![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
ঘটনাস্থল এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
ঢাকা মেডিকেল কলেজের নতুন বিল্ডিংয়ে রোগী এবং তাদের এটেন্ডেন্টদের জন্য ৫ টি লিফট। আলাদাভাবে বিল্ডিংয়ের পিছনদিকে ডাক্তারদের জন্য ২টি লিফট, একটি শুধুমাত্র ডাক্তারদের জন্য অন্যটি ডাক্তার,নার্স,স্টাফদের জন্য।
আজকে মেডিসিন ইউনিট-৭ এর এডমিশন (মেডিসিনের যত রোগী আজ আসবে সব এই ইউনিটেই ভর্তি হবে) থাকায় এই ইউনিটের ডাক্তাররা অন্যান্য দিনের চেয়ে বেশি ব্যস্ত। এমন অবস্থায় ডাক্তারদের লিফটে ইউনিট-৭ এর সিএ ডাঃ সোহেল এবং আইএমও ডাঃ রাজিব এর সাথে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের কয়েকজন উঠলে ডাক্তারেরা তাদের নেমে যেতে বলেন।
তখন তারা ঐ দুজন ডাক্তারকে মারধোর শুরু করে এবং মাটিতে ফেলে লাথি দেয়। খবর শুনতে পেয়ে অন্য ডাক্তারেরা আক্রমনকারীদের আটক করে এবং ডাক্তারদের সাথে তাদের হাতাহাতি হয়। পরিস্থিতি শান্ত করতে ডিরেক্টর সবাইকে তার রুমে ডেকে নিয়ে শহিদুল্লাহ হলের ছাত্রীলীগের জিএস এর সাথে “মীমাংসা” করে ফেলতে বলেন। ডিরেক্টরের এমন নীরব ভূমিকার প্রতিবাদে সব ডাক্তারেরা কর্মবিরতির সিদ্ধান্ত নেয়।
মূলধারার সংবাদমাধ্যমগুলোতে যথারীতি মূল ঘটনা গোপন করে বলা হচ্ছে ডাক্তারেরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের মেরে আহত করেছে। নিউজে তাদের ছাত্রলীগ পরিচয় ও গোপন করা হয়েছে। এতে উস্কানি পেয়ে ঢাকা ভার্সিটি ছাত্রলীগের কর্মীরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে এসে ভাংচুর করে। এই হলুদ সাংবাদিকতা রুখতে মূল ঘটনা পরিপূর্ন রূপে সবাই শেয়ার করুন।
ঘটনার বিস্তারিত বর্ণনা লিখেছেন ঘটনাস্থলে উপস্থিত থাকা ডাঃ কায়সার আনাম,
”
ঢাকা মেডিক্যাল হাসপাতাল নতুন ভবনে ঢুকতেই রোগীদের ব্যবহারের জন্য পাঁচটি লিফট আছে। বড় আকৃতির এই লিফট গুলোতে করে রোগীর স্ট্রেচার, হুইলচেয়ারসহ রোগীর অ্যাটেনডেন্টরাও ওঠানামা করেন। আর ভবনের অপর দিকে ডাক্তারদের ব্যবহারের জন্য দুটো ছোট ইমারজেন্সি লিফট আছে। তার মধ্যে একটা নষ্ট।
বাকী একটা ছোট লিফটে করেই বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন ফ্লোরে ডাক্তারদের দৌড়াদৌড়ি করতে হয়। লিফটের বাইরে বাংলা ও ইংলিশে পরিষ্কার লেখা আছে, “শুধুমাত্র ডাক্তার ও নার্সদের ব্যবহারের জন্য”।
আজকের ঘটনা। দুই ডাক্তার ভাই লিফটে উঠতে গিয়ে দেখেন যে লিফটে রোগীদের লোকজন উঠে আছে। ভাইয়ারা তাদের বলেন এটা শুধুমাত্র ডাক্তারদের জন্য। রোগীদের লিফট অন্যদিকে। প্রথমে তাদের নামতে অনুরোধ করলে তারা অস্বীকৃতি জানায়। এর পরে ব্যাপারটা বাক-বিতণ্ডার দিকে গড়ায়। ওই অ্যাটেনডেন্ট এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বলে, ‘আমি কে, আমারে তুই চিনছ! তুই কোনহানকার ডাক্তার আইছস! ডাক্তারি দেখাছ?!!’
এর প্রতিবাদ করতে গেলে এক ভাইকে তারা ধাক্কা দিয়ে লিফট থেকে বের করে দেন। আরেক ভাইকে লিফটের মধ্যেই ধাক্কা দিয়ে ফেলে দেন। লিফটের বাইরের ভাই অনেকবার তাদের টেনে বের করার চেষ্টা করে ব্যর্থ হন। পাশেই নিরাপত্তার কাজে চারজন আনসার দাঁড়িয়ে ছিল।
তারা সম্পূর্ণ নিরাপদ দূরত্ব থেকে ঘটনাটা দেখতে থাকে। কয়েকজন লিফটে ঢুকে মেঝেতে পড়ে থাকা ওই ভাইয়াকে উপর্যুপরি লাথি মারতে থাকে। ভাইয়া ডাক্তার মানুষ। পড়ালেখা বাদে সারাজীবন আর কিছুই করেন নাই। বিশ্ববিদ্যালয়-পড়ুয়া ওই গুন্ডাদের সামনে তিনি উঠেই দাঁড়াতে পারলেননা।
তাকে পায়ের নিচে ফেলে পাড়াতে পাড়াতে লিফট তিনতলা থেকে সাততলায় চলে গেল। খবর পেয়ে আমাদের সিএ, আইএমও ভাইয়ারা ছুটে এলেন। উপস্থিত অনন্য রোগীর স্বজনেরা তাদের দেখেই চিৎকার করে উঠলো, ‘স্যার!! ডাক্তার সাহেবকে বাঁচান স্যার! নাইলে আজকে ওনারে মাইরাই ফালাইব!’
ভাইয়ারা সাথে সাথে তাদের থামানোর চেষ্টা করলেন। ফোন করে অনন্য ডাক্তারদের ডেকে আনলেন। সবাই মিলে অনেক ধস্তাধস্তির পরে তাদের থামানো সম্ভব হল। ওই দুইজনকে আটক করা হল। বাকী সহায়তাকারিদের আনসারদের হাতে দেয়া হল। তারা আনসারদের হাত ছুটে পালিয়ে গেল।
আমাদের আহত ডাক্তারভাইকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল। ডাক্তারদের দয়ার শরীর। তাই দুই আহত গুন্ডাকেও চিকিৎসার জন্য ইমারজেন্সি বিভাগে নেয়া হল।
এই নিয়ে যখন ডাক্তারদের রুদ্ধদ্বার মিটিং চলছিল, তখন একজন এসে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের একটি রাজনৈতিক ছাত্রসংগঠনের জিএস বলে পরিচয় দিলেন।
আমাদের ডিরেক্টর ব্রিগেডিয়ার সাহেব নিজেই চেয়ার ছেড়ে পড়িমরি করে উঠে গিয়ে তাকে রুমের ভেতরে নিয়ে এলেন। তার হাতে নিজেই মাইক তুলে দিলেন। কিন্তু উপস্থিত ডাক্তারদের প্রতিবাদে জিএস সাহেব আর কোন বক্তব্য রাখতে পারলেননা।
ওইদিকে এরিমধ্যে অনলাইনে নিউজ চলে গেল, “ঢাকা মেডিক্যালে ডাক্তারদের হাতে রোগীর লোক, বিশ্ববিদ্যালয় ছাত্র প্রহৃত।” সাথে ইমারজেন্সি বিভাগে চিকিৎসাধীন গুণ্ডাদের ছবি। এই নিউজ পেয়ে শহিদুল্লাহ হল থেকে লাঠিসোটা নিয়ে লোকজন চলে এল। ইমারজেন্সির বাইরে ভাঙচুর করল।
