![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সমালোচনা করা নাগরিক দায়িত্ব।
সমালোচনা করা খারাপ কিছু নয়। সমালোচনা হোক প্রতিবাদের হাতিয়ার। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা করুন। গীবত আর সমালোচনা এক না। গীবত করা খারাপ। ধর্ম গীবত করতে কঠিন ভাবে নিষেধ করেছে। ভালো কাজের সমালোচনা করার কিছু নেই। সাধারণত শিক্ষিত ও মানবিক জনগোষ্ঠী মন্দ কাজ গুলোর সমালোচনা করে। দু:খের বিষয় এখন মানুষ সমালোচনা করে ফেসবুকে। সমালোচনা নয় ফেসবুকে তারা শুধু নিন্দে করে। ফেসবুক মানুষকে আত্মকেন্দ্রিক করে দিয়েছে। সমালোচনা করেই আমাদের চাঁদগাজী/সোনাগাজী আজ ব্যান। অত্যন্ত দুঃখজনক। সোনাগাজী না থাকাতে সামুতে এসে আনন্দ পাচ্ছি না। অগা মগা জগা সামুতে থাকবে, লিখবে, আর একজন মুক্তিযোদ্ধা সামুতে থাকতে পারবে না? লিখতে পারবে না? উনার মতো সজ্জন ব্যাক্তি সামুতে আর কয়জন আছে? আমার ভীষন খারাপ লাগছে।
একটা কবিতা আছে-
"নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো।" গ্রেট রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। ফেসবুকে লোকজন প্রচুর সমালোচনা করে। সমালোচনা করতেও যোগ্যতা লাগে। অযোগ্য লোক যখন সমালোচনা করে তখন মেজাজ অত্যাধিক খারাপ হয়। অশিক্ষিত মানুষ সমালোচনা করতে পারে না। সমালোচনার মধ্যে লজিক থাকতে হয়। সমালোচনার নামে অযথা হাউকাউ করে লাভ নেই। এই যে শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলা হলো। এটা অন্যায় হয়েছে। আওয়ামী লীগ অন্যায় করলে দেশের আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। কিন্তু বাড়ি ভেঙে ফেলা বিরাট অন্যায় হয়েছে। আমি অযথা হাউকাউ না করে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানিয়েছি। বৈষম্যবিরোধী আর সমন্বয়করা একের পর এক অন্যায় করে যাচ্ছে। ইউনূস সাহেব এবং সেনাবাহিনী তাদের থামাচ্ছে না। যে লোকটা ব্লগ ভালোবাসে, তাকে ব্লগে থাকতে দেওয়া হলো না। এ যে ভীষন অন্যায়।
আমাদের নবীজিকে লোকে সমালোচনা করেছেন।
বিশ্বের শ্রেষ্ঠ মানবকেও সমালোচনা সহ্য করতে হয়েছে। মহা জ্ঞানী এরিস্টটল, আইনস্টাইন, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার তেরেসা গ্রেট সব মানুষদের সমালোচনা করা হয়েছে। সমাজের মানুষ গুলো এরকম ভালো কাজ করলেও সমালোচনা করে, মন্দ কাজ করলেও সমালোচনা করে। বাঙালি জাতি সমালোচনা ছাড়া এক মুহুর্ত থাকতে পারে না। পশ্চিম বঙ্গের লোকেরাও প্রচুর সমালোচনা করে। যারা অন্যায় করে তাদের শাস্তি পেতেই হবে। প্রকৃতি কাউকে ক্ষমা করে না। ভালো কাজ নিয়ে আলাপ আলোচনা হলে, লোকজন ভালো কাজ করতে উৎসাহ পাবে। মন্দ কাজ নিয়ে সমালোচনা হলে মানুষ মন্দ কাজ থেকে বিরত থাকবে। সমালোচনা কে ভয় পাওয়া যাবে না। বাধা বিপত্তি আসবেই, তবুও সামনে এগিয়ে যেতে হবে। আমার ধারনা ব্লগটিম তাদের ভুল বুঝতে পারবে। এবং তারা চাঁদগাজী/সোনাগাজীকে ফিরিয়ে আনবেন লাল গালিচা সংবর্ধনা দিয়ে। আমি সেই অপেক্ষায় আছি।
যুগটাই বদলে গেছে।
