![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কেন জানি মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে।
কিছুই ভালো লাগছে না। ইচ্ছা করছে ঘোড়ায় চড়ে রাস্তায় বেরিয়ে পড়ি। হাতে থাকবে চাবুক। যেখানে অন্যায় দেখবো লাগাবো দুই ঘা চাবুক। সমস্ত অন্যায়কারীকে চাবুক মারা হবে। যারা রাস্তা আটকে নামাজ পড়বে তাদেরও দুই করে চাবুক খেতে হবে। মসজিদ রেখে রাস্তায় নামাজ পড়া মানে ফাজলামো করা। ফাজিলদের অবশ্যই চাবুক খেতে হবে। লেখা আছে, বেসিনে পা তুলে ওজু করবেন না। তবু ধার্মিকেরা বেসিনের উপর পা তুলে ওজু করে। ওদেরও দুই ঘা চাবুক খেতে হবে। যারা রাস্তা আটকে মিছিল মিছিল সমাবেশ করবে তাদেরও চাবুক খেতে হবে। কোনো ছাড় হবে না। চাবুক ছাড়া এই প্রজন্মকে লাইনে আনা যাবে না।
আমাদের প্রানপ্রিয় নবীজির জন্মের অনেক আগে গ্রীসে এক রাজা ছিলেন।
রাজার নাম ফুনফুন। সেই রাজা প্রায়ই তার প্রিয় ঘোড়া নিয়ে রাস্তায় বের হয়ে যেতেন। তার হাতে থাকতো চাবুক। রাজা ফুনফুন যেখানে অন্যায় দেখতেন, সেখানেই চাবুক ছুড়ে মারতেন। তার অঞ্চলের মানুষ চাবুকের মার খাওয়ার ভয়ে সবাই ভদ্র হয়ে গেলো। ভালো হয়ে গেলো। রাস্তায় থুথু পর্যন্ত কেউ ফেলে না। কেউ কারো সাথে ঝগড়া করে না। চাবুকের ভয়ে তার অঞ্চলের সমস্ত মানুষ ভালো হয়ে যায়। পাশের দেশের রাজা ফুনফুনের সাথে দেখা করতে আসেন। এবং তর্কে জড়িয়ে যান। ভুল তর্কের কারণে রাজা ফুনফুন তাকেও দুই ঘা চাবুক মেরে বসেন। চাবুকের বাড়ি থেকে মেহমানও ছাড় পায়নি।
আমি হাত পা নিয়ে চুপচাপ বসে আছি।
জামাত শিবিরকে দুই ঘা করে চাবুক মারতে পারছি না। আগে একজন একবার চাঁদা নিতো। এখন একদিনে তিনজন চাঁদা নিচ্ছে। কেউ কেউ চাঁদার ভয়ে দোকান বন্ধ রাখছে। চাঁদাবাজদের আমি চাবুক মারতে পারছি না। সরকারি অফিসে আগের চেয়ে তিন গুন বেশি ঘুষ নেওয়া হচ্ছে। আমি চাঁদাবাজদের চাবুক মারতে পারছি না। আমার হাত নিশপিশ করছে। কেউ আমার সাথে বেঈমানি করলে আমি ক্ষমা করে দিবো। কিন্তু দেশের সাথে বেঈমানি করলে কোনো ক্ষমা নেই। এই প্রজন্ম হলো- গাধা ও নির্বোধ প্রজন্ম। এরা অথযাই লাফালাফি করে। কত বড় আহাম্মক মুক্তিযুদ্ধকে তুলনা করে জুলাই আন্দোলনের সাথে। এদের চাবুক না মারাটাই অন্যায় হবে।
ভয়াবহ গরম পড়েছে। রেকর্ড পরিমান গরম।
গরমে আমার কোনো কষ্ট করতে হচ্ছে না। আমি সারাদিন এসির মধ্যেই থাকি। বরং আমাকে রাতে কাঁথা গায়ে দিতে হয়। আমি চায়ের কাপ হাতে নিয়ে বাইরের গরম দেখি মধ্য দুপুরবেলা। রাতে ঠান্ডায় হাত পা জমে যায়। প্রতি বছর হুহু করে দেশে তাপমাত্রা বেড়েই চলেছে। যারা গরমে কষ্ট করছেন, তাদের জন্য আমার ভীষন মায়া হয়। এবং আমার অপরাধ বোধ হয়। আমি ঠান্ডায় বসে আছি। আর কত মানুষ গরমে ঘামছে। আহারে! হাসনাত সারজিস পর্যন্ত গরমের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে চিৎকার চ্যাঁচামেচি করছে। রাজা ফুনফুন বেঁচে থাকলে এই দুই ছাগলকে অবশ্যই চাবুক দিয়ে মারতো।
ফারাজার নানা হাসপাতালে ভরতি।
সকাল থেকেই সুরভি আর ফারাজা হাসপাতালে। হাসপাতাল আমার খুবই অপছন্দের জায়গা। যদিও এখন ঢাকায় কিছু হাসপাতাল ফাইফ স্টার হোটেলের মতোন। আমি বিকেলে হাসপাতালে গেলাম। না গেলে খারাপ দেখা যায়। আমাকে দেখে ফারাজা ভীষন খুশি। বলল, বাবা এই হাসপাতালে একটা খাবারের দোকান আছে। সেখানে আমি যেতে চাই। বললা, চলো। মেয়েকে বললাম, তোমার যেটা ভালো লাগে অর্ডার দাও। আমি বসি। পুরো ক্যাফেটেরিয়া ভিড়। বসার জায়গা পর্যন্ত নেই। একটা হাসপাতালের খাবারের দোকানে এত ভিড় থাকবে কেন? এত লোক হাসপাতালে খেতে এসেছে। আজিব! তাছাড়া খাবারের দাম অনেক বেশি।
যাইহোক, আমার ভাগ্য ভালো। যেখানে দাঁড়িয়ে ছিলাম- সেই টেবিল খালি হলো।
টেবিল পরিস্কার করার আগেই আমি বসে পড়লাম। একটু পর ফারাজা এলো। সে একগাদা খাবারের অর্ডার দিয়েছে। বার্গার, পিজা, ফ্রাইড রাইস, আপেল জুস, চিকেন ফ্রাই। মেয়েকে বললাম, এত খাবার খেতে পারবে? মেয়ে বলল, বাবা না খেতে পারলে বাসায় নিয়ে যাবো। মা খাবে। আমি বললাম, ফারাজা আমার জন্য কিছু অর্ডার করলে না? মেয়ে বলল, তোমার খাবার তুমি পছন্দ করে নাও। আমার মন মেজাজ ভালো নেই। আমি কিচ্ছু খাবো না। হারামজাদারা আন্দোলনের নামে রাস্তা আটকে রেখেছে। এদের সকাল সন্ধ্যা দুইবেলা জুটা পিটা করা উচিৎ।
১১ ই মে, ২০২৫ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা আচ্ছা।
১১ ই মে, ২০২৫ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: বিএনপির চিটার বাটপাররা এখন কোথায়?
২| ১১ ই মে, ২০২৫ দুপুর ১:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: আপনার লাস্ট ছয়মাসের লেখার মুল বক্তব্য:
১- জমায়াত-শিবির দেশ বিরোধী কিন্তু মাফিয়া আম্লিক দেশ প্রেমিক.
২- বিএনপি দূর্নীতিবাজ ও চাদাবাজ সে তুলনায় আওয়ামী লীগ সুফি, পীর, সাধু-সন্ত.
বাস্তবতা হচ্ছে দেশ থেকে ১০০+ বিলিয়ন ডলার পাচার করেছে আম্লিক। বৈদিশিক লোনের বোঝা ১০০ বিলিয়ন। সবই জয় বাবার কৃতিত্ব!
১১ ই মে, ২০২৫ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: আপনারা জ্ঞানীগুনী আছেন।
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনবেন। যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেবেন।
১১ ই মে, ২০২৫ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: মেট্রোরেল, পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদি করতে টাকা লাগে নাই?
এখন এসব রাস্তাঘাট থেকে টোল আসছে, ইনকাম হচ্ছে।
৩| ১১ ই মে, ২০২৫ দুপুর ২:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো পোস্ট।
আপনার বন্ধু সৈয়দ কুতুব এক জন জামাতী।
মনে হয় শাহাবাগীও।
৩ দিন হয়তো এই গরমের মধ্যেও চিল্লাচিল্লি করেছে।
সকল জামাতী নিপাত যাক।
১১ ই মে, ২০২৫ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: জামাত শিবির বাংলাদেশের জন্য ক্ষতিকর। সেই ১৯৭১ সাল থেকেই।
১১ ই মে, ২০২৫ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: বড় ভাই সৈয়দ কুতুব আমার বন্ধু? আপনি নিশ্চিত?
