নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাপের জন্মে একসঙ্গে এত বেজন্মা দেখিনি

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪০



কী জঘন্য কাজ। কত বড় বেয়াদব। অমানুষ।
একটা বাড়ি ভেঙে গুড়িয়ে দিলো! তাও আবার গ্রেট শেখ মুজিবের বাড়ি! এর আগে ভাস্কর্য ভেঙে, মুতে দিয়ে মন ভরেনি। এত বড় অন্যায়! দেশে কি কোনো আইন নেই? দেশটা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই ইউনুস সাহেবই কি শান্তিতে নোবেল পেয়েছিলেন? তার এই অধপতন! তার কারনেই আজ এই অবস্থা। সেনাবাহিনী পর্যন্ত তাদের থামাতে পারলো না। ওরে হায়েনার দল! ইতিহাস কি মুছে ফেলা যায়? দেশের সাধারণ মানুষকে গ্রেফতার করা হচ্ছে। শাওন কি অন্যায় করেছে? অত্যন্ত দু:খজনক। সমন্বয়ক গুলোর কি সাহস ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভয়ভীতি দেখায়।

দেশের সচেতন ও শিক্ষিত জনগোষ্ঠী হতবাক!
তার মানে দেশে আইন নেই। গজব অবস্থা। বিনা দ্বিধায় বলা যায়, এই সমস্ত কাজ করেছে জামাত শিবির। ৭১ সালেও জামাত শিবির ভয়ংকর ছিলো, আজ তারা আরো ভয়ংকর হয়েছে। ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে জামাত শিবির। প্রতিটা সেক্টরে জামাত শিবিরের লোক। ইউনুস সাহেব আপনি কেন বুঝতে পারছেন না, অন্যায় অন্যায়ই, সেটা আপনি বা আমি যে-ই করুক না কেন। ধরে নিলাম, আওয়ামিলীগ সব ভুল করেছে, এখন আপনারা কি সব সঠিক কাজ করছেন? বৈষম্যবিরোধীরা ছাত্র নয়, সন্ত্রাস। শিবির। দেশে অরাজকতা চলছে। খুন হচ্ছে, চুরী হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, সেসব থামান। আওয়ামী লীগের বদনাম করা ছাড়া কি আপনাদের আর কোনো কাজ নেই? আওয়ামী লীগের অনেক অবদান এই দেশের জন্য। সে মুছে ফেলতে পারবেন না। পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মডেল মসজিদ ইত্যাদি। এগুলো কি ভেঙে ফেলবেন?

ওরা থানায় আগুন লাগিয়েছে, অস্ত্র লুট করেছে,
পুলিশ হত্যা করেছে, কারাগার থেকে আসামি নিয়ে গেছে, মিরপুর দশ নম্বরের মেট্রোরেল স্টেশন ধ্বংস করেছে, গণভবন লুট করেছে। ইউনুস সাহেব ক্ষমতা হাতে নিয়ে এইসব দুষ্ট লোকদের গ্রেফতার করেন নাই। ফলাফল তারা ৩২ নম্বর ভেঙে দিলো, গুড়িয়ে দিলো। এমনকি আরো অনেকের বাড়ি পুড়িয়ে দিয়েছে। সামনের দিন গুলোতে ওরা দেশের আরো ক্ষতি করবে। যারা এসব কাজ করেছে তারা অবশ্যই বেজন্মা। ওরা দেশের জন্য ক্ষতিকর। সেনাবাহিনী গত ছয়মাসে কোনো দক্ষতার পরিচয় দিতে পারেনি। বগুড়ার টাউন ক্লাব ভেঙে ফিলো। যারা এই ধ্বংসের খেলায় মেতেছে দয়া করে তাদের ছাত্র জনতা নাম দেবেন না। তারা জামাত শিবির। তারা জল্লাদ। তারা সন্ত্রাস। তারা হায়েনা। হাসিনা থাকতে এইসব জামাত শিবির জংগীরা গর্তে লুকিয়ে ছিলো। আমি রাজনীতি করি না। কোনো দলও করি না। কাজ করি ভাত খাই। কিন্তু স্বাধীন বাংলাদেশে যা হচ্ছে ভালো হচ্ছে না। ইহা অন্যায়। এই অন্যায় থামাতে হবে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অন্যায় করেছে তাদের শাস্তি দিন। কিন্তু দয়া করে দেশের সম্পদ ধ্বংস করবেন না।

বলছেন, ব্যাংক লুট হয়েছে, যখন ব্যাংক লুট হলো তখন কেন প্রতিবাদ করেননি?
বলছেন, দূর্নীতি হয়েছে, যখন দূর্নীতি হলো, তখন কেন প্রতিবাদ করেননি। যখন গুম খুন হয়েছে, তখন কেন প্রতিবাদ করেননি? আওয়ামী লীগ অন্যায় করলে, অবশ্যই তাদের শাস্তি হবে। তাই বলে এমন ভাংচুর করতে হবে? এই দেশের প্রতি জামাত শিবিরের কোনো ভালোবাসা নেই। বর্তমানে যারা উপদেষ্টা আছেন, এরা এখন পর্যন্ত দেশের জন্য একটা ভালো কাজ করতে পারেন নাই। যদিও দেশবাসীর ইউনূসের উপর আস্থা ভরসা ছিলো। কিন্তু ইউনূস গং জাস্ট পাকিস্তানের প্রেতাত্মা। বাংলাদেশ সেনাবাহিনী ব্যর্থ। ইউনুস সাহেব এবং সেনাবাহিনী চাইলেই দেশের অরাজকতা বন্ধ করা সম্ভব। তারা তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করছে না। স্বাধীনতা পক্ষের লোকজন যদি রাস্তায় নামে তাহলে এইসব বৈষম্যবিরোধী আর সমন্বয়করা কিন্তু পালানোর পথ পাবে না।

চারিদিকে অসুস্থ পরিস্থিতি।
যারা দেশের সম্পদ নষ্ট করে, তাদেত একটাই পরিচয় তারা বেজন্মা। এদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। হবেই। দেশে এখন যা হচ্ছে সব জামাতের চক্রান্ত। ওরা পাকিস্তানের কথা মতো কাজ করছে। যাদেরকে আপনারা ছাত্র মনে করছেন, বৈষম্যবিরোধী এরা ভয়ংকর শিবির। এরা পাকিস্তান থেকে ট্রেনিং নেওয়া জল্লাদ। এদের আন্ডারে হাজার হাজার রাজাকার মানসিকতার ছেলে আছে। এরা দেশকে অন্ধকারে নিয়ে যাবে। ছাত্রদের কাজ লেখাপড়া করা। ভাড়ায় খাটা না। মুক্তিযুদ্ধের সৃতি মুছে ফেলা না। কারা ওদের ভুলভাল বুঝিয়ে লেলিয়ে দিয়েছে? দেশে শান্তির জন্য হাসনাত আর সারজিস কে গ্রেফতার করুন। সাধারণ ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মন দিতে বলুন। দেশে আমাদের পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে দিন। আল্লাহর দোহাই লাগে। ৩২ নম্বর আবার নতুন করে গড়ে উঠবে। সবকিছু পুড়ে শেষ হওয়ার পর, আবার নতুন করে তৈরি হবে। দেরী হোক, যায়নি সময়।

মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৪

এ পথের পথিক বলেছেন: আপনার শব্দ চয়ন আরো ভাল হওয়া উচিত । বিশেষ করে হেড লাইনে । আর পোস্টের ভেতরের কথা নাই বললাম ।
হাজার হাজার ছাত্র জনতার জীবনের চেয়ে ইট বালু কখনই বড় নয় ।
আর যদি বড় হয় তাহলে বুঝতে হবে আপনি মানুষ না পুরাই আম্লিক হয়ে গেছেন ।

কিছু মানুষজন বলত ভাল না লাগলে পাকিতে চলে যা, এখন দেখি তারাই ভাড়তে চলে গেছে । কেন ভাই ?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: চারপাশের অবস্থা দেখে শুনে মুখে আপনাতেই গালি চলে আসে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: ভাইসাহেব আমি রাজনীতি করি না, বুঝিও না।
দেশের অতি সাধারন জনগন। আমার কাছে সবার আগে দেশ। আর আমি জামাত শিবিরিকে দুই চক্ষে দেখতে পারি না।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৮

এ পথের পথিক বলেছেন: আপনি এখন দেখছি আল্লাহ্‌কে, জাহান্নামকেও বিশ্বাস করতে শুরু করেছে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: এগুলো ব্যাক্তিগত বিষয়।
বিশ্বাস অবিশ্বাস নিজের মধ্যেই থাকুক।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: ধর্ম একান্ত নিজস্ব ব্যাপার।
সেই বিষয় নিয়ে আলাপচারিতা করতে চাই না।
আমি সকালে ঘুম থেকে উঠেই প্রভুকে স্মরন করে দিন শুরু করি।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৮

শাওন আহমাদ বলেছেন: যে আগুন এই মহিলা এতগুলো বছর ধরে সাধারন, নিরপরাধ মানুষের ঘরে জ্বেলেছে; ধ্বংস করে দিয়েছে শত শত মানুষের জীবন, কেড়ে নিয়েছে হাজার হাজার প্রাণ। ঠিক সেই আগুনেই তার সাজানো প্রাসাদ পুড়ে ছাই। এটাকেই প্রকৃতির প্রতিশোধ বলে। যার যা প্রাপ্য তাকে তা প্রকৃতি ঠিক বুঝিয়ে দেয়।
আর শাওন আপা? আমি এই মহিলার ট্যালেন্টের ফ্যান ছিলাম। কিন্তু এই মহিলা দলকানা, নির্বোধ। দেশে এর আগেও বহু অন্যায় হয়েছে কোই তখন তার মানবতা কোথায় ছিল? তখন ত তিনি কিছুই বলেননি! সব ভণ্ডের দল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: মনগড়া কথা বলবেন না।
শত শত মানুষ কোথায় পেলেন? এই শত শত মানূষদের কোথায় কবর হলো? নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে?
এই সরকার শাওন, সাবা এদের গ্রেফতার করছে। হাসিনার আমলে হাসিনাও গ্রেফতার করছে। ঘটনা তো একই দাড়ালো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: হ্যা অই মহিলা শুধু আগুন জ্বালিয়ে গেছে।
তাহলে মেট্রোরেল করলো কে? পদ্মাসেতু করলো কে? এত এত উন্নয়ন করলো কে?

আসলে একটা দেশ পরিচালনা করতে গেলে- অনেক রকমের- অনেক কিছু, করতে হয়।
আপনিই চিন্তা করে দেখুন, আজ শেখ হাসিনা নেই বলে- জামাত শিবিরের এত বাড় বেড়েছে। তারা সব কিছু ভেঙ্গে ফেলছে। জ্বালাও পোড়াও করছে। দাগী আসামীদের ছেড়ে দিচ্ছে। ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে। জঙ্গিরা মাথা চারা দিয়ে উঠেছে। পাকিস্তান খুশীতে নাচছে।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০২

শাওন আহমাদ বলেছেন: এ পথের পথিক বলেছেন: আপনার শব্দ চয়ন আরো ভাল হওয়া উচিত । বিশেষ করে হেড লাইনে । আর পোস্টের ভেতরের কথা নাই বললাম ।
হাজার হাজার ছাত্র জনতার জীবনের চেয়ে ইট বালু কখনই বড় নয়

আমি উনার সাথে একমত। আপনার সাথে এমন শব্দ চয়ন কোনোভাবেই মানায় না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: আমি কাউকে গালি দেই না। খারাপ শব্দ লিখিও না। কিন্তু এই সরকার আর সমন্বয়করা/ বৈষম্যবিরোধীরা মেজাজ প্রচণ্ড গরম করে দিচ্ছে। ওদের গালি না দেওয়াটাই অন্যায়।
চিন্তা করে দেখুন অবস্থা- আমার মতো শান্ত নিরীহ মানুষ পর্যন্ত গালি দিচ্ছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: দয়া করে ছাত্রজনতা বলবেন না।
সেই সময় দেশের সব মানুষ ছিলো। কিন্তু মুখোশ পড়ে ছিলো জামাত শিবির। এখন তো সব দিনের আলোর মতো পরিস্কার হয়েছে।
এখন জ্বালাও পোড়াও ছাত্র জনতা করছে না। করছে জামাত শিবির। তাদের সাথে আছে বিএনপি।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৮

সাইফুলসাইফসাই বলেছেন: আপনি কত% আওয়ামী লীগের দোষ-ত্রুটি ধরতে পারেন বলবেন কি?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: হ্যা আওয়ামীলীগের অনেক দোষ আছে।
তাদের দলের কতিপয় লোক সীমাহীন দূর্নীতি করেছেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: যারা দোষী তারা শাস্তি পাক।

তবে বিএনপির আমলের দূর্নীতিবাজরা কে কোথায় আছেন, কি করছেন? সেই হিসাব আছে? সেই সময়ের বিএনপির অনেক নেতা এখন দুবাইতে রাজার হালে আছে। সেই খবর রাখেন?

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৩

খাঁজা বাবা বলেছেন: আপাকে বলেন সে যাতে তার পাপী মুখ আর না দেখায়

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: পাপ কে না করছে? সব শালা শালীই পাপী।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: মাদার তেরেসার মতো মানুষের দোষের অভাব নেই। দোষ থেকে মুক্ত হতে পারেননি স্বয়ং রবীন্দ্রনাথ, আইনস্টাইন।

একটা গান আছে না, পাপ কে ঘৃণা করো, পাপীকে নয়।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪০

এ পথের পথিক বলেছেন: দুঃখিত ভাই । বিশ্বাস নিয়ে মন্তব্যে কষ্ট পেলে ক্ষমা প্রার্থী । যেহেতু আপনি প্রভুর ওপরে বিশ্বাস রাখেন ।


০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: ইশ্বরের বিশ্বাস যার যার ব্যাক্তিগত ব্যাপার।
কারন যার যার পাপের শাস্তি সে পাবে। আমার পাপের শাস্তি আপনি পাবেন না। এজন্য আমার বিশ্বাস অবিশ্বাস আমার সাথেই থাকুক। আমিও আপনার বিশ্বাস অবিশ্বাস জানতে চাই না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: ইহকাল আর পরকাল নিয়ে আলোচনায় যাওয়াটাই বেকুবি।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪২

কলিমুদ্দি দফাদার বলেছেন: ঘটনা সত্য রাজিব নুর ভাই। আগেই ভাল ছিলাম! :-P
ভাবী আপনার বাচ্চা কেমন আছে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: আমরা সবাই ভালো আছি।
কন্যা স্কুলে ভরতি হয়েছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: ফারাজা সারা ঘরটা মাতিয়ে রাখে। নাচ করছে, গান করছে।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সারা দেশে সমন্বয়কদেরকে ধরে ধরে পেটানো হোক।
এরা এখন ডাকাত বাহিনী।
পিটাও ডাকাত বাাঁচাও দেশ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: এরা জামাত, শিবির আর জংগী। এরা বড় ভয়ংকর।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: হাসনাত আর সারজিস কে ধরে কারাগারে নিলেই দেশ ঠান্ডা হয়ে যাবে।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫২

সৈয়দ কুতুব বলেছেন: আপনি যতটা কষ্ট পেয়েছেন শেখ হাসিনা এতটা পায় নি। রাজনীতিবিদেরা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে। এই ঘটনায় আল্টিমেট ফায়দা কার ঘরে গিয়েছে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও বিএনপি যৌথ প্রযোজনায় এই নাটক। কারা পচে গেলো? বৈবিছা-জামাত-শিবির। এই বাড়িটি ভূমিকম্পেও ভেঙে যেতে পারতো। তখন কি বলতেন যে বেজন্মা ভূমিকম্প এর আগে দেখিনি? মোদির পুজির দরকার ছিলো সে তা নিয়ে আমেরিকা যাচ্ছে। আওয়ামী লীগের প্রতি মানুষের সিমপেথি বেড়েছে। বিএনপির দ্রুত নির্বাচনের দাবী পূরন হতে যাচ্ছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: আপনি মুল সমস্যাটা ধরতে পারছেন না। পাশ কাটিয়ে যাচ্ছেন।
জামাত শিবির আর জঙ্গিরা দেশ নিয়ে খেলছে। আর নাম দিচ্ছে ছাত্র জনতা। জামাত শিবির জংগী। এবং ছাত্র জনতা এক কাতারের নয়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: মোদি ভূমিকম্প, আমেরিকা এসব পরে।
আসল সমস্যায় হাত দেন।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




খুনী ইউনুছের নোবেল পদক ফিরিয়ে নেয়া হোক।
সে এই পুরস্কারের যোগ্য ছিল না।
এখন তো সে খুনের আসামী।


খুনী ইউনুছের নোবেল পদক ফিরিয়ে নেয়া হোক।
সে এই পুরস্কারের যোগ্য ছিল না।
এখন তো সে খুনের আসামী।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: নোবেল একবার দিয়ে দিলে, ফিরিয়ে নেয় না নোবেল কমিটি। তাহলে মায়ানমারের সুচির নোবেল ফিরিয়ে নিতো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: ইউনুস এবং সেনাবাহিনী তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না।
তারা যদি নিরপেক্ষ হতো তাহলে জামাত শিবির এমন মাথাচাড়া দিয়ে উঠতে পারতো না।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৫

শাওন আহমাদ বলেছেন: এই শত শত মানূষদের কোথায় কবর হলো? নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে?

আপনার কথার মধ্যেই উত্তর লুকিয়ে আছে। আপনি জানাশোনা মানুষ। আপনাকে নথিপত্র প্রস্তুত করে জানানোর কিছু নেই। আজকাল জানার ইচ্ছে থাকলে অনেক কিছু জানা যায়। আর জানার ইচ্ছে না থাকলে, কিছুই হয়নি বলে চুপ করে বসে থাকাও যায়।
এই মহিলা তার সময়ে এমন কোনো অপরাধ নাই যে সে এবং তার পোষা লোকেরা করে নাই। তিনি যতটা না উন্নয়ন করেছেন তার চেয়ে ঢের করেছে অপরাধ আর অর্থ পাচার।
আমার কাছে দেশের কাঠামোর উন্নয়নের চেয়ে, দেশের মানুষের নিজ নিজ অধিকার ভোগ করে বেঁচে থাকাটা বেশি জরুরি।
আমি হাসিনা, খেলাদা, জামায়াত, সমন্বয়ক কিছুই বুঝি না। আমি কেবল বুঝি মানুষ তার সর্বোচ্চ অধিকার ভোগ করে বেঁচে থাক।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সুন্দর কথা বলেছেন। নিরপেক্ষ কথা বলেছেন।
যদি সে অন্যায় করে থাকে, সেই অন্যায় যদি প্রমান হয়- তাহলে সে শাস্তি পাক। তাতে আমি খুশি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: মানুষ তার মিথ্যা, অপরাধ দোষ লুকিয়ে রাখতে পারে না।
অপেক্ষা করুন একদিন সব কিছু দিনের আলোর মতো পরিস্কার হয়ে যাবে।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


