![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
কে তুমি
মো: রাজিব হোসেন পানি
কে তুমি ..? নিস্তব্ধ পায়ে হঠাৎ এসে
নির্বাক তুমি গো-ধূলি সাঁঝে ,
ঐ হরিণী চোখে ,একপলক আমার দিকে তাকিয়ে,
নীল আকাশের নিচে সু-দূরে.....
হারিয়ে গেলে ।
পাখি ডাকা এই সুন্দর সুনীল আকাশের নিচে
আজও আমি একা...নিরালয় নিস্তব্ধতাই তোমাকেই খুঁজি ।
ঐ গো-ধূলি সাঁঝের মত আর একটি সাঁঝ কেন
আমার জীবনে আসে না ?
এখনো.... গো-ধূলি সাঁঝে
তাকিয়ে থাকি দূ....রপানে
এই বুঝি তুমি আবার এলে
কই তুমি এলে না তো ?
গো-ধূলি শেষে সন্ধা এলে
যখন সবাই ঘুমিয়ে পড়ে ..
আমি জেগে থাকি ....আর জসনার দিকে তাকিয়ে ভাবি
আবার কাল কখন গো-ধূলি হবে ?
এভাবেই থাকি অপেক্ষায় ........দিনের পর দিন
আর ভাবতে থাকি তুমি কে......?
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪
রাজিব হোসেন পানি বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই .....
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮
নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: ভাল লাগল ।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
রাজিব হোসেন পানি বলেছেন: ধন্যবাদ ...নূর ..দোয়া করিস দোস্ত
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন।