নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ কি এখন সঠিক পথে চলছে নাকি ভূল?

০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৪১



শেখ হাসিনা দেশে নেই।
একসময় সবাই ধরে নিয়েছিলো আমৃত্যু হাসিনা ক্ষমতায় থাকবেন। কিন্তু কি থেকে কি হয়ে গেলো! এরকমটা হবে, হতে পারে- কেউ ভাবে নাই। গত পনের বছরে বিএনপি আওয়ামিলীগ কে সরানোর জন্য অনেক রকম করে, অনেক বার চেস্টা করে ব্যর্থ হয়েছে। শেষমেশ তারা আশাই ছেড়ে দিয়েছে। এক কথায় বলা যায়, আওয়ামী লীগ বিএনপির কোমর ভেঙে দিয়েছিল। যদি আর ৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে বিএনপির নাম চিহ্ন চিরতরে মুছে যেতো। গত সাত মাসে বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। এজন্য দায়ী ইউনূস গং এবং বাংলাদেশ সেনাবাহিনী। হাসিনা না থাকাতে জামাত শিবির গর্ত থেকে বের হয়েছে এবং ঘেউ ঘেউ করেই যাচ্ছে।

হাসিনা নাই, তবু বাংলাদেশ সঠিক পথে নাই।
বরং বিনা দ্বিধায় বলা যায়, হাসিনার আমলের চেয়ে বাংলাদেশ এখন খারাপ অবস্থায় আছে। পুরো দেশ এখন বিশৃংখলায় ভরা। সারা দেশে চুরী ছিনতাই ডাকাতি, ধর্ষণ, খুন, এবং প্রতারণা কয়েক গুন বেড়েছে। চোর ছিনতাইকারীর চেয়ে বেশি ভয়ংকর মৌলবাদীরা। আরো সহজ করে বললে বলতে হবে জামাত শিবিরের কথা। ওদের দেখে মনে হচ্ছে দেশটা ওদের। ওরাই ৭১ এ যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে। এই দেশ ওদের। ওদের কথায় আমাদের উঠতে হবে, বসতে হবে। মূলত ৭৫ শেখ মুজিবের হত্যার মধ্যে দিয়ে জাতির কপাল পুড়েছে। শেখ মুজিব, তাজ উদ্দীন, ভাসানী, শেরে বাংলা এরা ছিলেন খাটি মানুষ, জ্ঞানী মানুষ। এরপর যারা ক্ষমতায় এসেছেন, শুধু লুটপাট করে গেছেন।

আওয়ামী লীগের লোকজন সাধারণ মানুষকে জুলুম অত্যাচার করেছে।
ছাত্রলীগ অতি মাত্রায় বাড়াবাড়ি করেছে। শেখ হাসিনা তাদের থামান নাই। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। দিনে দুপুরে বিশ্বজিৎ কে কুপিয়ে মারা হয়েছিল। সেদিনই হাসিনার উচিৎ ছিলো ছাত্রলীগকে অফ করে দেওয়া। কিন্তু তা তিনি করেননি। শেখ হাসিনার পতনের কারন হচ্ছে, আমেরিকান দূতাবাস, আমাদের দেশের সেনাবাহিনী এবং জামাত শিবিরের কারনে। জটিল কুটিল এক চক্রান্ত হয়েছে। ৩২ নম্বর ভেঙে গুড়িয়ে দিলো, তাতে আওয়ামী লীগের কলিজা কেপে গেছে। হয়তো এরপর হাসিনা মুখ খুললে গোপালগঞ্জে তার বাবার কবর গুড়িয়ে দেবে জামাত শিবির। জামাত শিবিরের দীর্ঘ দিনের ক্ষোভ মন ভরে এবার মিটিয়ে নিয়েছে। বিএনপির ক্ষোভ জামাত শিবির পূরণ করে দিয়েছে। বিএনপির আগ বাড়িয়ে কিচ্ছু করতে হয়নি। আসলে আওয়ামী লীগ বেশ কিছু বড় বড় ভুল করেছে। তারা তাদের পাপের শাস্তি পেয়েছে। তাই বলে ৩২ নম্বর গুড়িয়ে দেওয়া উচিৎ হয়নি। যারা ৩২ নম্বর ভেঙে দিয়েছে তাদের শাস্তি এই বাংলার মাটিতে হবে।

৫৪ বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে।
বিএনপি উন্নয়ন বুঝে না। বুঝে শুধু দূর্নীতি। আওয়ামী লীগ দূর্নীতি করলেও দেশের উন্নয়ন টা অব্যাহত রাখে। আমাদের চোখের সামনেই আছে উন্নয়নের নমুনা, মেট্রোরেল, পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে আরো অনেক কিছু। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এখন ৭১ এর পরাজিতদের হাতে। এরা বাংলাদেশ কে আফগানিস্তান বানাতে চায়। দেশে সংস্কৃতি চর্চা বন্ধ করে দিতে চায়। নারীদের কোনঠাসা করে রাখতে চায়। যাইহোক, জামাতের আমির বাচ্চাদের এরকম ভাবে চুমু কেন দিচ্ছেন বুঝতে পারছি না। দেখতে খুবই নোংরা লাগে। বাচ্চাদের কপালে চুমু দিলেই তো হয়। একটা মেয়ের ওড়না গলায় থাকবে, না কোথায় থাকবে সেটা মেয়েটার ইচ্ছে। সেই মেয়েকে হেনস্তা করার অধিকার কে দিলো? আমাদের দেশে কি কোনো সংবিধান নেই? হুজুরদের মেয়েদের ওড়নায় সমস্যা। দেশে কি আর কোনো সমস্যা নেই? বেকার সমস্যার সমাধান কর, ছিনতাই যেন না হয়, সেই ব্যবস্থা কর। মেয়েদের পেছনে পড়লি কেন?

আজকাল দেশের সাধারণ জনগণ আক্ষেপ নিয়ে বলছেন, আগেই ভালো ছিলাম।
অর্থাৎ হাসিনার আমলই ভালো ছিলো। ইউনূস গং পুরোপুরি ব্যর্থ। উপদেষ্টারা সাত মাসে একটা ভালো কাজ করে দেখাতে পারেনি। বরং কারাগার থেকে দাগী আসামীদের ছেড়ে দেওয়া হয়েছে। বিদেশে পালিয়ে যাওয়া আসামীরা বুক ফুলিয়ে দেশে ফিরে এসেছে। এদিকে সমন্বয়ক/বৈষম্যবিরোধীরা যেন দেশের রাজা। তাদের ইচ্ছাতেই জাতিকে চলতে হবে। ওরা কে? ওদের অতীত কি? কোথা থেকে আসছে ওরা? এখন জাতি জেনে গেছে, বুঝে গেছে ওরা জামাতের একটা শাখা। জামাতের হয়ে ওরা কাজ করছে। অর্থের বিনিময়ে ওরা ওদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন ভুল পথে আছে। জামাত শিবির বাংলাদেশ কে ভুল পথে নিয়ে যাচ্ছে। স্বাধীনতা পক্ষের লোকদের সহ্যের বাধ ভেঙে গেলে জামাত শিবির পলানোর পথ পাবে না। জয় বাংলা।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:৩০

নীল বিদ্রোহ বলেছেন: স্বাধীনতার পক্ষের লোকজন কারা? শেখ হাসিনার উন্নয়নের নামে লুকানো দুর্নীতি আপনার চোখে পড়ে নাই? ইউনুস সরকার ভুল পথে সরকার পরিচালনা করছেন। আপনার দৃষ্টিতে তার সমাধান কি?

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা উন্নয়ন করেছেন। তার লোকজন সীমাহীন দূর্নীতি করেছে। শেখ হাসিনার সবচেয়ে বড় দোষ হচ্ছে- উনি অযোগ্য অদক্ষদের ক্ষমতায় বসিয়েছেন।

ইউনুস সরকার দ্রুত নির্বাচন দিয়ে সরে যাক।

২| ০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:৩৪

শ্রাবণধারা বলেছেন: শিরোনামের ভুল বানানটাও ভুল করে লিখেছেন! আপনার অবস্থা তো আপনার গরুর (!) মতোই খারাপ!

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: আমি অনেক বানান ভুল করি। কথা সত্য।

আপনি কি আপনার শিক্ষক অর্থ্যাত আপনার গুরুকে গরু বলেন। অত্যন্ত দুঃখজনক।

৩| ০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০৫

নিমো বলেছেন: দেশ এই মুহূর্তে সর্বকালের সর্বোচ্চ সঠিকভাবে চলছে। পৃথিবী শ্রেষ্ঠ ইউনূস আর দেশ শ্রেষ্ঠ ডাস্টবিন শফিক আজ বায়তুল মোকাররম মসজিদে হিজবুত তাহরিরের মিছিল দেখে আনন্দে উদ্বেলিত।

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: ধর্মীয় সংগঠন গুলো আসলে ভয়ংকর হয়। এরা সংগঠন করে মানুষ হত্যা করার জন্য।

