে যেতো না।
কর্মই মহান। আসেন ভাই ভালো কর্ম করি।
আপনি শুধু আপনার পরিবারের প্রতি দায়িত্ব পালন করেন। দেশ বা সমাজের কথা ভাবেন না। দেশ বা সমাজের জন্য আপনার কি কোনোদ দায়িত্ব নেই?
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৪
এ পথের পথিক বলেছেন: আপনার দিনে দিনে এসব চিন্তা করতে করতে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন দেখছি ।
আমি যে শহরে থাকি সেখানে জামাতের একটি বড় প্রতিষ্ঠান তৈরি করছে, আহলে হাদিসরা তাদের মাদরাসার পরিধি বাড়িয়েছে যেখানে আরো বেশী ছাত্ররা পড়তে পারবে, অত্যাধুনিক আহলে হাদিস মসজিদ বানিয়েছে এবং নতুন মাদরাসা তৈরি করছে, আবার নতুন কওমি মাদরাসাও তৈরি হয়েছে । আর দিনে দিনে আপনার চিন্তাও বাড়ছে ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১০
রাজীব নুর বলেছেন: মাদ্রাসায় লেখাপড়া করলে মানুষ বেকুব হয়।
মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। স্কুলে পড়তে হবে। এখন দরকার আধুনিক শিক্ষা। মাদ্রাসায় লেখাপড়া করলে ভালো চাকরি পাওয়া যাবে না। বড়জোর মসজিদে আযান দেওয়ার চাকরি পাবে। অর্থ্যাত মানবেতর জীবনযাপন করতে হবে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১২
রাজীব নুর বলেছেন: আমি আধুনিক মানুষ। আমার চিন্তাভাবনা কুসংস্কার মুক্ত।
আমি চিন্তা করি আপনাদের নিয়ে। স্কুলের শিক্ষক দুষ্ট বাচ্চাদের বেত মেরে লাইনে আনেন। আমি তো আর আপনাদের বেত মারতে পারি না। তাই লিখে লিখে আপনাদের লাইনে আনার চেষ্টা করি।
ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৬
সাইফুলসাইফসাই বলেছেন: আমাদের ভালো কিছু করা উচিত। কিন্তু আমরা পারি না কেন করতে?
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৫
রাজীব নুর বলেছেন: আমি একটা পত্রিকা অফিসে টানা সাত বছর কাজ করেছি।
এই সাত বছরে আমি একদিনও লেট করি নাই। ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তায় পানি জমে গেছে। তবুও আমি অফিসে যথাসময়ে গিয়েছি। এমন কি আপনি শুনলে অবাক হবেন- সাত বছরে আমি দশ দিন ছুটি কাটাই নাই।
অর্থ্যাত আমাদের তীব্র ইচ্ছা থাকতে হবে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৬
রাজীব নুর বলেছেন: হাত পা নিয়ে চুপ করে বসে থাকলে হবে না।
কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। পেছনে তাকানো যাবে না। সামনে এগিয়ে যাও। রবীন্দ্রনাথের মতো পুতু পুতু টাইপ হলে চলবে না। কাজী নজরুলের মতো হতে হবে।
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৬
এ পথের পথিক বলেছেন: মুজিব মুর্তিতে মুতেছে দেখে খুব কষ্ট পাচ্ছেন দেখছি । আহা ।
৫ আগস্ট ২০২৪ মুর্তি ভাঙার সময় সরেজমিনে জনগনের উচ্চাস দেখলে হয়ত অজ্ঞান হয়ে যেতেন ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২২
রাজীব নুর বলেছেন: ভাইসাহেব যারা ভাস্কর্য ভেঙ্গেছে, মুতে দিয়েছে তারা জনগন না। তারা অমানূষ। তারা জামাত।
শুধু ভাস্কর্য ভাঙ্গেনি, কারাগারের অস্ত্র লুট করেছে, আসামীদের কেড়ে নিয়েছে, থানায় আগুন দিয়েছে। ৩২ নম্বরে আগুন দিয়েছে।
একজন শিক্ষিত, আধুনিক ও রুচিশীল মানুষ মন্দ কাজ করতে পারে না।
এই সমস্ত জারজ সন্তানদের একদিন বিচার হবে বাংলার মাটিতে। কবি বলেছেন, দেরী হোক যায়নি সময়।
রাজাকারদের বিচার করা হয়েছে, বঙ্গবন্ধুর খুনীদের বিচার করা হয়েছে। এই সমস্ত (ভাস্কর্য ভাঙ্গা, মুতে দেওয়া, আগুন দেওয়া) হারামজাদেরও বিচার হবে। হবেই।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: জামাত শিবিরের আন্দোলন আমি দেখেছি। তখন আমি ঢাকায়। প্রতিদিন রাস্তায় বের হয়ে দেখেছি। ওদের তান্ডব। আমি হৃদয় আহত হয়েছে।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩০
এ পথের পথিক বলেছেন: আচ্ছা আপনি মুর্তিতে মুতে দেয়ার জন্য বিচার করবেন, নিয়মিত ব্লগে পোস্টিয়ে যাচ্ছেন, আর জুলাই ২০২৪ এ ছাত্র হত্যার ব্যাপারে কি পোস্টাচ্ছেন ? কি পদক্ষেপ নিচ্ছেন ?
