![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
দিকদর্শী
মো: রাজিব হোসেন পানি
আমি উদ্দমী,আমি বরবর,আমি ধারালো তলোয়ার ,
কোন এক বীর শক্তিশালী রাজার ।
আমি যতদিন বাঁচবো মরবো আমি মরবো বার বার ,
করে লড়াই সাথে অন্যায় আর অবিচার ।
যদি দেখি কখনো সমাজে আর রাষ্ট্রে
মিথ্যের হয় জয় আর সত্যের পরাজয় ,
মানবো না, মানবো না, পারিনা মানতে,
আমি সমাজের এই অবক্ষয় ।
আমি দুর্জয় আর দানব হবো
মানবো না পরাজয় ,আমি মরবো আবার
জন্ম নিবো ,তবু রুখবোই বার বার ।
জানি আমি একা ,নেই পাশে কেউ আজ ,
রইবো না একা, জানি আমি যখন, পড়বো রনোসাজ ।
বাঙ্গালী জাতির আছে সাহস আর অফুরন্ত উদ্দম
শুধু অভাব সঠিক দিকদর্শীর ,চরিত্র যার উত্তম ।
আমি চাই হতে ঐ দিকদর্শী ,
যে করে না ভয় ,দেখে শুধু স্বপ্ন অবিরাম ,
সুন্দর সু-প্রভাত ,আর, দরীদ্র ক্ষুধাহীন ,সুন্দর এক বসুন্ধরার ।
কথা বলে নই হবে কাজে পরিচয় ,
এসো নবীন ,সাহস যোগাও বাহুতে আর শীনায় ,
মেধা শক্তির বিকাশ ঘটিয়ে এসো বিশ্বদরবারে দেশটাকে চিনায় ।
এমন সমাজ গরতে হবে বসে ভাবি দিবানিশি ,
ভয় করোনা তরুন সমাজ ,
আমি আছি সাথে তোমাদের পাশে,
হয়ে আগামীর দিকদর্শী ।
দিকদর্শী = দিকপ্রদর্শনকারী
বসুন্ধরা= এই কবিতাই কবির জন্মস্থান
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দ্রোহী কবিতা।শুভেচ্ছা রইলো।
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯
বিজন রয় বলেছেন: ভাল লেগেছে কবিতা।
++++++
৪| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:৪৭
রাজিব হোসেন পানি বলেছেন: ধন্যবাদ সকলকে ......
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
রাশেদ বিন জাফর বলেছেন: চমৎকার ভাইয়া্