নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

৫ই আগস্ট আওয়ামীলীগের পতনে বিএনপি কি কোন ধরনের শিক্ষা গ্রহণ করেছে?

০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:৪১



কুকুরের লেজ কখনো সোজা হয় না।
ক্ষমতায় যারা থাকে তারা মনে করে দেশটা তাদের। যা মন চায় তা-ই করে। জনগণের কথা ভাবে না। আমরা সবাই জানি অন্যায় করলে শাস্তি পেতে হবে, তবু লোকজন অন্যায় করা থেকে কি বিরত থাকে? মূলত আমাদের দেশের মানুষ গুলি দু:খী। ভাতে দু:খী, কাপড়ে দুখী, প্রেম ভালোবাসায় দু:খী, স্বামী দিয়ে স্ত্রী দু:খী, স্ত্রী দিয়ে স্বামী দু:খী, সন্তান দিয়ে বাবা মা দু:খী। আমাদের দেশের মানুষ গুলো ভালো নেই। সরকার তাদের ভালো রাখতে পারে নাই। নানান রকম দু:খ কষ্টে মানুষ গুলো ইতর হয়ে গেছে। এখন কারো মধ্যে মায়া দয়া নেই। ভালোবাসা নেই। কেমন একটা অস্থিরতা। বিশেষ করে রাস্তায় বের হলেই মানুষ গুলো বদলে যায়। এখন তো আওয়ামী লীগ নেই, তবু্ও তো চাঁদাবাজি হচ্ছে।

দেশ স্বাধীন হয়ে গেছে ৫৪ বছর হয়ে গেছে।
স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় থেকেছে তারাই ইচ্ছে মতো দূর্নীতি করেছে। লুটপাট করেছে। দূর্নীতি করে নাই শুধু শেখ মুজিব আর জিয়া। তবে জিয়া অনেক অন্যায় করেছে। অনেক দেশ প্রেমিক মানুষকে ফাসিতে ঝুলিয়েছে। রাজাকারকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে এনেছে। শেখ মুজিব, জিয়া, ভাসানী, তাজ উদ্দদীন ছাড়া সব শালা দূর্নীতিবাজ। আজকাল মানুষ রাজনীতি করেই দূর্নীতি করার জন্য। ক্ষমতার জন্য। শেখ হাসিনা তার অন্যায়ের শাস্তি অলরেডি পেয়ে গেছেন। খালেদা জিয়াও তার অপরাধের শাস্তি পেয়ে গেছেন। আসলে অন্যায় করলে শাস্তি পেতে হবেই। প্রকৃতি কাউকে ক্ষমা করে না। আমি বলব যারা দেশের উন্নয়ন করে তারাই ভালো মানুষ। একজন অন্ধ ব্যাক্তি 'লাঠি' দিয়ে পথ চলেন। অন্ধের সেই লাঠি দিয়ে মানুষ পিটিয়ে মেরে ফেলা যায়।

বিনা দ্বিধায় বলা যায়, আওয়ামী লীগের করুন পরিনতি দেখে বিএনপি কোনো শিক্ষা নেবে না।
নো নেভার। ক্ষুধার্ত মানুষ যেমন খাদ্যের জন্য হাহাকার করে। বিএনপির এখন সেই অবস্থা। ১৬ বছর তারা ক্ষমতার বাইরে। তারা ক্ষুধার্ত। ক্ষমতায় এসেই তারা লুটপাট শুরু করবে। অলরেডি তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে। বাংলাদেশের সংস্কৃতি এটাই যারা ক্ষমতায় থাকবে লুটপাট করবে। করবেই। আওয়ামী লীগ লুটপাট করলেও, দেশের কিছু উন্নয়ন করেছে। কিন্তু বিএনপি শুধু লুটপাট করবে, দেশের উন্নয়ন করবে না। আসলে দেশের উন্নয়ন কিভাবে করতে হয় বিএনপি জানে না। দূরদর্শী হতে হয় রাজনীতিবিদদের। জ্ঞান, শিক্ষা, সততা আর ব্যাক্তিত্ব থাকতে হয়। মাহাথিরের মতো কোনো নেতা আমাদের নেই। ট্রাম্প পাগল হোক, কিন্তু সে যা করবে তার দেশের ভালোর জন্যই করবে।

বিএনপি যখন ক্ষমতায় ছিলো তারা কি দূর্নীতি করে নাই।
প্রচুর দূর্নীতি করেছে। এক দূর্নীতিবাজকে আমি চিনি সে এখন দুবাইয়ের বড় বিজনেস ম্যান। বিএনপির আমলে দেশ তো বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আওয়ামী লীগও দূর্নীতি করেছে। কিন্তু কৌশলে। শেখ হাসিনা একবার দূর্নীতিবাজদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছিলেন। দুই একজন গ্রেফতার করেই সেটা বন্ধ হয়ে যায়। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দূর্নীতি আর লুটপাটে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে- এই আমি বলে রাখলাম। হাসিনা তো মেট্রোরেল, পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদি অনেক কিছুই করেছে, বিএনপি হাসিনার উন্নয়নের ধারে কাছেও যেতে পারবে না। তবে দেশ অনেক নব্য ধনী পাবে। সব সরকারের আমলেই জাতি কিছু নব্য ধনী পায়।

মূলত আমরা জনগণ কি চাই?
আমরা চাই সুস্থ ও সুন্দর ভাবে জীবন যাপন করতে, খেয়েপরে বেচে থাকতে। আমরা চাই চাকরি। আমরা চাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক, আমরা চাই সরকার যেন সৎ হয়, নিরপেক্ষ হয়। সরকার যেন লোভ লালসা অন্যায় দূর্নীতি বাদ দিয়ে দেশের জন্য কাজ করে। আমরা চাই চিকিৎসা। শিক্ষা। নিরাপদ খাদ্য। জ্যাম মুক্ত রাস্তাঘাট। চুরি ছিনতাই মুক্ত শহর। ধর্ষণ যেন না হয়, খুন যেন না হয়, জামাত শিবির যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পাতে। হাসিনা বিএনপির পতন ঘটাতে পারেনি। কিন্তু জামাত কৌশলে হাসিনার পতন ঘটিয়ে দিয়েছে। জামাতের লোক সব জায়গায় আছে। সেনাবাহিনীতে আছে, বিভিন্ন মন্ত্রনালয়ে আছে। বিশ্ববিদ্যালয়ে আছে, বড় বড় প্রতিষ্ঠানে আছে। দেশের বাইরেও আছে। পাকিস্তান হচ্ছে আমাদের দেশের জামাতের সবচেয়ে বড় বন্ধু। আগামী নির্বাচনে বিএনপি আসুক কিন্তু জামাত যেন না আসে। জামাত ক্ষমতায় এলে এই দেশকে ধ্বংস করে দিবে।

রাজনীতি মানুষ কেন করে?
দূর্নীতি করার জন্য, বিরোধী দলকে চাপে রাখার জন্য, ক্ষমতার জন্য? লুটপাট করার জন্য? রাজনীতি মানুষ করে দেশ ও মানুষের কল্যাণের জন্য। সত্যিকার অর্থে দেশের ভালো করার জন্য রাজনীতিতে নামার দরকার নাই। তীব্র ইচ্ছা থাকলে রাজনীতি না করেও মানুষের জন্য কাজ করা যায়। ৭১ এ এই দেশ স্বাধীন করেছে, সাধারণ খেটে খাওয়া মানুষ। কৃষক, ছাত্র- শিক্ষক, দিনমজুর, শ্রমিক ইত্যাদি শ্রেনী পেশার মানুষ। আমাদের দেশে যুদ্ধ হয়েছে ৯/১০ মাস কিন্তু আমেরিকার সাথে ভিয়েতনামের যুদ্ধ হয়েছে প্রায় পাচ বছর। আজকে ভিয়েতনাম অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু আমরা পিছিয়ে আছি। এখন আমাদের দেশের লোকজন ভিয়েতনাম ভ্রমণে যায়। সেই দেশ দেখে মুগ্ধ হয়। আমাদের দেশে কেউ আসে না। আমাদের দেশ দেখে কেউ মুগ্ধ হয় না। এই ব্যর্থতা সরকারের।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১১:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সংসদীয় গণতন্ত্রে সরকারের পতন হয় সংসদে আস্থাভোটে হারলে।
বাংলাদেশের সংসদে কি কোন আস্থা ভোট হয়েছিল?

একদল উচ্ছৃঙ্খল লোক বিদেশী টাকা খেয়ে দানবীয় ও নারকীয় ধবংসযজ্ঞের মাধ্যমে প্রধানন্ত্রীকে বিদেশে পাঠাতে পেরেছে।
তিনি এখনো পদত্যাগ করেননি।

এখনা যারা ক্ষমতায় তারা লোক কেমন?

০৪ ঠা মার্চ, ২০২৫ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: তারা অযোগ্য অদক্ষ।

২| ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১১:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বাংলাদেশের সংবিধান অনুসারে,

সংসদ বিলুপ্ত হবার ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে।
কত দিন হৈয়াছে বলেন?

২৯ মিলিয়ন ডলারের ঘটনা তো সবাই জানে।

৩| ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১১:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনি কি ডাস্টবিন সফিককে চিনেন?
তিনায় লোক কেমন?

৪| ০৩ রা মার্চ, ২০২৫ দুপুর ১২:৩৩

ইফতেখার ভূইয়া বলেছেন: এদের দিয়ে ভালো কিছু আশা করা অসম্ভব।

৫| ০৩ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:০৩

ধুলোপরা চিঠি বলেছেন:



যারা বিএনপি করে, তাদের বিশ্বাস: শেখকে হত্যা করার দরকার ছিলো ও শেখকে হত্যা করা সঠিক ছিলো।

৬| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ৯:২৪

কামাল১৮ বলেছেন: হত্যার রাজনীতি বন্ধ হওয়া দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.