নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যদি আজ বিকেলের ডাকে তার কোনো চিঠি পাই

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫০



আমি প্রচুর মুভি দেখি। আমার হাতে অনেক সময়।
প্রতিদিন কমপক্ষে চারটা মুভি দেখি। মুভি দেখে-দেখে অভ্যাস হয়ে গেছে খারাপ। কোনোদিন মুভি না দেখা হলে মনে হয়, দিনটাই মাটি গেলো আজ। ফালতু মুভি দেখে আমি সময় অপচয় করি না। আমি পৃথিবীর সেরা মুভি গুলো দেখি। কিছু কিছু মুভি আমার এত ভালো লেগে যায় যে, তিন চারবার করে দেখি। যেমন: The Shawshank Redemption. চমৎকার মুভি। চমৎকার অভিনয়। জেলখানার জীবন। জেল থেকে পালিয়ে যাওয়া। স্ত্রীর বিশ্বাসঘাতকতা। স্বপ্ন এবং সাহস থাকলে অসম্ভব কে সম্ভব করা যায়। মুভিটিত কিছু কিছু দৃশ্য আজও চোখে ভাসে। একটা কারাগারে আমৃত্যু থাকা ভীষণ কষ্টের।

আমার আরেকটা প্রিয় মুভি হচ্ছে, Forrest Gump.
এই মুভি আমি অনেকবার দেখেছি। আরো অনেকবার দেখিব। সহজ সরল ছেলে ফরেস্ট। তার পায়ে সমস্যা আছে। ফরেস্ট একদম জটিলতা কুটিলতা মুক্ত। বাধা বিপত্তি পেরিয়ে সে শুধু সামনে এগিয়ে গেছে। তার এক মেয়ে বন্ধু আছে। সে বলে দৌড় দাও। দৌড় দাও। ফরেস্ট এমন দৌড় দেয়, সবাইকে ছাড়িয়ে যায়। ভাল মানুষেরা বিপদে পড়লেও বিপদ আপনাআপনি কেটে যায়। তার প্রমাণ ফরেস্ট। ফরেস্ট শুধু তার দায়িত্ব পালন করে গেছে। সফলতা নিয়ে কিচ্ছু ভাবেনি। ভিয়েতনামে যুদ্ধে সে অনেক সৈনিক কে বাচিয়েছে। ব্যবসায় সফল হয়েছে। খেলাধুলা করেছে, সেখানে জয়ী হয়েছে। তীব্র ইচ্ছা থাকলে এবং পরিশ্রম করলে সফলতা আসবেই।

গ্রেট চার্লি চ্যাপলিনের মুভি City Light. সাদা কালো মুভি।
অনেক পুরোনো মুভি। সিটি লাইট চার্লি চ্যাপলিনের লেখা। চার্লি অনেক গুলো মুভি করেছেন, কিন্তু সিটি লাইট আমার ভীষণ প্রিয় একটা মুভি। মুভিতে অন্ধ একটা মেয়ে থাকে। সে ভীষণ দরিদ্র। রাস্তায় ফুল বিক্রি করে। দূর থেকে মুগ্ধ হয়ে চার্লি তাকে দেখে। চার্লি কাজকামহীন মানুষ। তার টাকা নেই। একদিন এক লোকের সাথে তার দেখা হয়। লোকটা অনেক ধনী। সে আত্মহত্যা করবে। চার্লি তাকে বলে তুমি কেন মরবে? তাহলে তুমি আগামীকাল সকালটা দেখতে পাবে না। ফুলের সৌরভ পাবে না। পাখির গান শুনতে পাবে না। চার্লি অন্ধ মেয়েটির চোখের অপারেশন করায়। এই মুভির শেষ দৃশ্যে আমার মতো কঠিন হৃদয়ের মানুষের চোখেও পানি চলে আসছে। বুকের মধ্যে হাহাকার করে ওঠে।

একদিন এক বন্ধুর বাসায় গিয়ে দেখি বন্ধু বাসায় নাই।
তার ফিরতে দেরী হবে। আমি একটা মুভি দেখতে শুরু করলাম। মুভির নাম- The God Must Be Crazy. দারুণ হাসির মুভি। তুচ্ছ একটা বিষয় নিয়ে এই সিনেমা। কালাহারি মরুভূমিতে কয়েকটি পরিবার বাস করে। তারা বেশ মিলেমিশে ছিলো। যদিও আধুনিক সভ্যতা থেকে তারা অনেক দূরে। একদিন আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছিলো। প্লেনের পাইলট একটা কোক খেয়ে, কোকের খালি কাচের বোতল নিচে ফেলে দেয়। এই কোকের খালি বোতল থেকে নানান ঘটনা ঘটতে থাকে। এই মুভি দেখে আমি হাসতে হাসতে আমি মাটিতে গড়াগড়ি খেয়েছি। এই মুভিটা আমি মাঝে মাঝে দেখি। মুগ্ধ হই, হাসি। হাসতেই থাকি। এই মুভি আমাকে আরো অনেকবার দেখতে হবে।

