![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
অন্ধ মানুষের বেদনা
মো: রাজিব হোসেন পানি
অন্ধ মানুষের কত জ্বালা,
এ কথা জানতে চাও মালা ?
তাহলে চোখ বন্ধ করে রাখো ১ ঘন্টা ,
ছটপট করবে দেখবার জন্য দুনিয়া তোমার মনটা ।
মূর্খ লোকে বলে কথা
কানার নেয় জ্বালা ব্যাথা ।
তাকে বলবে তুমি ওগো.
১মিনিট চোখ বুঝে থাকো ।
যেখানে যায় কানা লোক
আবর্জনা মনে করে ,
কানা লোকের বেদনা কত
কানা লোকি জানে ।
সারাংশ: আমার এই কবিতাই আমি একজন অন্ধ মানুষের মনের লুকায়িত যে জ্বালা যন্তনা থাকে তা অল্প কথায় ছড়ার মত করে ফুটিয়ে তুলার চেষ্টা করেছি ।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫
প্রামানিক বলেছেন: খুব সুন্দর একটি বিষয় ছড়ায় তুলে ধরেছেন। ধন্যবাদ
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭
রাজিব হোসেন পানি বলেছেন: ধন্যবাদ গ্রামানিক ভাই ,,,,তাছাড়া আমার বাবা একজন অন্ধ তিনি দু চোখে কিছুই দেখেন না ।তাঁর জন্য সবাই দোয়া করবেন
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮
অগ্নি কল্লোল বলেছেন: অতি চমৎকার।।।