নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভ্রমণে বাংলাদেশ

অতঃপর তুমি

অতি সাধারন মানুষ

অতঃপর তুমি › বিস্তারিত পোস্টঃ

বৃক্ষের বেদনা !

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭



বৃক্ষ প্রাকৃতিক সৌন্দর্য্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান।গাছের যে প্রান আছে
তা 'Responses In The Living And Non-Living' স্বরচিত গ্রন্থের মাধ্যমে
স্যার জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেন । গাছের নাকি আবার বুদ্ধিও আছে!
গাছের বুদ্ধিবৃত্তি দেখে মুগ্ধ হয়েছিলেন এরিষ্টটল ।তিনি বিশ্বাস করেছিলেন গাছের আত্মা আছে,
সংবেদনশীলতা আছে। ২০০৫ সালের হিসাব অনুযায়ী পৃথিবীতে প্রায় ৪,০০০ কোটি গাছ ছিল,
যা প্রায় ১,০০,০০০ প্রজাতিতে বিভক্ত। বৃক্ষরা আমাদের পরিবেশের সাথে ও প্রাত্যহিক
জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বৃক্ষ ভূমিক্ষয় রোধ করে ,বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ
মোকাবেলায়ও এদের অবদান কম নয় এবং এদের পত্রপল্লবের নিচে আবহাওয়া-সুরক্ষিত
বাস্তুসংস্থান তৈরি করে। বৃক্ষ সবুজ পাতা অক্সিজেন তৈরি ও বাতাস থেকে কার্বন - ডাই অক্সাইড
দূরীকরণ এবং ভূমি তাপমাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের খাদ্যের
অন্যতম উৎস বৃক্ষ । বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ ঘরবাড়ি তৈরি, আসবাবপত্র তৈরি সহ নানান
কাঠামো তৈরিতে এবং জ্বালানি কাঠ হিসেবে ব্যবহৃত হয়। বৃক্ষের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ হল
মূল , কাণ্ড, ডালপালা,বাকল , ফুল, ফল এবং পাতা। বৃক্ষকান্ড মূলত সাহায্যকারী ও
পরিবহন কলা জাইলেম ও ফ্লোয়েম টিস্যু দ্বারা গঠিত। মানব জীবনে বৃক্ষ এক অনিবার্য ও অপরিহার্য
স্থান দখল করে আছে। কিন্তু মানুষরূপী দুপেয় দৈত্যগুলো এদের বেদনা বুজতে পারে না ।
প্রান যেহেতু আছে তাই বেদনা তো থাকবেই কিন্তু ওদের তো আর মুখ নেই যে হরতাল
ডেকে সমাবেশ করে প্রতিবাদ করবে কিন্তু ওদের নীরব প্রতিবাদ সবার চোখে পরে না।
সবকিছু উজাড় করে দিয়েও ওরা মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত ।স্বার্থপর মানুষগুলো অকারনে
বৃক্ষ উজাড় করে, তাদের ডালপালা কেটে দেয়।হাসি ঠাট্টার ছলে তাদের দেহ ক্ষত বিক্ষত করে।
কিন্তু কোন প্রতিবাদ নেই......

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

শোভনের শোভন বলেছেন: অবশ্যই উচিৎ নয় এধরণের ব্যবহার।
বাই দ্য রাস্তা, প্রথমে মনে হচ্ছিল আমি যেন ক্লাস সিক্সের বইয়ের রচনা পড়ছি। :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২

অতঃপর তুমি বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ছোট থেকেই বড় হওয়া ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৭

বিলিয়ার রহমান বলেছেন: অতঃপর তুমি

আপনাকে ব্লগে স্বাগতম!:) আপনি বেশ সুন্দর একটি কথা বলেছেন!কিন্তু আমাকে যে বলতেই হচ্ছে আপনার উপস্থাপনে একটু দুর্বলতা রয়েগেছে!:)

আশারাখি সামনের দিকে আরো সুন্দর উপস্থাপনায় আপনার ভালোভালো লেখা আমরা পড়ব!:)

অনেক অনেক শুভকামনা!:)


২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬

অতঃপর তুমি বলেছেন: সুস্বাগতম ।ভুল ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগীতা ও নির্দেশনায় ভাল কিছু করার চেষ্টা করবো।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: অতঃপর তুমি ,



যে উপলব্ধি নিয়ে লিখেছেন তা সহজ বোধগম্য ।
তবে লেখাটি রচনার ধাঁচ ছেড়ে অন্য রকম হলে ভালো লাগতো ।
আর যে আক্ষেপ আপনার লেখায়, সে প্রসঙ্গে এটুকুই বলা -- প্রকৃতি তার উপর জবরদস্তির প্রতিশোধ নেবেই প্রাকৃতিক নিয়মে ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭

অতঃপর তুমি বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭

অতঃপর তুমি বলেছেন: এ নীরবচারী বৃক্ষ একদিন প্রতিবাদ করবে

ডালপালা শুকিয়ে যাবে ,ফল দেওয়া বন্ধ হবে

ঘূর্ণিঝড়ে আর প্রতিরোধ গড়বে না

একদিন কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করবে না

অক্রিজেনও ত্যাগ করে করবে না

প্রাণহীন দেহ বাতাস উড়িয়ে ফেলবে

সেদিন মানুষ বুজবে আর আফসোস নিয়ে বলবে

আহারে কেন অবহেলা করলেম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.