| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
গত কয়েকদিন আমি চিনি ছাড়া চা খাচ্ছি।
সারাদিনে মাত্র দুই কাপ চা। আগে চা খেতাম কমপক্ষে ৮ থেকে দশ কাপ। সবচেয়ে বড় কথা চা যেমন-তেমন, সিগারেট খাচ্ছি না। একদম না। কেউ আমাকে দিব্যি দেয়নি চিনি ছাড়া চা আর সিগারেট ছেড়ে দাও। আমি নিজ থেকেই ছেড়ে দিয়েছি। চিনি এবং সিগারেট ছাড়ার পর শারীরিকভাবে ভালো ফিল করছি। আগে একজন আমাকে বলেছিলো, শুধু মাত্র সাদা চিনি খাওয়া বাদ দাও, কিছু ভালো পরিবর্তন দেখতে পারবে। প্রচুর চিনি দিয়ে চা খাওয়া আমার দীর্ঘদিনের অভ্যাস। আর সিগারেট খাওয়াটা নেশার মতোন হয়ে গিয়েছিলো। কি সহজেই না নেশা ছুটে গেলো। সুরভি সকালে নাস্তার শেষে এক মগ চা দেয়। চায়ে চিনি নাই। সেই চা আমি হাসি মুখে খাই। আর কিছুদিন পর আমি চিনি ছাড়া চায়ে সম্পূর্ন অভ্যস্ত হয়ে যাবো। সিগারেট না খাওয়াতেও অনেক টাকা বেচে যাচ্ছে। মানুষ যে কেন সিগারেট খায়! বুঝি না। ভুস ভুস করে ধোয়া ছাড়ে। বিরক্তিকর।
অনেকে রাগ তেজ দেখিয়ে-
পত্রিকা অফিস ভাঙ্গলো। আগুন লাগিয়ে সব কিছু পুড়িয়ে ফেললো। তাতে তৌহিদী জনতার লাভটা কি হলো? দেশ বা সমাজের কি উপকার হলো? ছিল। এদের জন্য ঘৃণা। এই তৌহিদী জনতা যদি পত্রিকা অফিসের সাথে রাগ তেজ না দেখিয়ে- একশ' বেকারকে চাকরি দিয়ে দিতো। অথবা যারা রাস্তায় ঘুমায় তাদের জন্য ঘরের ব্যবস্থা করে দিতো। যেসব কিশোর কিশোরীরা রাস্তায় জুতার আঠা দিয়ে নেশা করে তাদের নেশা করা থেকে বিরত করিয়ে, তাদের স্কুলে ভরতি করিয়ে দিতো- তাহলে জাতির উপকার হতো। কিন্তু তৌহিদী জনতা পত্রিকা অফিস পুড়িয়ে দিলো। তৌহিদী জনতা মগজহীন। আহাম্মক। ইচ্ছে করে ওদের 'খ', 'ম' দিয়ে একটা খালি দেই। যাইহোক, প্রথম আলোর কমপক্ষে ৫০ লাখ টাকা ক্ষতি তো হয়েছেই। নাকি আরো বেশি বা কম? অবশ্য এই টাকা তাদের জন্য কিছু না। বড় প্রতিষ্ঠান। দেশে যারা ভাঙ্গাভাঙ্গি করবে অর্থ্যাত দেশের সম্পদ নষ্ট করবে সেই শালারা দেশের শত্রু।
ইউনুস সরকার কয়েকজন জামাতের প্রোডাক্টকে গানম্যান দিচ্ছেন।
এটা ভালো। অপ্রত্যাশিত মৃত্যু কেউ চায় না। হাদিকে মেরে ফেললো। ইহা দুঃখজনক। একবার হুমায়ূন আহমেদকে গানম্যান দেওয়া হয়েছিলো। সেই গানম্যান দুটা কাজ করতো। খাওয়া এবং ঘুম। এমনকি সে হুমায়ূন আহমেদকে বাজার পর্যন্ত করে দিতো। যাইহোক, যার মৃত্যু যেভাবে লেখা আছে, সেভাবেই হবে। মৃত্যুর সময় হলে গানম্যানও কিছু করতে পারবে না। আমার তো মৃত্যুর ভয় নেই। আমি তো কোনো অন্যায় করিনি। যে কেউ রেগে গিয়ে আমাকে গুলি করে মেরে ফেলবে। সবচেয়ে বড় কথা বিপ্লবীদের কেন গানম্যান লাগবে? তারা দেশের জন্য জীবন দিয়ে দিবে। তারা শহীদ হতে চায়। শহীদি মৃত্যু চায়। শহীদ হতে চেয়ে কেন আবার গানম্যান নিচ্ছে! তোরা শহীদ হয়ে যা। আল্লাহ তোদের কবুল করুক। আমরা তোদের কবরে গিয়ে ফুল দিয়ে আসবো। শ্রদ্ধা জানিয়ে আসবো। গান ম্যান নিয়ে ঘুরে বিপ্লবী হতে পারবি না।
শ্বশুর মশাই ফোন দিয়ে বললেন-
