![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
সংসার
মো: রাজিব হোসেন পানি
সংসারে আমার অভাব বটে
কিন্তু খায় আমি, গায়ে খেটে ,
করি নাকো চুরি আমি
পোরে পোষাক দামী ।
জীবন আমার বড়ই কঠিন
থাকি আমি, কুঁড়ে ঘরে,
তবু আমি শুতে পায়, একটু সন্ধা হলে ,
ওরা ঘরেই ফিরে, অনেক রাতে ,
ঘুমাতে যায় ঔষুধ নিয়ে সাথে ।
বরং আমি শুখেই আছি ,
চিন্তা আমার কম ,
সারাদিনের ক্লান্তি শেষে
বাসায় ফিরে খায় ভাজা গম ,
ওদের ত অনেক আছে ,
চিন্তাও অনেক বেশী ,
আইন টাইন জানি না কো
খায় আর ঘুমায় ,
ওরা অনেক আইন জানে বলে
থাকে জেল খানাই ।
©somewhere in net ltd.