![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
]
নিজ গ্রাম
মো: রাজিব হোসেন পানি
মন চায় বার বার ফিরে যায় মোর নিজ গাঁয়
যেখানে কাটিয়েছি আমার ছেলেবেলা
সারাদিন কাঁদামাটি নিয়ে করে খেলা ।
মায়ের বকুনী আর মিষ্টি আদরমাখা গালা গালিতে
ছুটে পালিয়েছি দাদির শাড়ির আঁচলের নিচে ।
মন চায় ছুটে যায় মোর নিজ গায়
ইচ্ছে করে আবার ,বাবার বকুনি খায় ।
গ্রাম আছে সেথাই পরে ,বাবা মা সকলেই আছে
শুধু আমি আজ গ্রামে নাই ।
মনে পরে ঘুঘুর বাসা খুঁজতে গিয়ে দুপুরে ,
চৈত্রের ভাপসা গন্ধ আর গরম
সইতে না পেরে ঝাপ দিয়েছি পুকুরে ।
আতা আর আম কলা করেছি কত চুরি ,
তার জন্য মায়ের হাতে মার খেয়েছি ভূরি ভূরি ।
অনেক বন্ধু অনেক জায়গায় , আমি আজ ঢাকায় ,
ইচ্ছে করে ফিরে যায় আমার নিজ গাঁয় ।
২| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:২০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
৩| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:০২
রাজিব হোসেন পানি বলেছেন: ধন্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৪১
ঠ্যঠা মফিজ বলেছেন: ছবিটি সুন্দর সাথে লেখার কথাগুলো ।ভালো লাগল