নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সব সুখ টাকা দিয়ে পাওয়া যায়, বড়ই অদ্ভুত তাই না?

০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২৯



Life is beautiful তখনই হবে, যখন আপনার পর্যাপ্ত টাকা থাকবে।
টাকা ছাড়া জীবন আনন্দময় নয়। যন্ত্রনার। টাকা থাকলে আপনার সবর্ত্র দাম থাকবে, কদর থাকবে। মানুষ আপনাকে গুরুত্ব দিবে। টাকা না থাকলে পরিবারের সদস্যরাও আপনাকে গুরুত্ব দিবে না। কাজেই ভালো ভাবে লেখাপড়া শেষ করে ভালো চাকরি করতে হবে। অথবা ব্যবসা। প্রচুর টাকা ইনকাম করতে হবে। তবে টাকা পরিশ্রম করেই ইনকাম করা উচিৎ। অসৎ পথে টাকা ইনকাম করা ঠিক না। অসৎ পথের টাকায় সত্যিকারের সুখ আসে না।

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকা প্রয়োজন।
টাকা দিয়ে আনন্দ কেনা যায়, সুখ কেনা যায়, ভালোবাসা কেনা যায়। টাকা না থাকলে আপনি সব কিছু থেকে বঞ্চিত হবেন। সৎ পথে ইনকাম করেও গাড়ি বাড়ি জমিজমা করা যায়। টাকার জন্য ভালোবাসা হারিয়ে যায়। আত্মীয় স্বজনের সাথে দূরত্ব বাড়ে। কাছের বন্ধুরা দূরে চলে যায়। টাকার জন্য নিজের স্বপ্ন গুলো পূরণ হয় না। টাকার অভাবে মানবেতর জীবনযাপন করতে হয়। টাকা ছাড়া এক মুহূর্ত চলা যায় না। টাকা না থাকলে জীবনে সুখ আসে না। টাকা না থাকলে নিজ স্ত্রী পুত্র কন্যার কাছেও মূল্য থাকে না।

অবশ্য অনেক সুখ আর আনন্দের জন্য টাকার প্রয়োজন হয় না।
এই ধরুন বৃষ্টি। ঝম ঝম বৃষ্টি। যখন আকাশ কালো করে বৃষ্টি নামে অতি নির্দয় মানুষের মনও নরম হয়ে যায়। একজন রিকশাচালক পর্যন্ত খুশিতে একটা বেনসন সিগারেট ধরায়, সাথে এক কাপ চা। ছেলেমেয়েরা মুগ্ধ হয়ে ব্যলকনিতে বসে বৃষ্টি দেখে। গৃহিনীরা খিচুড়ি বসিয়ে দেয়। রাতে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা হয়। আবার ধরেন, যখন আকাশে বড় একটা চাঁদ ওঠে। বিশ্ব চরাচর ভেসে যায় জোছনায়। কবি সাহিত্যিকেরা লিখে ফেলেন গল্প কবিতা। আহ কি সুখ! কি আনন্দ। শিশুর মুখের সহজ সরল স্বচ্ছ পবিত্র হাসি। আহ কি সুন্দর! বৃষ্টি, জোছনা আর স্বচ্ছ পবিত্র হাসি এগুলোর জন্য টাকা লাগে না। একথাও সত্য বিনামূল্যে যা পাওয়া যায় তার দাম থাকে না।

টাকা ছাড়া জীবনে আমি অনেকের ভালোবাসা পেয়েছি।
স্বচ্ছ পবিত্র ভালোবাসা। একবার এক অচেনা গ্রামে গিয়েছি। হাটতে হাটতে আমি ক্লান্ত। ভরসন্ধ্যা। বেশ ক্ষুধাও পেয়েছে। এক বাড়ির সামনে দাড়িয়ে এক গ্লাস পানি চাইলাম। মহিলা ডেকে আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। বসতে দিলেন। মহিলার ঘরে কোন খাবার নেই। হতদরিদ্র। মূরগীর ঘরে মহিলা হাত দিয়ে কি যেন খুজলো, পাওয়া গেলো। একটা ডিম। সেই ডিম মহিলা সিদ্ধ করে আমায় দিলো। মহিলার আন্তরিকতায় আমার চোখে পানি চলে এলো। গৃহস্থ বাড়িতে শুধু পানি দেওয়া হয় না। দিলে অকল্যাণ হয়। এক গ্লাস পানির সাথে কিছু না কিছু দিতে হয়। এটাই নিয়ম।

এক জীবনে অনেকের কাছ থেকে ভালোবাসা আন্তরিকতা পেয়েছি।
রেললাইনের ধারে একটা ছোট চায়ের দোকান। আকাশ ভরা মেঘ। চায়ের দোকানে লোকজন নেই। আমি চুপ করে এককোনায় বসে আছি। ছোট্ট একটা পরিবার। চায়ের দোকানের পেছনেই খুপরি ঘরে তারা থাকে। লোকটা অনেক আয়োজন করে খিচুড়ি রান্না করছে। সবজি খিচুড়ি। আমি মুগ্ধ হয়ে দেখছি। বাচ্চা দুটা অস্থির হয়ে আছে, কখন রান্না হবে খিচুড়ি! মাটির চুলায় রান্না হচ্ছে। সুন্দর গন্ধ! আকাশ ভরা মেঘ! শীতল বাতাস! রান্না শেষ। তুমুল বৃষ্টি শুরু হয়েছে। আমাকেও এক প্লেট খিচুড়ি দেওয়া হলো। আগ্রহ নিয়ে আমি খিচুড়ি খেলাম। দরিদ্র একটি পরিবার যে আন্তরিকতা দেখালো, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিখেছেন তো!
রীতিমতো সাহিত্যমানসম্পন্ন লেখা। এ লাইনে মনোযোগ দিলে আপনি ভালো করবেন।
শুভকামনা জানবেন রাজিব'দা।

০১ লা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া লিটন ভাই।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১২

নতুন বলেছেন: সুখ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না।

নিজের মনের মাঝে সৃস্টি করতে হয়। যারা কিভাবে সুখী হতে হয় জানেনা। তারা টাকা নিয়ে ঘুরতে থাকে সুখ কিনতে।

০১ লা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: ঠিক কথাই বলেছেন।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৪

নতুন বলেছেন: পৃথিবিতে বর্তমান সমাজে চলতে হলে টাকা লাগে। বেচে থাকতে হলে টাকা লাগে।

অল্প টাকাতেও অনেক মানুষ সুখী থাকতে পারে। অনেক টাকা থাকলেও মানুষ সুখী হতে পারেনা।

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: আমি অল্প টাকাতে সুখী আছি।
যার চাহিদা কম সে সুখী মানুষ।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: সুখ টাকা দিয়ে পাওয়া যায়, কিভাবে? কোথায়?

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: যায় যায়।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৪

আকিব হাসান জাভেদ বলেছেন: টাকা ছাড়া পৃথিবীর সবকিছু যেন অচল হয়ে যায়। ভালোবাসা আর সহানুভূতি অনেক সময় সাময়িক ও লোক দেখানো মনে হয়।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: টাকায় সকল সুখের মুল ।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৯

বাজ ৩ বলেছেন: প্রয়োজন পরিমান টাকা খুবই উত্তম জিনিস

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৮

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দরভাবে বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন-চমৎকার লেখা

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৯

শেরজা তপন বলেছেন: ~ আহারে সুখ!!!

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৫

জিনাত নাজিয়া বলেছেন: টাকায় কখনোই সুখ দিতে পারেনা। তবে আপনার লেখা টা চমৎকার হয়েছে। ধন্যবাদ রাজীব ভাই।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনি কি সকালে বাসা থেকে বের হবার সময় সাথে নগদ টাকা কিংবা কার্ড সাথে নেন না?
আমি সব সময় কার্ড সাথে রাখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.