নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৮৯

২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৪৭



হ্যালো ফারাজা,
তুমি কথার পিঠে কথা বলতে শিখে গেছো! পাঁচ বছরের এক বাচ্চা মেয়ে কি সুন্দর কথা বলছে। মাঝে মাঝে বাবার সাথে রাগ দেখাচ্ছে। বাবার কাছে গল্প শুনতে চাচ্ছে। হাজার হাজার গল্পের মধ্যে একটা গল্প তোমার বিশেষ প্রিয়। তোমার পৃথিবীতে আসার দিনটা। এই গল্পটা কমপক্ষে এক লক্ষবার তোমাকে বলেছি। অথচ তুমি প্রতিদিন ঘুমের সময় এই গল্পটাই শুনতে চাও। আমি গল্প শুরু করি- 'তখন চারিদিকে করোনা। চলছে লকডাউন। অফিস আদালত সব বন্ধ! রাত দশটা। তোমার মা ঘুমাচ্ছিলো। আমি পাশের ঘরে মুভি দেখছিলাম। হঠাত তোমার মা আমায় ডাক দিলো। বলল, হাসপাতালে যাওয়ার সময় হয়েছে। আমি ভাবীকে ফোন দিলাম। ভাবী সাথে সাথে চলে এলো। বলল, হ্যা হাসপাতালে যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু আমরা রাতে নয় সকালে যাবো। সকালে গেলাম হাসপাতালে। ডাক্তার বললেন, হ্যা এখনই। বাচ্চা আর পেটে থাকতে চাচ্ছে না। আমি বাইরে অপেক্ষা করছিলাম। সময় যেন আর শেষ হয় না। প্রচন্ড টেনশন। অস্থিরতা। প্রায় এক ঘন্টা পর একজন নার্স তোমাকে কোলে নিয়ে দৌড়ে আসে আমার কাছে......। আমি দেখলাম ছোট এক শিশু!

ফারাজা তাবাসসুম খান-
সকাল সাড়ে সাত টায় তুমি বাসা থেকে বের হও। কারণ আট টা থেকে তোমার ক্লাশ শুরু হয়। রাস্তার জ্যাম শেষ করে তুমি বাসায় ফিরতে ফিরতে প্রায় দেড়টা বেজে যায়। বাসায় ফিরে তুমি স্নান করো। তারপর কিছু খেয়ে তুমি হোমওয়ার্ক করো। লেখাপড়ার ব্যাপারে তুমি খুব সিরিয়াস। আমি তোমার জন্য প্রচুর পরিমানে পেন্সিল, ইরেজার, আর রংপেন্সিল নিয়ে আসি। এত এত পেন্সিল, রাবার, সাফনার দেখে তুমি অবাক! আমি যা-ই আনি তুমি খুশি হও। তোমার চোখ মুখ আনন্দে ঝলমল করে। দেখতে ভালো লাগে। তোমার জন্য কেনাকাটা করতে আমার ভালো লাগে। আমি যা-ই আনি। তুমি দেখে খুশি হও। আনন্দে তোমার চোখ মুখ জ্বল জ্বল করে। এটা আমার খুব ভালো লাগে। তোমার খুশি মুখ দেখার জন্য আমি বাসায় খালি হাতে যাই না। টাকা পয়সা জমাই না। সব খরচ করে ফেলি।

প্রিয় কন্যা আমার-
নিজের আলোয় আলোকিত করো চারপাশ। ফাজ্জা, তুমি আমাকে ফলো করো। আমার মতো চলো। তাহলে জীবনে অশান্তি হবে না। ঝামেলা হবে না। শত্রু তৈরি হবে না। আমি সহজ সরল জীবন যাপন করি। আমার চাহিদা কম। দুনিয়ার কোনো কিছুর প্রতি লোভ নাই। সমস্ত রকম অন্যায় থেকে দূরে আছি। মন্দ মানুষদের সাথে মিশি না। মূর্খ ও নির্বোধদের সাথে আড্ডা দেই না। আত্মীয়স্বজনদের মাঝে যারা বদ তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখি না। দুষ্ট লোকদের সাথে মেশার চেয়ে একা থাকা অনেক ভালো। আর এ-যুগে একা থাকা লাগে না। অসংখ্য বই আছে, নাটক সিনেমা আছে। যা মন চায় লেখালেখি করার জায়গা আছে। সময় হুহু করে কেটে যাবে। সমাজ নিয়ে ভাববে, দেশ নিয়ে ভাববে। দেশের মানুষের জন্য ভালো কিছু করবে। ফাজ্জা, তুমি তো অন্য দশ জনের মতো হলে হবে না। তোমাকে হতে হবে আলাদা, অসাধারন।