ইমারজেন্সির নার্স ওখানে দায়িত্বরত ডাক্তারদের বাঁচানোর জন্য তাদের বললেন, ‘স্যার আপনারা তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে বের হয়ে যান। নাইলে আপনাদেরকেও ছাড়বেনা! এইদিকে আমরা সামাল দিচ্ছি।’ ইমারজেন্সিতে কর্তব্যরত ডাক্তাররা কোনরকমে কাপড় ছেড়ে পালিয়ে বাঁচলেন।
আমরা আবার গেলাম রুদ্ধদ্বার বৈঠকে। বড় বড় ডাক্তার নেতৃবৃন্দ এসেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এসেছেন। আগের সেই জিএস সাহেব ফোন দিলেন প্রোক্টরকে। তার সাথে নাকি এমন আচরণ করা হয়েছে, যা বলার মতনা। এই নিয়ে প্রোক্টরসাহেব খেদ প্রকাশ করলেন।
আমাদের শ্লোগান দেখে বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি বললেন, তাদের ছাত্ররা আমাদের মত অভদ্র না। তাদের সামনে এভাবে কথা বলার সাহস কোন ছাত্র পায়না। আমরা অভদ্র।
নেতারা বিড়বিড় করে সাপের মন্ত্রের মত অনেক কথা বলতে লাগলেন। মাঝে মাঝে দুই-একটা কথা কানে আসছিল। ‘আন্দোলন’, ‘স্বাধীনতা’, ‘মুক্তিযুদ্ধ’, ‘ভাষা আন্দোলন’, ‘শহীদ মিনার’, ‘ঐতিহ্য’, ‘স্বৈরাচার’, ‘জিডি’, ‘সুষ্ঠু তদন্ত’, ‘তদন্তকমিটি’, ‘সব ষড়যন্ত্রমূলক’, ‘দৃষ্টান্তমূলক’, ‘শাস্তি’, ‘হিপক্রেটিক ওথ’, ‘ডাক্তারদের নৈতিক অবক্ষয়’ ইত্যাদি ইত্যাদি। হঠাৎ শুনলাম ডাক্তাররা হইচই করে উঠলো। তারা নেতাদের আশ্বাসে সন্তুষ্ট না। এতে ডাক্তারনেতৃবৃন্দ রুষ্ট হয়ে গেলেন। একজন বললেন, ‘২০ বছর ধরে আমি এরকম অনেক পরিস্থিতি ফেস করেছি। এইটাতো কিছুইনা!
ঢাকার বাইরে ডাক্তারদের চেম্বার থেকে তুলে নিয়ে যায়, এটা জানো?!’
এতক্ষন মাথা জাম ধরে ছিল। হঠাৎ করে সব ফকফকা পরিষ্কার হয়ে গেল। আমি নিঃশব্দে মিটিং থেকে বের হয়ে এলাম। একটা মোমেন্ট অফ ক্লারিফিকেশন। এরা কেউ আমার না। আমার দায়িত্ব কেউ নিবেনা। আলোচনা হবে, তদন্তকমিটি হবে, রাজনীতি হবে। তারপর নেতারা ব্যস্ত হয়ে যাবে দলাদলিতে, আর বড় ডাক্তাররা ব্যস্ত হয়ে যাবে চেম্বারে গিয়ে দুই হাতে কাঁড়ি-কাঁড়ি টাকা কামানোতে। কোন সমাধান হবেনা। গুণ্ডাদের কোন বিচার হবেনা। আমি মার খেয়েই যাব। ভদ্রভাবে প্রতিবাদ করতে গেলে সবাই বলবে ডাক্তারদের নৈতিক অবক্ষয়।”
রেফঃ প্ল্যাটফর্ম
২| ০৭ ই মে, ২০১৪ রাত ১:৩৬
