![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
যৌবন
মো: রাজিব হোসন পানি
যুবক তুমি দাবি কর বলতে পারো কিসে ?
যৌবন কী প্রেমের জন্যই তোমার দেহে আসে ।
আমি বলি,যৌবন হলো ঐ একটি বয়সের রুপ,
যেই বয়সে সবাই পায় মানব সেবার সুখ।
৭১ এর ঘাতকদেরকে যৌবন ছারেনি ,
বৃদ্ধরা সব ভয়ে মরেছে
যৌবন, সে তো, আপোষ করেনি ।
অনেক কষ্টে যেখানে বাঁচে কৃষক শ্রমিক মুটে
দেখিতে চায় আলোর গতিতে,
সেখানে , যৌবন যাক ছুটে ।
বন্যা, ঝড় আর দুর্যোগ, প্লাবনে
আবার আসুক যৌবন ছুটে, বাংলার প্রানে ।
পাশের বাড়ির মড়ার পালকি ৬১ বছরের কাঁধে,
২১ বছরের যুবকদের, লজ্জা হয় না তাতে ।
যুবক সমাজ হও সচেতন, সামনে নতুন দিন,
বলতে হবে জায়গা ছারো, আমরাই নবীন ।
©somewhere in net ltd.