![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
প্রসংগঃ ডাক্তারদের ভিজিট অতিরিক্ত বেড়েছে
আপনাদের কি মনে হয়??
-
-
-
-
একটা গল্প বলবো
আগে আপনাদের মতামত শুনি
/
/
/
নাকি বলেই ফেলি গল্পটাঃ
আজ হাসপাতালে একজন সাব-অ্যাসিস্টান্ট এডিটর এর সাথে কথা হচ্ছিলো
(পত্রিকার নাম বলবো না)
ওনার ভাষ্য মতে, ডাক্তারের ফিজ ইদানিং অতিরিক্ত হারে বেড়েছে, আগে ২০০-৪০০ ছিলো, এখন ৮০০-১২০০!! এতো কেন নিতে হবে
আমি বললাম, কী মোবাইল ব্যবহার করেন?
: নোকিয়া মিউজিক এক্সপ্রেস
: আপনার মোবাইল নষ্ট হলে ফোন অষ্টম শ্রেণী পাশ মেকানিক দ্বারা ঠিক করালে চার-পাঁচশ টাকার কম তো দেন না।
তাহলে সারা জীবন সর্ব ক্ষেত্রে ভাল ফলাফল করে এতো বছর পরে যিনি বিশেষজ্ঞ কনসাল্টান্ট হয়েছেন
তিনি আপনার শরীর ঠিক করার সন্মানি হিসাবে তাঁকে পাঁচশ টাকা দেওয়াটা কি খুবই অসঙ্গত?
আর মোবাইল যদি 'নকিয়া কেয়ার' এ দেন, কতো বিল হয় খেয়াল আছে?
: না তারপরো এতো নেয়া ঠিক না। অনেকেরই এটা দেওয়ার সামর্থ্য নাই
: আপনি ক'জন ডাক্তারের চেম্বারে যান ভাইয়া, আমি জানি আমার অনেক স্যারই অনেক পেশেন্ট প্রাইভেট প্র্যাক্টিসেও ফ্রি দেখেন
যাদের সামর্থ্য নাই তারা সরকারি হাসপাতালেই তো যেতে পারে! মাত্র ১০ টাকা ভিজিট!
আপনি খাবেন চাইনিজ আর বিল দেবেন 'সমুচা'র তা কি হয়?
: যারা গরীব?
: আপনি আপনার বাসায় কতোজন গরীবকে ফ্রি খাওয়ান? বাংলাদেশে গরীবের জন্য কোথাও কি ফ্রি খাওয়ার ব্যবস্থা আছে?
: না তারপরো আপনারা তো একটা সেবার কাজে আছেন, আপনাদের মানসিকতা কেন এমন হবে?
: ভাইয়া আমি একটু বাথরুমে যাবো, পরে কথা হবে
নীতিকথাঃ কিছু সাংবাদিক জন্মগত ভাবেই 'সাপোজিটরী' টাইপের হয় - অন্যের মলদ্বার ছাড়া এরা থাকতে পারেনা
তারপরও আপনাদের যদি মনে হয় ভিজিট বেড়ে গেছে, লিখুন আপনি কি মনে করেন ....
০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৯
রাজীব দে সরকার বলেছেন: হুমম
২| ২৩ শে মে, ২০১৩ রাত ১২:৪৩
কাজী দিদার বলেছেন: তারপরও আপনাদের যদি মনে হয় ভিজিট বেড়ে গেছে, লিখুন আপনি কি মনে করেন
আপনার টা বলুন আগে শুনি ভাই
০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৯
রাজীব দে সরকার বলেছেন: আমারটা বলার জন্যই তো লেখা
আপনার টা শুনতে চাইলাম আর কি
৩| ২৩ শে মে, ২০১৩ রাত ১২:৪৩
একাকী বালক বলেছেন: ভিজিট ব্যাপার না। ব্যাপারটা হইল সার্ভিসের। রুগীরা ইন্ডিয়া গিয়া ডাক্তারগো এত গালি গালাজ করে না যতটা এই দেশের ডাক্তারগো করে। কথা হইল টাকা দিমু সার্ভিস পামু। সার্ভিস বলতে বুঝায় "সফট স্কিল" যা বিডির ডাক্তারগো ভিতর খুবই কম। এই জন্যই পাবলিক ক্ষেপা বেশি। শুধু ডাক্তার না, নার্স, ওয়ার্ডবয় সবার ভিতরই "সফট স্কিল" কম।
_______________________
মোবাইল মেকানিকের সাথে তুলনা করাটাই হাস্যকর। তাইলে আমি শুনাই
"কিছুদিন আগে এক মোবাইল মেকানিকের কাছে গেলাম। কইল ঠিক করতে পারব। কিন্তু উল্টা কইরা দিল নস্ট। দিলাম কানের তলায় এক থাপড়া। টাকা দেওয়া তো দূরে থাক। "
এইবার হিসাব মিলান এইটার লগে আপনাগো ডাক্তারির।
২৩ শে মে, ২০১৩ রাত ১:৪৪
রাজীব দে সরকার বলেছেন: ভিসাব মিলাতে চাই না ভাই
আপনার মতো লোক সমাজে যতো কম জন্মায় ততোই ভালো
আপনি হিসাবের বাইরে!
আর ভাই সব কিছু সার্ভিস না, ডাক্তাররা বেশ্যা না - তাই ঐ "টাকা দিমু সার্ভিস পামু" অ্যাটিটিউড চেঞ্জ করেন
৪| ২৩ শে মে, ২০১৩ রাত ১২:৫১
একাকী বালক বলেছেন: যাদের সামর্থ্য নাই তারা সরকারি হাসপাতালেই তো যেতে পারে! মাত্র ১০ টাকা ভিজিট!
আপনি খাবেন চাইনিজ আর বিল দেবেন 'সমুচা'র তা কি হয়?
>>> দুই জায়গায়ই চাইনিজ খামু আমি। সরকারি হাসপাতালে আমি দিমু ১০ টাকা বাকী ৯৯০ টাকা দিব সরকার। আর বেসরকারীতে পুরা ১০০০ টাকাই আমি দিমু। সরকার কিচ্ছু দিব না। কিন্তু দুই জায়গায়ই চাইনিজ খামু।
ব্যাপারটা এমনই হবার কথা ছিল। জানি এইটা একার ডাক্তারগো লেইগ্যা না। প্রশাসন, সরকার সব মিলায় সরকারী হাসপাতালগুলোর কি অবস্থা তা জানি।
যাই হোক। তর্ক বিতর্ক কইরা লাভ নাই। সব প্রফেশনেই কলঙ্ক লাগছে। ডাক্তার মানেই কশাই, ইন্জি: মানেই ঘুষখোর, স্যার মানেই প্রাইভেট না পড়লে মার্কস দিব না, ব্যাবসায়ী মানেই ভেজালকারী এমন সরলীকরণ কইরা লাভ নাই।
পুরা দেশটাই গ্যাছে।
২৩ শে মে, ২০১৩ রাত ১:৪৫
রাজীব দে সরকার বলেছেন: হুম
৫| ২৩ শে মে, ২০১৩ রাত ১২:৫৪
নষ্ট ছেলে বলেছেন: সব কিছু বাড়তাছে। ভিজিট না বাড়লেই অবাক হইতাম।
৬| ২৩ শে মে, ২০১৩ রাত ১২:৫৬
একাকী বালক বলেছেন: তিনি আপনার শরীর ঠিক করার সন্মানি হিসাবে তাঁকে পাঁচশ টাকা দেওয়াটা কি খুবই অসঙ্গত?
>>> হা হা হা। শরীর ঠিক না হইলেও টাকা দিতে হয়। মাইরা ফেলাইলেও টাকা দিতে হয়। হা হা হা। আবার ঠিক হবার পরতো কোন ওয়ারেন্টিও দেন না ভাইজান। হা হা হা।
মোবাইল ফোনের সাথে মানুষের শরীর তুলনা কইরা ফেলাইছেন বাহে। হা হা।
২৩ শে মে, ২০১৩ রাত ১:৪৬
রাজীব দে সরকার বলেছেন: আপনার কোন কমেটের আর জবাব দেবার প্রয়োজন মনে করছিনা
৭| ২৩ শে মে, ২০১৩ রাত ১:১৩
মিজভী বাপ্পা বলেছেন: জানি না আপনি ডাক্তার কিনা তবে একটা বিষয় মাথায় রাখবেন টাকা কিন্তু মানুষের সব কিছু না।যদি ও টাকা ছাড়া চলা মুশকিল।তবুও টাকার জন্য যদি এই সেবামূলক পেশা কে ব্যবসায় রূপান্তর করেন তখন আমরা সাধারণ পাবলিক সেসকল ডাক্তারকে কি বলব, ডাক্তার নাকি ডাক্তারের পোষাক পরিহিত কসাই।
কিছু মনে করবেন না আমার বাবা এমন কিছু ব্যবসায়িক ডাক্তারের চিকিৎসার ভুক্তভোগী।তারা কিন্তু আবার বিভিন্ন হাসপাতালের নাম করা ডাক্তার।কিন্তু নামে নাম করা, কাজে ব্যবসা।তাদের কাছে রোগী রোগ ভাল করা মুখ্য না রোগীর পকেট ফাঁকা করাই মুখ্য হয়ে দাঁড়ায়।
ডাক্তার যদি আমার রোগ সঠিক ভাবে নির্ণয় করে আমাকে সুস্থ করে তোলে তাহলে তো আমাকে উনার চাহিদা মত ফিস দিতে অসুবিধা নেই তাই না।রোগ ভাল করার নামে নাম নেই ফিস+টেস্ট বাণিজ্যের ব্যবসা করা।
ডাক্তারের ভাষা হওয়া দরকার নমনীয়।যাতে উনার ভাল ব্যবহারে ডাক্তারের উপর রোগী আস্থা স্থাপন করতে পারে।কিন্তু কিছু কিছু ডাক্তার এমন ব্যবহার করে মনে হয় যে, ডাক্তারের বাবা মা উনাকে জন্মের পর মুখে মধু দেয় নি।
দাদা একটা বিষয় মাথায় রাখবেন, যদি ও ডাক্তার ঈশ্বরের উর্ধ্বে নয়, তবুও মানুষ ডাক্তারের কাছে আগে যাই সেই বিশ্বাসে যে উনিই পারে আমাকে ভাল করতে।যদি ডাক্তার অপারগতা প্রকাশ করে তখন ঈশ্বরই থাকে শেষ ভরসা।সুতরাং ঐসকল মানুষের সাথে আপনারা এই সেবাব্রতের কান্ডারি যারা তারা দয়া করে ফিস+টেস্ট বাণিজ্য করে ধোঁকা দিয়েন না।
কথা গুলো বাস্তবতা থেকেই বলছি।আপনি কিছু মনে করিয়েন না।আমার বাবা এসকল পরিস্থিতির শিকার হয়েছিল।যাক এখন দেশের বাহিরে নিয়ে যেতে হবে আর কি!![আমার বাবার জন্য দোয়া করিয়েন]
২৩ শে মে, ২০১৩ রাত ১:৪৮
রাজীব দে সরকার বলেছেন: দোয়া থাকবে
৮| ২৩ শে মে, ২০১৩ রাত ১:৩১
বাংলার হাসান বলেছেন: হুমম, বুঝলাম।
২৩ শে মে, ২০১৩ রাত ১:৪৮
রাজীব দে সরকার বলেছেন: হুম
৯| ২৩ শে মে, ২০১৩ রাত ১:৪৫
আগুনে পাখি বলেছেন: আপনাদের বেতন বাড়ে, নতুন জিনিস কেনেন, যারে তারে আজাইরা জিনিস কিনে দেন, ডেটিং এ হাজার হাজার টাকা খরচা করেন......আর স্বাস্থ্যের খাতিরে টাকা বের করতে হাত কামড়ায় ????
কেন ? আমাদের পেশা এটা ।
নাকি মনে করছেন যে আল্লাহর ওয়াস্তে সবাইকে ফ্রি দিয়ে যাব ???
তাহলে সরকারি হাসপাতালই আপনার জন্য উপযুক্ত ।
Pls Don't Bother !!!
২৩ শে মে, ২০১৩ রাত ১:৪৮
রাজীব দে সরকার বলেছেন: সাহসী যুক্তি
১০| ২৩ শে মে, ২০১৩ রাত ২:১৬
zaki642 বলেছেন: যাদের সামর্থ্য নাই তারা সরকারি হাসপাতালেই তো যেতে পারে! মাত্র ১০ টাকা ভিজিট!
আপনি খাবেন চাইনিজ আর বিল দেবেন 'সমুচা'র তা কি হয়?
