নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব দে সরকার - এর বাংলা ব্লগ

রাজীব দে সরকার

আমি চাই ঝড় থেমে যাক বৃষ্টি আসুক... আমি চাই কান্না ভুলে সবাই হাসুক...

রাজীব দে সরকার › বিস্তারিত পোস্টঃ

প্যারাসিটামল নিয়ে সাংবাদিকদের ভুল রিপোর্টিং - ভুক্তভোগী সাধারণ মানুষ এবং চিকিৎসকেরাও

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

: আপনে না জাইন্যা ট্রিটপম্যান্ট দ্যান ক্যান?
: কি বললেন, বুঝলাম না

: আপনি জানেন না, অহন থেইক্যা নাপা খাওয়া নিষেধ,
খাইলে ক্যান্সার ম্যান্সার হইবো
: দেখুন আপনি ব্যাপারটা ভালো করে জানেন না

: আপনে আমারে জ্বরের জন্য অন্য কিছু দেন, আমি নাপা খাইতাম না

: নাপা, এইস মানে প্যারাসিটামল মোটেও নিষেধ করেনি সরকার। যেখান থেকে আপনি এগুলো জেনেছেন, ভুল জেনেছেন। বাজারে প্যারাসিটামল এর সাথে আরেকটা কম্বিনেশন পাওয়া যায়, 'ডিএল মিথিওনাইন' ১০০ মিলিগ্রাম। এই অংশটি শরীরে বেশ কিছু ঝুকিপূর্ণ প্রভাব ফেলে। তাই 'এই অংশ'টি আছে এমন সকল প্যারাসিটামল নিষিদ্ধ করা হয়েছে। নিশ্চিন্তে ঔষধ খান।
~~~~~~~~~~

লোকটা আমার কথা বিশ্বাস করলো বলে মনে হলো না।

নিঃসন্দেহে বলতে পারি এই কনফিউশন তৈরীর জন্য স্বাস্থ্যব্যবস্থা না, বরং দায়ী নিউজ সেনসেশন তৈরীতে ব্যস্ত একদল সাংবাদিক এবং মিডিয়া।

প্যারাসিটামল এর সাথে অনেক কম্বিনেশনই বাজারে প্রচলিত আছে

প্যারাসিটামল + ক্যাফেইন = আপনারা জানেন 'নাপা এক্সট্রা' নামে
প্যারাসিটামল + ট্রামাডোল = 'নাপাডল' নামে পাওয়া যায়

নিষিদ্ধ হয়েছেঃ
প্যারাসিটামল + ডিএল মিথিওনাইন = 'নাপা সফট' নামে বাজারে ছিলো

একটা ভুল বোঝাবুঝি তৈরী হলো। চিকিৎসার ক্ষেত্রে ভুল বোঝাটা মারাত্নক হুমকির কারন হতে পারে। একটি ভুল সংবাদ পরিবেশন এর জন্য জনমনে যে বিভ্রান্তি তৈরী হলো এর দায়িত্ব কে নেবে?

ভুল চিকিৎসার জন্য ডাক্তার জেলে গেছেন, কোর্টে গেছেন, মারধর খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এমনি সনদ বাতিলের দাবীর মুখেও পড়েছেন (এটা নতুন স্টাইল পাবলিকের!! তারা শুধু এখন আর মাইর দিয়ে ক্ষান্ত হয় না। তারা সাংবাদিকদের মাধ্যমে 'নাম প্রকাশে অনিচ্ছুক' থেকে ডাক্তারের সনদ বাতিলের দাবী তোলেন!!)

ভুল কিংবা মিথ্যা রিপোর্টিং এর জন্য কোন মিডিয়া কিংবা মিডিয়ার লোকদের এরকম সাজার কথা কখনো শুনিনি। আশাও করিনা। দেশ ও জাতি উদ্ধারের দায় যেহেতু একমাত্র 'তাদের', তাই তাদের কোন ভুলই ভুল না। অথচ আমার সেই রোগী অন্ধের মতো তাদের কথা বিশ্বাস করেছে এবং সেটাই স্বাভাবিক।

একটি পত্রিকা যদি এক লাখ কপি ছাপা হয়, আর সেখানে যদি একটি ভুল তথ্য থাকে তবে তা এক লাখ মানুষের কাছে পৌছে গেলো অবলীলায়। এক লাখ বার যে মিথ্যা ধ্বনিত হবে তা কিন্তু সত্যের বেশ কাছাকাছিই চলে যায়। সেখানে একজন ডাক্তার আসল সত্যিটা জানানোর ইচ্ছা থাকলেও জানাতে পারবেন কি?

আসুন সবাই যার যার অবস্থান থেকে নিজের কাজটা করি।
'ভুল চিকিৎসা' লিখে রিপোর্ট করার আগে মনোযোগী হোন আপনার নিজের কাজে যেন আপনি 'ভুল সাংবাদিকতা' করে না ফেলেন।

পরিশেষে, আমার মেডিকেল এর সিনিয়র আপু ডাঃ মীম এর সাথে ঘটে যাওয়া নোংরা সাংবাদিকতার প্রতিবাদ জানাচ্ছি আবারো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

এসব চলবে না..... বলেছেন: ই দেশে সাংবাদিকতা নামে যা হয় তা এক কথায় মাদার__দি।

২| ২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১০

শায়মা বলেছেন: তারমানে শুধু নাপা সফট খাওয়া চলবেনা?

৩| ২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

হামিদ আহসান বলেছেন: মানুষ যে কী বুঝে ...........

৪| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৩

পান্থজ০০৭ বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকরী। /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.