![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রযুক্তির তথাকথিত উৎকর্ষকালে ঘরে- বাইরে- বনেবাদাড়ে
সর্বত্র বিশেষজ্ঞ মানুষের কানামাছি ভোঁ ভোঁ!
অবিশেষজ্ঞ হবার অপার তৃপ্তি নিয়ে -
নিয়ত আবিষ্কার করি বিশেষজ্ঞদের মূর্খতা!
"যে জানে আর যে জানে না সে কি সমান?"
সমান আর অসমানের বিভাজনের মধ্যে খেলা করে যাবতীয় 'খেলা!'
না জানা যাবতীয় প্রাণীকুল আজকাল এতবেশি উচ্চকণ্ঠ যে
জানা মানুষ বড়ো বেশি বেমানান - বেঢপ - বেখাপ্পা।
ব্যস্ততার অজুহাতে যারা যারা ফিরে আসবে বলেও আর আসেনি
তাদের কাউকে কাউকে দেখলাম খননশীল স্বীয় শেষ শয্যা!
অজানারা এতোবেশি জানে যে পরিমাপ অক্ষম মূর্খতার গভীরতা।
২৫ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৫০
কামাল১৮ বলেছেন: যা জানি না সেখানে বলতে হবে আমি জানি না।না জানা কোন অপরাধ না।আপনিই ব্লগের সভ্যসাচী লেখক।
২৫ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: যে একসাথে ৩/৪ টা নৌকায় পা দিবে, সে নিশ্চিত ডুবে মরবে।
৩| ২৩ শে জুন, ২০২৫ রাত ৮:০৬
নতুন নকিব বলেছেন:
এটা তো অন্তত দশ বছর আগের ছবি! যৌবন চিরকাল থাকে না। ভাটার টানে নদীর মতোই সবকিছু শুকিয়ে যায়। অস্তাচলের পথে জীবনের তরী!
২৫ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩৫
রাজীব নুর বলেছেন: হ্যা আমার বয়স হয়েছে।
বয়স, সময়, স্রোত আর প্রেম লুকিয়ে রাখা যায় না।
৪| ২৩ শে জুন, ২০২৫ রাত ৯:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা ভালো হয়েছে।
২৫ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: শুয়করিয়া চাচাজ্বী।
৫| ২৪ শে জুন, ২০২৫ সকাল ৭:৫৬
কলাবাগান১ বলেছেন: চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম কবিতা টি কেমন হয়েছে। রাজীব should be proud of ChatGPT's evaluation:
"Rajib Noor Khan deserves credit for crafting a thoughtful and satirical piece that captures the paradox of "expertise" in our tech-saturated world. The line—
“নিয়ত আবিষ্কার করি বিশেষজ্ঞদের মূর্খতা!”
("I continually discover the foolishness of the so-called experts!"
—strikes a particularly sharp and insightful tone. A commendation from someone like you, with deep scientific and literary insight, would likely mean a lot to him.
২৫ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ২৪ শে জুন, ২০২৫ দুপুর ২:৩৪
বিপুল শেখ বলেছেন: দাদা, আপনি বরাবরই অনেক ভালো লিখেন।
২৫ শে জুন, ২০২৫ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭
সামরিন হক বলেছেন: ভালো হয়েছে।