৪| ০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১৪

সৈয়দ কুতুব বলেছেন: দেশ এখন সঠিক পথে চলছে। যে সব ঝামেলা হচ্ছে সেগুলোর কারণ আওয়ামী লীগের পুরাতন অপরাধ। অনির্বাচিত সরকার মোটামুটি চালিয়ে নিয়ে যাচ্ছে।

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: হুজুরেরা মেয়েদের অসম্মান করছে।
রেস্টুরেনেটে গিয়ে হুমকি ধামকি দিচ্ছে কেন গরুর মাংস বিক্রি হচ্ছে না।
পাকিস্তানের সাথে উঠাবসা করছে। ভারতকে শত্রু বানাচ্ছে।
জামাতের আমির নোংরা ভাবে বাচ্চাদের চুমু দিচ্ছেন।
চুরী ছিনতাই আর ডাকাতি কয়েক গুন বেড়েছে।
ধর্ষন হচ্ছে, খুন হচ্ছে।
চাঁদাবাজি হচ্ছে।
কারাগার থেকে সমস্ত দাগী আসামীদের ছেড়ে দিচ্ছে। পালিয়ে যাওয়া আসামীরা দেশে ফিরে এসেছে।

চারিদিকে সমস্যা আর আপনি শুধু আওয়ামীলীগের দোষ খুজে বেড়াচ্ছেন!!!

৫| ০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১৫

নজসু বলেছেন:




ভুল বানানটা ভুল হয়েছে প্রিয় ভাই।
শিরোনামের ভুলটা সংশোধন করে নিন।
শিরোনামে ভুল থাকলে, লেখার বিষয়বস্তু ভুল বলে ধরে নেয়া হতে পারে। B-)

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: কিছু কিছু ভুল আমি ইচ্ছা করেই করি। কেন করি সেটা আপনি বুঝবেন না।

৬| ০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩১

নতুন বলেছেন: শেখ হাসিনা ঠিক কি ভাবে এই সব অপরাধ নিয়ন্ত্রনে রেখেছিলো?

পুলিশ যদি অপরাধীদের ধরে, আদালত যদি সাজা দেয় তবে অপরাধীরা সাহস কম পাবে।

হাসিনার সময়ে গুম, হত্যার কথা কি ভুলে গেছেন?

আপনারই সহ ব্লগারই লিখেছেন যে তারা কি ভাবে অমানবিক নির্যাতনের শ্বিকার হয়েছিলেন। সেটাও কি তাহলে মিথ্যা বলতে চান আপনি?

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: নতুন বলেছেন: শেখ হাসিনা ঠিক কি ভাবে এই সব অপরাধ নিয়ন্ত্রনে রেখেছিলো?

শেখ হাসিনা হচ্ছেন রাজনীতিবিদ। উপদেষ্টারা রাজনীতিবিদ নন।

হাসিনার সময়ে গুম, হত্যার কথা কি ভুলে গেছেন?
গুম হত্যা সব যুগেই সবার আমলেই হয়। হচ্ছে।

আপনারই সহ ব্লগারই লিখেছেন যে তারা কি ভাবে অমানবিক নির্যাতনের শ্বিকার হয়েছিলেন। সেটাও কি তাহলে মিথ্যা বলতে চান আপনি?

বেশির ভাগই বানোয়াট।

৭| ০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫৮

এইচ এন নার্গিস বলেছেন: আমারও তাই মত হাসিনা ভালো ছিল ।

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: অন্তত এই অন্তবর্তী সরকারের চেয়ে হাসিনা ভালো

৮| ০৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৫২

ধুলোপরা চিঠি বলেছেন:



পাকিস্তান তাদের রাজাকার পক্ষকে দুতাবাসের কাছে ভাড়া দিয়ে দেশকে তাদের কন্ট্রোলে নিয়েছে, ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান ও রাজাকার পক্ষ।

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: পাকিস্তানের আশা ও স্বপ্ন সফল হবে না। নো নেভার।

৯| ০৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪

কামাল১৮ বলেছেন: এই অবস্থা যারা করেছে তারা এখন পস্তাছে।সংশোধনের চেষ্টা করছে।

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: মে বি।

১০| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ৮:০৫

রিফাত হোসেন বলেছেন: উনি পালিয়ে প্যাচানোর পথ খুলা রেখেছেন। পালানো আশা করি নাই।

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: উনি পালান নাই।
বাংলাদেশ সেনাবাহিনী উনাকে সসম্মানে হেলুকাপ্টারে তুলে দিয়েছেন।

১১| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ৩:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সময় আসবে।
আবার তিনি ফিরে আসবেন।

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: হ্যা অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.