খুনী ইউনুছের নোবেল পদক ফিরিয়ে নেয়া হোক।
সে এই পুরস্কারের যোগ্য ছিল না।
এখন তো সে খুনের আসামী।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: আহ বড় ভাই।
মূরগীর ঠ্যাং চিবাতে চিবাতে বললে হবে না- নোবেল ফিরিয়ে নেওয়া হোক।
দেশে আসুন। প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ করুন। অনশন করুন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: ইউনুস সাহেব কখন খুন করলেন? কাকে খুন করলেন?
আমার ধারনা উনি কোনোদিন একটা মূরগীও জবো করেন নাই। তাকে খুনী বলছেন কেন?
আবার হাসিনাও খুন টুন করেন নাই।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৬

এ পথের পথিক বলেছেন: আবার ভুল কথা বলা শুরু করেছেন । তবে এখন আর উত্তর দিতে চাই না ।
ইহকাল আর পরকাল নিয়ে আলোচনায় যাওয়াটাই বেকুবি। - এই কথা বলাটাই বেকুবি ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: আমার ওস্তাদ আমাকে বলেছেন, ধর্ম নিয়ে আলোচনায় না যেতে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়ে হানাহানি কম হয় নাই।
৪৭ সালে দেশ ভাগ হয়ে গেলে এই ধর্মের কারনে। হিন্দু মুসলিম দাঙ্গা কম করে নাই। কত মানুষ মারা গেছে তার হিসাব নাই।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২১

এ পথের পথিক বলেছেন: আপনি বলেছেন: আমার ওস্তাদ আমাকে বলেছেন, ধর্ম নিয়ে আলোচনায় না যেতে।
আমি আপনার সাথে এবং আপনার ওস্তাদের কথা বলতে চাই । গুরু ধরা লোকদের সম্পর্কে আমার জানার খুব আগ্রহ ।
আচ্ছা ভাই আপনার ওস্তাদের মধ্যে কি এমন গুন দেখেছেন, যার কারনে তার কথা কথা মেনে চলছেন ??

ধর্ম নিয়ে হানাহানি এ নিয়ে অন্য দিন বলব, আজ না ।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ইউনুসের সকল কিস্তি সময়মতো সুদ-আসলে ফিরিয়ে দেওয়া হবে।

সারা দেশে সমন্বয়কদেরকে ধরে ধরে পেটানো হোক।

এরা এখন ডাকাত বাহিনী।

পিটাও ডাকাত বাাঁচাও দেশ।

খুনী ইউনুছের নোবেল পদক ফিরিয়ে নেয়া হোক।

সে এই পুরস্কারের যোগ্য ছিল না।

এখন তো সে খুনের আসামী।

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইউনুসের সকল কিস্তি সময়মতো সুদ-আসলে ফিরিয়ে দেওয়া হবে।

সারা দেশে সমন্বয়কদেরকে ধরে ধরে পেটানো হোক।

এরা এখন ডাকাত বাহিনী।

পিটাও ডাকাত বাাঁচাও দেশ।

খুনী ইউনুছের নোবেল পদক ফিরিয়ে নেয়া হোক।

সে এই পুরস্কারের যোগ্য ছিল না।

এখন তো সে খুনের আসামী।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


প্রবাসীদের সমর্থনের দরকার আছে।
তারা সমর্থন দিয়ে ও ফান্ড দিয়ে সাথে থাকে।

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১১

এনামেল হউক বলেছেন: আয়নায় দেখ, দেখতে পারবি।

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৭

নীল আকাশ বলেছেন: ঠিক আপনার মতো মনোভাব থাকার কারণেই হাসিনার এই অবস্থা।
নিন এটা আপনার জন্যঃ

আফার এক বক্তব্যে গদি চিরতরে শ্যাষ...

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৮

নীল আকাশ বলেছেন: আফার এক বক্তব্যে গদি চিরতরে শ্যাষ...

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২২

এইচ এন নার্গিস বলেছেন: মনের কথা লিখেছেন। আরও চাই এরকম লেখা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.