ধরুন, একটা মসজিদ বা মন্দির ভেঙে ফেলা হলো। অথবা একটা লাইব্রেরি ভেঙে ফেলা হচ্ছে। মসজিদ, মন্দির, লাইব্রেরি ভেঙে ফেলা কখনই ভালো কাজ নয়। অথচ তখনো দেখিবেন, এক দল বলবে, হ্যা মসজিদ/মন্দির ভেঙে ভালো হয়েছে। আরেকদল বলবে, মসজিদ/মন্দির ভেঙে মহা অন্যায় করা হয়েছে। দুই দল মিলে তুমুল সমালোচনায় মেতে ওঠে। কাজেই আপনি ভালো কাজ করলেও লোকে সমালোচনা করবে, মন্দ কাজ করলেও লোকে সমালোচনা করবে। সেই কবে রবীন্দ্রনাথ আর কাদম্বরী দেবী মারা গেছেন। অথচ আজ লোকজন রবীন্দ্রনাথের সাথে কাদম্বরী দেবীকে জড়িয়ে নানান আজেবাজে কথা বলে। এদিকে কাদম্বরী দেবীর সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিলো সহজ সরল সুন্দর। একদম মা আর ছেলের সম্পর্ক। যাইহোক, সামু সব সময় স্বাধীনতার পক্ষে। মুক্তিযুদ্ধ আমাদের অনেক বড় শক্তি। চাঁদগাজী/সোনাগাজী স্বাধীনতার পক্ষের লোক।
আমি ভাংগা কূলা। লোকজন আমার সমালোচনা করে।
অথচ আমি অতি সাধারণ মানুষ। তুচ্ছ মানুষ। চালচুলাহীন। কেউ কেউ আমাকে ভারতের দালাল বলে, কেউ আমাকে নাস্তিক বলে, কেউ আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। অথচ আমি কোনো সাতেপাঁচে নেই। আপন মনে থাকি। পথে পথে ঘুরে বেড়াই। আমার মতো কর্মহীন মানুষকে নিয়েও লোকে সমালোচনা করে। আমি মানবিক মানুষ। অসহায়। লোকজন আমাকে না চিনেই, না বুঝেই সমানে সমালোচনা করতেই থাকে। কিছু লোক আমাকে দারুণ অপছন্দ করে। যে যা খুশি বলুক, আমি কাউরে করি না বিমুখ। আমার পৃথিবী সুন্দর। সহজ সরল সত্য কথা হলো- সামুতে দুষ্টলোকের জম ছিলেন চাঁদগাজী/সোনাগাজী। তার কারণে জামাত শিবির আর ক্রিমিনালেরা সামুতে সুবিধা করতে পারতো না। দেশে শেখ হাসিনা নেই- জামাত শিবির মাথাচারা দিয়ে উঠেছে। এখন সামুতে চাঁদগাজী/সোনাগাজী নেই বলে- ক্রিমিনাল গুলো মাথাচারা দিয়ে উঠবে। আশা করি সামুটিম তাকে ফিরিয়ে আনবেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: আপনি সঠিক কথা বলেছেন।
বেজন্মা শব্দটা আমার ব্যবহার করা উচিৎ হয়নি। বাস্তব জীবনে আমি কখনও খারাপ শব্দ ব্যবহার করি না। আসল কথা হলো- চারিদকে এত এত অন্যায় দেখে আমার মেজাজ অত্যন্ত খারাপ হয়েছে। দেখুন, ৩২ নম্বর গুড়িয়ে দিলো। গুড়িয়ে দিয়েছে সেটাও মেনে নিলাম। গুড়িয়ে দিতে গিয়ে কেমন সব আচরন করেছে সেগুলো আপনি লক্ষ্য করেছেন?
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৭
সাইফুলসাইফসাই বলেছেন: জামাত-শিবির কেন আপনার এত অপছন্দ জানতে পারি কি?
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: জামাত শিবিরের ইতিহাস কি আপনি জানেন না?
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩২
নতুন বলেছেন: সমালোচনা করেই আমাদের চাঁদগাজী/সোনাগাজী আজ ব্যান। অত্যন্ত দুঃখজনক। সোনাগাজী না থাকাতে সামুতে এসে আনন্দ পাচ্ছি না। অগা মগা জগা সামুতে থাকবে, লিখবে, আর একজন মুক্তিযোদ্ধা সামুতে থাকতে পারবে না? লিখতে পারবে না? উনার মতো সজ্জন ব্যাক্তি সামুতে আর কয়জন আছে? আমার ভীষন খারাপ লাগছে।
সমালোচনা আর বেক্তিআক্রমনের মাঝে একটু পার্থক্য আছে। সেটা কি আপনি বুঝেন?
যদি বুঝে থাকেন তবে বোঝার কথা চাঁদগাজী/সোনাগাজী ব্যক্তিআক্রমনের জন্যই ব্যান হয়েছেন। সমালোচনার জন্য না।
আমি উনাকে বেশ কয়েকবার বোঝানোর চেস্টা করেছি যে বেক্তিআক্রমন না করতে। তিনি সেটা থামান নি এবং তার ফল ভোগ করছেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: ভাইসাহেব আসালামু আলাইকুম।
উচিৎ কথা, মুখের উপর সত্য কথা বললেই কি ব্যাক্তি আক্রমন হয়ে যায়?
