নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ফাস্ট রামাদান ডান। আলহামদুলিল্লাহ এভ্রিথিং।

০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১২:০১



আজ তৃতীয় রামাদান।
ওস্তাদ যে বলেছেন, রমজান মাস ডাকাতদের ব্যবসা করার মাস। কথাটা একদম সঠিক। প্রতি বছররের মতো এবারও জিনিসপত্রের দাম বেড়েছে। প্রতিটা জিনিসের দাম বেড়েছে। জিনিসপত্রের দাম আরো বাড়বে, এটা নিয়ে আমি চিন্তিত নই। আমি যতটুকু খাওয়ার ততটুকু খাবোই। যাইহোক, আমি সারা জীবন সিয়াম সাধনার মাসকে, রোজার মাসকে- 'রমজান' বলেছি। আমার কন্যা ফারাজা তার স্কুল থেকে 'রমাদান' শব্দটা শিখেছে। সত্যি কথা বলি- তার মুখে 'রামাদান' শব্দ শুনতে আমার ভালো লাগছে। স্কুল থেকে রামাদান সম্পর্কে সে অনেক কিছু শিখেছে। আমার কেন রোজা রাখতে হবে এবং তার কেন রোজা রাখতে হবে না- সে বিষয়ে সে আমাকে বুঝিয়ে বলেছে। আপাতত কন্যার স্কুল বন্ধ। ইদের পর স্কুল খুলবে।

আমাদের বাসায় নিয়ম করা হয়েছে-
বাইরে থেকে ইফতারি কেনা নিষেধ। সব, সব ঘরে বানানো হবে। হালিম, কাবাব, দইবড়া, গ্রীল চিকেন সব ঘরে বানানো হচ্ছে। পারলে বাসার লোকজন তরমুজ, খেজুর, আপেল ঘরে তৈরি করবে এমন অবস্থা। আমাদের একান্নবর্তী পরিবার। এর মধ্যে বাসায় কমপক্ষে দুজন বাইরের মানুষ থাকেই। গেস্ট দুইজন গেলে আরো দুইজন এসে হাজির হন। কাজের মানুষ আছে চারজন। চারজনের মধ্যে দুইজন আমাদের সাথেই থাকে। যাইহোক, প্রথম রোজা ভালো ভাবেই কেটেছে। তবে তরমুজটা ভালো হয়নি। আমরা সবাই ইফতারি করছিলাম, তখন আমার ভাইয়ের ছেলে, দেড় বছর বয়স সে খেজুর খেতে গিয়ে খেজুরের বিচি খেয়ে ফেলেছে, তারপর বমি করেছে।

সেদিন আমি একটা অন্যায় করেছি।
আমি টিভির রিমোট টা আছাড় দিয়ে ভেঙ্গে ফেলেছি। ভাঙ্গাভাঙ্গির স্বভাব আমার কোনো কালেই ছিলো না। ঘটনা হয়েছে, বাসায় ফিরেছি। দেখি ফারাজা টিভি দেখছে। ফারাজা যতক্ষন টিভি দেখে ততক্ষন রিমোট তার হাতেই রাখে। যেন কেউ টিভির চ্যানেল বদলে দিতে না পারে। আমি ফ্রেশ হয়ে ফারাজার পাশে বসলাম। বললাম, রিমোট দাও আমি নিউজ দেখবো। ফারাজা রিমোট দিবে না। আবার বললাম, অনেকক্ষন ধরে তুমি টিভি দেখছো। এখন রিমোট আমাকে দাও। ফারাজা রিমোট দিবে না। এমন রাগ লাগলো। রিমোট টা আছাড় দিয়ে ভেঙ্গে ফেললাম। আমার এমন আচরন দেখে- ফারাজা হতবাক! সুরভিও হতবাক!

আমি নিজেও অবাক! রিমোট ভেঙ্গে ফেললাম!
রিমোট ভেঙ্গে ফেলার মতো কিছু হয় নাই। নিজের উপর নিজের প্রচণ্ড রাগ হলো। ফারাজা কান্না করছে। তার মাকে জড়িয়ে ধরে বলছে, বাবা এমন করলো কেন? রিমোট ভাঙ্গলো কেন? আমার উচিৎ মেয়েকেটা জড়িয়ে ধরা, তাকে স্যরি বলা। কিন্তু আমি সেটা না করে বিছানায় শুয়ে পড়লাম। পাশের ঘর থেকে আমি ফারাজার কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আমার ভীষন কষ্ট হচ্ছে। আমার এমন আচরনে সুরভি মর্মাহত। রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছি। সুরভি বেশ কয়েকবার ডাক দিলো। আমি আবারও রাগ তেজ দেখালাম। সেদিন রাতে আমি না খেয়ে ঘুমালাম। সুরভিও, এমনকি ফারাজাও। অত্যন্ত দুঃখজনক।