কিছু কিছু মুভি আছে, আমি প্রতি বছর একবার করে দেখি।
সেরকম একটা মুভি আছে, Life is beautiful. মুভির প্রথম অর্ধেক বেশ হেসেখেলে পার হয়ে যায়। বাকি অর্ধেক মন খারাপ করে বসে থাকতে হয়। হৃদয়ে রক্তক্ষরন হয়। ভীষণ কষ্ট হয়। চোখ ভিজে যায়। মুভিতে সুন্দর একটা পরিবার থাকে। দুই বন্ধু গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিলো। হঠাৎ তাদের গাড়ি ব্রেকফেল করে। এইভাবে সিনেমা শুরু হয়। অতি অতি চমৎকার মুভি। ভালোবাসার মুভি, যুদ্ধের মুভি, নিষ্ঠুরতার মুভি, বর্বতার মুভি। পুত্রের প্রতি বাবার ভালোবাসার মুভি। এই মুভির নায়িকার নাম ডোরা। নায়ক গুইডোর। মুভিটা দেখার পর মনে হয়, দু:খ কষ্ট আর বঞ্চনায় ভরা পৃথিবীটাকে এত সুন্দর করে বানানোর কি প্রয়োজন ছিলো ঈশ্বরের!

আমার আরো কিছু প্রিয় মুভি আছে। সেগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৪

সৈয়দ কুতুব বলেছেন: আরো মুভির কাহিনী শুনতে চাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: হ্যা অবশ্যই।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৩

আজব লিংকন বলেছেন: The Martian দেখেছেন? আমার অলটাইম ফেভারিট।
মুভি ওয়েব সিরিজ দেখা আমার মুডের উপর নির্ভর করে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: দেখেছি মনে হয়। এনিমেশন মুভি না?

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



খুব ভালো ভালো ছবি! পৃথিবীর ভালো মানুষদের নিয়ে ছবি।

এইসব ছায়াছবি দেখলে সব সময় ভালো হয়ে থাকতে ইচ্ছা করে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: আমি এখানে যে ক'টা মুভির নাম দিয়েছি, আপনি সেগুলো দেখুন। গ্যারান্টি দিচ্ছি সময়ের অপরচ হবে না।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৩

আজব লিংকন বলেছেন: না ভাই...
Mark Watney, an astronaut, strives to survive in Mars when a space mission goes wrong. While he undergoes different challenges, his colleagues in NASA exhaust all options to bring him home.

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: হুম। আসমানে গিয়ে হারিয়ে যায়।
মঙ্গল গ্রহে গিয়ে বেচে থাকার সংগ্রাম।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন: আমি এখানে যে ক'টা মুভির নাম দিয়েছি, আপনি সেগুলো দেখুন। গ্যারান্টি দিচ্ছি সময়ের অপরচ হবে না।
=========

একটা ছাড়া বাকিগুলো দেখেছি।

আপনাকে একটা ছবি রেফার করবো। 'বাইসাইকেল থিফ' দেখবেন, প্লিজ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: ওয়াও। দেখেছেন!!!!!!

বাইসাইকেল থিফ। দেখেছি। এটা তো বিখ্যাত সিনেমা। ভালো মুভি। সাদা কালো মুভি।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নমস্কার দাদা, এ ছবি গুলো কি আপনি দেখেছেন?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: জ্বী দেখেছি।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- City Light ছাড়া বাকি গুলি দেখেছি, সবগুলিই চমৎকার সিনেমা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: সিটি লাইট দেখে ফেলুন। ভালো লাগবে।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৮

নকল কাক বলেছেন: শশাংক রিডেম্পশন একটা সুপার লেভেলের ক্লাসিক মুভি। এই মুভির প্রিয় একটা অংশ এখানে তুলে দিলাম:

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৭

সেজুতি_শিপু বলেছেন: পড়তে শুরু করলাম, দেখি- নতুন কোন ভাল মুভির নাম পাই নাকি। কপাল মন্দ। সবগুলি আমার দেখা। ইয়ে, আমিও মুভিখোর। সেই ৭/৮ বছর বয়স থেকে এই বুড়া ব্য়সের ব্যস্ততায়ও দেখে চলেছি সময় পেলেই।
সৃষ্টিশীল মানুষ কি সুন্দর করে ভাবে-ভাবায়, দেখে- দেখায়, তাইনা?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: দেখা মুভি গুলোই আবার দেখুন।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার সব সিনেমা।
ভিন্ন কিছু সিনেমা আপনার জন্য .....




১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: এই মুভির ঘটনা কি?

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এটি ট্রাইম ট্রাভেল নিয়ে জটিল কিন্তু অতি চমৎকার একটি মুভি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: যেদিন মাথা ঠান্ডা থাকবে সেদিন এই মুভি দেখব। আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.