আপনি উচ্চ মস্তিষ্কের মানুষ, সবাইকে সুন্দর করে শেখাতে পারেন তাহলে ছাত্র হত্যা করলেন কেন ?
এখন যদি আবার জামাত শিবির শিবির করেন তাহলে রিপ্লাই দিয়েন না । প্লিজ । এভাবে মানুষদের হত্যা করবেন আর বাংলার মানুষ মুখ বুজে মেনে নেবে এমন টা না ।
আপনি বলেন " আপনি মানুষ নাকি আম্লিক " ?
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৫
রাজীব নুর বলেছেন: ছাত্র হত্যা শেখ হাসিনা করে নাই। জামাত শিবিররাই করেছে। দোষ চাপিয়েছে আওয়ামীলীগের উপর।
শিবির কি ছাত্র? শিবির হচ্ছে জল্লাদ। ট্রেনিং নেওয়া জল্লাদ।
মানুষ হত্যার রাজনীতি আওয়ামীলীগ করে না। গত ছয় মাসে কত গুলো হত্যা হয়েছে জানেন? এই হত্যা গুলো কারা করলো? এখন তো আওয়ামীলীগ নেই। গত ছয় মাসে দাগি আসামীদের ছেড়ে দেওয়া হয়েছে। সেসব আসামী বিদেশ পালিয়ে গিয়েছিলো তাদেরও আপনারা দেশে ফিরিয়ে এনেছেন।
আমি রাজনীতি করি না। যেটা সত্য সেটা বলতে চেষ্টা করি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫০
রাজীব নুর বলেছেন: দেখুন, কেউ অন্যায় করলে শাস্তি পাবে। এটা সহজ হিসাব। এখন যদি শেখ হাসিনা অন্যায় করে তাহলে অবশ্যই সে শাস্তি পাবে। তাতে আমার কোনো সমস্যা নাই।
ভাস্কর্য ভাঙ্গা, ভাস্কর্যের গায়ে মুতে দেওয়া অন্যায়। থানায় আগুন দেওয়া অন্যায়। অস্ত্র লুট এবং আসামীদের কেটে নেওয়া অন্যায়। মেট্রোরেল ধ্বংস করা অন্যায়। ৩২ নম্বর পুড়িয়ে দেওয়া অন্যায়। জয় বাংলা স্লোগান মুছে দেওয়া অন্যায়। পাকিস্তানের সাথে বন্ধুত্ব করা অন্যায়। এইসব অন্যায়ের বিচার আগে করতে হবে।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৪
এ পথের পথিক বলেছেন: আন্দোলনে আপনি ছিলেন না, আমি ছিলাম । সামনা সামনি অনেক কিছু দেখেছি । ছাত্র হত্যায় আম্লিককে দেখে না পেলে সেটা আপনার চোখের ও মানসিকতার সমস্যা ।
এলাকায় আম্লিক আমাকে শিবির ট্যাগাই ভয়ও দেখিয়েছে, এবার আপনার বলার পালা । আপনার উপরের কমেন্ট রিপ্লাই দেখে, আপনার মানসিকতা দেখে বুঝলাম আপনি মানুষ না আম্লিক হয়ে গেছেন ।
ভাল থাকবেন, মানুষ হওয়ার চেষ্টা করবেন ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: আমি আন্দোলন করি নাই।
জ্বালাও পোড়াও আন্দোলনে আমি থাকব না। সেটাই স্বাভাবিক।
১। আমার চোখে সমস্যা।
২। আমার মানসিক সমস্যা।
৩। আমি মানুষ নই।
বলুন আরো বলুন। সমস্যা নাই। কয় জন বড় না, সয় জন বড়।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: একটা সংসার পরিচালনা করতে হলে, বাবা মাকে অনেক কিছু করতে হয়।
একটা দেশ পরিচালনা করতে হলে অনেক কিছু করতে হয়। জ্বালাও পোড়াও ঠেকাতে হয়। ঠেকাতে গিয়ে কঠোর হতে হয়।
এসব আপনারা বুঝবেন না। আপনাদের চোখে রঙ্গিন চশমা। চশমা বদলে ফেলুন।
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার মাধ্যমে দেশের অনেক খবর পাই। আপনি অনেক মানসিক অশান্তিতে আছে, রাজীব ভাই।
চায়নিজ মংক-রা একটা ভালো জিনিস চর্চা করে।
সেটা হচ্ছে - 'লেট ইট গো'। আমরা যাকে বলি - 'ছেড়ে দেন, ভাই'! অথবা, 'যাইতে দেন, অসুবিধা কি'!