উনি কাউকে কখনও খারাপ পরামর্শ দেননি। উনি আজীবন মানুষের মঙ্গল চেয়েছেন। উনার মতো মানবিক এবং হৃদয়বান মানুষ কয়জন আছে সামুতে?
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৬
অরণি বলেছেন: আপনাকে ভালো মনে করেছিলাম কিন্তু আপনি মিনকে টাইপের মানুষ মনে মনে বজ্জাত চিন্তা; আপনি ২৪ এর অভ্যূত্থানকে মেনে নিতে পারছেন না তাই ছাত্রদেরকে বেজন্মা বলে গালি দিচ্ছেন, আপনি মানুষ না আপনি আওয়ামীলীগ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: আপনি যাদের ছাত্র বলছেন তারা ছাত্র নয়।
দেখেছেন আচার আচরণ? খেয়াল করেছেন তাদের মুখের ভাষা, তাদের কর্মকান্ড?
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৮
মেঠোপথ২৩ বলেছেন: যতদুর জানি ব্যান হওয়া কোন ব্যক্তিকে ফিরিয়ে আনার বিষয়ে পোস্ট দিলে জেনারেল হবার নিয়ম আছে এই ব্লগে । তাই আপনাকে জেনারেল করার আর্জি জানিয়ে গেলাম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫১
সাইফুলসাইফসাই বলেছেন: ইতিহাস যা দেখি নাই শুধু জেনেছি
কিন্তু যা দেখেছি তা কিভাবে অস্বীকার করবেন?
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬
নতুন নকিব বলেছেন:
সম্মানিত ব্লগ মডারেটর যা করছেন অত্যন্ত বিচক্ষণতার সাথেই করছেন এবং সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বলে মনে করি। আপনিই বরং চাঁদগাজী/ সোনাগাজী/ জেনারেশন-৭১ কে নিয়ে একের পর এক অন্যায় আব্দার করে যাচ্ছেন।
আপনার প্রতি দয়াপরবশ হয়ে ব্লগ মডারেটর এখনও যে আপনাকে ব্লগ নীতিমালার আওতায় আনেননি সেটাই বরং আপনার সৌভাগ্য। তাদের প্রতি সেজন্য আপনার শুকরিয়া আদায় করা উচিত। একইসাথে আপনার উচিত এইসব অন্যায় আব্দার এবং অহেতুক মায়াকান্না বন্ধ করা। দুষ্ট গরুর চেয়ে শুণ্য গোয়াল ভালো - কথাটা নিশ্চয়ই আপনার অজানা থাকার কথা নয়।
ধন্যবাদ।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
কলিমুদ্দি দফাদার বলেছেন: আয়! হায়! দেশে আপায় নাই, ব্লগে গাজী সাব নাই,
অবস্থা একদম অপ্রতিকুলে আপনার রাজীব নুর ভাই!
ব্লগে আইসা হুদায় গালি গাইবেন কি করতে,
তারচেয়ে বরং চলেন গাঁজা চাষ করি!
আপায় টুস করে দেশে ঠুকলে
আবার না হয় ভাষান দিয়েন!
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৫
কামাল১৮ বলেছেন: প্রতিটি কথা যুক্তিদিয়ে লিখেছেন।
গাজী সাহেবের খবর কিছু রাখেন।আপনার সাথে কি যোগাযোগ হয়।
বাঙালির জাতির পিতা শেখ মুজিব।যারা ভাবে তাদের জাতির পিতা জিন্নাহ।তারাতো বেজন্মাই।
জাতির পিতা ধারনা ঠিক না,বিতর্কিত বিষয়।বরং বাঙালি জাতির মহান নেতা শেখ মুজিব।
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৯
মেঘনা বলেছেন: যাদের কথায় যুক্তি নেই তারাই সমালোচনা সহ্য করতে পারে না। আর সমালোচনা সহ্য করতে না পারাটাই ফ্যাসিবাদী মানসিকতা।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৩
সৈয়দ কুতুব বলেছেন: ব্লগ শিক্ষিত মানুষের জন্য। আপনি আমার থেকে ওয়েল এডুকেটেড মানুষ বলে মনে করি। কারণ আপনার লেখায় তা ফুটে উঠে। তবে আপনি যখন ব্লগের শিরোনামে বেজন্মা শব্দ ব্যবহার করেন তখন আমার বস্তির লোকের ভাষা মনে পড়ে। আমির বাড়ির পাশে বস্তি ছিলো সেখানে বেজন্মা, জারজ এসব শব্দ অনেক বেশি শুনতাম। বড়ো হওয়ার পর অর্থ বুঝেছি। আপনার শব্দ চয়নে এমন ভাষা দেখে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম।
সমালোচনা করতে গিয়ে যদি মানব সমাজের অপছন্দীয় ভাষা ব্যবহার করেন তখন ব্লগের বাকি কথা পড়ার রুচি থাকে না।