হাস্যকর যুক্তি।
০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫১
রাজীব দে সরকার বলেছেন: অহাস্যকর একটা যুক্তি দেন ভাই
১১| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:০২
্নিজাম জয় বলেছেন: আজাইরা বেশি বেশি টেস্ট না ধরাইয়া দিলে তো ৮০০/১০০০ দিতে আপত্তি নাই।আসল টাকা তো বাইর হয় ডায়গনস্টিক সেন্টারে।ডাক্তাররা নাকি ওইখান থাইকা আবার পারসেন্টেজও পায়।
১২| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:০০
একাকী বালক বলেছেন: লেখক বলেছেন: ভিসাব মিলাতে চাই না ভাই
আপনার মতো লোক সমাজে যতো কম জন্মায় ততোই ভালো
আপনি হিসাবের বাইরে!
আর ভাই সব কিছু সার্ভিস না, ডাক্তাররা বেশ্যা না - তাই ঐ "টাকা দিমু সার্ভিস পামু" অ্যাটিটিউড চেঞ্জ করেন
>>>>
আপনি খাবেন চাইনিজ আর বিল দেবেন 'সমুচা'র তা কি হয়?
>>>> মিয়াভাই সার্ভিস আর প্রোডাক্ট কি তার তো কোন আইডিয়াই নাই আপনার। আমার কমেন্টের জবাব দিবেন কেমনে? লজিক এতো আটকায় গেছেন গ্যা। যাইহোক মনে হয় অনাহারী স্টেজে আছেন। এই স্টেজে সব ডাক্তারাই ক্ষেইপা থাকে।
০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৩
রাজীব দে সরকার বলেছেন: ভাই আমি যে স্টেজেই থাকি, আছি তো!! আপনার পক্ষে এখানে আসা সম্ভব না
১৩| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:০৫
একাকী বালক বলেছেন: লেখক বলেছেন: দোয়া থাকবে >>> খালি দোয়া কেন। হের কথাগুলার জবাব দেন না মিয়া ভাই। একটু শুনি।
১৪| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:০৮
একাকী বালক বলেছেন: আগুনে পাখি বলেছেন: আপনাদের বেতন বাড়ে, নতুন জিনিস কেনেন, যারে তারে আজাইরা জিনিস কিনে দেন, ডেটিং এ হাজার হাজার টাকা খরচা করেন......আর স্বাস্থ্যের খাতিরে টাকা বের করতে হাত কামড়ায় ????
কেন ? আমাদের পেশা এটা ।
নাকি মনে করছেন যে আল্লাহর ওয়াস্তে সবাইকে ফ্রি দিয়ে যাব ???
তাহলে সরকারি হাসপাতালই আপনার জন্য উপযুক্ত ।
Pls Don't Bother !!!
>>> আর একজন আইছে। বাংলাদেশীরা স্বাস্থ্যের খাতিরে কত টাকা বের করে দেখতে চাইলে ইন্ডিয়ার হাসপাতালগুলোতে যাইয়েন। টাকা ঠিকই বের করে তবে আপনারা হেই টাকা পান না। কারণ আপনাগো সার্ভিস ভাল না। এইটা স্বীকার না কইরা ট্যানা পাচায় কেন ডাক্তাররা সবসময় বুঝি না।
১৫| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮
শিব্বির আহমেদ বলেছেন: কসাইয়ের মানসিকতা থেকে বের হয়ে আসুন , মানুষ এমনিতেই টাকা দিবে , সামুতে পোস্ট লিখতে হবে না ।
০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৩
রাজীব দে সরকার বলেছেন: তাই?
১৬| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৪০
ব।ংল।র ব।ঘ বলেছেন: ভাই ৫শ-৮শ টাকা েত যদি শেষ হোতো তা হলে তো ভালো ই ছিলো কিনতু এ তো শুরু। এর পর আছে ল্যাব টেসট,হাসপাতাল এ ভতিঁ।অত্ঃপর ডকটর পরিবরতন হবে...এবং চলতে থাকবে।
বাস্তবতা এমনি!!!
১৭| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৪২
-এভারগ্রীন নাহিদ- বলেছেন: এই গরিবের টাকায় সরকারী মেডিকেলে পড়েন।
সরকারি হাসপাতাল এর ডিউটি রেখে চেম্বার এ বসেন। আবার দালালি করতেছেন । লজ্বা হয় না ভাই ?
