নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৭৩

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৬



প্রিয় কন্যা আমার-
সেদিন এক আড্ডায় একজন জানতে চাইলো- আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? তাকে আমি কি বলেছি, শোনোঃ আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার কন্যাকে। আমার কন্যা ফারাজা। আমার কন্যার বয়স এখন ৪ বছর ৪ মাস। সে দারুণ বুদ্ধিমতী। আমার ধারণা বয়সের তুলনায় তার বুদ্ধি বেশি। সেদিন হঠাৎ কন্যা বলল, বাবা রিকশা চালক যা টাকা বলবে তাই দিবে। দামাদামি করবে না। মেয়ের কথা শুনে আমি বেশ অবাক হলাম। ইদের দিন এক রিকশা চালক ভাড়া চাইলো ১২০ টাকা। অথচ মুল ভাড়া হচ্ছে ৫০ টাকা। বললাম, ৫০ টাকা ভাড়া তুমি ১২০ টাকা বলছো কেন? রিকশা চালক বলল, আজ ইদের দিন। আমি নিশ্চিত কন্যা এবং কন্যার মায়ের কথা মতো চললে, পথের ফকির হয়ে যেতে হবে আমাকে। সুরভি হিসেবে কাচা। আমি নিজেও হিসাবে খুব পাকা নই।

আমি একজন নরম মনের মানুষ।
হিংস্রতা আমার পছন্দ নয়। মারামারি কাটাকাটি আমার পছন্দ নয়। আজ পর্যন্ত আমি কোনোদিন গরু জবাই দেখিনি। এমনকি কোনোদিন একটা মূরগী পর্যন্ত জবো করিনি। অথচ পৃথিবীটা নিষ্ঠুর। ভয়ংকর নিষ্ঠুর। আমি মরে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে আমার মেয়েটা থাকবে কি করে! এই চিন্তায় আমি অস্থির। ভয়ংকর সব হায়েনারা এই দেশে বাস করে। মানবিক এবং হৃদয়বান মানুষের সংখ্যা আমাদের দেশে অনেক কম। এই দেশে নিশ্চিন্ত মনে আনন্দ নিয়ে বড় হওয়া প্রায় অসম্ভব। সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য পিতা মাতার দীর্ঘদিন বেচে থাকা দরকার। যে সমস্ত ছেলেমেয়েরা অল্প বয়সে পিতামাতাকে হারায় তাদের দু:খের শেষ নেই। কষ্টের শেষ নেই।

কন্যা নতুন একটা শব্দ শিখেছে, বুঝতে পেরেছো?
সব কথা শেষে ফারাজা বলবে, বুঝতে পেরেছো? যেমন, বাবা বিকেলে বাইরে গেলে আমি আইসক্রিম খাবো। বুঝতে পেরেছো? বাবা শুক্রবার প্লে গ্রাউন্ডে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? বাবা আমি পার্পল কালারের জামাটা কিনবো, বুঝতে পেরেছো। আমার এক শিক্ষক ছিলেন। তিনি তার সব কথার শেষে বলতেন, বুঝতে পেরেছো? ফারাজার মুখে 'বুঝতে পেরেছো', শুনতে আমার ভালো লাগে। সম্ভবত ফারাজা তার স্কুল থেকে 'বুঝতে' পেরেছো' শব্দটা শিখেছে। অবশ্য এই বয়সে বাচ্চারা নতুন নতুন জিনিস শিখে। কিন্তু সেগুলো দীর্ঘস্থায়ী হয় না, অতি সহজেই ভুলে যায়। হয়তো ফারাজা নতুন কিছু শিখবে তখন আর কথায় কথায়- 'বুঝতে পেরেছো' বলবে না।

কন্যাকে ভালোবাসতে গিয়েই আমি সবাইকে ভালোবাসতে শিখে গেছি।
ফারাজার মতো বয়সী সমস্ত বাচ্চাকেই আমি ভালোবাসি। রাস্তাঘাটে আমার কন্যার বয়সী ছেলেমেয়ে দেখলেই আদর করতে ইচ্ছে করে। আইসক্রিম কিনে দিতে ইচ্ছে করে। নিজের অজান্তেই সমস্ত বাচ্চাদের জন্য প্রার্থনা করি। ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার বাচ্চাকে ভালোবাসতে গিয়ে আমি পুরো দেশকে ভালোবাসি। পুরো জাতিকে ভালোবাসি। একটা ইট গেথে যেমন ভিত্তিপ্রস্তর করা হয়। তাতে পুরো ইমারত তৈরি হয়ে যায় না। অথচ পুরো ইমারত তৈরির কাজ শুরু হয়। ঠিক ভালোবাসাও তেমনি। আমার কন্যাকে ভালোবাসতে গিয়ে সমস্ত বাচ্চাদের ভালো বেসে ফেলি। এজন্যই মানুষ যুগে যুগে ভালোবাসার এত জয়গান গেয়েছে।

আমি আমার মাকে ভালোবাসি। মৃত বাবাকে ভালোবাসি।
ভাইবোনকে ভালাবাসি। তাদের সন্তানকে ভালোবাসি। আত্মীয় স্বজনদের ভালোবাসি। দেশকে ভালোবাসি। প্রভু যীশু বলেছেন, 'যাকে ভালোবাসো তার জন্য কিছু করো। প্রতিদান আশা করো না'। নিজের সবটুকু দিয়ে কাউকে ভালোবাসা চারটেখানি কথা নয়। সবাই পারে না। আমাদের বাসায় ঘরের কাজে সাহায্য করে মিনহাজের মা। মিনহাজ তার মায়ের সাথে প্রতিদিন আমাদের বাসায় আসে। আমি মিনহাজকেও ভালোবাসি। মিনহাজকে আমি ইদের সালামি দিয়েছি। নিজের হাতে তরমুজ কেটে খেতে দিয়েছি। মিনহাজ তরমুজ খুব পছন্দ করে। মিনহাজের মাকে বলেছি, মিনহাজকে ভুলেও মাদ্রাসায় দেবেন না। স্কুলে দিবেন। মাদ্রাসা শিক্ষা উন্নত জীবন দিতে পারবে না। মাদ্রাসায় পড়লে মানবেতর জীবনযাপন করতে হবে। এবং ভুল ভাবনায় জীবন পার করতে হবে।

আমার জন্য ঘুম খুব গুরুত্বপূর্ণ।
ভালো ঘুম না হলে পরের দিনটা ভালো যায় না। গা ম্যাজ ম্যাজ করে। ইদানিং দুপুরে খাওয়ার পর খুব ঘুম পায়। আমার ঘুমটা গুরুত্ব দেয় আমার মা। যাইহোক, আজ দুপুরে খেয়েছি, খাওয়া শেষে একটা বই হাতে নিয়েছি। কয়েক পাতা পড়তেই চোখ ঘুমে বন্ধ হয়ে আসছিলো। সুরভি দোতলা গিয়েছে ভাবীর সাথে গল্প করতে। ফারাজা পাশের ঘরে টিভি দেখছে। এই সুযোগে আমি বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। গভীর ঘুম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। একটা স্বপ্নও দেখে ফেললাম। ডাক্তারের কাছে গিয়েছি। ডাক্তার বাশি বাজাচ্ছেন। আমি বললাম, আমাকে ঘুমাতে দেন। দয়া করে বাশি বাজানো বন্ধ করুন। ডাক্তার বললেন, বাশি আমি বাজাচ্ছি না। আপনার কন্যা বাশি বাজাচ্ছে। ঘুম ভাংলো। কন্যা আমার কানের কাছে এসে বাশি বাজাচ্ছে। ইদের দিন কন্যাকে এই বাশিটা কিনে দিয়েছিলাম। বললাম, কি হয়েছে? বলল, রিমোট কাজ করছে না বাবা। আমি চ্যানেল চেঞ্জ করতে পারছি না।




মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ১০:০২

সৈয়দ কুতুব বলেছেন: আপনার পরিবারের জন্য শুভকামনা!

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জনাব।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




তবে কষ্টের বিষয় হলো- এক দিন এই মেয়েটিও হিজাবের ভেতরে ঢুকেত যাবে।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: কন্যাকে আমি জোর করবো না, হিজাব পরো।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৭

নকল কাক বলেছেন: আমার লেখা গল্প "আমজাদ শেখ" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
অবশ্যই পোড়বো।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১২

কামাল১৮ বলেছেন: কন্যার জন্য শুভ কামনা।

৬| ০৫ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:১৭

এইচ এন নার্গিস বলেছেন: ভালবাসতে পারলেই ভালো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.