![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
মা
মো : রাজিব হোসনে পানি
মা তুমি নামটি আমার কাছে সুধার মতো ,
ছোট্ট বলায় সয্য করো আমার জ্বালা কত ।
যখন ছিলাম ছোট্ট শিশু, তোমার কলে মাগো ,
পা দিয়ে কতই আঘাত করেছি জানিনা ক ।
ক্ষুধার জ্বালায় কেঁদে উঠতাম মাঝ রাতে যখন, আমি
কেউ বুঝতো না ,বুঝতে তুমি ,পান করাতে বুকের দুগ্ধ ,
নানা রকম খেলার ছলে ,হাজার লাথি তোমায় মেরে ,
স্বর্গের ঐ অর্মিত পান করতাম , হয়ে মুগ্ধ ।
একটু খানি বড় হয়ে হাঁটা সিখি যখন
নানান রকম বাইনা ধরে ভাত খাব না তখন ,
তবু্ও তুমি মা জননী ,কতই আদর করে বুকে নিতে টেনে ,
বলতে তুমি ভাত খাও সোনা , চাঁদটা দেব এনে ।
একটু খানি পিছনে গেলে এইতো মনে পরে ,
কাঁদতে তুমি একটু খানি চোখের আড়াল হলে ।
স্কুলেতে যাবার বেলায় ,
মুখটা আমার আঁচল দিয়ে ,মুছে
বলতে তুমি ,আমার সোনা ,অনেক বড় হবে ।
মা জননী, তোমার ঐ, মুখের বানী
জানি আমি ,জানি, ফেরেস্তারী বানী ,
সত্যি মাগো তোমার খুকা হয়েছে আজ দামি ,
আমার পাশে সব যে আছে নেই শুধু মা তুমি ।
©somewhere in net ltd.