![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...
ক্ষুব্ধ হয়েই বলছি, মালালা নোবেল পেলো কি কলা পেলো, আমার কিছু যায় আসে না
একটি অসভ্য সমাজে বেড়ে ওঠা মেয়েটি আমার দেশের ক্রিকেট টীম নিয়েও একটি অশোভন মন্তব্য করেছিলো এক সময়। আশা করি সেটা ভুলে যাই নি আমরা।
উগ্র তালেবানদের ক্রোধের শিকার এই মেয়েটি বিশ্বের সব মানুষের সহানুভূতি আর আকর্ষণ কেড়ে নিয়েছিল ঐ অমানবিক ঘটনার পর।
শুধু আমরা ভুলে গিয়েছিলাম, মেয়েটি পাকিস্তানী, শরীরে তার পাকিস্তানী রক্ত আর জাতি হিসেবেই পাকিস্তান বর্বর, অসামাজিক, পারভার্ট এবং হিংস্র (গবেষণাঃ ডাঃ এম এ হাসান)। সেই দেশের মেয়ে মালালা বাংলাদেশ এর পাকিস্তান সফর নিরাপত্তাজনিতে কারনে বাতিল হওয়ায় বাংলাদেশ ক্রিকেট টীমকে 'বিড়াল' বলেছিলো।
বোমা হামলার পরে ইংল্যান্ডে যদি ঠাই না মিলতো, তবে কি মালালার সুযোগ হতো এই কথা টুইটারে বলার? ওর দেশে মানুষ বিড়াল কেউ এ তো নিরাপদ না!!
অনেক সুশীল বলবেন, মালালা ছোট মানুষ, কি না কি বলেছে এসব ধরলে চলে না
আমি তাদের বলবো, তুই রাজাকার!!
প্রিয় সুশীল, এই ছোট মানুষকে পাকিস্তান থেকে তুলে নিয়ে আপনারা বিশ্বনন্দিত রনজেন, হেনরি ডুনান্ট, মেরী কুরী, ড্যাগ হ্যামার্শেল্ড, রবীন্দ্রনাথ, অমর্ত্য সেন এর কাতারে বসাচ্ছেন, এবং এখানে আমি একজন সাহিত্যপ্রেমী, চিকিতসাবিজ্ঞানের ছাত্র এবং সংগ্রাম দিয়ে অর্জিত স্বাধীন দেশের নাগরিক হিসেবে চুপ থাকবো না
মালালার আগেও অনেক নারী আন্দোলন করে নিজেরদের সর্বস্ব খুইয়েছেন, তাদের নাম গন্ধও আমরা পাই নাই, তাদেরকে কেউ প্রমোট করে নাই, তাঁরাও সম্মাননা পাবার যোগ্য - মালালার পাবলিসিটি ব্র্যান্ডিং ভালো হওয়ায় ও পেলো এই যা!
১৯৭১ সালে আমাদের যে সকল বীরাঙ্গনা যুদ্ধ করেছেন, যে সব নারী উদ্যোক্তা দেশে নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন এবং করে যাচ্ছেন, প্রত্যকেই সম্মাননা পাবার দাবী রাখেন
আমি নোবেল কমিটিকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা নিয়ে আসি নি
আমি আমার ঘৃণার কথা জানাতে এসেছি,
এই ঘৃণা পাকিস্তানের প্রতি,
এই ঘৃণা এক কৃতঘ্ন জাতি পাকিস্তানীদের করা মন্তব্যের প্রতি,
এই ঘৃণা সেই রক্তের প্রতি যাদের বুকে এতোটুকু মায়া হয়নি আমার দেশের ২ লক্ষ মা-বোনকে ইতিহাসের পৈশাচিকতম নির্যাতন করতে...
আমি, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এক অভদ্র পাকিস্তানীর নোবেল প্রাপ্তি মেনে নিতে পারলাম না
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫১
রাজীব দে সরকার বলেছেন: পাকিস্তানী গো জন্য পরান পুড়ে নাকি শাহরিয়ার ভাই?
২| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৩
আল-শাহ্রিয়ার বলেছেন: আসলেই ভুল হয়েছে নোবেলটা লাকি কে দেওয়া উচিৎ ছিল, আমার নয় বরং আপনার মতে।
৩| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪২
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: মালালা নিয়ে আমার নিজেরও ব্যাক্তিগত কোন ক্ষোভ নেই,এই মেয়েটি নিয়ে আমার নিজেরি কোন ভাবনা আগ্রহ নেই,মালালা হলো একটা প্রতিকি মানুষ,যার শরীরে দেবির মত সব গহনা দিয়ে উজ্জল করা হছে,তার ছোট্ট শরীরে সব কিছু বসিয়ে গড়ে তোলা হচ্ছে একটা নির্দিষ্টি গোষ্ঠি বা মতবাদের বিপক্ষে।
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫২
রাজীব দে সরকার বলেছেন: হুমম
৪| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫০
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: মালালা নিয়ে আমার নিজেরও ব্যাক্তিগত কোন ক্ষোভ নেই,এই মেয়েটি নিয়ে আমার নিজেরি কোন ভাবনা আগ্রহ নেই,মালালা হলো একটা প্রতিকি মানুষ,যার শরীরে দেবির মত সব গহনা দিয়ে উজ্জল করা হছে,তার ছোট্ট শরীরে সব কিছু বসিয়ে গড়ে তোলা হচ্ছে একটা নির্দিষ্টি গোষ্ঠি বা মতবাদের বিপক্ষে।
৫| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৩
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: মালালা নিয়ে আমার নিজেরও ব্যাক্তিগত কোন ক্ষোভ নেই,এই মেয়েটি নিয়ে আমার নিজেরি কোন ভাবনা আগ্রহ নেই,মালালা হলো একটা প্রতিকি মানুষ,যার শরীরে দেবির মত সব গহনা দিয়ে উজ্জল করা হছে,তার ছোট্ট শরীরে সব কিছু বসিয়ে গড়ে তোলা হচ্ছে একটা নির্দিষ্টি গোষ্ঠি বা মতবাদের বিপক্ষে।
৬| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৬
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: মালালা নিয়ে আমার নিজেরও ব্যাক্তিগত কোন ক্ষোভ নেই,এই মেয়েটি নিয়ে আমার নিজেরি কোন ভাবনা আগ্রহ নেই,মালালা হলো একটা প্রতিকি মানুষ,যার শরীরে দেবির মত সব গহনা দিয়ে উজ্জল করা হছে,তার ছোট্ট শরীরে সব কিছু বসিয়ে গড়ে তোলা হচ্ছে একটা নির্দিষ্টি গোষ্ঠি বা মতবাদের বিপক্ষে।
৭| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩০
নিলয় চাকলাদার বলেছেন: ভালো লিখেছেন, সহমত!
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫২
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ
৮| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৮
নীল আকাশ ২০১৪ বলেছেন: মালালা হল কুমারী পুজার জন্য তৈরি করা একটা মাটির প্রতিমা - পূজা শেষ হয়ে যাবে তো বিসর্জনের নামে তাকে নর্দমায় নিক্ষেপ করা হবে।
৯| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০০
সোহানী বলেছেন: সহমত..
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫২
রাজীব দে সরকার বলেছেন: ধন্যবাদ
১০| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৬
অপূর্ণ রায়হান বলেছেন: ২০০১ এর পরে নোবেল পিস কমিটি পুরাই ফালতু একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ।
পোষ্টে সহমত ।
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৪
রাজীব দে সরকার বলেছেন: সহমত হবার জন্য ধন্যবাদ
১১| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৭
এ কে এম রেজাউল করিম বলেছেন: বিশ্ববাসী আগেও জানতো মুসলিম বিশ্বের যে সব গাদ্দার গাদ্দারিতে এবং পাশ্চাত্যের পা'চাটার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে পারে নোবেল প্রাইজ নামক একটা দাসত্বের সার্টিফিকেট কেবল তাদের পক্ষেই অর্জন করা সম্ভব। সোয়াতের ধর্মীয় পরিবেশ বিঘ্নিত করার পরীক্ষায় উত্তীর্ণ (তাদের ধারণামতে) মালালা ইউসুফ জাঈর নোবেল প্রাপ্তিতে তাই অবাক হবার মতো কিছুই নেই। কোনো প্রকৃত অর্থের মুসলমান কখনো নোবেল প্রাইজ পেতে পারে না। আমরা দেখেছি মুসলিম নামধারী আব্দুস সালামকে নোবেল দিতে। কিন্তু আব্দুস সালাম মুসলমান হলো কবে? সে তো ছিল তাদের দেয়া নবুওতে নবী হওয়া গোলাম আহমদ কাদিয়ানির একজন বিশ্বস্ত উম্মত। বাংলাদেশের ডঃ ইউনুসের কথা? সে তো হলো ইহুদিবাদীদের অর্থনৈতিক ব্যবস্থা সুদের প্রচার ও প্রসারের এম্বেসেডর। মিশরের নাজিব মাহফুজের কথা? সে ও তো ছিল তাদের চিন্তাধারা প্রসারের শ্রমিকমাত্র। নাজিবের সমস্ত লেখায় কেবল তাদের দর্শনটাই ফুটিয়ে তুলা হয়েছে। আর ইয়াসির আরাফাত ও আনোয়ার সাদাতের কথা? ক্যাম্পডেভিট চুক্তির মাধ্যমে শক্তিমান অারবদের কোমর ভাঙা আর ইন্তেফাদার গলায় ছুরি চালিয়ে ফিলিস্তিনিদের হত্যার পথ প্রশস্ত করার জন্যই মূলত দেয়া হয়েছিল অভিশপ্ত এ প্রাইজ। ডঃ আফিয়া সিদ্দিকার ন্যায় একজন বিদুষী নারীকে হিংস্র পশুদের খাচায় আটকে রেখে মালালার ন্যায় এক দক্ষ অভিনেত্রীকে পুরস্কৃত করা আসলে বিশ্বের নারী অধিকারের উপর শক্ত একটা চপেটাঘাত। মানবতাবাদ নিয়ে চরম উপহাস। (সংগ্রহ)
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৪
রাজীব দে সরকার বলেছেন: অপ্রাসঙ্গিক এবং নিম্ন মানের মন্তব্য
আপনাকে তিরষ্কার
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১১
আল-শাহ্রিয়ার বলেছেন: আসলেই ভুল হয়েছে নোবেলটা লাকি কে দেওয়া উচিৎ ছিল, আমার নয় বরং আপনার মতে।