পরের দিন ভোরে আমি বাসা থেকে বের হই।
তখন সুরভি, ফারাজা দুজনেই গভীর ঘুমে। আসলে আমার মধ্যে অপরাধ বোধ হচ্ছিলো তীব্র। সারাদিন বাসায় ফোন করলাম না। সুরভি কয়েকবার ফোন করলো। আমি ফোন ধরলাম না। একসময় ব্যস্ততায় রিমোট ভাঙ্গার কথা ভুলেই গেলাম। রাতে বাসায় ঢুকার আগে মনে পড়লো, টিভির রিমোট ভেঙ্গেছি। মেয়ে কান্না করেছে, আমরা সবাই না খেয়ে ঘুমিয়েছি। রাত তখন নয়টা। আমি বাসায় না গিয়ে দোকানে গেলাম। একটা রিমোট কিনলাম। আসল রিমোট তো আর পাওয়া যাবে না। দুটা ব্যাটারী কিনলাম। ফারাজা আইসক্রিম পছন্দ করে। তার জন্য আইসক্রিম কিনলাম। রাতে সুরভি কি রান্না করেছে জানি না, আমি তিন প্যাকেট খাবার কিনে নিলাম।

কন্যাকে 'স্যরি' বললাম।
নতুন রিমোট তার হাতে তুলে দিলাম। আইসক্রিম পেয়ে তো কন্যা মহাখুশি। কন্যা আমাকে জড়িয়ে ধরে বলল- বাবা তোমাকে অনেক ভালোবাসি। সুরভি বলল, বাইরে থেকে যখন খাবার আনলে তাহলে আমাকে আগেই বলতে, আমি রান্না করতাম না। রাতে তিনজন একসাথে খেতে বসলাম। টিভির রিমোট ফারাজার হাতে। টিভিতে ইউটিউব চ্যানেল Nastya চলছে। আমার কন্যার প্রিয় চ্যানেল। আগে সে ডায়না এন্ড রোমা দেখতো। এখন দেখে Nastya। Nastya একটা মেয়ের নাম। সে সারা দিন যা যা করে সেটা নিয়েই ব্লগ। আজকে Nastya তার বাবা মায়ের সাথে যাদুঘরে গেছে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১২:১৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনার পরিবারের জন্য শুভকামনা।

০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১২:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: রমজান এলেই আমরা হরেক রকম হয়ে যাই
তারপর কত আত্মসংযম যেনো রঙিন আকাশ
মাটির গায়ে দুর্ঘটনা রঙ্গ বাস তবু নাকি সত্য
তাই তো দেখচ্ছি কিন্তু আত্মসংযমটা আর দিন
বুঝে উঠা হলো না কোন রমজান কিংবা নামাজ
এভাবেই আমরা হরেক রকম কেনা বেচা খুলা
মেলা পরিবেশ তৈরি করতে করতে আধুনিক
হয়ে যাচ্ছি কিন্তু কথার কথা ওখানে পরে থাক
জীবনের সমস্ত সময়ের দন্দ প্রণয় আত্মসংযম।

০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১২:২৮

আবু ছােলহ বলেছেন:



ওস্তাদ বলেছেন বলেই কি রমজানে জিনিষপত্রের দাম বেড়েছে?

আছার দিয়ে রিমোট ভেঙ্গে ফেলা আপনার উচিত হয়নি।

ইফতার তো মাশাল্লাহ বেশ ভালোই আয়োজন করেছেন। অবশ্য আপনি প্রতি বছরই ইফতারিতে ব্যাপক আয়োজন করে থাকেন। আসলে রমজান তো খাওয়াদাওয়ার মাস নয়। মূল বিষয় তো রমজানের রোজা পালন করা। রমজান মাসের ফরজ আমল এটাই। এই ফরজ আমল কত দূর করতে পারছেন, রোজা ঠিকমত রাখতে পারছেন কি না, তা তো বললেন না।

০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: রমজান মাসটা আমি অনেক পছন্দ করি।
সন্ধ্যায় পুরো পরিবার একসাথে খেতে বসা বিরাট ব্যাপার।
আর রোজা রেখেছি কিনা সেটা অন্য আলাপ বা ব্যক্তিগত বিষয়।

৪| ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১২:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
গতবার আপনার মাথায় 'সেইরকম' একটা নামাজ পড়ার টুপি ছিল। এইবার নাই।

০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: টুপি পরতে ভুলে গেছি। হায় হায়।
এই বছর রোজার শুরুতে একটা নামাজের টুপি উপহার পেয়েছি। সেই টুপি পরিয়া আবার একখানা ছবি দিবো ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.