হাস্পাতালে গেলে এই উই করে দেখে দেন। ক্লিনিক এ গেলে সে কি মায়া করে দেখেন। কসাই ।
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১২
রাজীব দে সরকার বলেছেন: ভাই সরকারি সব ভার্সিটির মানুষ জনই গরীবের টাকায় পড়ে
"সরকারি হাসপাতাল এর ডিউটি রেখে চেম্বার এ বসেন" - দুই একটা উদাহরণ সবার জন্য খাটেনা
সরকারি হাসপাতালে গেছেন কোনদিন - জানেন প্রতিদিন কতজন করে রোগি দেখতে হয়?
কসাই আপনি নিজে
১৮| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৫
Crazy তৌফিক বলেছেন: যাদের সামর্থ্য নাই তারা সরকারি হাসপাতালেই তো যেতে পারে! মাত্র ১০ টাকা ভিজিট!
আপনি খাবেন চাইনিজ আর বিল দেবেন 'সমুচা'র তা কি হয়?
১৯| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৫২
একাকী বালক বলেছেন: Crazy তৌফিক বলেছেন: যাদের সামর্থ্য নাই তারা সরকারি হাসপাতালেই তো যেতে পারে! মাত্র ১০ টাকা ভিজিট!
আপনি খাবেন চাইনিজ আর বিল দেবেন 'সমুচা'র তা কি হয়?
>>> দুই জায়গায়ই চাইনিজ খামু আমি। সরকারি হাসপাতালে আমি দিমু ১০ টাকা বাকী ৯৯০ টাকা দিব সরকার। আর বেসরকারীতে পুরা ১০০০ টাকাই আমি দিমু। সরকার কিচ্ছু দিব না। কিন্তু দুই জায়গায়ই চাইনিজ খামু।
[আগেই ব্যাখ্যা করছিলাম ব্যাপারটা]
২০| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:০৬
সজল৯৫ বলেছেন: মেবাইল মেকানিকের সাথে তুলনা করতে হল একজন ডাক্তারকে!!! যাক তারপরও কিন্তু যুক্তির পাল্লা ঐ মেকানিকের দিকে যাচ্ছে। মেকানিকের কাছে গেলে সে সেটটি হাতে নিয়ে বলে দিতে পারে সমস্যা কোথায় না হয় তার কাছে থাকা যন্ত্রপাতি দিয়ে একটু চেক করে বের করে কোন পার্টস লাগবে কিনা। আর লাগলে সাথে সাথেই জনিয়ে দেয় আর এ জন্য ফিস নেয় না । যদি সমস্যা সমাধান করে তবে সে টাকা পায় ।আর আপনারা ডাক্তাররা??? নানা রকম টেষ্ট ছাড়া কিছৃই বলতে পারেন না। তাহলে কি বলা যায় না যে এইট পাসের যোগ্যতাও নেই ডাক্তারদের?
আগে ডাক্তাররা নাড়ি টিপে রোগ দেখে ঔষধ দিত ভালোও হত রোগী। তাদের ফিস ও কম ছিল, অনেকের ফিস ও লাগতো না। তখন ছিল সেবা আর এখন ব্যবসায়।
ধন্যবাদ.........