ফারাজা তাবাসসুম খান-
দেখতে দেখতে তোমার পাঁচ বছর হয়ে গেলো! একটা কথা আছে, 'সোনার চামচ মুখে নিয়ে জন্ম'। জন্মের পর থেকে কোনো কিছুর অভাব তোমার হয়নি। বলা যেতে পারে, দরিদ্র দেশে তুমি উন্নত জীবনযাপন করছো। তোমার পোশাক আশাক, খাওয়া দাওয়া- কোনো কিছুতেই কমতি নেই। তোমাকে বাসে চড়ে, রিকশায় করে স্কুলে যেতে হয় না। তুমি দামী গাড়িতে করে স্কুলে যাও। গাড়িতে করে বাসায় ফিরো। ফাজ্জা, এখন যে গাড়ী চালায় তার নাম অনন্ত। অন্তর সাথে তোমার এত কথা কিসের? যতক্ষন তুমি গাড়িতে থাকো, কথা বলতেই থাকো! গাড়ি চালানোর সময় ড্রাইবারের সাথে কথা বলতে হয় না। অন্তর ধৈর্য্য আছে, সে তোমার সব প্রশ্নের উত্তর আগ্রহ নিয়ে দেয়। অপ্রয়োজনীয় এবং ফালতু কথা কম বলাই ভালো।

প্রিয় কন্যা আমার-
তোমাকে বর্তমান দেশের কিছু অবস্থার কথা বলতে চাই- আগামী মাসে অর্থ্যাত ফেব্রুয়ারী মাসের ১২ তারিখ জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আওয়ামীলীগ নেই। নির্বাচনের জন্য বিদেশ থেকে চলে আসছে তারেক রহমান। কিছু চ্যাংড়া পোলাপান নির্বাচন করছে। হাসনাত, সারজিস, তাসনিম জারা, নাসির পাটোয়ারী ইত্যাদি। এদের কোনো অভিজ্ঞতা নেই। শেখ হাসিনা চলে যাবার পর এরা সুযোগ পেয়েছে। এইসব চ্যাংরাদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব নয়। এরা রাজনীতিতে নেমেছে অসৎ উপায়ে। দেশের জন্য এদের কোনো অবদান নেই। জামাত শিবিরেরও কোনো অবদান নেই। যাইহোক, বাদ দাও। আমি রাজনীতির মানুষ না। রাজনীতি আমার বিষয় না। তবু রাজনীতির ছায়া আমাদের উপর এসে পড়ে। ফাজ্জা, আজ পত্রিকা কি পড়লাম তোমাকে বলি- আফগান নামে একটা দেশ আছে। কঠিন ধার্মিক দেশ। ইরান, পাকিস্তান আর চীনের পাশে দেশটা। বিশ্বের মধ্যে আফগানিস্তানে সবচেয়ে বেশি শিশু মারা যায়। পৃথিবীর ধার্মিক দেশ গুলো ভালো নেই। আফগানিস্তানে তালেবান সরকার। এক মেয়ে হিজাব সঠিক নিয়মে না পরার কারণে তাকে ১৩ দিন কারাগারে থাকতে হয়েছে। মেয়েটার বয়স ২২ বছর বয়স।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



খুব ভালো লিখেছেন।
ফারাজার জন্যে দোয়া থাকলো।

২| ২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: মোটামুটি শীত গ্রামে

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৬

নতুন নকিব বলেছেন:



ফারাজাকে বাসে চড়ে, রিকশায় করে স্কুলে যেতে হয় না। দামি গাড়িতে সে স্কুলে যায়। সে দরিদ্র দেশে উন্নত জীবন যাপন করে।

আমার চাহিদা কম। আমি সহজ সরল জীবন যাপন করি। দুনিয়ার কোন কিছুর প্রতি লোভ নেই।

এই কথাগুলো ভালো লেগেছে। ফারাজার জন্য শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.