৪| ১১ ই মে, ২০২৫ দুপুর ২:১৩
শায়মা বলেছেন: হা হা ভাইয়া রাজা ফুনফুনের ভূত ঘাড়ে চাপলো নাকি!!!
১১ ই মে, ২০২৫ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: না চাপেনি।
তবে দিন শেষে ক্রিমিনাল গুলো ভালো থাকতে পারে না।
১১ ই মে, ২০২৫ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: রাজা ফুনফুনের আরেকটা গল্প আছে।
একবার রাজা ফুনফুন এক জ্ঞানী লোকের সাথে তর্কে বসলো।
সেই জ্ঞানী লোক, অনেক জ্ঞানী। মস্ত বড় জ্ঞানী। সারা বিশ্বের সব জ্ঞান তার আছে। অনেক রকম ভাষা জানেন।
রাজা ফুনফুন প্রশ্ন করলেন, ফুনফুনিয়া মানে কি?
জ্ঞানীলোক মাথা চুলকাচ্ছে। আরেহ এটা কেমন শব্দ? ফুনফুনিয়া!!! এরকম শব্দ তো জীবনে শুনি নাই। রাজা ফুনফুনের কাছে জ্ঞান্মী লোক হেরে গেলো।
৫| ১১ ই মে, ২০২৫ দুপুর ২:২৩
মায়াস্পর্শ বলেছেন: লেখক বলেছেন: বিএনপির চিটার বাটপাররা এখন কোথায়?
এরা আওয়ামীলীগের ছোট ভাই। বড় ভাইয়েরা ১৭ বছর একটু শাসন করেছে তাতে এরা বিচলিত নয়। আপাতত বড় ভাইয়ের দায়িত্ব এদের বাম কাঁধে নিয়েছে আর ডান কাঁধ ফাঁকা রেখেছে তরুণদের ভালো কাজের ক্রেডিট নেওয়ার জন্য।
১১ ই মে, ২০২৫ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: বিএনপি প্রতি বছর দূর্নীতিতে চ্যাম্পিয়ন হতো।
আওয়ামীলীগ হয়নি।
১১ ই মে, ২০২৫ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: দূর্নীতিতে সব শালারাই এগিয়ে।
প্রয়োজনের ১০০ গুন বেশি দূর্নীতি করেছে শালারা।
৬| ১১ ই মে, ২০২৫ দুপুর ২:৩১
শায়মা বলেছেন: ১১ ই মে, ২০২৫ দুপুর ২:২৭০
লেখক বলেছেন: রাজা ফুনফুনের আরেকটা গল্প আছে।
একবার রাজা ফুনফুন এক জ্ঞানী লোকের সাথে তর্কে বসলো।
সেই জ্ঞানী লোক, অনেক জ্ঞানী। মস্ত বড় জ্ঞানী। সারা বিশ্বের সব জ্ঞান তার আছে। অনেক রকম ভাষা জানেন।
রাজা ফুনফুন প্রশ্ন করলেন, ফুনফুনিয়া মানে কি?
জ্ঞানীলোক মাথা চুলকাচ্ছে। আরেহ এটা কেমন শব্দ? ফুনফুনিয়া!!! এরকম শব্দ তো জীবনে শুনি নাই। রাজা ফুনফুনের কাছে জ্ঞান্মী লোক হেরে গেলো।
ঐ এইটা ১০০% মিছা কথা বলছো ভাইয়া!!!!!!!!!!!!!
নো চাপাবাজী!!!!!!!!!! চাপাবাজীও এক প্রকার শিল্প!!! তোমারটা শিল্পের বাইরে গিল্প হয়ে গেছে!!!
১১ ই মে, ২০২৫ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: আমি মোটেও চাপাবাজি করছি না।
বিশ্ব সাহিত্যে রাজা ফুনফুনের ''ফুনফুনিয়া'' গল্প বেশ জনপ্রিয়।
১১ ই মে, ২০২৫ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: ''ফুনফুনিয়া'' শব্দ নিয়ে সম্ভবত আমি অনেক আগে সামুতে লিখেছিলাম।
৭| ১১ ই মে, ২০২৫ দুপুর ২:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ফুনফুনিয়া আসলে একটি গানের নাম। এই নিয়ে অনেক গান আছে।
১১ ই মে, ২০২৫ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: হ্যা হ্যা গান আছে।
তবে এক রাজা ছিলেন ফুনফুন নামে। ইউরোপের স্কুল গুলোতে ফুনফুনিয়া গল্প পড়ানো হয়।
১১ ই মে, ২০২৫ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: গানটা ইউটিউবে খুজে পাচ্ছি না।
৮| ১১ ই মে, ২০২৫ দুপুর ২:৩৭
মায়াস্পর্শ বলেছেন: লেখক বলেছেন: বিএনপি প্রতি বছর দূর্নীতিতে চ্যাম্পিয়ন হতো।
আওয়ামীলীগ হয়নি।
লীগের দুর্নীতি রেঞ্জের বাহিরে ছিল তাই পরিমাপ করা যায়নি, ওদের দুর্নীতি মাপার মতো নয়।
১১ ই মে, ২০২৫ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: হতে পারে। হতে পারে।
তবে আমি লীগের দূর্নীতির চেয়ে বেশি দেখি, ওদের উন্নয়ন গুলো। যেমন পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদি।
১১ ই মে, ২০২৫ দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: বললাম না সব শালারা দূর্ণীতিতে এগিয়ে।
৯| ১১ ই মে, ২০২৫ দুপুর ২:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রাজীব ভাই, আমি ফুনফুনিয়া রাজ্য নিয়ে লেকটা গল্প লিখেছি।
আশা করি, ভালো লাগবে।
১১ ই মে, ২০২৫ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
১১ ই মে, ২০২৫ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: এই জন্যই আপনারে ভালা পাই।
১০| ১১ ই মে, ২০২৫ বিকাল ৩:০৬
মায়াস্পর্শ বলেছেন: তবে আমি লীগের দূর্নীতির চেয়ে বেশি দেখি, ওদের উন্নয়ন গুলো। যেমন পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদি।
এটা আপনার স্বাধীনতা। সবাই আপনার মতো হইলে তো আর লীগের আয়না ঘরের দরকার পড়তো না। আয়না ঘরে থাকা লোকজন সম্মানিত আর উন্নয়ন দেখা লোকজন এখন অসম্মানিত।
১১ ই মে, ২০২৫ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: আয়নাঘর টাইপ ঘর রাজা বাদশাদের আমলেও ছিলো।
অপরাধীদের বন্ধী করে রাখার জন্য এরকম ঘর পৃথিবীর সব দেশেই আছে।
১১ ই মে, ২০২৫ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: দেখুন অবস্থা, আজ আওয়ামীলীগ নেই বলে- রাস্তাঘাটে মেয়েদের মারা হচ্ছে। জামাত শিবির মাথাচারা দিয়ে উঠেছে। দেশে চলছে অরাজকতা। শেখের বেটি অসভ্যদের দমিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন।
১১| ১১ ই মে, ২০২৫ বিকাল ৩:৪৫
নতুন নকিব বলেছেন:
আওয়ামীলীগারগণ ফেরেশতা তুল্য। ইহাদের মত নিষ্পাপ এই জগতে আর কিছু নেই। এই বিষয়ে আপনার কী অভিমত?
১২| ১১ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৫
যামিনী সুধা বলেছেন:
ইহুদীদের ১ নতুন নবী আসবে; সেও মতুন আওয়ামী লীগের সাথে পারবে না।
১৩| ১১ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮
কামাল১৮ বলেছেন: জ্ঞান আর জানার মধ্যে একটা পার্থক্য আছে। জানা জ্ঞান হলে গুগুল সবার থেকে বড়জ্ঞানী।গুগুল যারা তৈরি করেছে তারা হল আসল জ্ঞানী।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০২৫ দুপুর ১:৫৬
মায়াস্পর্শ বলেছেন: আওয়ামীলীগের বড় বড় সব চিটার বাটপাররা পালিয়েছে। আপনার এখন ধৈর্য্য ধরা উচিত।
এতিমদের ধৈর্য্য ধরে কাজ করা উচিত।