| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এতটা অস্থির ও দিশাহীন বাংলাদেশ দেখিনি কখনো।
চলছে কিন্তু প্রকৃতই চলছে না;
আর চলছে যে না সেটাও বুঝতে পারছে না!
যারা বলছেন সব চলছে,
তারা যে অচল মুদ্রা সেটা বলারও মানুষ নেই!
সবাই ছুটছে যেনবা দিকভ্রান্ত!
সম্বল শুধু ক্রোধানল!
নিজের অনলে পুড়ে অতি বুদ্ধিমান!
তথ্য প্রবাহে এখন নাকি স্বাধীনতার প্লাবন!
সত্য - মিথ্যা ঘরে - বাইরে, আকাশে - বাতাসে উড়তে উড়তে একসময় মিলেমিশে ভেসে যায় বর্জ্যনগরে!
অতঃপর উৎপাদিত হয় নতুন সত্য
এবং ততটুকুই যতটুকু নিজ অনুকূলে!
এখন চলছে আলটিমেটামকাল!
মৃত্যদেবতাও সম্ভবত গভীর চিন্তামগ্ন!
উলোটপালোট হয়ে যাচ্ছে তার জাবেদা - খতিয়ান!
আমাদের ভাষা জানান দিচ্ছে আমরা এখন পরাশক্তি!
বাহুবল দিয়ে যদি সব হতো,
তাহলে কি দরকার তোমাকে মাননীয় মস্তিষ্ক?
২|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৫
হুমায়রা হারুন বলেছেন: কবিতা লেখেন?
খুব ভাল লাগলো।
৩|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৯
এইচ এন নার্গিস বলেছেন: সত্যিই তাই ।
৪|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৮
এ পথের পথিক বলেছেন: এই কোবতে ৫ ই আগস্ট ২০২৪ এর আগের জন্য প্রযোজ্য ।
৫|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিরা কি আবার কবিতা লিখতে পারবে আগামীর বাংলাদেশে?
২০২৬ সালের বাংলাদেশে?
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৯
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম ।