| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখির ডাকে আসিল ভোর,
আলো দেখিয়া জাগিল জোর।
কে গো, কে গো ঐ খানে?
একটু দেখ, চাহ আমার পানে।
আসিলে যখন, লুকায়ে কেন,
চিনি তাহারে, কেগো তুমি যেন!
একি, তুমি আসিলে কেমন করে,
ঝড়-ঝাপ্টা পার হয়ে।
আসিলাম তবে মনের জোরে ,
সে কহিল তা দৃঢ়তার সুরে।
শিখিলাম তবে তার পানে,
সবই সম্ভব যদি জোর থাকে মনে।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮
বোকামন বলেছেন: সুন্দর .....+