নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা এবং প্রতারণা

০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৯



বর্তমান যুগটা হচ্ছে অবিশ্বাসের যুগ।
এই যুগে কেউ কাউকে বিশ্বাস করে না। শুনলে অবাক হবেন, বাবা তার ছেলেকে বিশ্বাস করে না। মা তার মেয়েকে বিশ্বাস করে না। ভাই বোনকে বিশ্বাস করে না। বন্ধু বন্ধুকে বিশ্বাস করে না। অফিসে এক সহকর্মী আরেক সহকর্মীকে বিশ্বাস করে না। শিক্ষক ছাত্রকে বিশ্বাস করে না। চাচা ভাতিজাকে বিশ্বাস করে না। প্রেমিক প্রেমিকাকে বিশ্বাস করে না। স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। সমাজের কেউ কাউকে বিশ্বাস করে না। আমরা এখন এক অবিশ্বাসের যুগে বাস করছি। বড় ভয়ংকর এই যুগ! কোথাও সততা নেই। বিশ্বাস নেই। স্বচ্ছ পবিত্র ভালোবাসা নেই। কেউ কাউকে ঠকাতে পারলেই ভাবে জিতে গেলাম। এভাবেই চলছে সমাজ। এভাবেই চলছে দেশ।

বর্তমান যুগে স্বচ্ছ পবিত্র ভালোবাসা বলে কিছু নেই।
এযুগের বেশির ভাগ ছেলেমেয়ে ভালোবাসা কি সেটাই বুঝে না। প্রেম কি সেটাও বুঝে না। এই প্রজন্ম মনে করে প্রেম ভালোবাসা মানে ডেটিং। দেখা করো। বার্গার, ফুচকা খাও। গিফট দাও। রাত জেগে মোবাইলে কথা বলো। গোপনে সেক্স করো। বেশির ভাগ ছেলে ভালোবাসার অভিনয় করে, ভালোবাসে না। জাস্ট সেক্স করার জন্য প্রেম ভালোবাসার অভিনয় করে যায়। মেয়েটা যতদিন সেক্স করতে দিবে, ততদিন সম্পর্ক থাকবে। বোকা মেয়ে গুলো এভাবে ধরা খায়। তবু তাদের শিক্ষা হয় না। একজনের কাছে ধরা খেয়ে, আবার অন্যজনের কাছে যায়। যেন একটা চক্র। চক্রের শেষ নেই। কিছু কিছু মেয়েও আছে, সততার অভাব। এবং নির্লজ্জ। আসলে এরা পরিবার থেকে সঠিক পারিবারিক শিক্ষা পায়নি।

বর্তমান সময়ের ৯০% প্রেম ভালোবাসা টিকে না।
অথচ কারো কারো এক, দুই বা তিন বছরের প্রেম- ভালোবাসা। ছেলেরা প্রেম ভালোবাসা নাম দিয়ে মেয়েটার সাথে সেক্স করতে চায়। আর মেয়ে গুলো কি বোকা, ছেলেটার কথায় রাজী হয়ে যায়। তারপর ছেলেটা পালায়। ফলাফল মেয়েটাকে বাকি জীবন কান্না করতে হয়। এক আকাশ দু:খ আমৃত্যু বহন করতে হয়। অন্যদিকে ছেলেটা কাউকে বিয়ে করে ঘরসংসার করতে থাকে। হয়তো দু:খ কষ্ট পাওয়া মেয়েটাও একসময় অন্য কারো ঘর সংসার করে কিন্তু একটা দাগ থেকে যায়। বর্তমান যুগটা ভয়ংকর। এই যুগে কারো সাথে কারো দীর্ঘদিন সম্পর্ক থাকে না। চারিদিকে অবিশ্বাস। মানুষ আর মানুষ নেই। সৃষ্টির সেরা জীব হয়ে গেছে নিকৃষ্ট জীব।

মেয়েদের উচিৎ নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা।
একটা মেয়ে যখন পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়ায় তখন তাকে সমীহ করতে হয়। অবহেলা করা যায় না। মেয়েরা আর কতকাল বিয়ের আগে বাবা আর বিয়ের পর স্বামীর কাছে হাত পাতবে টাকার জন্য? ভালো ভাবে লেখাপড়া শেষ করে মেয়েটাকে চাকরি করতে হবে। অথবা বিজনেস। টাকা ইনকাম করতে হবে। নিজের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিতে হবে। কিন্তু মেয়েরা নিজের পায়ে দাড়াবার আগেই বিয়ে করে ফেলে। তারপর ঘরসংসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অনেক মেয়ে মাস্টার্স পাশ করেও চাকরি বা বিজনেস করে না। সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ইহা দু:খজনক। ছেলেদের সাথে সাথে মেয়েদেরও স্বাবলম্বী হতে হবে। স্বাবলম্বী মেয়ের সব জাগায় কদর আছে।

আজও সমাজে কিছু সত্য প্রেম ভালোবাসা আছে।
সেই ভালোবাসার মধ্যে নোংরামি নেই। চাহিদা নেই। লোভ নেই।এযুগের বেশির ভাগ ছেলেমেয়েরা নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার আগেই বিয়ে করে ফেলে। ফলাফল সংসারে অশান্তি। তারপর ছাড়াছাড়ি। কাজেই প্রতারণার স্বীকার না হতে চাইলে প্রেম ভালোবাসা করার দরকার নেই। যদি ভালোবাসতেই হয় তাহলে প্রকৃতিকে ভালোবাসুন, গাছপালা, নদী, সমুদ্র, পাহাড়, শিশু, বই, ভ্রমণ ইত্যাদি। রক্ত মাংসের মানুষকে ভালোবাসার কোনো প্রয়োজন নেই। মানুষ খারাপ। খুব খারাপ। এই সমাজে কোনো ভালো মানুষ নেই। মসজিদের ইমাম সাহেব পর্যন্ত হারামি। এই সমাজে প্রত্যেকে যার যার জায়গা থেকে অসৎ। যাদেরকে ভালো মনে করছেন, তারা আরো বেশি খারাপ।

প্রেম ভালোবাসার ক্ষেত্রে মেয়েরা ভুল বেশি করে।
তারা তাদের ভালোবাসা টিকিয়ে রাখার জন্য, ভালোবাসার মানুষটাকে ধরে রাখার জন্য শরীর দিতেও কার্পণ্য কতে না। দু:খের বিষয় শরীর ও মন দিয়েও শেষমেষ মেয়েটা ছেলেটাকে ধরে রাখতে পারে না। মধু খেয়ে ছেলেটা কোনো একটা উছিলা ধরে পালায়। তারপর আবার অন্য মেয়ের পেছনে ছুটে। আর মেয়েটা অতীত স্মৃতি মনে করে কান্না করে। বালিশ ভিজায়। শত শত প্রতারণার কাহিনী চারিদিকে। তবু মেয়েরা শিক্ষা নেয় না। বাঙ্গালী ছেলেরা অসৎ। লোভী। প্রতারক। ব্যাক্তিত্বহীন। কাজেই প্রতারণার স্বীকার না হতে চাইলে প্রেম ভালোবাসা থেকে দূরে থাকতে হবে। অর্জন করতে হবে জ্ঞান। জ্ঞানের চেয়ে সুন্দর দুনিয়াতে আর কিছু নেই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:২৭

শোভন শামস বলেছেন: সুন্দর লিখা, আমাদেরকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। লিখে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.