নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ আমি ইসলামের গুনগান করবো

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৯



আমার নামে বদনাম আছে, আমি নাকি ইসলাম ধর্ম নিয়ে ভুলভাল লিখি।
এতে অনেকে মহা ক্ষেপে গেছে। এতই ক্ষেপেছে যে তারা আমাকে গালমন্দ করেছে। অথচ আমি মুসলমান। আমার সকাল শুরু হয় আল্লাহকে স্মরণ করে। এরপর আমি ইউটিউবে সূরা শুনি। একজন হুজুর চমৎকার কন্ঠে সূরা পাঠ করেন। তারপর বাংলায় অনুবাদ। আমার ভালো লাগে। রাতে বিছানায় ঘুমানোর আগে আমি আল্লাহকে স্মরণ করে ঘুমাই। সারাদিনে অসংখ্য বার আমি আল্লাহকে স্মরণ করি। যাইহোক, আমার ধর্ম আমার কাছে। কে কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। আমার জীবন সুন্দর। জটিলতা কুটিলতা মুক্ত। তবে আজ আমি ইসলামের গুনগান করবো। তাতে যদি দোষ কিছুটা কাটা যায়।

ইসলাম একটা ভালো ধর্ম।
পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে ইসলাম'ই সেরা ধর্ম। ইসলাম মানুষকে সহজ সরল সুন্দর পথ দেখিয়েছে। অমানুষ থেকে মানুষকে 'মানুষ' করেছে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। আমাদের বেচে থাকার জন্য যা যা প্রয়োজন আল্লাহপাক সবই দিয়েছেন। পৃথিবীতে আমরা কিভাবে থাকবো সেটাও আল্লহ কোরআনে বলে দিয়েছেন। কোরআন এবং হাদিস ছাড়া আমরা অসহায়। এই দুই গ্রন্থ আমাদের আকড়ে ধরতে হবে। আমাদের জন্য আল্লাহপাকের শ্রেষ্ঠ উপহার হচ্ছে নবীজি। দুনিয়ায় আমরা কিভাবে বসবাস করবো, তা নবীজি আমাদের শিখিয়ে দিয়েছেন। আল্লাহর সহজ হিসাব দুনিয়াতে কোরআন হাদিস অনুসরণ না করলে পরকালে কঠিন শাস্তি দেওয়া হবে।

ইহকাল কিছুই না। পরকাল হলো অনন্ত।
পরকালে আমরা যেন ভালো থাকি, তার জন্য কি করতে হবে সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এমনকি নবীজিও বলেছেন। কোরআন আর নবীজির জীবনী ফলো করলে আমরা পরকালে শান্তিতে কাটাতে পারবো। ইসলাম আছে বলেই জীবন এত সুন্দর। যখন ইসলাম ধর্ম ছিলো না, তখন গজব অবস্থা ছিলো। মেয়েদের বাজারে কেনাবেচা হতো, নারীদের কোনো সম্মান ছিলো না। নারী ছিলো দাসী রুপে। বিশ্ব নবী এসে অন্ধকার যুগকে দূর করে দিলেন। স্কুল কলেজে শিক্ষা ইহকালের জন্য। আর মাদ্রাসার শিক্ষা ইহকাল পরকাল দুই জাহানের জন্য। এজন্য অনেক খুজে আমি আমার কন্যাকে এমন এক স্কুলে ভরতি করিয়েছি, যেখানে সবার আগে 'আল্লাহ'র নাম শিখিয়েছে। ক্লাস শুরু করার আগে রাব্বি জিতনে ইলমা শেখানো হয়। অলরেডি আমার কন্যা ঘুমানোর দোয়া শিখে ফেলেছে। এমনকি রমজানকে রমাদান বলতে শিখে গেছে। এই স্কুলে সমস্যা হলো অনেক টাকা বেতন। পাচ হাজার নিলেও চলতো। দশ হাজার টাকারও বেশি। বেতন ছাড়াও অন্যান্য খরচ তো আছেই।

ইসলামে খারাপ কিছু নেই। আর কয়েকদিন পর রোজা।
রোজা অনেক আনন্দের ব্যাপার। পরিবারের সবাই ভোরবেলা ঘুম থেকে উঠে একসাথে সেহেরি খেতে বসা। ফযরের নামাজ পড়ে ঘুমাতে যাওয়া। আবার সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে ইফতারি খেতে বসা। রোজা রাখলে আল্লাহ খুশি হোন। মসজিদে গিয়ে তারাবীর নামাজ পড়া। নামাজের চেয়ে সুন্দর দুনিয়াতে আর কিছু নেই। মসজিদে আযান হলেই ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ আদায় করতে মসজিদে ছুটেন। দুই একদিনের মধ্যেই আমি রোজার বাজারটা সেরে ফেলব। ইফতারির সময় টেবিল ভর্তি নানান রকম খাবার না থাকলে আমার ভালো লাগে না। সুরভি ডিমের চপটা দারুণ বানায়। আমি কসম খেয়ে বলতে পারি এই শহরে সুরভির মতো করে ডিম চপ আর কেউ বানাতে পারে না। একমাস পর আসবে ইদ। আহা। ইদের দিন আমাদের বাসায় রান্না করবে ভাবী। গত পনের বছর ধরে তাই হচ্ছে। ভাবীর রান্না ভালো।

ইসলাম ধর্মটা অন্য সব ধর্ম থেকে আলাদা।
কারো সাথে দেখা হলে আমরা হাই বা হ্যালো বলি না। বলি আসসালামু আলাইকুম। অর্থাৎ আপনার উপর শান্তি বরশিত হোক। কি সুন্দর কথা। আযানের সুর কত মধুর। আযানের কথা গুলো কত সুন্দর। রবীন্দ্রনাথ মনে হয় আমাদের আযানের কথা গুলো চুরী করেই গান লিখেছেন- 'এসো এসো আমার ঘরে এসো'। যাইহোক, আমি মুসলিম এজন্য আমি গর্বিত। জন্মের পরই আমার বাবা আমার কানে আযান দিয়েছেন। আযানের সুর অতি শ্রুতি মধুর। আল্লাহ অল্পতেই খুশি হোন। নামাজ পড়লেই আল্লাহ খুশি হোন। সত্য কথা বললেই আল্লাহ খুশি হোন। মানুষের উপকার করলেই আল্লহ খুশি হোন। আর আল্লাহ খুশি হলেই বেহেশত নিশ্চিত। আমাকে বেহেশত পেতেই হবে। জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। ইচ্ছা আছে, খুব শ্রীঘই হজ্বটা সেরে ফেলিব। আল্লাহ গো হজ্ব না করিয়ে আমার মৃত্যু দিও না। আমি গোনাগার পাপী বান্দা। সারা জীবন দোষ করেছি। আমাকে ক্ষমা করো। হজ্ব করার তৌফিক দিও। হজ্বে আমি একা যাবো না। বউ বাচ্চা নিয়েই যাবো। ইনশাআল্লাহ।

সেই আদম (আ) থেকে শেষ নবীজি পর্যন্ত-
আল্লাহ আমাদের ধর্ম অর্থাৎ ইসলামের ছায়াতলে থাকার পথ দেখিয়েছেন সমগ্র মানব জাতিকে। সব ধর্মকে পেছনে ফেলে ইসলাম ধর্ম এগিয়ে যাচ্ছে। কারন ইসলামের শিক্ষা ও আর্দশে কোনো ভুল নেই। জর্জ বানার্ড শ বলেছেন, যতদিন যাবে বিশ্বের মানুষজন ইসলামের পথে যাবে। আমি জানি, আল্লাহকে পেতে হলে আগে নবীজিকে পেতে হবে। এজন্য আমি নবীজির বানী, সমস্ত হাদিস, বিদায়ী হজ্বের ভাষন সমস্ত কিছু হৃদয়ে ধারণ করেছি। আমার কাছে সবার আগে আমার নবীজি। তারপর স্ত্রী, কন্যা, বাবা— মা, ভাইবোন। আমি খুব শ্রীঘই কামকাজ বাদ দিয়ে সারাদিন মসজিদে বসে থাকব। আমার হাতে থাকবে তজবি। বাসায় থাকব না, মসজিদেই থাকব। ইবাদত-বন্দেগি করবো। কপালে স্থায়ী কালো দাগ বসিয়ে ফেলিব। কোরআন তেলোয়াত করবো। আল্লাহর কাছে প্রার্থনা করবো। কবরের আযাব থেকে মুক্তি চাইবো। বেহেশত চাইবো। আল্লাহ নিশ্চয়ই আমার নেক ইচ্ছে গুলো পূরণ করবেন। কারণ তিনি অর্ন্তজামি। আমার মনের সব খবরই তার জানা।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার মনে হয় আপনি কোন একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী, সমস্যা ছাড়া মানুষ আছে।
পুরো বাংলাদেশ হচ্ছে সমস্যার দেশ। দরিদ্র দেশের জনগন। সমস্যা তো আছেই। আজকের সমস্যার কথা বলি- বাসায় ফেরার পথে তেল কিনতে হবে। এদিকে দেশে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। মেয়ের জন্য আপেল কিনতে হবে। মা অসুস্থ। মা খুব শ্রীঘই দেশের বাইরে যাবে চিকিৎসার জন্য। এখনও ভিসা হয় নি, বাসায় ফিল্টার মেশিনটায় সমস্যা। হারামজাদাকে ফোন দিয়েছি, আসবে বলছে, এখনও আসে নাই। হাতের নখ বড় হয়ে গেছে কাটাতে হবে। আমি পুরো সমস্যায় জর্জরিত।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: চাচা আপনি মিসির আলী নন।
আপনি অতি সাধারন একজন মানুষ। আমি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি না। স্ত্রী কন্যা, ভাই বোন আত্মীয়স্বজন নিয়ে ভালো আছি। আনন্দে আছি। আমি অন্যের সমস্যার সমাধান করি। অন্যের সমস্যা নিয়ে চিন্তা করি।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৩

সৈয়দ কুতুব বলেছেন: আজকে আবার লাইক দিয়ে দিয়েছি।

আপনার সকল সমস্যার সমাধানের জন্য তাহাজ্জুদ এর নামাজ পড়েন। ফরজ গুলো তো অবশ্যই পড়বেন। আল্লাহ আপনার যাবতীয় বালা মুসিবত দূর করে দিক। আমীন।।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: লাইক/ কমেন্ট এগুলো কোনো বিষয় না আমার কাছে।

আন্তরিকতা ভালোবাসার চাইতেও লাইক কমেন্ট বড় না।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: বালা মুসিবত দেয় কে? আল্লাহ।
বালা মুসিবত দূর করবেন কে? আল্লাহ।
অর্থ্যাত কাটাকাটি করে সমান সমান।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪২

নতুন বলেছেন: রানুভাই আপনি সুখী মানুষ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: তা বলা যেতে পারে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: আমি কোনো অন্যায় কাজ করি না।
সহজ সরল জীবন যাপন করি।
অন্যের ক্ষতি করি না। কোনো মন্দ কাজের মধ্যে আমি নাই।
তাই আমি ভালো আছি, সুখে আছি।

ক্লিয়ার?

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনার জন্য রয়েছে ৭২ হুর যাদের রয়েছে উন্নত বক্ষ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: হুর আমি চাই না।
আমি চাই অনেক অনেক বই। একটা ল্যারেটরী চাই। একটা বাগান, সেই বাগানে আমি নিজের ইচ্ছে মতো গাছপালা লাগাবো। একটা বিশাল পাহাড় এবং একটা সমুদ্র। সমুদ্রে বোট থাকবে। কয়েকজন হেল্পিং হেন্ড থাকবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: বড় ভাই আপনি ঢাকায় থাকলে আজ আপনার নতুন গাড়ি করে কক্সবাজার যেতাম। অনেকদিন সমুদ্র দেখি না।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৭

নতুন নকিব বলেছেন:



