নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে । মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮

রাজিব হোসেন পানি

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮

রাজিব হোসেন পানি › বিস্তারিত পোস্টঃ

ভদ্রতা কোথায় শিখব?

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০০

আমার দেখা বাস্তব ঘটনা, কোনো কাল্পনিক ছিনেমার ঘটনা না । আমি ঢাকার ধানমন্ডির একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করি, আমার বড় ভাই সাভারের একটি বে_সরকারি অফিসে চাকরি করেন ।সেই সুবাদে আমি ঐখানেই থাকি তাই আমাকে প্রতিদিন অনেকদূর থেকেই ভারসিটিতে আসতে হয় । সেদিনও আসছিলাম প্রতিদিনের মত, সাভার সেনানিবাসের পরেই একটি মোড় নাম বিশমাইল । ঐ মোড়ে কয়েকটি সেনাবাহিনীর সদস্য সবসময় নিরাপত্তার জন্য থাকেন সেদিনও ছিলেন । বাসে আসছি বাস হঠাৎই দাড়িয়ে গেল জানালা দিয়ে দেখি সামনে য্যাম । একজন সেনাসদস্য য্যামটাকে দূরকরার চেষ্টা করছেন তিনি গাড়ির পিছনে একটা লাঠি দিয়ে জোরে জোরে বারি দিচ্ছিলেন আর মুখে বলছিলেন ঐ শালা সামনে আগা । কিছুক্ষনের মধ্যেই য্যামটা ছুটে গেল বাসটা আবার চলতে শুরু করলো । সাভার পার হয়ে হেমায়েতপুর আবারো বাস য্যামে আটকা পরলো দেখলাম একজন পুলিশ য্যামটা ছুটানোর চেষ্টা করছেন তিনিও গাড়ির পিছনে বারি দিচ্ছেন আর মুখে অশ্লীল ভাষা ব্যাবহার করছেন । বাবা মা অনেক কষ্টে ছেলেদের লেখাপড়া শিখিয়ে বড় করেন মা মাঝেমাঝে ছোট্ট বাবুটিকে পুলিশ আর্মি দেখিয়ে বলেন তুমিও বড় হলে পুলিশ আর্মি হবে । কিন্তু আজ যদি আমাদের দেশের পুলিশ আর্মিকে ৬_৯ মাস ট্রেনিং করিয়ে এসব অশ্লীল গালিগালাজ শিখানো হয় তাহলে আমরা ভদ্রতা কোথায় শিখব ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.