নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কেমন জীবনযাপন করলে, সত্যিকারের সুখ পাওয়া যাবে?

২২ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫২



আমাদের জীবনটা আমরাই জটিল করে ফেলি। কুটিল করি।
তারপর অন্যকে দোষ দেই। ভাগ্যকে দোষ দেই। হায় হায় করি। আফসোস করি। নিজের ভুল গুলো, আমরা স্বীকার করতে চাই না। ভুল গুলো শুধরাতে চাই না। সুন্দর জীবনযাপন করার জন্য আমাদের অবিশ্যই মানবিক ও হৃদয়বান হতে হবে। জীবন থেকে সমস্ত কুসংস্কার দূর করতে হবে। বিশেষ করে ধর্মীয় কুসংস্কার গুলো। একটা লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। হ্যা বাধা আসবে, বিপত্তি আসবে। আসবে নানান রকম সমস্যা। সব কিছু পাশ কাটিয়ে মনে সাহস ও নিজের উপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে।

সহজ সরল সুন্দর জীবন যাপন করতে হবে।
জীবনে অশান্তির মুল কারণ হচ্ছে 'লোভ'। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। জীবন থেকে লোভ একদম মাইনাস করে দেন। কারো ক্ষতি করবেন না। মানুষের জন্য কাজ করবেন। কিন্তু বিনিময়ে কিছু আশা করবেন না। জীবনে যা ইনকাম করবেন, সৎ পথে পরিশ্রম করে ইনকাম করবেন। কৃপনতা করবেন না। সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবেন। মানুষের আনন্দ দেখে, আপনি খুশি হবেন। অর্থাৎ আপনি নিজের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। কেউ অন্যায় করলে ক্ষমা করে দিবেন। বুকের মধ্যে রাগ পুষে রাখবেন না। তাহলেই আপনি জীবনে সুখ খুজে পাবেন।

যারা অন্যায় করে, যারা পাপ করে, যারা ভুল করে তারা জীবনে সুখ পায় না।
কথায় বলে, একটি ভুল সারা জীবনের কান্না। এক জীবনে মানুষ কত রকমের ভুল করে তার ইয়ত্তা নেই। যেহেতু আপনি জীবনে সুখী হতে চান তাই আপনি ভুল করবেন না। অন্যায় করবেন না। লোভ করবেন না। তাহলে রাতে আপনার ভালো ঘুম হবে। আনন্দময় ঘুম। যে যা খুশি করুক। আপনি আনন্দে থাকবেন। বই পড়বেন। ফালতু বই পড়বেন না। পৃথিবীর সেরা বই গুলো পড়বেন। সেরা মুভি গুলো দেখিবেন। ভ্রমণ করবেন। যা মন চায় লিখবেন। প্রতিদিন লিখবেন। সমাজের মানুষের জন্য কল্যাণময় কিছু করবেন। লাইব্রেরি করতে পারবেন। অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেবেন। মানুষের জন্য কিছু করতে পারলে আপনি জীবনে শান্তি পাবেন।

কেউ যদি তীব্র ভাবে চায়, আমি ভালো থাকবো।
আমি সুখে থাকবো, তাহলে সেটা সম্ভব। জীবনে খারাপ মানুষদের কাছ থেকে দূরে থাকতে হবে। যেমন ধরুন, আমি ভালো আছি। সুখে আছি। যে বা যারা আমার চলার পথে বাধা সৃষ্টি করে। আমার আনন্দ মাটি করে দেয়। তাদের আমি জীবন থেকে মাইনাস করে দিয়েছি। দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভালো। আমি কারো কাছে কিচ্ছু আশা করি না। আমি কোনোদিন কারো কাছ থেকে টাকা লোন করি নাই। কেউ টাকা ধার চাইলে, থাকলে দেই। না থাকলে স্যরি বলি। কাউকে টাকা দিলে সেই টাকা ফেরত না দিলেও আমি চাইতে যাই না। সব কিছু মিলিয়ে আমি ভালো আছি। সুন্দর জীবনযাপন করছি।

ভালো থাকার জন্য সবার আগে দরকার পড়াশোনা।
ভালো রেজাল্ট। ভালো চাকরি বা বিজনেস। টাকা আয়ের পথ করে নিতে হবে, নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে। এমন বিষয় নিয়ে লেখাপড়া করতে হবে যেন লেখাপড়া শেষ করে চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরতে না হয়। চুদুর বুদুর করে লেখাপড়া করলে হবে না। মূলত যারা লেখাপড়ায় ভালো। তাদের চাকরি পেতে বেগ পেতে হয় না। ভালো থাকার জন্য ক্ষমা করে দিতে হয়। ছাড় দিতে হয়। অনেক কিছু ত্যাগ করতে হয়। কারো সাথে ঝগড়া করা যাবে না। দুষ্ট লোকদের সাথে মেলামেশা করা যাবে না। এমন কি যোগাযোগও রাখা যাবে না। খারাপের সাথে না মিশে একা থাকা ভালো।

পরের কথা ভাবতে হবে। বিপদে আপদে মানুষের পাশে থাকতে হবে।
মহৎ কাজ করতে হবে। যারা ভালো মানুষ তারা অন্যের খুশিতে আনন্দ পায়। ধর্ম নিয়ে কারো সাথে আলাপে যাবেন না। আপনার ধর্ম, আপনার মধ্যেই রাখুন। অযথা ফালতু কথা বার্তা বলবেন না। আজাইরা আড্ডা দেবেন না। কথা কম বলবেন। নারীদের সম্মান করবেন। পর্যাপ্ত ঘুম দেবেন এবং হাবিজাবি না খেয়ে পুষ্টিকর খাবার খাবেন। মুরুব্বীদের সম্মান করবেন। ছোটদের স্নেহ করবেন। কৃপনতা করবেন না। খরচ করতে পিছপা হবেন না। খাবার এবং সময় অপচয় করবেন না। কারো সাথে অন্যায় এবং বেয়াদবি করবেন না। এসব নিয়ম মেনে চললেই জীবন হবে সহজ ও সুন্দর। আনান্দময়।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৩

আলমগীর সরকার লিটন বলেছেন: কঠিন গবেষণা এভাবেই মানলেই জীবন সুখ হবে
সুখ দুঃখ দেখা যায় না শুধু অনুভব করা যায়
মাথা ফাটা খুন,কিল ঘুশি চরমারা, ঢেক্কা মারা ইত্যাদি দেখা যায়
এগুলো থেকে কষ্ট পাওয়া যায়;

২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৫

কাঁউটাল বলেছেন: আপনার লেখা ভাল হয়েছে, তবে স্পা সেন্টারে গিয়ে "হ্যাপি এন্ডিং" সার্ভিস নেওয়ার মাধ্যমে "সত্যিকারের সুখ" পাওয়ার বিষয়টা বিষয়টা বাদ পড়েছে। ঐটা এ্যড করে দিলে আপনার লেখাটা নিখুঁত হবে।

২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: আমি টাকা দিয়ে চুল কাটাই, টাকা দিয়ে রেস্টুরেন্টে খাই, টাকা দিয়ে মুভি দেখি- এগুলোতে সমস্যা না হলে হাত পা তেপালে সমস্যা হবে কেন?

৩| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



খারাপ মানুষদের হয় চেঞ্জ করতে হবে, নাহয় নিজের জীবন থেকে মাইনাস করে দিতে হবে।

২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: একদম সঠিক বলেছেন।

৪| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি সব সময়ে চেঞ্জ করার চেষ্টা করি।

একদম শেষতক লেগে থাকি। :)

৫| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ব্লগের মহিলা দলের একজনকে খুব আপসেট মনে হলো।

সব পোস্ট ড্রাফটে!!!

ডিপ্রেশনের রোগী। তাই, একটু শক দিচ্ছি। লো মাত্রার।

৬| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:০০

যামিনী সুধা বলেছেন:



প্রত্যেক জাতির নিজস্ব চরিত্র ( প্রোফাইল ) আছে; আমাদের সমাজে দেশ চালনায় নিয়োজিত লোকজন সাধারণ মানুষর অধিকার ও সম্পদ দখল করে নেয়।

৭| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:০৯

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: ভালো উপদেশ।

৮| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:১৮

এ পথের পথিক বলেছেন: চিরন্তন সুখের সন্ধানে
আমার এ পোস্টের সাথে কিছুটা সম্পর্ক যুক্ত আশা করছি কষ্ট করে পড়ে উত্তর দিবেন । তারপর আপনার পোস্ট নিয়ে আলোচনা করব ।

৯| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৩৪

মায়াস্পর্শ বলেছেন: অন্যধর্মের বিষয়ে জানিনা। তবে আমার নিজ ধর্ম ইসলামে কোনো কুসংস্কার নেই। ইসলাম ধর্মে দুনিয়াবী খারাপ আর ক্ষতিকর কাজগুলো থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে যা অনেকের সহ্য হয়না। তাই তারা ইসলাম ধর্ম কে সহ্য করতে পারে না। নামধারী মুসলমানদের সংখ্যায় এর মধ্যে বেশি। আমাদের দেশের মানুষগুলোই খারাপ। তারা ধর্মকে পল্টি দেওয়ার মাধ্যম বানিয়ে নিয়েছে।

১০| ২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৮

কামাল১৮ বলেছেন: সুখের ধারণা জনে জনে আলাদা।সর্বজন স্বীকৃত কোন সংজ্ঞা নাই।

১১| ২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

কামাল১৮ বলেছেন: সাধারণ জীবন যাপন ,উন্নত চিন্তাকরা।

১২| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:১০

জনারণ্যে একজন বলেছেন: ব্লগের স্বঘোষিত বিলিয়নিয়ার এবং 'ইয়ে' গমনকারী, শিশুতোষ প্রজেক্টের জনক, সুবিখ্যাত চাপাবাজ এবং টাউট - বহুদিন পর গর্ত থেকে মুখ বের করে আবার সেই পুরোনো হুক্কা-হুয়া শুরু করেছে।

এ ধরণের চাপাবাজ, টাউট, বিকৃত-মস্তিষ্কদের আগেরকার দিনে বেতনভোগী সদস্য হিসেবে রাজদরবারে বসিয়ে রাখা হতো - অন্যদের বিনোদিত করার জন্য।

ব্লগের এই গোপাল ভাঁড়ের এক্টিভিটিস বেশ কিছুদিন ধরেই মিস করছিলাম, ফিরে আসার জন্য ধন্যবাদ।

বিঃ দ্রঃ গোপাল ভাঁড় এবার মনে হয় হালকা উত্তেজিত; প্রেসক্রাইবড মেডিসিন কি নেয়া হচ্ছে না ক'দিন ধরেই?

১৩| ২৩ শে এপ্রিল, ২০২৫ ভোর ৪:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ইসলামী জীবন যাপন করলে আপনি জান্নাতী সুখ পাবেন।
বাজি লাগেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.