ইসলাম ধর্ম মোটেই এমন কোনো খেল তামাশার বিষয় নয় যে, একদিন কেউ একজন মনের মাধুরি মিশিয়ে ইসলামের গুনগান করলেন তো পরের দিন আবার ইসলাম ধর্মের নামে যাচ্ছেতাই মিথ্যাচার করে বেড়াবেন। এটা স্পষ্টতঃ অসুস্থ মানসিকতার লক্ষন।

আপনি আর যা ইচ্ছে লিখুন, মেহেরবানি করে কারও বিশ্বাস-অনুভূতিতে আঘাত করে - ধর্মীয় বিষয়ে রেফারেন্স/ তথ্যসূত্র বিহীন অগ্রহণযোগ্য এমন কোনো কিছু লেখা থেকে বিরত থাকুন। এটা আপনার প্রতি আমার বিনীত অনুরোধ।

আপনি যদি প্রয়োজন বোধ করেন, একজন মনরোগ বিশেষজ্ঞ/ উপযুক্ত ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন। আপনার কল্যান কামনা করছি।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: ইসলাম নিয়ে পজেটিভ লেখা লিখলে সমস্যা, নেগেটিভ লিখলেও সমস্যা!!
আরেহ ভাই আমি যাবো কোথায়?

আমি তো আপনাদের ইচ্ছায় লিখতে পারবো না। আমি লিখব আমার খেয়াল খুশি মতো। সামু বলেছে, ভাষা হোক উন্মুক্ত। আমাকে আমার ভাষায় লিখতে দেন। অযথা ফালতু জ্ঞান দেবেন না। প্লীজ। ফর গড সেক।

মনরোগ বিশেষজ্ঞ আপনারা দেখান। আপনারা জটিল রোগে আক্রান্ত।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: বৌদ্ধ ধর্মের ইতিহাস কি আপনি জানেন? তাদের ধর্মীয় গ্রন্থটা কি আপনি পরেছেন? বাইবেল কি পড়েছেন? আমি পড়েছি।
যাইহোক, অযথা তর্ক করবো না। আপনি মুরুব্বী মানুষ, তাই চেষ্টা করবো আপনার কথা পালন করিতে।

জাযাকাল্লাহ খাইরান।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫২

সাইফুলসাইফসাই বলেছেন: ইসলাম মানব জাতির কল্যাণের জন্য। পৃথিবীতে এত এত জটিল জীব, বস্ত সৃষ্টি করা রয়েছে আর একটি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সৃষ্টি করতে পারবে না রব! এটা বিশ্বাস হয়? কোরআন মানব জাতির জন্য। আসুন্ কোরআনের ভাষা ভালো ভাবে বুঝার চেষ্টা করি। নবীজি তার যুগে, সমাজের মানুষের কল্যাণের জন্যই কাজ করেছেন। পৃথিবীতে আগামীতে আরো অজস্র মানুষ আসবে কেউ ইসলাম গ্রহণ করবে আবার কেউ করবে না!

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৪

আরোগ্য বলেছেন: আল্লাহ আপনাকে সার্বিক সুস্থতা দান করুন। আমীন!!! :)

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৩

মেঘনা বলেছেন: ইসলাম ধর্মের সবচেয়ে বড় সমস্যা - এরা স্বৈরাচারে বিশ্বাসী, ইসলাম বলে হজরত মহম্মদ শেষ নবী, এর পর আর কোনো নবী আসবেনা -মানব জাতির জন্য এটাই সমস্যা।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৯

কু-ক-রা বলেছেন: ইহা (এই লেখা) উহার (রাজীব নূরের) ভন্ডামি না মনের কথা তাহা ভবিষ্যতে বুঝা যাইবে।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪

নজসু বলেছেন:



প্রিয় ভাই, মনে হচ্ছে পাঠকদের বিভ্রান্ত করছেন ।
ঠাট্টা নাকি সত্যিই আপনি মন থেকে এসব স্বীকার করেন?
আপনার ভবিষ্যত পোষ্ট কেমন হবে দেখার অপেক্ষায় রইলাম।
আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো থাকবেন।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৮

কামাল১৮ বলেছেন: ইসলামে ভালো মন্দ দুটিই আছে। আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দেয়ার কথাও আছে আবার জিহাদের কথাও আছে।যে যেটা পছন্দ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.