এই 'লেট ইট গো' -এর চর্চা করছি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
এই দেশে জন্মগ্রহন করে শান্তিতে থাকা সম্ভব?
চোখের সামনে অন্যায় হবে, আর আমি বলব- লেট ইট গো?
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: আপনাকে আরো খবর দেই-
১। পাকিস্তানের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন। তার সুস্থতা কামনা করেছেন।
২। তিতুমীর কলেজের ছেলেরা অযথা আন্দোলন করছে। রাস্তা আটকে দিয়েছে। গজব জ্যাম সৃষ্টি হয়েছে।
৩। বছরের প্রথম মাস চলে গেছে, এখনও শিক্ষার্থীরা নতুন বই হাতে পায় নাই।
৪। স্ত্রী তার স্বামীকে পিড়ি দিয়ে মাথায় আঘাত করেছে। স্বামী মারা গেছে। স্ত্রী কারাগারে।
৫। টেকনাফ এলাকায় এক বাড়ির সামনে বিরাট এক অজগর ধরা পরেছে।
৬। পঞ্চগড়ে রেলের লাইন ম্যান ঘুমিয়ে পড়েছিলেন। ফলাফল ট্রেনের ধাক্কায় ট্রাক চালকের মৃত্যু।
৭। আজ ভোর থেকে ঢাকায় প্রচুর কুয়াশা। কুয়াশার কারনে ৬ টা বিমান ঢাকার মাটিতে নামতে পারে নাই।
১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন: আসসালামু আলাইকুম।
এই দেশে জন্মগ্রহন করে শান্তিতে থাকা সম্ভব?
চোখের সামনে অন্যায় হবে, আর আমি বলব- লেট ইট গো?
=====================================
অবশ্যই বলতে হবে!
পৃথিবীর সবচেয়ে বড় শান্তি হচ্ছে - 'নিজেকে শান্তিতে রাখা'।
যারা নিজেকে শান্তিতে রাখতে পারে না, তারা আর কাউকে শান্তিতে রাখতে পারে না।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: ভবিষত প্রজন্মকে শান্তিতে রাখার জন্য এখন আমি শান্তিতে নাই।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: আমি একা শান্তিতে থাকলে তো হবে না।
আশেপাশের সকলকে নিয়ে আমাকে শান্তিতে থাকতে হবে।
১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন: আমি একা শান্তিতে থাকলে তো হবে না।
আশেপাশের সকলকে নিয়ে আমাকে শান্তিতে থাকতে হবে।
====================================
পুকুরে শান্ত পানি দেখেছেন, হয়তো।
পুকুরের শান্ত পানি তার দিকে তাকিয়ে থাকা মানুষগুলোর মাঝেও অনাবিল এক স্নিগ্ধতা ছড়িয়ে দেয়।
আমি একবার ভূমিকম্পের পরে পুকুরের পানির ঢেউ উঠা ভাব দেখেছিলাম। সে এক বিশাল ব্যাপার! আমার ভালো লাগে নাই! মনে এক অশুভ আবেশ ছড়িয়ে দিয়েছিলো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: শ্যাইয়ান ভাই আমি আসলে আপনাকে বুঝতে পারি না।
আপনি আপনার চারপাশে রহস্য দিয়ে ঘিরে রাখেন সব সময়।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: পুকুর, দীঘি সবই আমি দেখেছি। স্নানও করেছি লাফালাফি করে। শান্ত দুপুরে নিরিবিলিতে পুকুর পাড়ে সময় কাটিয়েছি। শুনেছি অনেক পাখির মধুর সুর।
কিন্তু স্বচক্ষে পুকুরের ঢেউ দেখিনি। তবে ইউটিউবে দেখেছি।
১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
"ছাত্র হত্যা শেখ হাসিনা করে নাই।"
আমাদের অফিসের নিচে তিনটা ছাত্রকে গুলি করে মারা হয়েছে। একজন কে সাদা সাঁজোয়া গাড়ির নিচে চাপা নিয়ে মেরে ফেলেছে।
আমরা নয়তলা থেকে সব দেখেছি।
আপনি নিজেকে একজন ভালোমানুষ বলে দাবি করতেন জানতাম। আমিও তাই জানতাম।
১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২০
অরণি বলেছেন: গুড। এক কমেন্টস এর উত্তর ২ বার কেন দিচ্ছেন (?) ৮/১০ বার করে দেন তাহলে আপনার মন্তব্য ও উত্তর অনেক বেড়ে যাবে।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুনেছি, শান্তির মায় মৈরা গ্যাছে গা!