বাসায় আসো। ঝিনাইদহ থেকে একটা বড় মোরগ এসেছে। আর একটা বিরাট হাস এসেছে। চালের আটার রুটি, চিতই পিঠা হবে। আগামীকাল রান্না হবে। শ্বশুর মশাই মুখের উপর তো আর মানা করে দিতে পারি না। সুরভি আর ফারাজা তার কাছেই আছে। পরের দিন সেজেগুজে গেলাম। সুরভি রান্না করেছে। সুরভির হাতের রান্না ভালো। আমি ঠিক করে ছিলাম অল্প খাবো। কিন্তু রান্না এত ভালো হয়েছে। প্রচুর খেয়ে ফেললাম। ফাজ্জা আমার পাশে বসে আছে। তাকে আমি খাইয়ে দিচ্ছি। কোনো কারন ছাড়াই ফাজ্জা আমার হাতে খেয়ে আরাম পায়। খাওয়া শেষ করে সামান্য দই খেলাম। শীতের রাত! সুরভি ঘুমিয়ে পড়েছে। তার পায়ে ব্যথা। আমি আর ফারাজা মুভি দেখতে বসলাম। মুভির নামঃ Magic Arch। এনিমেশন মুভি। সুন্দর মুভি। সমুদ্রে থাকা ডলফিনকে নিয়ে কাহিনী। অবশ্য আজ আমার দেখার ইচ্ছা ছিলো- The Shawshank Redemption। চমৎকার একটা মুভি। এই মুভিটা আমি অনেকবার দেখেছি। তবুও কিছু দিন পর-পর আবার দেখতে ইচ্ছে হয়। দীর্ঘদিনের অভ্যাস।
একজন মানুষকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে।
আমি এমন এক দেশে বাস করি, যে দেশের জনগণ ডেঞ্জারাস। তারা মিথ্যা দোষারোপ দিয়ে মানুষকে পিটিয়ে মেরে ফেলে। তারপরও যখন মানুষটার মৃত্যু হয় না, তখন তাকে বেধে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়। কি ভয়ংকর! আমি অন্যায় করলে, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। সে কথা তো আল্লাহপাক কোরানে বলেই দিয়েছেন। তাহলে কেন আল্লাহর বান্দারা আল্লাহর উপর মাতব্বরি করছে? ইসলাম না শান্তির ধর্ম। আল্লাহপাক না দয়ালু, ক্ষমাশীল। তাহলে কেন মানুষকে পিটিয়ে মেরে ফেলা হবে? আগুনে পুড়িয়ে হত্যা করা হবে? আমার ধর্মকে কেউ খারাপ বললে, আমি তাকে মেরে ফেলতে পারি না। আমার নবীজিকে নিয়ে কেউ কটু কথা বললে, আমি তাকে আগুনে পুড়িয়ে হত্যা করতে পারবো না। আমি আল্লাহর কাছে তাদের জন্য হেদায়েত কামনা করবো। তাদের পিটিয়ে হত্যা করা আমার ইসলাম ধর্ম শিখায়নি। যারা ভুল পথে আছে, তাদের লাইনে কে নিয়ে আসবে?
২|
২৩ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
জ্যাক স্মিথ বলেছেন: ভালোবেসে তৌহিদি জনতাকে বুকে টেনে নিন, পরকালেও শান্তি আখেরাতেও শান্তি।
৩|
২৩ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪০
জ্যাক স্মিথ বলেছেন:
view this link
৪|
২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৪
নতুন নকিব বলেছেন:
আগে নিজেকে লাইনে আনতে হবে।
৫|
২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪০
ডঃ এম এ আলী বলেছেন:
দীপুকে যারা মেরেছে তারাই এখন বেশি দিশেহারা !!!!
আল্লাহ সকলকে দেদায়েত করুন ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: আগে আপনি নিজে লাইনে আসুন ; খ , ম দিয়ে গালি দেওয়ার ইচছা মন থেকে মুছে দিন । ভালোবেসে তৌহিদি জনতাকে বুকে টেনে নিন । তারা আপনার নেতাকে ফিরিয়ে আনার কাজ শুরু করে দিয়েছে।
।