২১| ২৫ শে মে, ২০১৩ দুপুর ২:৩১
খাটাস বলেছেন: শিব্বির আহমেদ বলেছেন: কসাইয়ের মানসিকতা থেকে বের হয়ে আসুন , মানুষ এমনিতেই টাকা দিবে , সামুতে পোস্ট লিখতে হবে না।
সারা জীবন গরিবের দেয়া ট্যাক্স এ পড়ে ডাক্তার, তবে তা করুনা হিসেবে নিয়ে নয়। নিজ মেধায় নির্বাচিত হয়েই সে সুযোগ পায়। অনেক পড়াশোনা করেই ডাক্তার হতে হয়। তার জন্য পারিশ্রমিক তাদের অবশ্যই প্রাপ্য। কিন্তু যে গরিব তাদের পড়াশোনার টাকা দিল, তাদের জন্য সরকারি হাসপাতাল ছাড়া আর কিছুই করার নেই টাই না? মানবতার পেশায় যুক্ত হয়ে মানবতা ভুলে যাওয়া ভাল তো। একটা কথা ভুলে যায়, ডাক্তার যখন হয়ে গেছে, টাকার অভাব হবে। বহুত দামড়া বড়লোক দামড়া শরীর আর টাকার বস্তা নিয়ে হাজির হবে। তাই গরিবদের জন্য আলাদা বেবস্থা থাকা উচিত।
আর আমার কথা যদি কটু লাগে, ভাই আমি বি বি এর ছাত্র। যে কোন বেবসায় আছি। এতই যদি টাকা লাগে, আসেন এক সাথে বসি। মানুষ চিপা দিয়া টাকা বের
করার বুদ্ধি বের করি।
২২| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:০৯
তারেক বলেছেন: হুম খুবই জনগুরুত্বপূর্ন ইসু্।আমার কথা হচ্ছে, টাকা নেন ভাল কথা কিন্তু ব্যবহার ও চিকিৎসাটা তো ভাল করে করবেন। সেটা যদি না করেন তাহলে তো জনগন কসাই, হারামি, খাইসট্যা ইত্যাদি বলবেই।
২৩| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:৩২
হিতাকাঙ্খী বলেছেন: আমাদের দেশেই ডাক্তারদের মধ্যে রোগীদের অহেতুক হেনস্থা করেন এমন ডাক্তার যেমন আছেন, পাশাপাশি আবার মানবতাবাদী-পরোপকারী দুস্থঃবন্ধু ডাক্তারও আছেন।
আমি অন্তত এমন একজনকে জানি যিনি সম্পূর্ন বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়ে থাকেন এবং প্রতিনিয়ত স্বাগ্রহেই নতুন রোগীর সন্ধান করে যাচ্ছেন চিকিৎসা দেবার জন্য।
আগ্রহীগনগন-কে ফেসবুক-এর 'টেলিমেডিসিন বিডি' নামের এই গ্রুপটি ভিজিট করার অনুরোধ রইল।
"https://www.facebook.com/groups/bdtelemedicine/"
২৪| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:১০
টেকনিসিয়ান বলেছেন: @সজল৯৫
-সহমত।
২৫| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
মদন বলেছেন: প্রথমত হলো ডাক্তারদের ভিজিট বেড়েছে এটি সত্যি,
দ্বিতীয়ত হলো সব কিছুরই দাম বেড়েছে একইহারে, কাজেই ডাক্তারদের ফী বেড়ে যাওয়া দোষের কিছু নয়।
বাংলাদেশে ট্রিটমেন্টে অসন্তুষ্ট হয়ে ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে সন্তুষ্ট হোন শতকরা ৯০ ভাগ রোগী।
কেন?????????????????
আমি তাদের অনেকের কাছে জানতে চেয়েছি কোন তারা সন্তুষ্ট। তাদের সন্তুষ্টির অন্যতম প্রধান কারন হলো "ব্যবহার"।
২৬| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
আতিকুল০৭৮৪ বলেছেন: ২ টা কথা বলবোঃআপ্নারাই মিলাবেন
১।সরকারী হাস্পাতালের আউটডোরে যত রোগী যায় তার ৫০% এর কিছুই হয় না্ তারা যায় ডাক্তারের দেখাইয়া কিছু মাগ্না অষুধ আনতে পরে যদি কাজে লাগে।আপ্নি বলেন ৫ ঘন্টায় ১০০ রোগী দেখতে হলে ওই ডাক্তার কতটুকু ভাল ব্যবহার করতে পারেন?
২।চেম্বারেও বিশেষজ্ঞ ডাক্তারের রোগীদের মধ্য ২০-৩০% রোগীর জটিল কিছু হয় নাই,এম বি বি এস ডাক্তারকে দেখাইলে উনাদের আত্বসম্মানে লাগে তাই উনারা বড় বড় ডাক্তারের চেম্বারে ভিড় জমান।স্বভাবতই ডাক্তারের বেশি সময় নিয়ে রোগী দেখা সম্ভব হয় না।
অনেক রোগী আছে অনেকদিন ধরে ভুগেন।ডাক্তারে কাছে যান না্ কিন্তু এই রোগী হাস্পাতালেই যাইয়া এক মিনিট ও অপেক্ষা করতে চান না।
বাংলাদেশের বেশির ভাগ রোগী ডাক্তারের পরামরশ নিয়ে অই প্রেস্ক্রিপ্সন্টা ফারমেসির লোকের কাছে জিজ্ঞাশা করে ভাই কোন টা কোন টা খাবো।এই কাজটা অনেক শিক্ষিত লোকও করে থাকেন।
পরিশেষেঃ ডাক্তারদের ও অনেক নরম স্বভাবে কথা বলার অভ্যাস করতে হবে।
২৭| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৯
টেকনিসিয়ান বলেছেন: একাকী বালকের ভয়ে কি লেখক বাকী ব্লগারদের জবাব দিতে চাচ্ছে না?
