নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভেনেজুয়েলায় এখন কী হবে?

০৬ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১১



ট্রাম্প নাটক করতে পছন্দ করেন।
বিশ্ব তার নাটক আগ্রহ নিয়ে দেখে। মজা পায়। বিশ্ববাসীর মজা দেখে, ট্রাম্পও মজা পায়। অনেকে ট্রাম্পকে বোকা মনে করে, কিন্তু ট্রাম্প অনেক সেয়ানা। ট্রাম্প ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে পছন্দ করেন না। তার ধারনা মাদুরো চোরাকারবারী করে। মাদক পাঠায় বিভিন্ন দেশে। ট্রাম্পের ধারনা মাদুরো আমেরিকাতে মাদক সাপ্লাই করে। এদিকে মাদুরো আগে ভাগেই জানতেন- তাকে কোনো না কোনোদিন আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করবেই। জ্ঞানীগুনীদের ধারনা- ট্রাম্প এবং মাদুরোর আসল সমস্যা কোথায়? আসল সমস্যা তেলে। ভেনেজুয়েলা দৈনিক প্রায় ৯ লাখ ব্যারেল তেল রপ্তানি করে এবং এর সবচেয়ে বড় ক্রেতা হলো চীন।

ভেনেজুয়েলার রাজনীতিবিদ নিকোলাস মাদুরো।
মাদুরো একজন অদক্ষ, অযোগ্য লোক। তার জন্য ভেনিজুয়েলার কোন ও পরিবর্তন হলো না। দেশ পরিচালনার জন্য- দক্ষ ও যোগ্য লোক না থাকলে সেই দেশের বারটা বেজে যায়। মাদুরো একজন বাস চালক ছিলেন। পরে পরিবহন নেতা হোন। ২০০০ সালে মাদুরো ভেনেজুয়েলার সংসদ সদস্য নির্বাচিত হন। মাদুরোর ভাগ্য ভালো, তাই সে ২০১৩ সালে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। কারাকাসে থাকতেন মাদুরো তার স্ত্রীকে নিয়ে। মধ্যরাতে আক্রমন করে যুক্তরাষ্ট্র মাদুরোকে তার স্ত্রীসহ গ্রেফতার করে। ট্রাম্প যদি চায়- তাহলে আমাদের ইউনুসকে তুলে নিয়ে যেতে পারে। এটা তার জন্য কোনো ব্যাপারই না।

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী হচ্ছেন-
মারিয়া কোরিনা মাচাদো। মাচাদো গত বছর নোবেল শান্তি পুরস্কার পান। মাদুরোর ঘটনায়, মাচাদো খুশি এবং আনন্দিত। আগামীতে মাচাদো হয়তো ক্ষমতা হাতে নিবে। তারপর হয়তো দেশটি ভালোর দিকে যাবে। যাইহোক, মাদুরোর বর্তমান এই অবস্থার জন্য দায়ী- তাদের সেনাবাহিনী ও বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলো সমর্থন না পাওয়া। আজ ভেনেজুয়েলার দৈনিক পত্রিকার শিরোনাম হয়েছে- ''ভেনেজুয়েলা সংকট''। আসলে আমেরিকা হলো- আব্বা। সকল দেশের আব্বা। আব্বাকে খুশি না রাখলে পারলে বিপদ। আমেরিকা সাদ্দামকে শেষ করেছে। লাদেনকে শেষ করেছে। কাজেই আমেরিকার সাথে লড়াই করে পারা যাবে না।

দক্ষিণ আমেরিকার ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত ভেনেজুয়েলা।
সুন্দর একটি দেশ। ভেনেজুয়েলার মোট জনসংখ্যা তিন কোটি। তার মধ্যে মুসলমানের সংখ্যা দুই থেকে আড়াই লাখ। ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে। আয়তনের দিক থেকে ভেনিজুয়েলা বেশ বড় একটি রাষ্ট্র। দেশটির মোট আয়তন প্রায় ৯,১৬,৪৪৫ বর্গকিলোমিটার। ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র গুলোর মধ্যে রয়েছে- ব্রাজিল, কলম্বিয়া এবং গায়ানা। ভেনিজুয়েলা ধর্ম বিশ্বাসের দিক থেকে মূলত একটি খ্রিস্টান প্রধান দেশ। দেশটির জনসংখ্যার প্রায় ৯৬ শতাংশই রোমান ক্যাথলিক। ভেনিজুয়েলা শব্দের অর্থ হলো- ছোট ভেনিস।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৩১

সৈয়দ কুতুব বলেছেন: Trump কেনো ইউনুস সাহেব কে তুলে নিয়ে যাবেন ? বাংলাদেশে আমেরিকার কি interest আছে ? বরং ভারত ইউনুস সাহেবের ক্ষতি করতে পারে পিপল পারসেপশান রয়েছে । ;)

০৬ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: আমি কথার কথা বলেছি। ট্রাম্পের কত ক্ষমতা সেটা বুঝানোর জন্য বলেছি।
ভারত ইউনুস নিয়ে চিন্তিত নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.