রিফাত ২০১০ বলেছেন: দুপুরে একটা পোস্টে প্রথম আলো ও ইত্তেফাকের মাধ্যমে সংবাদ গুলো পড়েছিলাম। পড়েই মনে হয়েছিলো শালা হলুদের দল নিশ্চিত সত্যকে মিথ্যা বানিয়েছে।হলুদই তো বাংলাদেশের তথ্য সন্ত্রাসীদের আসল আসল রঙ ।
ছাত্রলীগ মানেই গুণ্ডা ।
ছাত্রলীগ মানেই মাস্তান।
ছাত্রলীগ মানেই রাস্তার কুকুর।
ছাত্রলীগের নাম কুত্তালীগ এমনি এমনি হয়নাই। ছাত্রলীগকে কেন কুত্তালীগ বলা হয় তারা ঢামেকে আজ আরো একবার প্রমাণ করলো। কুত্তালীগের সাথে হলুদ তথ্য সন্ত্রাসীরা যখন হাত মেলায় তখন সেখানে সত্য চাপা পড়াই স্বাভাবিক। যেহেতু ঘটনার সাথে কুত্তালীগ জড়িত তাই দেশের অন্য মানুষরা বুঝে নিবে কুত্তা লীগের সাথে যেখানে গণ্ডগোল সেখানে কুকুর গুলো ছাড়া অন্য কারো দোষ হতে পারেনা।
কারণ কুকুরগুলোর কাজকারবারের সাথে দেশের মানুষ গত ৬ বছর ধরে খুব ভালো ভাবেই পরিচিত। তাই শেয়ার করার দরকার নাই।
কুত্তালীগ ও হলুদ তথ্য সন্ত্রাসী নাম-করেনের সার্থকতা বজায় না রাখলে কিভাবে হয়?
৩| ০৭ ই মে, ২০১৪ রাত ২:৪১
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আপনি যে লেখা লিখছেন তাতে পাঠকের সংখ্যা, এবং কমেন্টের সংখ্যা যদি বিবেচনায় নেন, তাহলেই বুঝতে পারবেন, এই দেশে চিকিতসা কে পেশা হিসেবে নেয়াটা কতটা বিবেচনাপ্রসূত ছিল।
এ এক অদ্ভুত দেশ। সারা দুনিয়ার নিয়ম এদেশে এসে উলটা হয়ে যায়।
৪| ০৭ ই মে, ২০১৪ সকাল ৭:২২
nurul amin বলেছেন: কুত্তালীগ এরকমই হয়।
৫| ০৭ ই মে, ২০১৪ সকাল ১১:৩০
অেসন বলেছেন: লেখাটা একপেশে মনে হল। কেউই ধোয়া তুলসী পাতা নয়। কিছুদিন আগে রাজশাহীতে নিরেট ভদ্রলোক ডাক্তারদের মুখোশ উন্মোচিত হয়েছিল। সাড়ে ৩ ঘন্টা জরুরী সার্ভিস বন্ধ রাখা কতটা যৌক্তিক ?
০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৯
রাজীব দে সরকার বলেছেন:
মোটেও যৌক্তিক না
হাসপাতাল ডাক্তারদের বাড়িঘর, বন্ধ রাখার কোন ইচ্ছাই তাদের থাকেনা, কিন্তু আপনি তার ঘরে ঢুকে তাকে মারবেন, পুলিশ-প্রশাসন কিছু করবেনা, তখন ঘরের দরজাটা একটু আগলে রাখা কি দোষ??
আপনি হলে কি করতেন??
সন্ত্রাসীরা হামলা করছে, ভাংচুর করছে - এর মধ্যেই রোগীর সেবা (তাও জরুরী বিভাগ) দিয়ে যেতে হবে??
