নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ফ্যাসিবাদ!

০৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:০৮



অবকাশের দিনগুলোর ছুটির ফাঁদে নিজেকে নতুন করে চেনাই-
আমার বহুদিনের চেনা শহর।
কতকিছু বদলে গেছে নাকি তারোধিক বদলে গেছে,
সুশীলের আবরণে অসুশীল মানুষ?
শৈশবে শহরটা যাদের কাছে জমা রেখে গিয়েছিলাম,
ভাতঘুম থেকে ফিরে এসে দেখি-
একদল গাধার পাল 'ফ্যাসিবাদ' নিয়ে বেশ মগ্ন জলেস্থলে-অন্তরীক্ষে!

শহর চিনতে বের হয়ে দেখলাম-
জমেছে জম্পেশ গাঁজাখুরি গালগল্পের মেলা।
অবকাঠামোগত উন্নয়ন,
চাকচিক্যময়তার সাথে বেড়েছে শহরের মেদ!
মেঘের চেয়ে মেদকেই আমার অধিক ভয়।
মেঘ যতটা না করবে সাফসুতরাে তারচেয়ে মেদ ঝরে পড়লেই
বেরিয়ে পড়বে বীভৎস পাঁজরের হাড়!

কথা বললেই ইদানিং ধেয়ে আসে কলহ;
কলহবিমুখ পরিচিতি ছাপিয়ে হয়ে উঠি কলহপ্রবণ!
নিশ্চুপতা আর নির্বাকতা সমঝোতাকাল পেরোনোর আগেই
প্রস্থানের পূর্বে খুলে দিয়ে গেছে লোহাসেলাই!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৩৪

রানার ব্লগ বলেছেন: ফ্যাসিবাদের নয়া সংজ্ঞায় রবীন্দ্রনাথ , বেগম রোকেয়া, জীবনান্দ, মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজিবীগন অন্যান্যরা পরে ।

০৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৫

সৈয়দ কুতুব বলেছেন: এই কবিতায় আপা কোথায়? :)

০৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: ফ্যাসিবাদের দোসর কি আপা?

৩| ০৫ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১৭

নকল কাক বলেছেন: গ্রেট কবিতা রাজিব ভাই, +++++
কে বলেছে আপনি কবিতা লিখতে পারেন না।

০৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ০৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১০

নব ভাস্কর বলেছেন: ফ্যাসিবাদ?
অদ্ভুৎ এক ফাঁদ!
নতুনের যাত্রা শুরু
করে পুরানোর প্রতিবাদ!!
রাষ্ট্র, সমাজ, জনগণ ন্যায়বিচার
সব ভালো পড়ে যায় বাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.