২৭ শে মে, ২০১৩ রাত ২:১২
রাজীব দে সরকার বলেছেন: না ভাই আপনি টেনশিত হয়েন না
আমার উত্তর গুলো অনেকেই দিচ্ছেন
খেয়াল করুন
(আর মাল্টির খেলা আমরা অনেক আগেই পেছনে ফেলে এসেছি)
২৮| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৫
সুপারনোভা বলেছেন: যাদের সামর্থ্য নাই তারা সরকারি হাসপাতালেই তো যেতে পারে! মাত্র ১০ টাকা ভিজিট!
সমস্যাটা তো এখানেই! সরকারী হাসপাতালে যে ডাক্তারের একটা নির্দিষ্ট সময় বসার কথা সেখানে সেই ডাক্তারকে খুঁজে পাওয়া যায় না ... ডাক্তার সাহেব তখন বাইরে প্রাক্টিস করে বেড়াচ্ছেন ৮০০-১২০০ টাকা ভিজিটে ....
চরিত্র তো ওখনেই নষ্ট হয়ে গেছে ...
২৯| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১০
দুর্বৃত্ত_আমি বলেছেন: আমি চিকিৎসাকে সেবা বলতে রাজি না, এটা একটা জীবিকা এবং সবসময়ই তা ছিল। তুমি অসুস্থ হবা, ডাক্তারের কাছে আসবা, কন্সাল্ট করবা, ফী দিবা, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেয়ে সুস্থ হবা, ব্যাস! তুমি কোন চ্যা**র বা**ল তোমার সাথে লুতুপুতু করে কথা বলতে হবে? তুমি অসুখ সারাইতে আসছ, সাইকিয়াট্রিক কন্সাল্ট করতে না, মানসিক উৎকর্ষতা লাভের জন্য না। প্রচুর ডাক্তার স্বাভাবিক ভাল আচরণ করেই রোগী দেখে, তাদের কাছে যাও, খারাপদেরকে বয়কট কর। তাইলেই সমাধান হয়। তা না করে চুলকানির স্বভাব তোমাদের।
আর যেসব গণ্ডমূর্খ ছাগল বলে এত টেস্ট কেন করতে দেয়, আরে রাম ছাগলের বাচ্চা, সেটা বুঝতে হইলে বুদ্ধির যে লেভেল থাকা জরুরী সেটা তোর চৌদ্দ গুষ্ঠির সম্মিলিত বুদ্ধি দিয়েও কভার হবে না। অকাট মূর্খের দল!!
আরেক চ্যা**র একাকি বাল(ক) আসছে চাইনিজ খাইতে! সরকার তুমারে ৯৯০টাকা দিয়া চাইনিজ খাওয়াইব আর ডাক্তারদেরকে ৩০টাকা দিয়া তুমাদের পা***ছা পরিষ্কার করাইব?
১১ ই জুন, ২০১৩ রাত ১২:১৮
রাজীব দে সরকার বলেছেন: পুরোটা না হলেও কিছুটা সহমত
৩০| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:২৭
ধুমধাম বলেছেন: 'দুর্বৃত্ত_আমি' কি doctor der symble?!
১১ ই জুন, ২০১৩ রাত ১২:১৯
রাজীব দে সরকার বলেছেন: 'দুর্বৃত্ত_আমি' তার মত দিয়েছেন, আপনি আপনার টা দিন
৩১| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩৩
দুর্বৃত্ত_আমি বলেছেন:
@ ধুমধাম, symble মানে কি ভাই?
আমাকে ডাকতর মনে হয় নাকি?
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৩ রাত ১২:৩৭
নাঈম আহমেদ বলেছেন: কিছু সাংবাদিক জন্মগত ভাবেই 'সাপোজিটরী' টাইপের হয় - অন্যের মলদ্বার ছাড়া এরা থাকতে পারেনা