৬| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৬
কামরুল ইসলাম রুবেল বলেছেন: মেনে নিলাম, আর বিনা চিকিৎসায় যারা কাতরালো তাদের ব্যাপারে কিছু বলেননি কেনো? তাদের কি দোষ ছিলো। এতটা নির্লজ্জের মত লিখতে হয়না। ছত্তর লীগ আর বর্তমানের অপদার্থ ইন্টার্নী ডাক্তার একই কথা। এ দুগ্রুপই মনে করে উনারাই দেশের সর্বসেরা।
০৯ ই মে, ২০১৪ রাত ৮:০৮
রাজীব দে সরকার বলেছেন:
জানি না কামরুল ভাই আপনি কি পেশায় আছেন
তবে যাদের অপদার্থ বললেন, তাদের বাম পায়ের বুড়ো আঙ্গুলের সমান যোগ্যতাও আপনার আছে কি না আমার সংশয় আছে
বিনা চিকিতসায় যারা কাতরালো, তাদের এই কাতরানোর জন্য কি ২ ঘন্টা বন্ধ থাকা জরুরী বিভাগ দায়ী? কেন বন্ধ রাখতে হলো জরুরী বিভাগ??
৭| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:০১
ধুমধাম বলেছেন: আপনার কথা বিশ্বাস করলাম, কিন্তু টিভি চ্যানেল গুলোতে যে দেখানো হলো আপনারা লাঠি নিয়ে মারমুখি হয়ে মানূষ তাড়াচ্ছেন...তাও বা অবিশ্বাস করি কিভাবে?
ইন্টার্নী ডাক্তারদের আচরণ দেখে কি মনে হয় .............. ? এরাও কি ছাত্রত্ব পেরুনো আচরন করছে!
"তোর মারে ইনজেকশন দিয়ে মেরে ফেললে তুই কি বুঝবি" মন্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা কি খুনের হুমকি নয়? না হলে কেন নয়??
আমি নিশ্চিত আপনি ঐ গোত্র ভুক্ত নন, যারা রোগীদের হত্যার হুমকি দিতে পারে। কিন্ত আপনার মূল্যায়নটা জানতে চাচ্ছি
০৯ ই মে, ২০১৪ রাত ৮:১৩
রাজীব দে সরকার বলেছেন:
অর্ধেকটা দেখেন বলেই তো কষ্ট লাগে ধুমধাম
ভিডিও টা ভালো করে চোখ লাগিয়ে দেখেন
সবুজ টি-শার্ট পরিহিত ছাংবাদিক মহাশয় লাঠি নিয়ে কেন ঢুকেছিলেন হাসপাতালে? কোন বীরের কাজ করতে?
আর ঐ মন্তব্য আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না
পারলে কোন অডিও ক্লিপ লোড দেন, কারন সাংবাদিক নামের চুতিয়া গুলো (সবাই না) ইদানিং নিজেদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করে কি না, ভাবে তারা যাই বলে সবই হাদিসের বাণী!!!
কারন ৫/৬ বছর ওয়ার্ল্ড টাফেস্ট কোর্সে পড়াশোনা করে এ ধরণের কথা কারো মুখে আসবে না
৮| ১২ ই মে, ২০১৪ রাত ১:৫৬
কামরুল ইসলাম রুবেল বলেছেন: কিসের কি আঙ্গুলের কথা বললেন যেনো, এ পার্ট টা বাড়ালাম না।
যাই হোক, ধরুন আমি কোন একটা ঝামেলায় অফিসের বাইরে গিয়ে একটা সেইরকম মাইর খেয়ে আসলাম, এবার অফিসে এসে বললাম, আজ থেকে অফিস বন্ধ। কি? হলো বিষয়টা?
চানখারপুল এবং পরবর্তী বিষয়ে মহামান্য বুইড়া আঙ্গুলের ব্যাখ্যা চাইছি।
১৭ ই মে, ২০১৪ সকাল ৯:৪৪
রাজীব দে সরকার বলেছেন:
রুবেল ব্যাখ্যা দিলেও আপনি বুঝবেন না
আপনার প্রিয় কেউ কখনো অসুস্থ না হোক এই দোয়াই করি
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৪ রাত ১:১২
মাইরালা বলেছেন: দুঃখজনক